আরেকটি বিশ্বকাপ খেলতে চান সাকিব
০১ জুন ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ০১ জুন ২০২৪, ১২:০৩ এএম
সব প্রস্তুতি শেষ, রাত পোহালেই শুরু হবে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। আগামীকাল বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় স্বাগতিক যুক্তরাষ্ট্র ও কানাডার ম্যাচ দিয়ে মাঠে গড়াবে ক্ষুদ্র সংস্করণের সর্ববৃহৎ এই ক্রিকেটযজ্ঞ। উদ্বোধনী ম্যাচটি যুক্তরাষ্ট্রের ডালাসে অনুষ্ঠিত হবে। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ আসর যৌথভাবে আয়োজন করবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র। ২০ দলের এই মেগা টুর্নামেন্টে বাংলাদেশ খেলবে ‘ডি’ গ্রুপে। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে থাকছে দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস ও নেপাল। এটি টুর্নামেন্টের নবম আসর হলেও বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে আগের আটটি টি-টোয়েন্টি বিশ্বকাপেই খেলেছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। সেই ২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার আর থামেননি সাকিব। এরপর তিনি একে একে খেললেন আরও সাতটি বিশ্বকাপ। ভবিষ্যতে আরেকটি বিশ্বকাপ খেলতে চান তিনি। তার আগে, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে সেরা পারফরম্যান্স দিয়ে দলের জন্য অবদান রাখতে চান এই অলরাউন্ডার। তবে সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপের আগে সাকিব বলেছিলেন, ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিই হবে তার ক্যারিয়ারের শেষ আইসিসি টুর্নামেন্ট। সেই হিসেবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপই হওয়ার কথা তার ক্যারিয়ারের শেষ বিশ^কাপ। কিন্তু না, ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলার স্বপ্ন দেখছেন সাকিব!
এখন পর্যন্ত সবকয়টি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা বিশ্বের মাত্র দ্বিতীয় খেলোয়াড় হতে যাচ্ছেন সাকিব আল হাসান। আরেকজন হচ্ছেন ভারতের রোহিত শর্মা। সাকিবের কাছে এটা গর্বের। টি-টোয়েন্টি বিশ্বকাপ দলের খেলোয়াড়দের নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ধারাবাহিক ভিডিও সিরিজ ‘দ্য গ্রিন রেড স্টোরি’তে গতকাল সাকিব বলেন,‘ ‘যখন শুরু করেছি ক্রিকেট খেলাটা, এতদিন যে খেলতে পারবো ভাবিনি। প্রথম আসর থেকে শুরু করে এখন পর্যন্ত যতগুলো টি-টোয়েন্টি বিশ্বকাপ হলো, সবগুলোতেই অংশ নিতে পারছি। আমার জন্য এটা গর্বের এবং আনন্দের। একই সময়ে যেহেতু দেশের প্রতিনিধিত্ব করছি, অনেক ভালো লাগার একটা জায়গা আছে। আমি এবং রোহিত শর্মাই মাত্র দু’জন খেলোয়াড় যারা সবগুলো টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছে। আশা করবো, আরও একটি বিশ্বকাপ যেন খেলতে পারি। তার আগে এই বিশ্বকাপে পারফরম্যান্স যেন ভালো থাকে। বাংলাদেশ যেন অন্যান্য যে কোন টি-টোয়েন্টি বিশ্বকাপের চেয়ে ভালো ফল করে আসতে পারে।’
বয়সটা ৩৭ পেরিয়েছে। ক্যারিয়ারের সায়াহ্নে দাঁড়িয়ে আছেন সাকিব। আসন্ন টুর্নামেন্টে নিজের লক্ষ্যের কথা জানাতে গিয়ে তিনি আরও বলেন,‘আমার নামের পাশে কিছু দেখতে চাই না। একটি জিনিসই চাই, বাংলাদেশের হয়ে যেন অবদান রাখতে পারি। এই বিশ্বকাপে যেন বাংলাদেশের হয়ে ভালো কিছু করতে পারি।’
ঐ ভিডিওতে কাগজে লেখা বেশ কিছু প্রশ্ন ছুঁড়ে দেওয়া হয়েছিল সাকিবকে। প্রশ্নগুলো নিজেই পড়ে উত্তর দেন সাকিব, ‘অনেকেই বলেছেন যুক্তরাষ্ট্র সাকিবের ‘সেকেন্ড হোম’। ঘরের সুবিধা কি পাবে দল?’ প্রশ্নের উত্তরে সাকিব বলেন, ‘আমার সেকেন্ড হোম ঠিক আছে। তবে হোম অ্যাডভান্টেজ পাবে কি না বলা মুশকিল। কিন্তু আমার মনে হয় পাবে। ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকা, এ দু’টো জায়গাতেই আমরা খেলেছি। এর আগে ফ্লোরিডায় যখন খেলেছি বাংলাদেশ দল ভালো করেছে। ওয়েস্ট ইন্ডিজে আমরা সব সময়ই সুবিধা পাই। কারণ পিচগুলো অনেকটা আমাদের মতোই হয়ে থাকে। আমি আশা করছি. দুই জায়গাতেই আমরা সুবিধা পাবো।’
আন্তর্জাতিক ও ফ্র্যাঞ্চাইজি মিলিয়ে এখন পর্যন্ত ৪৩৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে বদলে যাবার বিষয়ে প্রশ্নের উত্তরে তিনি বলেন,‘আমার কাছে মনে হয়, এটা ওয়ানডেরই বর্ধিত সংস্করণ। ওভার কাটলে যেটা হতো সেটাই। অনেক রোমাঞ্চকর। দর্শকরা অনেক পছন্দ করেন। আমি একটি জিনিসই শুধু মনে করি যে, ব্যাট ও বলের যেন সমান প্রতিযোগিতা এখানে থাকে। একতরফা যেন টুর্নামেন্ট না হয়। সাধারণত বিশ্বকাপে কখনোই সেটা হয় না। আমি মনে করি, এবারও একই রকম হবে।’ যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বিশ্বকাপ হওয়ায় বাংলাদেশ দল কেমন সমর্থন পাবে? এ ব্যাপারে সাকিব বলেন, ‘প্রচুর বাংলাদেশি দর্শক সেখানে অপেক্ষা করছেন। আশা করি, তারা পূর্ণ সমর্থন দেবেন আমাদের। তাদের এই সমর্থন আমাদের কাজে আসবে এবং আমরা ভালো ফল পেতে সমর্থ হবো।’
গত জানুয়ারিতে দ্বাদশ জাতীয় নির্বাচনে মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন সাকিব। তাই সাকিবের কাছে প্রশ্ন ছিল, ‘একজন সংসদ সদস্য, নাকি ক্রিকেটারের কাজ কঠিন?’ এ প্রশ্নের উত্তরে এই অলরাউন্ডার বলেন, ‘আমার কাছে সংসদ সদস্যের কাজটাই কঠিন, যেহেতু আমার জন্য বিষয়টি নতুন। ক্রিকেট যেহেতু আমি প্রথম থেকেই খেলে আসছি, আমার কাছে অনেক স্বাচ্ছন্দ্য লাগে ক্রিকেট খেলাটা, যেহেতু ছোটবেলা থেকে এটার সঙ্গে আমি জড়িত। তাই আমার কাছে সংসদ সদস্য হওয়াটাই কঠিন।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
পাকিস্তান ও আফগানিস্তানের শীর্ষ নেতাদের বৈঠক
অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে ভারতে ১৬ বাংলাদেশি গ্রেপ্তার
গণহত্যার পূর্ণাঙ্গ তথ্য জাতিসংঘকে দিতে নাগরিক কমিটির দাবি
ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৮ ফিলিস্তিনি নিহত, পশ্চিম তীরে সংঘর্ষ অব্যাহত
এনসিটিবি কর্মকর্তা-কর্মচারীদের সব ছুটি বাতিল
বড়দিনে ভারতকে ‘দুঃসংবাদ’ শোনালো অস্ট্রেলিয়া
প্রেমিকের মৃত্যুর খবরে প্রাণ দিলেন প্রেমিকা
ব্রাজিলে সেতু ধস: নিহত ৪, নিখোঁজ ১০
যুদ্ধকালীন ইউক্রেনের ডাকটিকিট, সাহসিকতার ভাষায় দেশপ্রেম ও প্রতিবাদের প্রতীক
বিচ্ছেদ হতে না হতেই আবারও একসাথে তারকা জুটি বেন-লোপেজ
হাইতির হাসপাতালে বন্দুকধারীদের হামলায় নিহত তিনজন
ছাত্রদলের কমিটি : ঢাকা কলেজের সামনে ৭টি ককটেল বিস্ফোরণ
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ১৫
গুম হন কেন্দ্রীয় সহ-সমন্বয়ক খালেদ হাসান
বিদেশি ভুল তথ্য ঠেকানোর মার্কিন সংস্থার কার্যক্রম বন্ধ
চাঁদপুরে জাহাজে সেভেন মার্ডারের ঘটনায় মামলা
গাজায় বড়দিনে শান্তির জন্য প্রার্থনা, নিহতের সংখ্যা ছাড়লো ৪৫ হাজার
স্ত্রী-সন্তানসহ শাহরিয়ার আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা
মোজাম্বিকে বাংলাদেশিদের ৩শ' ব্যবসাপ্রতিষ্ঠান লুটপাট ও ভাঙচুর
অতিসত্বর নির্বাচন হওয়ার দরকার : আমীর খসরু