ঢাকা   বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪ | ১০ আশ্বিন ১৪৩১

বৃষ্টি আইনে অস্ট্রেলিয়ার কাছে হেরে শুরু বাংলাদেশের

Daily Inqilab স্পোর্টস রিপোর্টার

২২ জুন ২০২৪, ১২:২২ এএম | আপডেট: ২২ জুন ২০২৪, ১২:২২ এএম

বৃষ্টি আইনে অস্ট্রেলিয়ার কাছে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্ব শুরু হলো নাজমুল হোসেন শান্তদের। গতকাল ওয়েস্ট ইন্ডিজের অ্যান্টিগায় বাংলাদেশ সময় সকালে অনুষ্ঠিত সুপার এইটে গ্রুপ-১ এ নিজেদের প্রথম ম্যাচে অজিদের বিপক্ষে বৃষ্টি আইনে ২৮ রানে হেরেছে টাইগাররা। আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৪০ রান করে বাংলাদেশ। জবাবে ১১.২ ওভারে ২ উইকেটে ১০০ রান তোলে অস্ট্রেলিয়া। এরপর বৃষ্টির দাপটে তৃতীয়বারের মত খেলা বন্ধ হয়। তখন বৃষ্টি আইনে ২৮ রানে এগিয়ে ছিল অস্ট্রেলিয়া। এমন অবস্থায় খেলা আর মাঠে না গড়ালে বৃষ্টি আইনে ম্যাচের ফল নির্ধারিত হয়।

কাল অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচাডর্স স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে প্রথমে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ। ব্যাট করতে নেমে প্রথম ওভারের তৃতীয় বলে অজি পেসার মিচেল স্টার্কের বলে বোল্ড হন বাংলাদেশ ওপেনার তানজিদ হাসান তামিম। দলের রানের খাতা খোলার আগেই ফেরেন তিনি। চলতি বিশ^কাপে সুপার ফ্লপ ওপেনার হিসেবে ইতোমধ্যে নিজেকে জাহির করেছেন তানজিদ তামিম। বিশ্বকাপে এ পর্যন্ত পাঁচ ম্যাচের একটিতেও বাংলাদেশের উদ্বোধনী জুটি দুই অংকের ঘর স্পর্শ করতে পারেনি! শুরুতেই উইকেট হারানোর পর জুটি গড়ার চেষ্টা করেন আরেক ওপেনার লিটন দাস ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এই জুটি পাওয়ার প্লেতে ৩৯ রান তোলে। ইনিংসের অষ্টম ওভারে বাংলাদেশের রান ও জুটিতে হাফসেঞ্চুরি পূর্ণ হয়। পরের ওভারে স্পিনার এডাম জাম্পার বলে স্লগ সুইপ করতে গিয়ে বোল্ড হন লিটন। ফেরার আগে ২৫ বলে ২ চারের মারে করেন ১৬ রান। দ্বিতীয় উইকেটে শান্তর সঙ্গে ৪৮ বলে ৫৮ রান জুটি গড়ে বিচ্ছিন্ন হন লিটন। তার বিদায়ে পিঞ্চ হিটার হিসেবে চার নম্বরে নেমে ৪ বল খেলে মাত্র ২ রানে আউট হন রিশাদ হোসেন। দশম ওভারের শেষ বলে রিশাদ আউট হওয়ার সময় বাংলাদেশের দলীয় সংগ্রহ ছিল ৩ উইকেটে ৬৭ রান। উইকেটে সেট হয়ে ১৩তম ওভারের শেষ বলে দলীয় ৮৪ রানে ফেরেন শান্ত। জাম্পার বলে সুইপ করতে গিয়ে মিস টাইমিংয়ে এলবিডব্লিউ হন তিনি। ৫টি চার ও ১ ছক্কায় ৩৬ বলে ৪১ রান করেন বাংলাদেশ অধিনায়ক। শান্তর বিদায়ের পর জুটি গড়ার চেষ্টায় বেশি দূর যেতে পারেননি তাওহিদ হৃদয় ও সাকিব আল হাসান। দলের রান ১শ পার হবার পর টি-টোয়েন্টিতে এক নম্বর অলরাউন্ডার মার্কাস স্টয়নিসের বলে তাকেই ফিরতি ক্যাচ দিয়ে আউট হন সাকিব ( ১০ বলে ৮ রান)। সাকিব-হৃদয় ১৯ বলে ১৯ রানের জুটি গড়েছিলেন। সাকিব ফেরার ওভারেই পরপর দু’টি ছক্কা মারেন হৃদয়। প্যাট কামিন্সের করা ১৮তম ওভারের শেষ দুই বলে মাহমুদউল্লাহ (৩ বলে ২) এবং জাকের আলির পরিবর্তে খেলতে নামা শেখ মেহেদি হাসান শূণ্য রানে আউট হন। এতে হ্যাটট্রিকের সুযোগ তৈরি হয় কামিন্সের। ২০তম ওভারের প্রথম বলে হৃদয়কে শিকার করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন কামিন্স। দ্বিতীয় অস্ট্রেলিয়ান হিসেবে বিশ্বকাপে হ্যাটট্রিক করার কৃতিত্ব দেখালেন কামিন্স। অস্ট্রেলিয়ার প্রথম বোলার হিসেবে ২০০৭ সালে বিশ^কাপের প্রথম আসরে প্রথম হ্যাটট্রিক করেছিলেন পেসার ব্রেট লি। সেটিও ছিল বাংলাদেশের বিপক্ষেই। টি-টোয়েন্টি বিশ^কাপের ইতিহাসে এটি সপ্তম হ্যাটট্রিক। কমিন্সের শিকার হওয়ার আগে ২টি করে চার ও ছক্কায় ২৮ বলে ৪০ রানের দায়িত্বশীল ইনিংস খেলেন হৃদয়। শেষ দিকে পেসার তাসকিন আহমেদের ৭ বলে এক বাউন্ডারির মারে অপরাজিত ১৩ ও তানজিম হাসান সাকিবের ৩ বলে অপরাজিত ৪ রানের সুবাদে লড়াই করার মতো পুঁজি পায় বাংলাদেশ। অস্ট্রেলিয়ার কামিন্স ২৯ রানে ৩টি ও জাম্পা ২৪ রানে ২ উইকেট পান।

১৪১ রানের টার্গেট ছুঁড়ে দিয়ে ইনিংসের দ্বিতীয় ওভারেই অস্ট্রেলিয়ার প্রথম উইকেট তুলে নিতে পারতো বাংলাদেশ। পেসার তানজিম হাসান সাকিবের করা ওভারের প্রথম বলে পয়েন্টে ওয়ার্নারের ক্যাচ ফেলেন হৃদয়। ৫ রানে জীবন পেয়ে সতীর্থ ট্রাভিস হেডকে নিয়ে রীতিমতো ঝড় তোলেন ওয়ার্নার। পাওয়ার প্লেতে ৫৯ রান যোগ করেন তারা। সপ্তম ওভারে শুরু হয় বৃষ্টি। বৃষ্টির কারণে প্রায় ৩০ মিনিট বন্ধ থাকার পর খেলা ফের শুরু হলে প্রথম উইকেট হারায় অজিরা। সপ্তম ওভারের পঞ্চম বলে দলীয় ৬৫ রানে আউট হন ওপেনার হেড। তাকে বোল্ড করেন রিশাদ। ফেরার আগে ২১ বলে ৩ চার ও ২ ছক্কায় ৩১ রান করেন হেড। নিজের দ্বিতীয় ওভারে অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শকে ১ রানে এলবিডব্লিউ করে বাংলাদেশকে দ্বিতীয় সাফল্য এনে দেন রিশাদ। ৪ রানের ব্যবধানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে অজিরা। ৮.৫ ওভারে ৬৯ রানে দ্বিতীয় উইকেট পতনের পর তৃতীয় উইকেটে জুটি বেঁধে দ্রুত রান তুলতে থাকেন ওয়ার্নার ও ম্যাক্সওয়েল। ১৫ বলে ৩১ রান তুলে ফেলেন তারা। ১২তম ওভারের প্রথম বলে ছক্কা মেরে টি-টোয়েন্টিতে ২৮তম হাফসেঞ্চুরি পূর্ণ করেন ওয়ার্নার। এরপর আবারো বৃষ্টি শুরু হলে বন্ধ হয় খেলা। এ সময় অস্ট্রেলিয়ার সংগ্রহ ছিল ১১.২ ওভারে ২ উইকেটে ১০০ রান। এমন অবস্থায় বৃষ্টি আইনে ২৮ রানে এগিয়ে ছিল অজিরা। এরপর বৃষ্টির মাত্রা বেড়ে গেলে খেলা আর শুরু করা সম্ভব হয়নি। ফলে বৃষ্টি আইনে জয় পায় অস্ট্রেলিয়া। শেষ পর্যন্ত ৩৫ বলে ৫ চার ও ৩ ছক্কার মারে ৫৩ রানে অপরাজিত থাকেন ওয়ার্নার। ১টি করে চার-ছক্কায় ৬ বলে ১৪ রানে অপরাজিত ছিলেন ম্যাক্সওয়েল। বাংলাদেশের রিশাদ ২৩ রানে পান ২ উইকেট। ম্যাচ সেরা নির্বাচিত হন অস্ট্রেলিয়ান পেসার হ্যাটট্রিকম্যান প্যাট কামিন্স।
আজ সুপার এইটে নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের অ্যান্টিগায় বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচটি।


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

আর্নল্ডের প্রশংসায় স্লট

আর্নল্ডের প্রশংসায় স্লট

প্রবল কাজের চাপ! অফিসেই মৃত্যু ব্যাঙ্ককর্মীর, ঘনাচ্ছে রহস্য

প্রবল কাজের চাপ! অফিসেই মৃত্যু ব্যাঙ্ককর্মীর, ঘনাচ্ছে রহস্য

মুসলিম অধ্যুষিত এলাকাকে ‘পাকিস্তান’ বলে উল্লেখ! বিচারপতিকে ভর্ৎসনা

মুসলিম অধ্যুষিত এলাকাকে ‘পাকিস্তান’ বলে উল্লেখ! বিচারপতিকে ভর্ৎসনা

নিহত লেফটেন্যান্ট তানজিমের পরিবারকে সমবেদনা জানাতে টাঙ্গাইলে সাবেক সেনা কর্মকর্তাদের দল

নিহত লেফটেন্যান্ট তানজিমের পরিবারকে সমবেদনা জানাতে টাঙ্গাইলে সাবেক সেনা কর্মকর্তাদের দল

চট্টগ্রামে গান গেয়ে ‘হত্যা’: গ্রেপ্তার ৩

চট্টগ্রামে গান গেয়ে ‘হত্যা’: গ্রেপ্তার ৩

ট্রাম্পের পর এবার বুলেটের নিশানায় কমলা হ্যারিস!

ট্রাম্পের পর এবার বুলেটের নিশানায় কমলা হ্যারিস!

নিউইয়র্কে ড. ইউনূসের সঙ্গে ছবি তোলার হিড়িক

নিউইয়র্কে ড. ইউনূসের সঙ্গে ছবি তোলার হিড়িক

নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখতে বৈঠকে বসছেন মমতা

নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখতে বৈঠকে বসছেন মমতা

কেন বাংলাদেশিদের নিয়মিত টার্গেট করেন বিজেপি নেতারা?

কেন বাংলাদেশিদের নিয়মিত টার্গেট করেন বিজেপি নেতারা?

ব্যাপক হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরাইল: লেবাননের স্বাস্থ্যমন্ত্রী

ব্যাপক হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরাইল: লেবাননের স্বাস্থ্যমন্ত্রী

সাংবাদিক হত্যার আসামি ওসি গ্রেপ্তার হলো বিজিবি’র অভিযানে, ছেড়ে দিলো পুলিশ

সাংবাদিক হত্যার আসামি ওসি গ্রেপ্তার হলো বিজিবি’র অভিযানে, ছেড়ে দিলো পুলিশ

ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ৯৬২ মামলা, জরিমানা প্রায় ৩৯ লাখ

ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ৯৬২ মামলা, জরিমানা প্রায় ৩৯ লাখ

শেরপুরে আদালতের হাজতখানা থেকে পালিয়ে যাওয়া রিমান্ডের আসামি গ্রেফতার

শেরপুরে আদালতের হাজতখানা থেকে পালিয়ে যাওয়া রিমান্ডের আসামি গ্রেফতার

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভিসি  বিরোধীদলের আন্দোলনকে ‘নির্বাচন বানচালের ষড়যন্ত্র’ বলে বিবৃতি দিয়েছিলেন

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভিসি বিরোধীদলের আন্দোলনকে ‘নির্বাচন বানচালের ষড়যন্ত্র’ বলে বিবৃতি দিয়েছিলেন

৫০ লাখ টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোন ডিসপ্লে জব্দ

৫০ লাখ টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোন ডিসপ্লে জব্দ

সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীর ইন্তেকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর শোক

সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীর ইন্তেকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর শোক

রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘের ২ কর্মকর্তার সঙ্গে উপদেষ্টার বৈঠক

রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘের ২ কর্মকর্তার সঙ্গে উপদেষ্টার বৈঠক

পানির ন্যায্য হিস্যা নিশ্চিতে শিগগিরই ভারতের সঙ্গে বৈঠক : রিজওয়ানা হাসান

পানির ন্যায্য হিস্যা নিশ্চিতে শিগগিরই ভারতের সঙ্গে বৈঠক : রিজওয়ানা হাসান

কটিয়াদীতে বৃদ্ধের আত্মহত্যা

কটিয়াদীতে বৃদ্ধের আত্মহত্যা

পবিপ্রবি'র নব নিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম

পবিপ্রবি'র নব নিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম