ব্যাটিংয়ে আলো ঝরালেন কেবল মাহমুদউল্লাহ শরীফুলের হাতে ৬ সেলাই, শঙ্কায় শ্রীলঙ্কা ম্যাচ

দুশ্চিন্তা বাড়িয়ে মূল মঞ্চে বাংলাদেশ

Daily Inqilab স্পোর্টস রিপোর্টার

০৩ জুন ২০২৪, ১২:০০ এএম | আপডেট: ০৩ জুন ২০২৪, ১২:০০ এএম


বিশ্বকাপের মূল মঞ্চে নামার আগে শেষ পরীক্ষাতেও বাংলাদেশের ব্যাটাররা দিশে খুঁজে পেলেন না। বরং আরও একবার ব্যাটিং লাইনআপ মুখ থুবড়ে পড়ায় বিশ্বকাপের আগে অস্বস্তি বাড়ল নাজমুল হোসেন শান্তর দলের। গতপরশু নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি মাঠে আইসিসির অফিসিয়াল ওয়ার্মআপ ম্যাচে বাংলাদেশ দলের পারফরম্যান্স বেশ বিবর্ণ। ভারতের ১৮২ রানের জবাবে ৯ উইকেট হারিয়ে ¯্রফে ১২১ রান করেছে লাল সবুজের প্রতিনিধিরা।
১৮৩ রানের লক্ষ্যে নেমে প্রথম ওভারেই সৌম্য সরকারকে হারায় বাংলাদেশ। আর্শ্বদ্বীপ সিংয়ের বেরিয়ে যাওয়া বলে খোঁচা মেরে কট বিহাইন্ড হন তিনি। তিনে নেমে জসপ্রিত বুমরাহকে এক চারে শুরু করলেও লিটন দাসও কাবু আর্শ্বদ্বীপের বলে। ভেতরে ঢোকা দারুণ এক বলে বেল উড়ে যায় ৮ বলে ৬ করা লিটনের। অধিনায়ক শান্ত চারে এসে ৬ বল খেলে রানের খাতা খুলতে পারেননি। মোহাম্মদ সিরাজের বলে সহজ ক্যাচে ফেরেন তিনি। আরেক ওপেনার তানজিদ হাসান তামিম টিকে থাকলেও হাঁসফাঁস করছিলেন। তার ভোগান্তি থামান হার্দিক পান্ডিয়া। টাইমিং গড়বড় করে ১৮ বলে ১৭ রান করা তানজিদ দেন সহজ ক্যাচ। তার আগে বিদায় নেন তাওহিদ হৃদয়। আকসার প্যাটেলের বলে ক্যাচ দেওয়ার আগে ১৪ বলে ১৩ করেন গত কিছু দিন রান পাওয়া ডানহাতি ব্যাটার।
৪১ রানে ৫ উইকেট পড়ার পর জুটি গড়েন দুই অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ ও সাকিব আল হাসান। শুরুতে উইকেট তুলে ভারতও সেরা বোলারদের আক্রমণ থেকে সরিয়ে বাকিদের দেয় সুযোগ। চাপ আলগা হলেও সাকিব-মাহমুদউল্লাহর জুটিতে ছিলো না ম্যাচের কোন ইমপ্যাক্ট। মাহমুদউল্লাহ এক পর্যায়ে হাত খুলে কিছু দ্রুত রান বাড়াতে পারলেও সাকিব থাকেন কুঁকড়ে। ক্রিজ আঁকড়ে পড়ে ¯্রফে ব্যাটিং অনুশীলনই করেছেন তিনি। সেটার দেখার জন্য ছিলো না সুখকর। ১৯তম ওভারে গিয়ে সাকিব তার লড়াই থামান ৩৩ বলে ২৮ করে। মাহমুদউল্লাহ ২৮ বলে ৪০ করে বেরিয়ে গিয়ে জাকের আলি অনিককে সুযোগ দিয়েছিলেন, তিনি কাজে লাগাতে পারেননি। রিশাদ হোসেনও ৫ রানের বেশি করেননি।
শুধু কি ব্যাটিং! দলের মূল দুই পেসার মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ ছিলেন বিশ্রামে। আরেক পেসার শরিফুল ইসলাম নেমে বেশ ভালো বল করেছেন। অফ স্পিনে শেখ মেহেদী হাসানও ছিলেন আঁটসাঁট। তবে বেশ খরুচে বল করেন দুই বাঁহাতি স্পিনার সাকিব ও তানবীর ইসলাম। ভারতের হয়ে ৩২ বলে সর্বোচ্চ ৫৩ রান করেন রিশভ পান্ত। ফিফটি করে বাকিদের সুযোগ দিয়ে তিনি মাঠ ছেড়ে বেরিয়ে যান। ১৮ বলের উপস্থিতিতে ৩১ করেন সূর্যকুমার যাদব। হার্দিক পান্ডিয়ার ব্যাট থেকে আসে ২৩ বলে ৪০ রান। বাংলাদেশের বোলারদের মধ্যে একটি করে উইকেট নিয়েছেন চারজন। এরমধ্যে অনিয়মিত বোলার মাহমুদউল্লাহ ২ ওভার হাত ঘুরিয়ে ১৬ রান দিয়ে আউট করেন রোহিত শর্মাকে।
শুরুতেই বল হাতে নেওয়া মেহেদী ৪ ওভারে ২২ রানে পান ১ উইকেট। শরিফুল ২৬ রান দিয়ে আউট করেন সঞ্জু স্যামসনকে। তানভীর উইকেট পেলেও ২ ওভারে দেন ২৯ রান। সবচেয়ে হতাশার বিষয় অভিজ্ঞ সাকিব উইকেট তো পাননি, রান দেন ৪৭। রিশভ পান্ত, রোহিত শর্মাদের হাতে অনায়াসে মার খেয়েছেন বাংলাদেশের সফলতম বোলার। সর্বশেষ যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজেও তাকে জুতসই বল করতে দেখা যায়নি।
নিউ ইয়র্কের এই মাঠে এটিই ছিলো প্রথম কোন ক্রিকেট ম্যাচ। ড্রপ ইন উইকেটের আড়ষ্টতা বোঝা গেছে শুরুতেই। বল বারবারই থেমে আসছিলো, টাইমিং পেতে ধুঁকছিলেন ব্যাটাররা। ভারতীয়রা অবশ্য এরমাঝেই খুঁজে নেন রান বের করার পথ। ৮ জুন ডালাসে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে বাংলাদেশ। তার আগে দলের এমন ব্যাটিং ও বোলিং প্রশ্নের ¯্রােত আরও বাড়াবে।
এই দুশ্চিন্তার ভিড়ে কপালের ভাজ আরেকটু বেড়েছে শরীফুলের চাটে। আগে থেকেই ইনজুরি নিয়েই বিশকাপ দলে আছেন পেসার তাসকিন। প্রথম ম্যাচে তাকে পাওয়া নিয়ে বড় শঙ্কায় রয়েছে বাংলাদেশ দল। এই ম্যাচে নতুন দুঃসংবাদ, শরীফুলের হাতে লেগেছে ছয়টি সেলাই। ফলে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে নাও পাওয়া যেতে পারে তাকে।
ম্যাচ শেষে শরীফুলকে নিয়ে যাওয়া হয় স্থানীয় একটি হাসপাতালে। তার চোটের সবশেষ অবস্থা জানিয়ে বিসিবিতে প্রকাশিত এক ভিডিও বার্তায় বাংলাদেশ দলের প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেছেন, ‘শরীফুলের শেষ ওভারে একটি বল ঠেকাতে গিয়ে বাঁ হাতের তর্জনী ও মধ্যমার মাঝে যে জায়গা, সেখানে একটা স্পিøট ইনজুরি হয়েছে। মাঠে প্রাথমিক পরিচর্যার পর তাকে ম্যাচ শেষে নাসাউ ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখানে হ্যান্ড সার্জনের তত্ত্বাবধানে ওর ক্ষতস্থানে ছয়টা সেলাই পড়েছে। আমরা দুই দিন পর আবার হ্যান্ড সার্জনের কাছে যাব। তখন আমরা আসলে বুঝতে পারব যে ওর ফিরতে কত সময় লাগবে।’
অনেক দিন থেকেই মাঠের পারফরম্যান্স খুব একটা ভালো নয় বাংলাদেশের। বিশেষকরে ব্যাটিংয়ে। তবে বোলারদের দক্ষতায় লড়াই চালিয়ে যাচ্ছে টাইগাররা। সেখানে শরিফুলকে হারালে বড় ধাক্কায় খাবে টিম বাংলাদেশ। তবে দলের সঙ্গে বাড়তি পেসার হিসেবে সফর করছেন স্কোয়াডের বাইরে থাকা হাসান মাহমুদ।


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

টেস্টে ফেরা আরও দীর্ঘ হচ্ছে রশিদের
তোরেসকেও হারাল বার্সা
পিএসএলের প্লেয়ার্স ড্রাফটে মুস্তাফিজ
এখনও শীর্ষ উপার্জনকারী খেলোয়াড় রোনালদো
সেরা দশে মেহেদি, ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে তাসকিন, রিশাদ, হাসানরাও
আরও

আরও পড়ুন

ঢাকা মহানগর মিশুক চালক ও শ্রমিক ইউনিয়নের নির্বাচনী সাধারণ সভা অনুষ্ঠিত

ঢাকা মহানগর মিশুক চালক ও শ্রমিক ইউনিয়নের নির্বাচনী সাধারণ সভা অনুষ্ঠিত

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে যুবক আহত

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে যুবক আহত

কুমিল্লা জজকোর্টের ৩ পিপি-এপিপিকে সংবর্ধনা

কুমিল্লা জজকোর্টের ৩ পিপি-এপিপিকে সংবর্ধনা

চুয়াডাঙ্গার রেলস্টেশন এলাকা থেকে ১৪টি অবৈধ স্বর্ণেরবার উদ্ধার, আটক ৩

চুয়াডাঙ্গার রেলস্টেশন এলাকা থেকে ১৪টি অবৈধ স্বর্ণেরবার উদ্ধার, আটক ৩

জাহাজে ৭ খুনের ঘটনার দ্রুত সুরাহা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

জাহাজে ৭ খুনের ঘটনার দ্রুত সুরাহা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

‘ছাত্র-জনতা সংস্কারের মাধ্যমে মানুষের অধিকার প্রতিষ্ঠায় জীবন দিয়েছে’

‘ছাত্র-জনতা সংস্কারের মাধ্যমে মানুষের অধিকার প্রতিষ্ঠায় জীবন দিয়েছে’

পঞ্চগড়ে ঐতিহ্যবাহী গ্রামীণ খেলা অনুষ্ঠিত

পঞ্চগড়ে ঐতিহ্যবাহী গ্রামীণ খেলা অনুষ্ঠিত

সাম্প্রদায়িক সম্প্রীতির  বন্ধনকে  মজবুত করতে হবে: পীর সাহেব চরমোনাই

সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনকে মজবুত করতে হবে: পীর সাহেব চরমোনাই

‘ট্রানজিটের নামে দিল্লিকে দেয়া করিডর জনগণ মেনে নেয়নি’

‘ট্রানজিটের নামে দিল্লিকে দেয়া করিডর জনগণ মেনে নেয়নি’

বদলির ৩ মাস পরই পূর্বের কর্মস্থলে ফিরলেন শরীয়তপুরে সদর হাসপাতালের ক্যাশিয়ার বজলুর রশিদ

বদলির ৩ মাস পরই পূর্বের কর্মস্থলে ফিরলেন শরীয়তপুরে সদর হাসপাতালের ক্যাশিয়ার বজলুর রশিদ

বগুড়ায় যথাযথ মর্যাদায় বড়দিন পালন

বগুড়ায় যথাযথ মর্যাদায় বড়দিন পালন

শ্রীপুরে ভুয়া মেজর আটক

শ্রীপুরে ভুয়া মেজর আটক

সাবেক দুদক কমিশনার জহরুল হকের পাসপোর্ট বাতিল, দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাবেক দুদক কমিশনার জহরুল হকের পাসপোর্ট বাতিল, দেশত্যাগে নিষেধাজ্ঞা

জুলাই গণঅভ্যুত্থানের প্রশংসা করলেন রাহাত, জানালেন নিজ অনুভূতি

জুলাই গণঅভ্যুত্থানের প্রশংসা করলেন রাহাত, জানালেন নিজ অনুভূতি

রাতের আধারে অসহায় ব্যাক্তিদের বাড়ির দরজায় গিয়ে কম্বল দিলেন ইউএনও

রাতের আধারে অসহায় ব্যাক্তিদের বাড়ির দরজায় গিয়ে কম্বল দিলেন ইউএনও

আমাদের সংস্কৃতির অংশ হলো সব ধর্মের মাঝে সম্প্রীতি ও সহাবস্থান: পররাষ্ট্র উপদেষ্টা

আমাদের সংস্কৃতির অংশ হলো সব ধর্মের মাঝে সম্প্রীতি ও সহাবস্থান: পররাষ্ট্র উপদেষ্টা

ভাঙ্গায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে নারী-পুরুষসহ আহত- ১০

ভাঙ্গায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে নারী-পুরুষসহ আহত- ১০

কবি জসীমউদ্দিনের মেজ ছেলে ড. জামাল আনোয়ার আর নেই

কবি জসীমউদ্দিনের মেজ ছেলে ড. জামাল আনোয়ার আর নেই

নির্বাচনের তারিখ নিয়ে যা জানালেন প্রধান নির্বাচন কমিশনার

নির্বাচনের তারিখ নিয়ে যা জানালেন প্রধান নির্বাচন কমিশনার

কারখানায় আগুন, পরিদর্শনে  হাতেম

কারখানায় আগুন, পরিদর্শনে হাতেম