স্কটল্যান্ডকে বিদায় করে ইংল্যান্ডকে নিয়েই সুপার এইটে অস্ট্রেলিয়া

Daily Inqilab স্পোর্টস ডেস্ক

১৬ জুন ২০২৪, ০৯:৫৭ এএম | আপডেট: ১৬ জুন ২০২৪, ১০:৩৩ এএম

ছবি: ফেসবুক

একের পর এক ক্যাচ মিসের সুযোগ কাজে লাগিয়ে বড় সংগ্রহ পেল স্কটল্যান্ড। পরে শুরুতেই তারা চেপে ধরল অস্ট্রেলিয়াকে। সব মিলিয়ে ক্রিকেটপ্রেমীদের মনে জাগ্রত একটি প্রশ্ন- তবে কি গ্রুপ পর্ব থেকেই ছিটকে যাচ্ছে গত আসরের চ্যাম্পিয়ন ইংল্যান্ড?

না, এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ সময় রোববার সকালে তেমন কোনো অঘটনের জন্ম দেয়নি সেন্ট লুসিয়ার ড্যারেন সামি ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম। শঙ্কা কাটিয়ে স্কটল্যান্ডকে ৫ উইকেটের বড় ব্যবধানেই হারিয়েছে অস্ট্রেলিয়া।

১৮১ রানের লক্ষ্য তারা পূরণ করে ২ বল হাতে রেখে। তাদের এই জয় চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডকে এনে দিয়েছে সুপার এইটের টিকেট। দারুণ সম্ভাবনা জাগিয়েও গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হলো স্কটিশদের।

‘বি’ গ্রুপের ৪ ম্যাচে অপরাজিত থেকেই সুপার এইটে পা রাখল অস্ট্রেলিয়া। স্কটল্যান্ডের সমান ৫ পয়েন্ট পেয়েও নেট রান রেটে এগিয়ে একই পর্বের টিকেট পেল ইংল্যান্ড। অস্ট্রেলিয়া হারলেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হতো ইংলিশদের।

অপরাজিত থাকা ছাড়া এই ম্যাচ থেকে অস্ট্রেলিয়ার পাওয়ার কিছুই ছিল না। প্রথম তিন ম্যাচ জিতেই তারা পেয়ে গিয়েছিল শেষ আটের টিকেট। যে কারণে আলোচনায় ছিল, ইংল্যান্ডকে বিদায় করতে এই ম্যাচে অস্ট্রেলিয়া ‘গা ছাড়া’ ক্রিকেট খেলে কিনা। সেই আলোচনা-সমালোচনায় জোর হাওয়া লাগে শুরুতে বোলিং বেছে নেওয়া অস্ট্রেলিয়া ছয়-ছয়টি ক্যাচ মিস করলে।

ট্রাভিস হেড, মিচেল মার্শদের ক্যাচ মিসের ঘটনার সঙ্গে জস হেইজেলউডের মন্তব্যের যোগ খুঁজে নেন অনেকে। মাঠে নামার আগেই হেইজেলউড বলেছিলেন, ইংল্যান্ডকে প্রতিযোগিতার বাইরে করে দিতে পারলে তাঁরা খুশি হবেন, কারণ এমন শক্তিশালী দলের বিশ্বকাপে না থাকাই ভালো।

এই ম্যাচে স্কটল্যান্ডের ৬টি ক্যাচ মিস করে অজিরা। বিশ্বের শ্রেষ্ঠ ফিল্ডারদের মধ্যে অন্যতম ম্যাথিউ ওয়েড, ট্রাভিস হেড, মিচেল মার্শরা। সেই তাঁদের হাত থেকেই ক্যাচ ফসকানোয় অন্য গন্ধ পেতে থাকেন ইংরেজরা। তবে শেষ পর্যন্ত তাদের ধারণা পাল্টে দেন হেড-স্টয়নিসরাই।

একটা পর্যায়ে ৭ ওভারে ৮৯ রান দরকার ছিল অস্ট্রেলিয়ার, উইকেট ছিল ৭টি। চতুর্থ উইকেটে স্টয়নিস-হেডের ৪৪ বলে ৮০ রানের জুটি ম্যাচের গতিপথ বদলে দেয়। ২৯ বলে ৯টি চার ও ২ ছক্কায় ৫৯ রানের ম্যাচসেরা ইনিংস কেলেন স্টয়নিস। ওপেনার হেডের ব্যাট থেকে আসের ৪৯ বলে ৫টি চার ও ৪টি ছক্কায় ৬৮ রান। টিম ডেভিডের ১৪ বলে অপরাজিত ২৪ রানও অবদান রাখে দলের জয়ে।

স্কটিশ ইনিংসে ৩৪ বলে ৬ ছক্কায় সর্বোচ্চ ৬০ রান ব্র্যান্ডন ম্যাকমুলেনের। এছাড়া জর্জ মুনসির ২৩ বলে ৩৫ ও রিচি বেরিংটনের ৩১ বলে অপরাজিত ৪২ রান দলের সংগ্রহ লড়াকু পর্যায়ে নিতে সহায়তা করে।

তবে এজন্য ভাগ্যকেও ধন্যবাদ দিতে পারে তারা। ম্যাচে মোট ছয়টি ক্যাচ মিস করেছে অস্ট্রেলিয়া। চতুর্থ ওভারেই স্টার্কের বল ম্যাকমুলেন শট খেলতে যান কভারের দিকে। বলের সঙ্গে ব্যাটে ঠিকভাবে কানেকশন না হওয়ায় তা চলে যায় ট্রাভিস হেডের দিকে। শরীরে ছুঁড়ে দিয়ে চেষ্টা করলেও ক্যাচ মিস করেন তিনি।

চতুর্থ ওভারের তৃতীয় বলে জর্জ মুনসি একইভাবে শট খেলার চেষ্টা করেন কভারের ওপর থেকে। মিচেল মার্শের হাতে বল লাগলেও তিনি তা ধরতে পারেননি। মিচেল স্টার্কের বলে স্কটল্যান্ডের অধিনায়ক রিচি বেরিংটনের ক্যাচ মিস করেন জাম্পা, সেই বল ছয় রান হয়।

১১তম ওভারে গ্লেন ম্যাক্সওয়েলের বলে ক্যাচ মিস করেন মিচেল মার্শ। এছাড়াও গ্লেন ম্যাক্সওয়েলের বলে সহজ সুযোগ নষ্ট করেন উইকেটরক্ষক ম্যাথিউ ওয়েড।

তবে দিন শেষে জয়ের হাসি নিয়েই মাঠ ছাড়ে অস্ট্রেলিয়া।

সংক্ষিপ্ত স্কোর:

স্কটল্যান্ড: ২০ ওভারে ১৮০/৫ (মানজি ৩৫, জোন্স ২, ম্যাকমুলেন ৬০, বেরিংটন ৪২, ক্রস ১৮, লিস্ক ৫, গ্রিভস ৯*; অ্যাগার ৪-০-৩৯-১, স্টার্ক ৪-০-৩১-০, এলিস ৪-০-৩৪-১, ম্যাক্সওয়েল ৪-০-৪৪-২, জ্যাম্পা ৪-০-৩০-১)

অস্ট্রেলিয়া: ১৯.৪ ওভারে ১৮৬/৫ (হেড ৬৮, ওয়ার্নার ১, মার্শ ৮, ম্যাক্সওয়েল ১১, স্টয়নিস ৫৯, ডেভিড ২৪*, ওয়েড ৪*; লিস্ক ৪-০-৩৯-০, হুইল ৩.৪-১-৩২-১, ওয়াট ৪-০-৩৪-২, সোল ৩-০-৩৩-০, শারিফ ৪-০-৪২-২, গ্রিভস ১-০-৪-০)

ফল: অস্ট্রেলিয়া ৫ উইকেটে জয়ী

ম্যান অব দা ম্যাচ: মার্কাস স্টয়নিস


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

সোনালী ব্যাংকে হুইসেল ব্লোয়ার্স পলিসি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

সোনালী ব্যাংকে হুইসেল ব্লোয়ার্স পলিসি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বীমা সেবার পরিধি বাড়াতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স-ব্র্যাক হেলথকেয়ার স্ট্র্যাটিজিক পার্টনারশিপ চুক্তি

বীমা সেবার পরিধি বাড়াতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স-ব্র্যাক হেলথকেয়ার স্ট্র্যাটিজিক পার্টনারশিপ চুক্তি

পদ্মায় পানি বেড়ে দৌলতদিয়া ফেরিঘাটে ভাঙন আতঙ্ক

পদ্মায় পানি বেড়ে দৌলতদিয়া ফেরিঘাটে ভাঙন আতঙ্ক

ঐতিহাসিক প্রয়োজনেই আওয়ামী লীগের জন্ম -আনন্দ র‌্যালি পূর্ব অনুষ্ঠানে আ জ ম নাছির উদ্দিন

ঐতিহাসিক প্রয়োজনেই আওয়ামী লীগের জন্ম -আনন্দ র‌্যালি পূর্ব অনুষ্ঠানে আ জ ম নাছির উদ্দিন

ডেঙ্গু ঝুঁকিতে বাকৃবি

ডেঙ্গু ঝুঁকিতে বাকৃবি

স্ট্রিট ফুডের বিশুদ্ধতা নিশ্চিত করতে হবে

স্ট্রিট ফুডের বিশুদ্ধতা নিশ্চিত করতে হবে

পাহাড় ধসে মৃত্যুর মিছিল বাড়ছেই

পাহাড় ধসে মৃত্যুর মিছিল বাড়ছেই

আবহাওয়ার পূর্বাভাস কেন সঠিক হয় না?

আবহাওয়ার পূর্বাভাস কেন সঠিক হয় না?

নেতানিয়াহু পদত্যাগ করুন, নয়তো জিম্মি বিনিময় অসম্ভব

নেতানিয়াহু পদত্যাগ করুন, নয়তো জিম্মি বিনিময় অসম্ভব

মার্কিন নিষেধাজ্ঞার কবলে রুশ অ্যান্টি-ভাইরাস জায়ান্ট ক্যাসপারস্কি

মার্কিন নিষেধাজ্ঞার কবলে রুশ অ্যান্টি-ভাইরাস জায়ান্ট ক্যাসপারস্কি

তাইওয়ানের স্বাধীনতা চাইলেই চরম শাস্তি!

তাইওয়ানের স্বাধীনতা চাইলেই চরম শাস্তি!

তীব্র তাপপ্রবাহ, মক্কা-মদিনায় জুমার খুতবা সংক্ষিপ্ত করার নির্দেশ

তীব্র তাপপ্রবাহ, মক্কা-মদিনায় জুমার খুতবা সংক্ষিপ্ত করার নির্দেশ

দক্ষিণ-পূর্ব তুরস্কে বিশাল দাবানল, নিহত অন্তত ১২

দক্ষিণ-পূর্ব তুরস্কে বিশাল দাবানল, নিহত অন্তত ১২

আফগানিস্তানে রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে নিকারাগুয়া

আফগানিস্তানে রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে নিকারাগুয়া

নেতানিয়াহুর আসন্ন সফর ও কংগ্রেসে ভাষণ নিয়ে উদ্বিগ্ন হোয়াইট হাউস

নেতানিয়াহুর আসন্ন সফর ও কংগ্রেসে ভাষণ নিয়ে উদ্বিগ্ন হোয়াইট হাউস

৩৩০০ বছরের পুরনো জাহাজের ধ্বংসাবশেষ মিলল ভূমধ্যসাগরে

৩৩০০ বছরের পুরনো জাহাজের ধ্বংসাবশেষ মিলল ভূমধ্যসাগরে

এনভিডিয়ার চমক শেষে ফের শীর্ষে মাইক্রোসফট

এনভিডিয়ার চমক শেষে ফের শীর্ষে মাইক্রোসফট

যৌথ মহড়ার জন্য দ.কোরিয়ায় পৌঁছেছে মার্কিন বিমানবাহী রণতরী

যৌথ মহড়ার জন্য দ.কোরিয়ায় পৌঁছেছে মার্কিন বিমানবাহী রণতরী

দক্ষিণ মেক্সিকোতে এক সপ্তাহের মধ্যে দু’জন মেয়র নিহত

দক্ষিণ মেক্সিকোতে এক সপ্তাহের মধ্যে দু’জন মেয়র নিহত

ইসরাইলের স্পর্শকাতর লক্ষ্যবস্তুর ফুটেজ প্রকাশ করল হিজবুল্লাহ

ইসরাইলের স্পর্শকাতর লক্ষ্যবস্তুর ফুটেজ প্রকাশ করল হিজবুল্লাহ