মুশতাককে পাওয়া নিয়ে অনিশ্চয়তায় বিসিবি
০৮ জুলাই ২০২৪, ০৮:২৭ পিএম | আপডেট: ০৮ জুলাই ২০২৪, ০৮:২৭ পিএম
স্পিন কোচ মুশতাক আহমেদের সাথে দীর্ঘমেয়াদি চুক্তি করতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু জানা গেছে, পাকিস্তানের কিংবদন্তি স্পিনার মুশতাককে ইতোমধ্যে অনূর্ধ্ব-১৯ দলের কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)।
গত এপ্রিলে বিসিবির সঙ্গে স্পিন বোলিং কোচ হিসেবে চুক্তি করেন পাকিস্তানের সাবেক লেগ স্পিনার মুশতাক। শুরুতে চুক্তিটা ছিল সদ্য সমাপ্ত টি–টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত। মুশতাকের তত্ত্বাবধানে সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুন পারফরমেন্স করেছে বাংলাদেশের লেগ-স্পিনার রিশাদ হোসেনসহ অন্যান্যরা। এজন্য মুশতাকের সাথে দীর্ঘমেয়াদি চুক্তি করতে আগ্রহী হয়ে উঠে বিসিবি।
টি-টোয়েন্টি বিশ্বকাপের পর মুশতাকের সাথে চুক্তি শেষ হবার পর গত সপ্তাহে বোর্ড সভায় তার সাথে চুক্তি বাড়ানোর প্রক্রিয়াটি অনুমোদন করেছে বিসিবি। কিন্তু হঠাৎ করে খবর আসে, ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের দায়িত্ব নিয়ে ইতোমধ্যে ইসিবির সাথে যুক্ত হয়েছেন মুশতাক। এর আগে ইংল্যান্ড জাতীয় দলের স্পিন কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।
অবশ্য মুশতাককে নিয়ে আশা ছাড়তে রাজি নন বিসিবির প্রধান নির্বাহি নিজামউদ্দিন চৌধুরী। তিনি জানান, ইসিবির সাথে চুক্তি থাকা অবস্থায় একটি নির্দিষ্ট সময়ের জন্য তাকে দলের সাথে যুক্ত রাখার চেষ্টা করা হবে।
চৌধুরি আজ বলেন, ‘ইসিবির সাথে তার চুক্তি সম্পর্কে আমি বিস্তারিত জানি না। তবে আমরা আপাতত একটি নির্দিষ্ট সময়ের জন্য তার সার্ভিস পেতে চাই। আমরা তার সাথে এই বিষয়ে আলোচনা চালিয়ে যাবো, যাতে ইসিবির সাথে কাজ চলাকালীনও বাংলাদেশের সাথে কাজ করতে পারে।’
মুশতাকের দেশ পাকিস্তানের বিপক্ষে নিজেদের পরবর্তী সিরিজ খেলবে বাংলাদেশ। ঐ সিরিজে দুই ম্যাচের টেস্ট খেলবে দু’দল।
চৌধুরি বলেন, ‘এই মুহূর্তে আমি নির্দিষ্ট করে কিছু বলতে পারছি না। এর আগে আমরা টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত চুক্তি করেছি, কারণ তার বেশ কয়েকটি চুক্তি আছে। তবে বিষয়টি সমাধানের জন্য আমরা আলোচনা করেছি। তিনি যদি সময় দিতে পারেন তাহলে বাংলাদেশকে দেওয়ার চেষ্টা করবেন।’
সিইও আরও জানিয়েছেন, বাংলাদেশের সব সিরিজের সূচী ইতোমধ্যেই মুশতাকের কাছে পাঠানো হয়েছে। যাতে সহজেই ইসিবির সাথে চুক্তি চলাকালীন টাইগারদের সাথেও কাজ করার সুযোগ বের করতে পারেন মুশতাক।
তিনি বলেন, ‘আমরা আমাদের আসন্ন সিরিজের সূচী পাঠিয়েছি। সেগুলো দেখে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের জানাবেন সে।’
চৌধুরি আরও বলেন, ‘সর্বশেষ সংবাদ সম্মেলনে, বোর্ড সভাপতি বলেছিলেন, আমরা তার প্রতি আগ্রহী। যেহেতু আমরা তার কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছি, আমরা আপাতত তাকে নিয়ে ভাবছি। আমরা এই মুহুর্তে নির্দিষ্ট কিছু দিনের জন্য অনুরোধ করবো এবং তারপর ডিসেম্বরের পরে, আমরা তার সাথে দীর্ঘমেয়াদি চুক্তি করার চেষ্টা করবো।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় ভোগান্তি লাখো মানুষের
ভোগান্তিতে সেবা নিতে আসা জনসাধারণ
আদমদীঘিতে ফসলি জমিতে ফের কোল্ড স্টোর নির্মাণ
পদ্মার চরে শিকারিদের কবলে অতিথি পাখি
বাগেরহাটে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ ৮ বাড়িতে অগ্নিসংযোগ, আহত ২০
গ্যাস্ট্রোএন্টারোলজি সোসাইটির নতুন কমিটি গঠন
বিপন্ন প্রজাতির হনুমান পাচারকালে ২ জনের কারাদ-
মিরপুরে তুরাগ নদী এলাকায় উচ্ছেদ অভিযান
৪৮ ঘণ্টা পরও লাশ ফেরত দেয়নি বিএসএফ
ঢাকা বিমানবন্দরে পাখির আঘাতের হার বৈশ্বিক গড়ের চেয়ে বেশি
ভারত আইনের শাসন মানে না : রিজভী
ভয়াবহ দাবানলে ছাড়খাড় লস অ্যাঞ্জেলেস
সরকারের সঙ্গে আলোচনার নির্দেশনা ইমরান খানের
‘উন্নয়ন চাইলেও গণতন্ত্র দরকার সংস্কার চাইলেও গণতন্ত্র দরকার’ : বিএনপি শীর্ষ নেতা নজরুল ইসলাম খান
ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তাকে ছুরিকাঘাত
সচিবালয়ের সামনে ধাওয়া-পাল্টা ধাওয়া
আওয়ামী সরকারের অসহযোগীতায় ব্রাজিল থেকে গরুর গোশত আমদানি করা সম্ভব হয়নি : রাষ্ট্রদূত
বেনজীরের স্ত্রী-মেয়ের আয়কর নথি জব্দের নির্দেশ, ভাইসহ সাবেক ডিবি প্রধান হারুনের আয়কর নথি জব্দের নির্দেশ
এবি পার্টির চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে নির্বাচনি বিতর্ক
নাশকতার মামলায় গয়েশ্বর-রিজভীসহ ১৭৩ নেতাকর্মীকে অব্যাহতি