পাকিস্তানকে হারিয়ে যুক্তরাষ্ট্রের চমক
০৮ জুন ২০২৪, ১২:০২ এএম | আপডেট: ০৮ জুন ২০২৪, ১২:০২ এএম
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলমান আসরে সবচেয়ে বড় ঘটনা হলো সহ-আয়োজক যুক্তরাষ্ট্রের কাছে পাকিস্তানের হার! টুর্নামেন্টের ‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন পাকিস্তানকে ‘সুপার ওভারে’ হারিয়ে চমক দেখালো যুক্তরাষ্ট্র। গতকাল বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে শুরু হওয়া পাকিস্তান-যুক্তরাষ্ট্র ম্যাচটি টাই হয়ে যায়। ফলে সুপার ওভারে ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়। যেখানে জয় পেয়ে বড় চমক দেখায় স্বাগতিকরা। সুপার ওভারে প্রথমে ব্যাটিং করে যুক্তরাষ্ট্র। পাকিস্তানের পক্ষে বল হাতে তুলে পেসার মোহাম্মদ আমির। নিজের বোলিংয়ের প্রথম বলেই বাউন্ডারি হজম করেন বাঁহাতি এই পেসার। ওই ওভারে তিনটি ওয়াইড দেন আমির, ওই তিন ডেলিভারিতে আবার বাড়তি ৪ রান নেয় যুক্তরাষ্ট্র। সবমিলিয়ে সুপার ওভারে ১ উইকেট হারিয়ে ১৮ রান তোলে আমেরিকানরা। জয়ের জন্য ১৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নামেন পাকিস্তানের দুই তারকা ব্যাটার ইফতিখার আহমেদ এবং ফখর জামান। আর যুক্তরাষ্ট্রের হয়ে বল হাতে নেন সৌরভ নেত্রাভাকার। প্রথম বলেই তিনি দেন ডট। পরের বলে বাউন্ডরি হাঁকান ইফতিখার। তবে তৃতীয় বলে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। ইফতিখার আউট হওয়ার পর ব্যাটিংয়ে আসেন শাদাব খান। চতুর্থ বলে হয় ওয়াইড। পরের বলে লেগ বাই থেকে চার। পঞ্চম বলে শাদাব নেন ২ রান। সুপার ওভারের শেষ বলে ছক্কা হলে ম্যাচ ফের টাই হয়ে যেতো। কিন্তু শাদাব নিতে পারেন মাত্র এক রান। ফলে ১ উইকেট হারিয়ে পাকিস্তান ১৩ রানে থামলে ঐতিহাসিক জয় তুলে নেয় যুক্তরাষ্ট্র।
এর আগে দু’দলের নির্ধারিত ২০ ওভারের লড়াইয়ে ছিল টানটান উত্তেজনা। টস জিতে পাকিস্তান প্রথমে ব্যাটিংয়ে পাঠায় যুক্তরাষ্ট্র। ব্যাট করতে নেমে অধিনায়ক বাবর আজমের ৪৩ বলে ৪৪ আর শাদাব খানের ২৫ বলে ৪০ রানের ইনিংসে ভর করে ৭ উইকেটে ১৫৯ রান তুলে নির্ধারিত ওভার শেষ করে পাকিস্তান। যুক্তরাষ্ট্রের নস্টুশ কেনজিগে ৩০ রানে ৩টি এবং সৌরভ নেত্রভালকর ১৮ রানে ২ উইকেট পান।
জবাবে ১৬০ রানের লক্ষ্যে খেলতে নেমে শেষ বল পর্যন্ত লড়াই জিইয়ে রাখে যুক্তরাষ্ট্র। হারিস রউফের শেষ ওভারে জয় পেতে যুক্তরাষ্ট্রের লাগতো ১৫ রান। ডানহাতি এই পেসার একটি চার ও একটি ছক্কাসহ ওই ওভারে দেন ১৪। শেষ বলে স্বাগিতকদের প্রয়োজন ছিল ৫ রান। হারিস রউফের বলে নিতিশ কুমার বাউন্ডারি হাঁকালে ম্যাচ হয়ে যায় টাই।
ডালাসের এই ম্যাচে বলতে গেলে যুক্তরাষ্ট্রের জয় ছিল নিশ্চিতই। ৪২ বলে তাদের যখন দরকার ৫৬ রান, হাতে তখনও ৯ উইকেট। সেখান থেকে অবিশ্বাস্যভাবে দলকে লড়াইয়ে ফেরান পাকিস্তানি বোলাররা। যুক্তরাষ্ট্রের অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল ৩৮ বলে ৫০, আন্দ্রিস গাউস ২৬ বলে ৩৫ ও অ্যারন জোন্স খেলেন ২৬ বলে ৩৬ রানের অপরাজিত ইনিংস। পাকিস্তানের মোহাম্মদ আমির ২৫, নাসিম শাহ ২৬ ও হারিস রউফ ৩৭ রানে পান ১টি করে উইকেট। ম্যাচ সেরার পুরস্কার জিতে নেন যুক্তরাষ্ট্রের মোনাঙ্ক প্যাটেল।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
গাজীপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে আনতে থানায় বিএনপি নেতাদের ভিড়
মাদ্রাসার ছাদ থেকে পাইপ বেয়ে নামার সময় পড়ে গিয়ে শিশুর মৃত্যু
জকিগঞ্জে প্রাক্সিসের ৭ দিনব্যাপী ইংলিশ স্পিকিং চ্যালেঞ্জ কম্পিটিশনের পুরস্কার বিতরণী
লামায় ১৭টি ত্রিপুরা সম্প্রদায়ের বসতঘর পুড়ে ছাই হওয়ার ঘটনায় ৪জন গ্রেপ্তার
বিজয় দিবস টেনিস শুক্রবার শুরু
আশুলিয়ায় ভাড়াটিয়া তাড়িয়ে জোরপূর্বক জমি দখলের অভিযোগ
আজানের জবাব দেওয়া প্রসঙ্গে।
লক্ষ্মীপুরে চুরির অপবাদে নাকে খত দেওয়ার ঘটনায় মামলা
শরীয়তপুরে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
হেঁটে টেকনাফ গেলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাসেদুল
বিদেশি অপারেটরের সঙ্গে সম্পাদিত গোপন চুক্তি বাতিল চেয়ে আইনি নোটিশ!
বাগেরহাটে জেলা একীভূত চক্ষু সেবা কর্মসূচির এডভোকেসি সভা অনুষ্ঠিত
সাতক্ষীরায় বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল
অল্পতেই শেষ পাকিস্তানের ইনিংস
খেপুপাড়া সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রথম পুনর্মিলনী ২৮ ডিসেম্বর
হামলা-নাশকতা প্রতিরোধে কাজ করছে সেনাবাহিনী
তাবলিগ জামাতের দু'পক্ষকেই বিশেষ নির্দেশনা দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়
পেকুয়ায় আগামীকাল বৃহত্তর ঐতিহাসিক তাফসির মাহফিল
‘সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় সেনাবাহিনী দিয়ে তদন্ত কমিটি গঠন করুন’
শ্রীনগরে বিদুৎপৃষ্ট হয়ে রং মিস্ত্রির মৃত্যু