ঢাকা   বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪ | ১০ আশ্বিন ১৪৩১

‘বড় ম্যাচে’ সাকিবের অনন্য ফিফটি

Daily Inqilab স্পোর্টস রিপোর্টার

২৩ জুন ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ২৩ জুন ২০২৪, ১২:০৩ এএম

টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে একটা জায়গায় আগে থেকেই একই বন্ধনীতে আছেন রোহিত শার্মা ও সাকিব আল হাসান। সবকটি বিশ্বকাপে খেলেছেন কেবল তারা দুজনই। এবার রেকর্ডের আরেকটি পাতায়ও দুজনের নাম যুক্ত হয়ে গেল একসঙ্গে। ২০ ওভারের বিশ্বকাপের প্রথম বোলার হিসেবে উইকেট শিকারের ফিফটি করলেন সাকিব।
গতকাল অ্যান্টিগায় বিশ্বকাপের সুপার এইটের ম্যাচে মাইলফলকটি ছুঁলেন তিনি রোহিতকে আউট করে ৫০ উইকেট পূর্ণ করেন সাকিব।
শুরুটা যদিও ভালো ছিল না বাংলাদেশের অভিজ্ঞ অলরাউন্ডারের। ইনিংসের দ্বিতীয় ও নিজের প্রথম ওভারে ১৬ রান দেন তিনি। তার পরের ওভারের প্রথম বলেই ৯৭ মিটার লম্বা এক ছক্কা মারেন রোহিত, তৃতীয় বলে মারেন বাউন্ডারি। পরের বলে আবার জায়গা বানিয়ে বড় শট খেলার চেষ্টা করেন ভারতীয় অধিনায়ক। এবার সাকিব আগেই বুঝে ফেলে বল একটি ঝুলিয়ে ও টেনে দেন। তাতে টাইমিংয়ের গড়বড় হয় রোহিতের। ক্যাচ নেন জাকের আলি।
এই মাইলফলকের দুয়ারে দাঁড়িয়েই এবারের আসর শুরু করেছিলেন সাকিব। পঞ্চাশ ছুঁতে প্রয়োজন ছিল তার তিন উইকেট। কিন্তু এই পথটুকু পাড়ি দিতেই অনেকটা সময় লেগে গেল তার। প্রথম তিন ম্যাচে ছিলেন উইকেটশূন্য। পরে নেপালের বিপক্ষে দুটি উইকেট নিয়ে উইকেটের শূন্যতা কাটান। অস্ট্রেলিয়ার বিপক্ষে বৃষ্টিবিঘিœত ম্যাচে বোলিং পাননি ১২ ওভারেও। অবশেষে ভারতের বিপক্ষে এই উইকেট নিয়ে কাক্সিক্ষত ঠিকানায় পৌঁছতে পারলেন তিনি।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ৪২ ম্যাচ খেলে ৫০ উইকেট হলো সাকিবের। উইকেট শিকারের তালিকায় তার ধারেকাছে নেই কেউ। দুইয়ে থাকা শাহিদ আফ্রিদি খেলা ছেড়েছেন তো বেশ আগেই। ২০০৯ বিশ্বকাপজয়ী পাকিস্তানি অলরাউন্ডারের উইকেট ৩৪ ম্যাচে ৩৯টি। ৩১ ম্যাচে ৩৮ উইকেট নিয়ে শ্রীলঙ্কান গ্রেট লাসিথ মালিঙ্গা আছেন তিনে। শ্রীলঙ্কার এখনকার দলের ভরসা ও অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা ১৯ ম্যাচ খেলেই শিকার করে ফেলেছেন ৩৭ উইকেট। তালিকার পাঁচ নম্বরে যৌথভাবে আছেন সাঈদ আজমল ও টিম সাউদি। ২৩ ম্যাচে ৩৬ উইকেট সাবেক পাকিস্তানি অফ স্পিনার আজমলের, ২৫ ম্যাচে ৩৬টি সাউদির। বিশ্বকাপের ৫০তম উইকেটটি সাকিবের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের ১৪৯তম উইকেট। এই সংস্করণে দেড়শ উইকেট শিকারের কীর্তি আছেন কেবল কিউই পেসার টিম সাউদির (১৬৪)।
তবে চলমান বিশ্বকাপে এখনও নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি সাকিব। আছেন নিজের ছায়া হয়েই। ব্যাট হাতে গ্রুপ পর্বে তুলনামূলক দূর্বল প্রতিপক্ষ নেদারল্যান্ডসের বিপক্ষে ফিফটি করেছেন বটে, কিন্তু বাকি ম্যাচগুলোতে চরম ব্যর্থতা তার ব্যাটিং নিয়ে প্রশ্ন রেখে দিয়েছে। সেই সঙ্গে বোলার সাকিবকেও এই বিশ্বকাপে মনে হচ্ছে একদম বিবর্ণ। টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরে সাকিব এ পর্যন্ত ৫ ম্যাচ খেলে করেছেন ১০০ রান। নেদারল্যান্ডসের বিপক্ষে ৪৬ বলে ৬৪ রানের ইনিংস খেলেছেন এই বাঁহাতি। এছাড়া বাকি চার ম্যাচের কোনোটিতেই একশর বেশি স্ট্রাইক রেটে খেলতে পারেননি। তিনটি ম্যাচে সাজঘরে ফিরেছেন এক অঙ্কে। ম্যাচ শুরুর আগে তাকে নিয়ে দীর্ঘদিনের সতীর্থ তামিম ইকবাল বলেছেন, বড় ম্যাচে ভারো করতে হবে সাকিবকে, ‘সে বাংলাদেশের সেরা খেলোয়াড়। বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড়ও সে। আপনার বড় খেলোয়াড়কে অবশ্যই বড় ম্যাচে পারফর্ম করতে হবে। সে এটা অতীতেও করেছে। বছর ধরে সে বাংলাদেশের জন্য অত্যন্ত ভালো করে এসেছে।’
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সাকিবকে ছয় নাম্বারে ব্যাটিংয়ে পাঠিয়েছিল বাংলাদেশ। এরপরের তিন ম্যাচেই বাঁহাতি এই ব্যাটারের পজিশন ছিল চার। সবশেষ ম্যাচে অস্ট্রেলিয়ার ১১.২ ওভারের ইনিংসে সাকিব বোলিং-ই পাননি। বল হাতে তিনি নিজের কোটা পূরণ করতে পেরেছেন মাত্র এক ম্যাচে। সবমিলিয়ে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে করেছেন মোট ১০.২ ওভার। বাঁহাতি এই স্পিনার তাতে পেয়েছেন ২ উইকেট। বোলিংয়ে সাকিবের এত কম ভূমিকা পছন্দ হয়নি তামিমের, ‘ক্রিজে ডানহাতি নাকি বাঁহাতি সেটা অগ্রাহ্য করে তাকে (সাকিব) ৪ ওভার বল করতে হবে। হ্যাঁ, দলের ফাস্ট বোলিং বিভাগ ভালো করছে। কিন্তু সাকিব আল হাসান আপনার সেরা বোলার। অনেক বছর ধরে সে তার কাজটা করে আসছে। তাকে কাজে লাগাতে হবে।’
তামিমের কথা শুনেই কি-না, বোলিংয়ে রান বেশি দিলেও মাইলফলক ছুঁয়েছেন সাকিব। এবার সেই তৃপ্তির ধারাটা বজায় থাকুক বিশ্বকাপের বাকি ম্যাচগুলোতেও- এটাই এখন গোটা বাংলাদেশের চাওয়া।


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

আর্নল্ডের প্রশংসায় স্লট

আর্নল্ডের প্রশংসায় স্লট

প্রবল কাজের চাপ! অফিসেই মৃত্যু ব্যাঙ্ককর্মীর, ঘনাচ্ছে রহস্য

প্রবল কাজের চাপ! অফিসেই মৃত্যু ব্যাঙ্ককর্মীর, ঘনাচ্ছে রহস্য

মুসলিম অধ্যুষিত এলাকাকে ‘পাকিস্তান’ বলে উল্লেখ! বিচারপতিকে ভর্ৎসনা

মুসলিম অধ্যুষিত এলাকাকে ‘পাকিস্তান’ বলে উল্লেখ! বিচারপতিকে ভর্ৎসনা

নিহত লেফটেন্যান্ট তানজিমের পরিবারকে সমবেদনা জানাতে টাঙ্গাইলে সাবেক সেনা কর্মকর্তাদের দল

নিহত লেফটেন্যান্ট তানজিমের পরিবারকে সমবেদনা জানাতে টাঙ্গাইলে সাবেক সেনা কর্মকর্তাদের দল

চট্টগ্রামে গান গেয়ে ‘হত্যা’: গ্রেপ্তার ৩

চট্টগ্রামে গান গেয়ে ‘হত্যা’: গ্রেপ্তার ৩

ট্রাম্পের পর এবার বুলেটের নিশানায় কমলা হ্যারিস!

ট্রাম্পের পর এবার বুলেটের নিশানায় কমলা হ্যারিস!

নিউইয়র্কে ড. ইউনূসের সঙ্গে ছবি তোলার হিড়িক

নিউইয়র্কে ড. ইউনূসের সঙ্গে ছবি তোলার হিড়িক

নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখতে বৈঠকে বসছেন মমতা

নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখতে বৈঠকে বসছেন মমতা

কেন বাংলাদেশিদের নিয়মিত টার্গেট করেন বিজেপি নেতারা?

কেন বাংলাদেশিদের নিয়মিত টার্গেট করেন বিজেপি নেতারা?

ব্যাপক হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরাইল: লেবাননের স্বাস্থ্যমন্ত্রী

ব্যাপক হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরাইল: লেবাননের স্বাস্থ্যমন্ত্রী

সাংবাদিক হত্যার আসামি ওসি গ্রেপ্তার হলো বিজিবি’র অভিযানে, ছেড়ে দিলো পুলিশ

সাংবাদিক হত্যার আসামি ওসি গ্রেপ্তার হলো বিজিবি’র অভিযানে, ছেড়ে দিলো পুলিশ

ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ৯৬২ মামলা, জরিমানা প্রায় ৩৯ লাখ

ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ৯৬২ মামলা, জরিমানা প্রায় ৩৯ লাখ

শেরপুরে আদালতের হাজতখানা থেকে পালিয়ে যাওয়া রিমান্ডের আসামি গ্রেফতার

শেরপুরে আদালতের হাজতখানা থেকে পালিয়ে যাওয়া রিমান্ডের আসামি গ্রেফতার

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভিসি  বিরোধীদলের আন্দোলনকে ‘নির্বাচন বানচালের ষড়যন্ত্র’ বলে বিবৃতি দিয়েছিলেন

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভিসি বিরোধীদলের আন্দোলনকে ‘নির্বাচন বানচালের ষড়যন্ত্র’ বলে বিবৃতি দিয়েছিলেন

৫০ লাখ টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোন ডিসপ্লে জব্দ

৫০ লাখ টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোন ডিসপ্লে জব্দ

সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীর ইন্তেকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর শোক

সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীর ইন্তেকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর শোক

রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘের ২ কর্মকর্তার সঙ্গে উপদেষ্টার বৈঠক

রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘের ২ কর্মকর্তার সঙ্গে উপদেষ্টার বৈঠক

পানির ন্যায্য হিস্যা নিশ্চিতে শিগগিরই ভারতের সঙ্গে বৈঠক : রিজওয়ানা হাসান

পানির ন্যায্য হিস্যা নিশ্চিতে শিগগিরই ভারতের সঙ্গে বৈঠক : রিজওয়ানা হাসান

কটিয়াদীতে বৃদ্ধের আত্মহত্যা

কটিয়াদীতে বৃদ্ধের আত্মহত্যা

পবিপ্রবি'র নব নিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম

পবিপ্রবি'র নব নিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম