রোহিত, সুবুগার রেকর্ডের রাত
০৭ জুন ২০২৪, ১২:১২ এএম | আপডেট: ০৭ জুন ২০২৪, ১২:১২ এএম
গতপরশু রাতে নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ধরে রাখার অভিযান শুরু করে ভারত। ‘এ’ গ্রুপের ম্যাচে ৯৭ রানের লক্ষ্য ৪৬ বল হাতে রেখে ছুঁয়ে ফেলে ২০০৭ আসরের চ্যাম্পিয়নরা। আয়ারল্যান্ডের বিপক্ষে এই সংস্করণে আট ম্যাচ খেলে সবগুলোই জিতল ভারত। এই ম্যাচে বেশ কয়েকটি মাইলফলক গড়েছেন রোহিত শর্মাও। ৯৭ রানের লক্ষ্য তাড়ায় ফিফটি করার পরপরই মাঠ ছেড়ে যান রোহিত। ব্যাটিংয়ের সময় কাঁধে আঘাত লেগেছিল তার। তবে তার আগেই রান তাড়ায় ৪টি চার ও ৩টি ছক্কায় ৩৭ বলে ৫২ রানের ইনিংস খেলার পথে ভারতীয় অধিনায়কের নাম উঠে গেছে ক্রিকেট ইতিহাসের এমন এক পাতায়, যেখানে তিনি ছাড়া নেই আর কেউ।
প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ৬০০ ছক্কার মাইলফলক ছুঁয়েছেন তিনি। ৪৯৯ ইনিংসে তার ছক্কা এখন ঠিক ৬০০টি। ৫৫১ ইনিংসে ৫৫৩ ছক্কা নিয়ে দুইয়ে আছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিস গেইল। তৃতীয় ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ৪ হাজার রান পূর্ণ করেছেন রোহিত। ১৪৪ ইনিংসে তার রান এখন ৪ হাজার ২৬। ১১০ ইনিংসে ৪ হাজার ৩৮ রান নিয়ে চূড়ায় আছেন তার সতীর্থ ভিরাট কোহলি। ১১২ ইনিংসে ৪ হাজার ২৩ রান নিয়ে তিনে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।
টি-টোয়েন্টি বিশ্বকাপে এক হাজার রানও পূর্ণ হয়েছে রোহিতের। এখানেও তিনি তৃতীয়। ২৬ ইনিংসে ১ হাজার ১৪২ রান নিয়ে এই তালিকাতেও সবার ওপরে কোহলি। ৩১ ইনিংসে ১ হাজার ১৬ রান নিয়ে দুইয়ে আছেন শ্রীলঙ্কার সাবেক ব্যাটসম্যান মাহেলা জায়াওয়ার্দানা। ৩৭ ইনিংসে রোহিতের রান ১ হাজার ১৫। তিন সংস্করণেই অন্তত ৪ হাজার রান করা দ্বিতীয় ব্যাটসম্যান হলেন ৩৭ বছর বয়সী রোহিত। প্রথম জন কোহলি।
এদিকে, খেলতে নামার আগেই একটি রেকর্ড গড়ে ফেলেছিলেন উগান্ডার ফ্র্যাঙ্ক সুবুগা। ৪৩ বছর ২৮২ দিন বয়সী ক্রিকেটার এই বিশ্বকাপের সবচেয়ে বয়স্ক খেলোয়াড়। খেলার মাঠেও এবার রেকর্ড গড়লেন তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে ৪ ওভারের স্পেলে সবচেয়ে মিথ্যব্যায়ী বোলিংয়ের রেকর্ড এখন তার। গতকাল সকালে গায়ানায় টসে জিতে বোলিং নিয়ে ১৯.১ ওভারে পাপুয়া নিউগিনিকে অলআউট করে দেয় উগান্ডানরা। দলের সবাই উইকেট পেলেও সব আলো কেড়ে নিয়েছেন ৪৩ বছর বয়সী সুবুগা। এই অফ স্পিনার ৪ ওভারে মাত্র ৪ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। যা টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতিহাসে সবচেয়ে ইকোনমিক্যাল চার ওভারের স্পেল। ৭৮ রানের লক্ষ্যে শুরুতে বড়সড় ধাক্কা ভয় দেখালেও শেষ পর্যন্ত ১০ বল হাতে রেখেই জয় পায় উগান্ডা। আর এতে বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচেই তারা পেয়ে গেল জয়ের দেখা। পাঁচ ম্যাচে জয় না পাওয়া পাপুয়া নিউগিনির জয়ের অপেক্ষা বাড়লো আরও।
সেই ১৯৯৭ আইসিসি ট্রফিতে ১৬ বছর বয়েসে খেলেছিলেন সুবুগা। সেই থেকে বিশ্বকাপ খেলার স্বপ্ন ছিলো বুকে। ৪৩ পেরিয়ে এবার স্বপ্ন পূরণ হওয়া ক্রিকেটারকে নিয়ে বিশ্বকাপ শুরুর আগেই হয় মাতামাতি। এবার ঐতিহাসিক প্রথম জয়ে খেলার মাঠেও আলোচিত হলেন এই অলরাউন্ডার। প্রতিপক্ষকে ৭৭ রানে আটকে দেওয়ার পথে দারুণ বল করেন তিনি। অফ স্পিনে ৪ ওভার বল করে ¯্রফে ৪ রান দিয়ে এনসুবুগা নেন ২ উইকেট।
বিশ্বকাপে ৪ ওভারের কোটা পূরণ করা বোলারদের মধ্যে এটিই সবচেয়ে মিতব্যয়ী বোলিং। তিনি ভেঙেছেন কদিন আগেই শ্রীলঙ্কার বিপক্ষে আনরিখ নরকিয়ার ৪ ওভারে ৭ রান দিয়ে ৪ উইকেট নেওয়ার রেকর্ড। এর আগে ৪ ওভারে কেবল ৮ রান দিয়ে রেকর্ডে ছিলেন অজন্তা মেন্ডিস, মাহমুদউল্লাহ ও ওয়ানিন্দু হাসারাঙ্গা। মেডেনের রেকর্ডও গড়েছেন তিনি। ৪ ওভারের মধ্যে দুইটাই ছিলো মেডেন। টি-টোয়েন্টি বিশ্বকাপে দুই মেডেন করা ৮ম বোলার তিনি। তবে সহযোগি সদস্য দেশগুলোর মধ্যে এই কীর্তি তারই প্রথম। সুবুগার সেরা দিনে পাপুয়া নিউগিনিকে ৩ উইকেটে হারিয়ে প্রথম জয় পেয়েছে উগান্ডা।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
উচ্চ পর্যায়ের নতুন কমিটি গঠন, ৩ কর্মদিবসে প্রাথমিক প্রতিবেদন
ব্রাহ্মণপাড়ায় ছুরিকাঘাতে এক যুবককে হত্যা
কালীগঞ্জে পুকুর থেকে ২ শিশুর লাশ উদ্ধার
নিবন্ধন চূড়ান্ত: হজযাত্রী ৮৩ হাজার ২৪২ জন
হল্যান্ডের পেনাল্টি মিস,বিবর্ণ সিটি ফের হারাল পয়েন্ট
শরীফ থেকে শরীফার গল্প বাতিল করতে হবে: ইসলামী আন্দোলন বাংলাদেশ
বিসিএ নির্বাচন সম্পন্ন: মিজান সভাপতি, মতিন সম্পাদক
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩
বিএনপি মুক্ত সাংবাদিকতায় বিশ্বাসী: শাহজাহান চৌধুরী
সচিবালয়ে আগুন: গোয়েন্দা সংস্থাগুলোর ব্যর্থতাকে দায়ী করলো এবি পার্টি
পরকীয়া প্রেমের ঘটনায় গৌরনদীতে উপ-সহকারী ২ কৃষি কর্মকর্তা এলাকাবাসীর হাতে আটক
‘প্রতিবন্ধীদের সংগঠন ও সম্পদ দখল করে পতিত সরকারের শিল্পমন্ত্রীর কন্যা’
আশিয়ান সিটির স্টলে বুকিং দিলেই মিলছে ল্যাপটপ
সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনাটি পরিকল্পিত নাশকতা: ইসলামী আইনজীবী পরিষদ
গাজীপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে আনতে থানায় বিএনপি নেতাদের ভিড়
মাদ্রাসার ছাদ থেকে পাইপ বেয়ে নামার সময় পড়ে গিয়ে শিশুর মৃত্যু
জকিগঞ্জে প্রাক্সিসের ৭ দিনব্যাপী ইংলিশ স্পিকিং চ্যালেঞ্জ কম্পিটিশনের পুরস্কার বিতরণী
লামায় ১৭টি ত্রিপুরা সম্প্রদায়ের বসতঘর পুড়ে ছাই হওয়ার ঘটনায় ৪জন গ্রেপ্তার
বিজয় দিবস টেনিস শুক্রবার শুরু
আশুলিয়ায় ভাড়াটিয়া তাড়িয়ে জোরপূর্বক জমি দখলের অভিযোগ