‘একবার পাকিস্তানে এসো, ভারতের আতিথেয়তা ভুলে যাবে’
১৩ জুলাই ২০২৪, ১২:০৫ এএম | আপডেট: ১৩ জুলাই ২০২৪, ১২:০৫ এএম
প্রায় ১৬ বছরের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে পাকিস্তানে কখনও যাওয়া হয়নি বিরাট কোহলির। তবে সেখানকার ক্রিকেট অনুসারীদের মধ্যে তার জনপ্রিয়তা তুমুল বলেই জানালেন শহিদ আফ্রিদি। ভারতীয় ক্রিকেটের সবচেয়ে বড় তারকা ও ভারতীয় দলকে নিজ দেশে আমন্ত্রণ জানিয়ে রাখলেন পাকিস্তানের সাবেক এই অলরাউন্ডার।
রাজনৈতিক বৈরিতায় দুই দেশের দ্বিপাক্ষিক ক্রিকেট সম্পর্ক থমকে আছে বহু বছর ধরে। কোহলির আন্তর্জাতিক ক্রিকেটে কোহলির অভিষেক ২০০৮ সালের আগস্টে। ভারত সবশেষ পাকিস্তানে সফর করেছে ২০০৭ সালের শুরুতে। পাকিস্তান সবশেষ ভারত সফরে গিয়েছে ২০১৩ সালে। দুই টি-টোয়েন্টি ও তিন ওয়ানডের ছোট্ট সফর ছিল সেটি। দুই দেশের টেস্ট লড়াই সবশেষ হয়েছে ২০০৭ সালে। এখন শুধু আইসিসি ও এসিসির আসরগুলোতেই দেখা হয় দুই দেশের। তেমনই একটি আইসিসি টুর্নামেন্ট আছে সামনে। আগামী ফেব্রুয়ারি-মার্চে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর বসবে পাকিস্তানে। খসড়া যে সূচি বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে, তাতে ভারতের সব ম্যাচ রাখা হয়েছে লাহোরে। তবে ভারতীয় কিছু সংবাদমাধ্যমের খবর, পাকিস্তানে যাওয়ার কোনো ইচ্ছে ভারতের নেই। গত এশিয়া কাপ পাকিস্তানে হলেও ভারত তাদের ম্যাচগুলি খেলেছে শ্রীলঙ্কায়। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও নিজেদের ম্যাচগুলি তারা শ্রীলঙ্কা বা দুবাইয়ে খেলতে চায় বলে খবর প্রকাশিত হয়েছে।
ভারতীয় বোর্ডের পক্ষ থেকে সবশেষ গত মে মাসে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছিল, ভারতীয় সরকারের নিদের্শনা অনুযায়ী সিদ্ধান্ত নেবেন তারা। সব মিলিয়ে যথারীতি এবারও ভারতের পাকিস্তানে যাওয়া নিয়ে অনিশ্চয়তা আছে প্রবল। নিউজ টোয়েন্টিফোর স্পোর্টসের সাক্ষাৎকারে আফ্রিদি অনুরোধ করলেন সেই অনিশ্চয়তাই দূর করে দিতে। ক্রিকেটকে রাজনীতির বাইরে রাখার দাবি জানিয়ে সাবেক এই অলরাউন্ডার বললেন, কোহলির প্রতি আন্তরিকতা ও ভালোবাসার উষ্ণতায় ভারতীয়দেরকে ছাড়িয়ে যাবে পাকিস্তানের মানুষেরা, ‘ভারতীয় দলকে স্বাগত জানিয়ে রাখছি। পাকিস্তান যখন সফরে যেত, ভারতে আমরা অনেক সম্মান ও ভালোবাসা পেয়েছি। ভারত যখন ২০০৫-০৬ মৌসুমে এখানে সফরে এসেছিল, তাদের সব ক্রিকেটার দারুণ উপভোগ করেছিল। ক্রিকেটকে রাজনীতির বাইরে রাখা উচিত। পাকিস্তান ও ভারতীয় দল একে অপরের দেশে যাচ্ছে এবং ক্রিকেট খেলছে, এর চেয়ে বড় শান্তির বার্তা তো আর হতে পারে না। ভিরাট কোহলি যদি পাকিস্তানে আসে, ভারতের ভালোবাসা ও আতিথেয়তা ভুলে যাবে সে। তার জাতই আলাদা। পাকিস্তানে তার জনপ্রিয়তা প্রবল, এখানে লোকে তাকে অনেক পছন্দ করে।’
সদ্যসমাপ্ত বিশ্বকাপ দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় বলেছেন কোহলি। চ্যাম্পিয়ন্স ট্রফি ওয়ানডে টুর্নামেন্ট। এই সংস্করণে খেলা চালিয়ে যাবেন তিনি। ভারতীয় দল পাকিস্তানে গেলে তাই কোহলিকেও যাবে, যদি তিনি ফিট থাকেন। তবে টি-টোয়েন্টি থেকে তার বিদায় নেওয়াও উচিত হয়নি বলে মনে করেন ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী তারকা আফ্রিদি, ‘টি-টোয়েন্টি থেকে সরে দাঁড়ানো ঠিক হয়নি তার। তাকে নিয়েই এই সংস্করণ সুন্দর, তাই না? সে কেন খেলতে পারবে না? এখনও দারুণ ফিট, ফর্মেও আছে। সবকিছুর বাইরে, সে থাকলে নতুন ছেলেরা তাকে ঘিরে আরও বেশি সাফল্য পেত। শুধু তরুণ ক্রিকেটারদের দিয়েই সবকিছু সম্ভব নয়। অভিজ্ঞতা ও তারুণ্যের মিশ্রণ থাকতে হয়। ভিরাট তরুণদেরকে যা শেখাতে পারে, অন্য কেউ তা পারবে বলে আমার মনে হয় না।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
চীনের অবিশ্বাস্য সামরিক উত্থানে টনক নড়েছে ভারতের
পারমাণবিক বোমা সজ্জিত নতুন যুদ্ধজাহাজে আতঙ্ক ছড়াচ্ছেন কিম
ধর্ষণের প্রতিশোধে বাবাকে হত্যা, গ্রেফতার ২ কিশোরী
আমাকে ধর্ষণ করার ভিডিও দেখে স্বামী
হজযাত্রীর সর্বনিম্ন কোটা নির্ধারণে ধর্ম মন্ত্রণালয়ের সংশ্লিষ্টতা নেই
ফিলিপাইনে ৪০০ বিদেশি অনলাইন প্রতারক গ্রেফতার
ইসরাইলি ৪শ’ সেনা নিহত গাজায় স্থল অভিযানে
কুষ্টিয়ায় কৃষি যন্ত্র বিতরণে দুর্নীতির প্রমাণ পেয়েছে দুদক
জীববৈচিত্র্য সুরক্ষা করতে হবে
শ্রীলঙ্কার সঙ্গে সিরিজ ড্র করল বাংলাদেশ
ভোলায় শীতার্তদের মাঝে জেলা প্রশাসকের কম্বল বিতরণ
গাজীপুরে বিএনপি নেতার উপর হামলা
চাঁদপুরে হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা জসিম গ্রেপ্তার
বিভিন্ন বিভাগ ছোট হচ্ছে পাকিস্তানে
আশুলিয়ায় চাঁদার দাবিতে প্রকাশ্যে দিবালোকে দোকানীকে গুলি
গ্রিনল্যান্ড দখলের হুমকি নিয়ে ট্রাম্পকে সতর্ক করল জার্মানি-ফ্রান্স
৪ ভূখ-কে অন্তর্ভুক্ত করে ইসরাইলি মানচিত্র প্রকাশ
চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার
চলতি বছর বিশ্ববাজারে নিত্যপণ্যের দাম কমার পূর্বাভাস
যুক্তরাষ্ট্রের নাম মেক্সিকান আমেরিকা রাখার পরামর্শ