ঢাকা   মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪ | ৯ আশ্বিন ১৪৩১
ব্যাটিংয়ে আলো ঝরালেন কেবল মাহমুদউল্লাহ শরীফুলের হাতে ৬ সেলাই, শঙ্কায় শ্রীলঙ্কা ম্যাচ

দুশ্চিন্তা বাড়িয়ে মূল মঞ্চে বাংলাদেশ

Daily Inqilab স্পোর্টস রিপোর্টার

০৩ জুন ২০২৪, ১২:০০ এএম | আপডেট: ০৩ জুন ২০২৪, ১২:০০ এএম


বিশ্বকাপের মূল মঞ্চে নামার আগে শেষ পরীক্ষাতেও বাংলাদেশের ব্যাটাররা দিশে খুঁজে পেলেন না। বরং আরও একবার ব্যাটিং লাইনআপ মুখ থুবড়ে পড়ায় বিশ্বকাপের আগে অস্বস্তি বাড়ল নাজমুল হোসেন শান্তর দলের। গতপরশু নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি মাঠে আইসিসির অফিসিয়াল ওয়ার্মআপ ম্যাচে বাংলাদেশ দলের পারফরম্যান্স বেশ বিবর্ণ। ভারতের ১৮২ রানের জবাবে ৯ উইকেট হারিয়ে ¯্রফে ১২১ রান করেছে লাল সবুজের প্রতিনিধিরা।
১৮৩ রানের লক্ষ্যে নেমে প্রথম ওভারেই সৌম্য সরকারকে হারায় বাংলাদেশ। আর্শ্বদ্বীপ সিংয়ের বেরিয়ে যাওয়া বলে খোঁচা মেরে কট বিহাইন্ড হন তিনি। তিনে নেমে জসপ্রিত বুমরাহকে এক চারে শুরু করলেও লিটন দাসও কাবু আর্শ্বদ্বীপের বলে। ভেতরে ঢোকা দারুণ এক বলে বেল উড়ে যায় ৮ বলে ৬ করা লিটনের। অধিনায়ক শান্ত চারে এসে ৬ বল খেলে রানের খাতা খুলতে পারেননি। মোহাম্মদ সিরাজের বলে সহজ ক্যাচে ফেরেন তিনি। আরেক ওপেনার তানজিদ হাসান তামিম টিকে থাকলেও হাঁসফাঁস করছিলেন। তার ভোগান্তি থামান হার্দিক পান্ডিয়া। টাইমিং গড়বড় করে ১৮ বলে ১৭ রান করা তানজিদ দেন সহজ ক্যাচ। তার আগে বিদায় নেন তাওহিদ হৃদয়। আকসার প্যাটেলের বলে ক্যাচ দেওয়ার আগে ১৪ বলে ১৩ করেন গত কিছু দিন রান পাওয়া ডানহাতি ব্যাটার।
৪১ রানে ৫ উইকেট পড়ার পর জুটি গড়েন দুই অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ ও সাকিব আল হাসান। শুরুতে উইকেট তুলে ভারতও সেরা বোলারদের আক্রমণ থেকে সরিয়ে বাকিদের দেয় সুযোগ। চাপ আলগা হলেও সাকিব-মাহমুদউল্লাহর জুটিতে ছিলো না ম্যাচের কোন ইমপ্যাক্ট। মাহমুদউল্লাহ এক পর্যায়ে হাত খুলে কিছু দ্রুত রান বাড়াতে পারলেও সাকিব থাকেন কুঁকড়ে। ক্রিজ আঁকড়ে পড়ে ¯্রফে ব্যাটিং অনুশীলনই করেছেন তিনি। সেটার দেখার জন্য ছিলো না সুখকর। ১৯তম ওভারে গিয়ে সাকিব তার লড়াই থামান ৩৩ বলে ২৮ করে। মাহমুদউল্লাহ ২৮ বলে ৪০ করে বেরিয়ে গিয়ে জাকের আলি অনিককে সুযোগ দিয়েছিলেন, তিনি কাজে লাগাতে পারেননি। রিশাদ হোসেনও ৫ রানের বেশি করেননি।
শুধু কি ব্যাটিং! দলের মূল দুই পেসার মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ ছিলেন বিশ্রামে। আরেক পেসার শরিফুল ইসলাম নেমে বেশ ভালো বল করেছেন। অফ স্পিনে শেখ মেহেদী হাসানও ছিলেন আঁটসাঁট। তবে বেশ খরুচে বল করেন দুই বাঁহাতি স্পিনার সাকিব ও তানবীর ইসলাম। ভারতের হয়ে ৩২ বলে সর্বোচ্চ ৫৩ রান করেন রিশভ পান্ত। ফিফটি করে বাকিদের সুযোগ দিয়ে তিনি মাঠ ছেড়ে বেরিয়ে যান। ১৮ বলের উপস্থিতিতে ৩১ করেন সূর্যকুমার যাদব। হার্দিক পান্ডিয়ার ব্যাট থেকে আসে ২৩ বলে ৪০ রান। বাংলাদেশের বোলারদের মধ্যে একটি করে উইকেট নিয়েছেন চারজন। এরমধ্যে অনিয়মিত বোলার মাহমুদউল্লাহ ২ ওভার হাত ঘুরিয়ে ১৬ রান দিয়ে আউট করেন রোহিত শর্মাকে।
শুরুতেই বল হাতে নেওয়া মেহেদী ৪ ওভারে ২২ রানে পান ১ উইকেট। শরিফুল ২৬ রান দিয়ে আউট করেন সঞ্জু স্যামসনকে। তানভীর উইকেট পেলেও ২ ওভারে দেন ২৯ রান। সবচেয়ে হতাশার বিষয় অভিজ্ঞ সাকিব উইকেট তো পাননি, রান দেন ৪৭। রিশভ পান্ত, রোহিত শর্মাদের হাতে অনায়াসে মার খেয়েছেন বাংলাদেশের সফলতম বোলার। সর্বশেষ যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজেও তাকে জুতসই বল করতে দেখা যায়নি।
নিউ ইয়র্কের এই মাঠে এটিই ছিলো প্রথম কোন ক্রিকেট ম্যাচ। ড্রপ ইন উইকেটের আড়ষ্টতা বোঝা গেছে শুরুতেই। বল বারবারই থেমে আসছিলো, টাইমিং পেতে ধুঁকছিলেন ব্যাটাররা। ভারতীয়রা অবশ্য এরমাঝেই খুঁজে নেন রান বের করার পথ। ৮ জুন ডালাসে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে বাংলাদেশ। তার আগে দলের এমন ব্যাটিং ও বোলিং প্রশ্নের ¯্রােত আরও বাড়াবে।
এই দুশ্চিন্তার ভিড়ে কপালের ভাজ আরেকটু বেড়েছে শরীফুলের চাটে। আগে থেকেই ইনজুরি নিয়েই বিশকাপ দলে আছেন পেসার তাসকিন। প্রথম ম্যাচে তাকে পাওয়া নিয়ে বড় শঙ্কায় রয়েছে বাংলাদেশ দল। এই ম্যাচে নতুন দুঃসংবাদ, শরীফুলের হাতে লেগেছে ছয়টি সেলাই। ফলে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে নাও পাওয়া যেতে পারে তাকে।
ম্যাচ শেষে শরীফুলকে নিয়ে যাওয়া হয় স্থানীয় একটি হাসপাতালে। তার চোটের সবশেষ অবস্থা জানিয়ে বিসিবিতে প্রকাশিত এক ভিডিও বার্তায় বাংলাদেশ দলের প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেছেন, ‘শরীফুলের শেষ ওভারে একটি বল ঠেকাতে গিয়ে বাঁ হাতের তর্জনী ও মধ্যমার মাঝে যে জায়গা, সেখানে একটা স্পিøট ইনজুরি হয়েছে। মাঠে প্রাথমিক পরিচর্যার পর তাকে ম্যাচ শেষে নাসাউ ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখানে হ্যান্ড সার্জনের তত্ত্বাবধানে ওর ক্ষতস্থানে ছয়টা সেলাই পড়েছে। আমরা দুই দিন পর আবার হ্যান্ড সার্জনের কাছে যাব। তখন আমরা আসলে বুঝতে পারব যে ওর ফিরতে কত সময় লাগবে।’
অনেক দিন থেকেই মাঠের পারফরম্যান্স খুব একটা ভালো নয় বাংলাদেশের। বিশেষকরে ব্যাটিংয়ে। তবে বোলারদের দক্ষতায় লড়াই চালিয়ে যাচ্ছে টাইগাররা। সেখানে শরিফুলকে হারালে বড় ধাক্কায় খাবে টিম বাংলাদেশ। তবে দলের সঙ্গে বাড়তি পেসার হিসেবে সফর করছেন স্কোয়াডের বাইরে থাকা হাসান মাহমুদ।


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

গফরগাঁওয়ে ব্রহ্মপুত্র নদে যুবক নিখোঁজ  লাশ উদ্ধার

গফরগাঁওয়ে ব্রহ্মপুত্র নদে যুবক নিখোঁজ লাশ উদ্ধার

বিভাগীয় কমিশনার, এডিসি ও ইউএনও পরিবর্তন হবে

বিভাগীয় কমিশনার, এডিসি ও ইউএনও পরিবর্তন হবে

হিন্দুরা আমাদের নাগরিক, আমরা তাদের দেখভাল করছি: নিউইয়র্কে পররাষ্ট্র উপদেষ্টা

হিন্দুরা আমাদের নাগরিক, আমরা তাদের দেখভাল করছি: নিউইয়র্কে পররাষ্ট্র উপদেষ্টা

জো বাইডেনের সঙ্গে বৈঠকে ড. ইউনূস

জো বাইডেনের সঙ্গে বৈঠকে ড. ইউনূস

তীব্র দাবদাহে পুড়ছে রংপুরসহ উত্তর জনপদ : বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন

তীব্র দাবদাহে পুড়ছে রংপুরসহ উত্তর জনপদ : বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন

জাস্টিন ট্রুডোর স‌ঙ্গে ড. ইউনূ‌সের সাক্ষাৎ

জাস্টিন ট্রুডোর স‌ঙ্গে ড. ইউনূ‌সের সাক্ষাৎ

সিংগাইরের সড়ক দূর্ঘটনায় ১ নারীর মৃত্যু

সিংগাইরের সড়ক দূর্ঘটনায় ১ নারীর মৃত্যু

ষড়যন্ত্রকারীরা সরকারকে বেকায়দায় ফেলতে অপতৎপরতায় লিপ্ত : তারেক রহমান

ষড়যন্ত্রকারীরা সরকারকে বেকায়দায় ফেলতে অপতৎপরতায় লিপ্ত : তারেক রহমান

টেলিটকের আনলিমিটেড ডাটা প্যাকেজ জেন-জি

টেলিটকের আনলিমিটেড ডাটা প্যাকেজ জেন-জি

স্বৈরাচার বিরোধী আন্দোলনে দৃষ্টি হারানোদের পাশে নগর সভাপতি'র নেতৃত্বে নেতৃবৃন্দ

স্বৈরাচার বিরোধী আন্দোলনে দৃষ্টি হারানোদের পাশে নগর সভাপতি'র নেতৃত্বে নেতৃবৃন্দ

যৌথ অভিযানে সন্ত্রাসীদের হামলায় সেনাবাহিনীর কর্মকর্তা নিহত হওয়ার ঘটনায় ইসলামী আন্দোলনের উদ্বেগ প্রকাশ

যৌথ অভিযানে সন্ত্রাসীদের হামলায় সেনাবাহিনীর কর্মকর্তা নিহত হওয়ার ঘটনায় ইসলামী আন্দোলনের উদ্বেগ প্রকাশ

অসঙ্গতিপূর্ণ অর্থবোধক নাম রাখা প্রসঙ্গে?

অসঙ্গতিপূর্ণ অর্থবোধক নাম রাখা প্রসঙ্গে?

ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি ছাড়াল ১ লাখ ৩৫ হাজার টাকা

ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি ছাড়াল ১ লাখ ৩৫ হাজার টাকা

জাতিসংঘ মহাসচিবের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন ড. ইউনূস

জাতিসংঘ মহাসচিবের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন ড. ইউনূস

এবার প্রকাশ্যে এলো চবি ছাত্রশিবিরের সভাপতি ও সাধারণ সম্পাদক

এবার প্রকাশ্যে এলো চবি ছাত্রশিবিরের সভাপতি ও সাধারণ সম্পাদক

আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: ডিএমপি কমিশনার

আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: ডিএমপি কমিশনার

অবশেষে স্বস্তির বৃষ্টি পঞ্চগড়ে

অবশেষে স্বস্তির বৃষ্টি পঞ্চগড়ে

সেনা কর্মকর্তা হত্যাকারীদের অবিলম্বে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে

সেনা কর্মকর্তা হত্যাকারীদের অবিলম্বে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে

সকল অপকর্মে জড়িতদের বিরুদ্ধে যার যার অবস্থান থেকে সামাজিক আন্দোলন জোরদার করতে হবে -চকরিয়ায় নারী সমাবেশে বক্তারা

সকল অপকর্মে জড়িতদের বিরুদ্ধে যার যার অবস্থান থেকে সামাজিক আন্দোলন জোরদার করতে হবে -চকরিয়ায় নারী সমাবেশে বক্তারা

সাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে বন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত

সাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে বন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত