উপভোগের মন্ত্রে নিবেদনে চোখ শান্তর
৩০ মে ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ৩০ মে ২০২৪, ১২:০৪ এএম
বাংলাদেশের জার্সির রং লাল-সবুজ। সে জন্যই সম্ভবত নাম দেওয়া হয়েছে ‘দ্য গ্রিন রেড স্টোরি’। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রতিদিনই দলের একজন প্রতিনিধির বিশ্বকাপ ভাবনার গল্প শোনাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। লাল-সবুজের এই গল্পে গতকাল এলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বিসিবির অফিশিয়াল ফেসবুক পেজে পোস্ট করা সেই ভিডিওতে শান্ত শোনালেন মিশ্র এক স্বপ্নের গল্প।
যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে ২ জুন (বাংলাদেশ সময়) থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছে বাংলাদেশ দল। তবে এই ভিডিওটি রেকর্ড করা হয় দেশে থাকাকালীন সময়েই। যা প্রকাশ করা হয় গতকাল। তা থেকে জানা যায়, বিশ্ব মঞ্চে টাইগারদের প্রতিনিধিত্ব করার রোমাঞ্চে বুঁদ হয়ে আছেন তিনি। বিশেষকরে অধিনায়ক হওয়ায় দায়িত্বটা ঠিকভাবে পালন করার তাগিদ অনুভব করছেন। এর পাশাপাশি সময়টা উপভোগও করতে চান অধিনায়ক, ‘আমার মনে হয় প্রত্যেকটা ক্রিকেটারেরই এমন স্বপ্ন থাকে যে প্রথমে দেশের হয়ে প্রতিনিধিত্ব করা, অবশ্যই। তারপর যদি আবার বিশ্বকাপের মতো একটা আসরে এ ধরণের সুযোগ আসে তাহলে তো ওই ক্রিকেটারের জন্য গর্বের বিষয়। অনেক রোমাঞ্চকর একটা মুহূর্ত আমার কাছে মনে হয়। পাশাপাশি আমার কাছে মনে হয় এই সময়টাকে উপভোগ করতে চাই।’
নিজের দায়িত্ব ঠিকভাবে পালন করে দেশের হয়ে প্রতিটি ম্যাচেই অবদান রাখতে চান শান্ত, ‘দলের হয়ে প্রত্যেকদিন অবদান রাখতে চাই। যে দায়িত্বটা আছে সেটা ঠিকভাবে পালন করতে চাই এটাই লক্ষ্য। অধিনায়ক হওয়া নিয়ে অনেক বেশি দায়িত্ব বেড়ে গেছে এভাবেও চিন্তা করতে চাই না। প্রত্যেকটা সময় উপভোগ করতে চাই। প্রত্যেকদিন দলকে যেন কিছু একটা দিতে পারি এটাই মূল লক্ষ্য থাকবে আর কি।’ বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে বললেন, ‘সম্ভাবনা আমি বলতেই চাই না। কারণ আপনিও চান বাংলাদেশ শিরোপা জিতুক। খেলোয়াড়েরাও চায় বাংলাদেশ দল কাপ জিতুক। এটাই সবচেয়ে বড় লক্ষ্য। কিন্তু অধিনায়ক হিসেবে গুরুত্বপূর্ণ হলো প্রস্তুতিটা ঠিকমতো নিয়েছি কি না, ছোট ছোট কাজগুলো করছি কি না, প্রক্রিয়াটা ঠিক আছে কি না—এই জিনিসগুলো যদি আমরা ঠিকভাবে করতে পারি, প্রতিটি ম্যাচে আমাদের শক্তি অনুযায়ী খেলতে পারি, তাহলে ফল আসবেই। তাই ফল নিয়ে খুব একটা চিন্তা নেই। ছোট ছোট জিনিসগুলো যেন আমরা ঠিক করতে পারি, এটা নিয়ে বেশি মনোযোগী।’
সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহর মতো অভিজ্ঞ ক্রিকেটার থাকাকে অনেক বড় সুবিধা মনে করছেন টাইগার অধিনায়ক, ‘এটা অনেক বড় প্লাস পয়েন্ট মনে হয় আমার কাছে। এমন ক্রিকেটার যখন দলে থাকে, বিশেষ করে যারা তরুণ, অনেকেই আছে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবেন, তাদের জন্য অনেক অনুপ্রেরণা দেবে মনে হয়। পাশাপাশি তাদের তো অধিনায়কত্ব করার অভিজ্ঞতাও আছে। আশা করি কঠিন সময়ে কোনো সাহায্য দরকার হলে তারা করবেন এবং এখন সেটাই করছেন। বিশ্বকাপে এর ব্যতিক্রম হবে না বলেই আমি আশা করি।’
অধিনায়ক হিসেবে শান্তআলাদা করে চাওয়া কিছু আছে কি না- এই প্রশ্নের উত্তরে সাকিবকে টেনেছেন তিনি। বলেছেন, ‘আলাদাভাবে যদি বলেন, আমি বলব যে সাকিব ভাই তার অভিজ্ঞতা সব ক্রিকেটারের সঙ্গে ভাগ করে নেবেন। তিনি গত বছরগুলোয় যে যে অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে, সেসব তরুণদের মধ্যে ছড়িয়ে দিলে তারা অনেক উপকৃত হবে এবং এরই মধ্যে সেটা তিনি করছেন।’ নাজমুল জানিয়েছেন, দল হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘অনেক ভালো করা’ই লক্ষ্য বাংলাদেশের। তবে শিরোপা জয়ের কথা ভেবে শুরুতেই চাপ না নিয়ে ‘প্রসেসটা ধরে রাখতে’ চান নাজমুল। তার ভাষায়, ‘আমরা যদি ছোট ছোট বিষয়গুলো সামলাতে পারি, তাহলে সম্ভবত ভালো ফল পাব।’
ডালাসে আগামী ৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান। এর আগে আগামী ১ জুন ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে নামবে শান্তর দল। গতপরশু যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচ ভেসে গেছে বৃষ্টিতে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি প্রকাশ, বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ ভারত
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
আগামী নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করতে হবে সাবেক ভিপি নুরুল হক নুরু
রিহ্যাব মেলায় গতকাল আশিয়ান সিটি’র ১৩ নং স্টলে ছিল ক্রেতাদের ভীড়।
সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য ও তার স্ত্রী তন্দ্রা ভট্টাচার্যের বিরুদ্ধে দুদকের মামলা
‘বিক্ষোভ আর কালো পতাকায়’ রূপসী বাংলা এক্সপ্রেস বরণ!
ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ২৬ নারী-পুরুষ ও শিশু
লৌহজং উপজেলা ছাত্রলীগ সভাপতি ফরহাদ হোসেন ইমন গ্রেফতার
আয়কর রিটার্ন দাখিলের সময় আরও এক মাস বাড়ল
দূর্নীতিগ্রস্ত লুটেরা মাফিয়াদল যাতে বাংলাদেশে আর ফেরত না আসতে পারে: মেজর হাফিজ
শতভাগ দলীয়করণে ক্রীড়াঙ্গন আজ তলানিতে : আমিনুল হক
দৌলতদিয়ায় বড়দের আদলে ছোটদের জমজমাট নির্বাচন
বাজারে সিন্ডিকেট এখনও সক্রিয় রয়েছে: নূর
খতমে নবুওয়তের ভারপ্রাপ্ত সভাপতি আল্লামা সাজিদুর, নির্বাহী সভাপতি মাওলানা জুনায়েদ
প্রকৃত তথ্য দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির সংবাদ করুন: প্রেস সচিব
কুষ্টিয়ায় ভেড়ামারায় দুই প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা ও কারাদন্ড
‘চাঁদাবাজ দখলবাজরা জুলাই অভ্যূত্থানের চেতনাকে ভূলুণ্ঠিত করছে’
মানিকগঞ্জে আগামীকাল তিনদিন ব্যাপী বিশ্ব ইজতেমা উপলক্ষে পুলিশের কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ
আটঘরিয়ায় দলীয় পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ
প্রত্যেক ধর্মের শান্তির বাণী নিজের মধ্যে স্থাপন করতে হবে: ড. ইউনূস