ওয়ার্নারের রেকর্ড, স্টয়নিসের অলরাউন্ড নৈপুণ্য, জয়ে ট্রেবল অভিযান শুরু অস্ট্রেলিয়ার
০৬ জুন ২০২৪, ১০:৫৬ এএম | আপডেট: ০৬ জুন ২০২৪, ১১:৫৪ এএম
অসম লড়াইয়ে শুরুটা হলো শঙ্কা জাগানিয়া। ডেভিড ওয়ার্নার আর মার্কাস স্টয়নিসের ব্যাটে সেই শঙ্কা গেল উড়ে। পরে বল হাতেও জ্বলে উঠলেন স্টয়নিস। ওমানকে অনায়াসে হারিয়ে ট্রেবল অভিযান শুরু করল অস্ট্রেলিয়াও।
বার্বাডোসে ব্রিজটাউনের কেনসিংটন ওভালে ওমানকে ৩৯ রানে হারায় অস্ট্রেলিয়া। ১৬৫ রানের লক্ষ্যে ৯ উইকেটে ১২৫ রান করতে পারে ওমান।
নবম ওভারে তৃতীয় উইকেট হারিয়ে চাপেই পড়ে গিয়েছিল অস্ট্রেলিয়া। চতুর্থ উইকেটে ওয়ার্নার-স্টয়নিসের ৬৪ বলে ১০২ রানের জুটি পাল্টে দেয় ম্যাচের গতিপথ। এই জুটির কারণেই অস্ট্রেলিয়া শেষ ১০ ওভারে ১০৮ রান নিতে পারে।
৫১ বলে ৬টি চার ও ১ ছক্কায় ৫৬ রানের ইনিংসের পথে সাবেক সতীর্থ অ্যারোন ফিঞ্চকে (৩১২০ রান) টপকে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ রান সংগ্রাহক বনে যান ওয়ার্নার। স্বীকৃত টি–টোয়েন্টি এটি তাঁর ১১১তম ফিফটি, যা কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ। এত দিন ক্রিস গেইলের সঙ্গে ১১০ ফিফটি নিয়ে যৌথভাবে শীর্ষে ছিলেন ওয়ার্নার।
অন্যপ্রান্তে ৩৬ বলে ২টি চার ও ৬ ছক্কায় অপরাজিত ৬৭ রানের ইনিংসের পর বল হাতেও সেরা ছিলেন স্টয়নিস। তুলে নেন ১৯ রানে ৩ উইকেট। ম্যাচসেরা নিয়ে তাই ভাবতে হয়নি দ্বিতীয়বার।
নামিবিয়ার বিপক্ষে সুপার ওভারে হারের পর অস্ট্রেলিয়ার কাছেও বড় ব্যবধানে হেরে গ্রুপ পর্ব থেকে ছিটকে পড়া একরকম নিশ্চিত হয়ে গেল ওমানের।
টসে হেরে ব্যাটে নামা অস্ট্রেলিয়া তৃতীয় ওভারে হারায় ট্রাভিস হেডকে (১০ বলে ১২)। মেহরান খানের করা নবম ওভারে টানা দুই বলে ফেরেন অধিনায়ক মিচেল মার্শ (২১ বলে ১৪) ও গ্লেন ম্যাক্সওয়েল (১ বলে ০)।
এরপর ওয়ার্নার-স্টয়নিসের সেই জুটি। চতুর্থ উইকেটে ১০২ রানের সেই জুটিটা বিশ্বকাপে অস্ট্রেলিয়ার সর্বোচ আর আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ। চতুর্থ উইকেটে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ ১৬১ রানের জুটিতেও জড়িয়ে আছে ওয়ার্নারের নাম। ২০১৬ সালে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাক্সওয়েলকে নিয়ে গড়েছিলেন সেই জুটি।
লক্ষ্য তাড়ায় শুরু থেকেই উইকেট হারাতে থাকা ওমান ৫৭ রানে হারায় ষষ্ঠ উইকেট। এরপর সপ্তম উইকেটে আয়ান খানকে (৩০ বলে সর্বোচ্চ ৩৬) নিয়ে ১৭ বলে ৩২ রানের ও অষ্টম উইকেটে শাকিল আহমেদকে (১০ বলে ১১) নিয়ে ১৭ বলে ২৮ রানের জুটিতে অস্ট্রেলিয়ার জয় পেতে দেরি করিয়ে দেন মেহরান। ১৬ বলে ২ ছক্কা ও ১ চারে ২৭ রান করেন মেহরান।
স্টয়নিসের ৩ উইকেটের পাশাপাশি অস্ট্রেলিয়ার হয়ে দুটি করে শিকার ধরেন মিচেল স্টার্ক, নাথান অ্যালিস ও অ্যাডাম জাম্পা।
অস্ট্রেলিয়ার চিন্তার কারণ হতে পারে স্টার্কের চোট। পঞ্চদশ ওভারে নিজের কোটা শেষ করতে এসে প্রথম বলেই পায়ে চোট পান এই পেসার। প্রাথমিক শুশ্রুষার পর কোনো ঝুঁকি না নিয়ে মাঠ ছেড়ে যান তিনি।
বর্তমানে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ওয়ানডে বিশ্বকাপের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলেই, একসাথে আইসিসির তিন শিরোপার মুকুট মাথায় পরবে অসিরা।
সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া: ২০ ওভারে ১৬৪/৫ (ওয়ার্নার ৫৬, হেড ১২, মার্শ ১৪, ম্যাক্সওয়েল ০, স্টয়নিস ৬৭*, ডেভিড ৯, বিলাল ৪-০-৩৬-১, কালিমউল্লাহ ৩-০-৩০-১, শাকিল ৪-০-২৮-০, মেহরান ৪-০-৩৮-২, আকিব ৪-০-১৮-০, জিশান ১-০-১২-০)
ওমান: ২০ ওভারে ১২৫/৯ (প্রজাপতি ৭, প্রাতিক ০, আকিব ১৮, জিশান ১, খালিদ ৮, আয়ান ৩৬, শোয়েব ০, মেহরান ২৭, শাকিল ১১, কালিমউল্লাহ ৬*, বিলাল ১*, ; স্টার্ক ৩-০-২০-২, হেইজেলউড ৪-০-২১-০, এলিস ৪-০-২৮-২, স্টয়নিস ৩-০-১৯-৩, ম্যাক্সওয়েল ২-০-১১-০, জ্যাম্পা ৪-০-২৪-২)
ফল: অস্ট্রেলিয়া ৩৯ রানে জয়ী
ম্যান অব দা ম্যাচ: মার্কাস স্টয়নিস
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
কালীগঞ্জে পুকুর থেকে ২ শিশুর লাশ উদ্ধার
নিবন্ধন চূড়ান্ত: হজযাত্রী ৮৩ হাজার ২৪২ জন
হল্যান্ডের পেনাল্টি মিস,বিবর্ণ সিটি ফের হারাল পয়েন্ট
শরীফ থেকে শরীফার গল্প বাতিল করতে হবে: ইসলামী আন্দোলন বাংলাদেশ
বিসিএ নির্বাচন সম্পন্ন: মিজান সভাপতি, মতিন সম্পাদক
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩
বিএনপি মুক্ত সাংবাদিকতায় বিশ্বাসী: শাহজাহান চৌধুরী
সচিবালয়ে আগুন: গোয়েন্দা সংস্থাগুলোর ব্যর্থতাকে দায়ী করলো এবি পার্টি
পরকীয়া প্রেমের ঘটনায় গৌরনদীতে উপ-সহকারী ২ কৃষি কর্মকর্তা এলাকাবাসীর হাতে আটক
‘প্রতিবন্ধীদের সংগঠন ও সম্পদ দখল করে পতিত সরকারের শিল্পমন্ত্রীর কন্যা’
আশিয়ান সিটির স্টলে বুকিং দিলেই মিলছে ল্যাপটপ
সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনাটি পরিকল্পিত নাশকতা: ইসলামী আইনজীবী পরিষদ
গাজীপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে আনতে থানায় বিএনপি নেতাদের ভিড়
মাদ্রাসার ছাদ থেকে পাইপ বেয়ে নামার সময় পড়ে গিয়ে শিশুর মৃত্যু
জকিগঞ্জে প্রাক্সিসের ৭ দিনব্যাপী ইংলিশ স্পিকিং চ্যালেঞ্জ কম্পিটিশনের পুরস্কার বিতরণী
লামায় ১৭টি ত্রিপুরা সম্প্রদায়ের বসতঘর পুড়ে ছাই হওয়ার ঘটনায় ৪জন গ্রেপ্তার
বিজয় দিবস টেনিস শুক্রবার শুরু
আশুলিয়ায় ভাড়াটিয়া তাড়িয়ে জোরপূর্বক জমি দখলের অভিযোগ
আজানের জবাব দেওয়া প্রসঙ্গে।
লক্ষ্মীপুরে চুরির অপবাদে নাকে খত দেওয়ার ঘটনায় মামলা