ঢাকা   রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪ | ২৪ ভাদ্র ১৪৩১

হোয়াইটওয়াশ এড়ানোর অভিযানে ওয়েস্ট ইন্ডিজ

Daily Inqilab স্পোর্টস ডেস্ক

২৫ জুলাই ২০২৪, ০৬:৫৪ পিএম | আপডেট: ২৫ জুলাই ২০২৪, ০৬:৫৪ পিএম

ছবি: ফেসবুক

চতুর্থবারের মত ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশের লক্ষ্য নিয়ে শুক্রবার সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট খেলতে নামছে স্বাগতিক ইংল্যান্ড। প্রথম দুই টেস্ট জিতে ইতোমধ্যে সিরিজ জয় নিশ্চিত করেছে ইংলিশরা। জয়ের ধারা অব্যাহত রেখে ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করার লক্ষ্য বেন স্টোকস-জো রুটদের। অন্যদিকে, প্রথম দুই ম্যাচে হারের হতাশা কাটিয়ে জয় দিয়ে সিরিজ শেষ করতে মরিয়া ওয়েস্ট ইন্ডিজ। বার্মিংহামে বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে ম্যাচটি।

লর্ডসে সিরিজের প্রথম টেস্টে ইংল্যান্ড ইনিংস ও ১১৪ রানের বড় ব্যবধানে হারায় ওয়েস্ট ইন্ডিজকে। ঐ টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেন অভিজ্ঞ পেসার জেমস অ্যান্ডারসন। অবসর নিলেও, অ্যান্ডারসনকে ছাড়েনি ইংল্যান্ড। সিরিজের শেষ দুই ম্যাচে ইংল্যান্ডের বোলিং মেন্টর হিসেবে নিয়োগ পান তিনি।

প্রথম টেস্টে ব্যাট হাতে পুরোপুরি ব্যর্থ ছিলো ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা। দুই ইনিংসে যথাক্রমে ১২১ ও ১৩৬ রান করে ক্যারিবীয়রা। তবে নটিংহামে দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে ব্যাট হাতে দারুন লড়াই করে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে ইংল্যান্ডের ৪১৬ রানের জবাবে ৪৫৭ রান করে ক্যারিবীয়রা। কাভেম হজ ১২০ রানের লড়াকু ইনিংস খেলেন। এছাড়াও অ্যালিক আথানাজে ও উইকেটরক্ষক জশুয়া ডা সিলভা ৮২ রান করে করেন।

কিন্তু দ্বিতীয় ইনিংসে আবারও ব্যর্থ হয় ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা। দ্বিতীয় ইনিংসে জো রুট ও হ্যারি ব্রুকের জোড়া সেঞ্চুরিতে ৪২৫ রান তুলে ওয়েস্ট ইন্ডিজকে ৩৮৫ রানের টার্গেট ছুঁড়ে দেয় ইংল্যান্ড। রুট ১২২ ও ব্রুক ১০৯ রান করেন। জবাবে ইংল্যান্ডের স্পিনার শোয়েব বশিরের ঘূর্ণিতে ১৪৩ রানে গুটিয়ে যায় ক্যারিবীয়রা। ২৪১ রানে টেস্ট জিতে সিরিজ নিজেদের করে নেয় ইংল্যান্ড।

সিরিজ হারের হতাশা ভুলে, শেষ টেস্টে জয় পেতে মরিয়া ওয়েস্ট ইন্ডিজ। দলের উইকেটরক্ষক ডা সিলভা বলেন, ‘সত্যি বলতে, প্রথম দুই টেস্টে আমরা সেরা ক্রিকেট খেলিনি। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ব্যাটিং ভালো হলেও, দ্বিতীয় ইনিংসে ধারাবাহিকতা ধরে রাখতে পারিনি। ব্যাটারদের আরও বেশি দায়িত্বশীল হতে হবে। আশা করছি, শেষ টেস্টে ইংল্যান্ডের বোলারদের সামনে ব্যাটাররা প্রতিরোধ গড়ে তুলতে পারবে এবং বড় ইনিংস খেলতে সক্ষম হবে।’

টেস্ট ইতিহাসে এখন পর্যন্ত তিনবার ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে ইংল্যান্ড। ১৯২৮ সালে প্রথমবারের মত টেস্ট সিরিজে মুখোমুখি হয় ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। ঘরের মাঠে প্রথম সাক্ষাৎতেই ওয়েস্ট ইন্ডিজকে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ করে ইংলিশরা।

এরপর ২০০৪ সালে আবারও ঘরের মাঠে চার ম্যাচের সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশের লজ্জা দেয় ইংল্যান্ড।

পাঁচ বছর পর অর্থাৎ ২০০৯ সালে তৃতীয়বারের মত ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে ইংল্যান্ড। দুই ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতে নেয় ইংলিশরা। এখন  চতুর্থবারের মত ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশের সুযোগ ইংল্যান্ডের সামনে। এই সুযোগ কাজে লাগাতে মরিয়া ইংলিশ ব্যাটার ওলি পোপ।

দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ১২১ ও দ্বিতীয় ইনিংসে ৫১ রান করা পোপ বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশের ভালো সুযোগ আমাদের সামনে। পারফরমেন্সের ধারাবাহিকতা অব্যাহত রাখতে পারলে, তৃতীয় টেস্টেও জয় সম্ভব। শেষ টেস্ট জিতে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করাই আমাদের এখন প্রধান লক্ষ্য। শেষ টেস্ট নিয়ে আমাদের কিছু পরিকল্পনা আছে। আক্রমনাত্মক ক্রিকেট খেলতে চাই আমরা; প্রথম দুই টেস্টে যা সহজে করতে পারিনি। আশা করছি, শেষ টেস্টে আরও ভালো কিছু হবে।’

ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের টেস্ট সিরিজটি বিশ^ টেস্ট চ্যাম্পিয়নশিপের অর্ন্তভুক্ত। এখন পর্যন্ত টেস্ট চ্যাম্পিয়নশিপে ১২ ম্যাচ খেলে ৫ জয়, ৬ হার ও ১ ড্রতে ৩১ দশমিক ২৫ শতাংশ পয়েন্ট নিয়ে নয় দলের টেবিলে ষষ্ঠস্থানে আছে ইংল্যান্ড।

অপরদিকে, দ্বিতীয় টেস্ট হেরে পয়েন্ট টেবিলে বাংলাদেশের নীচে নেমে গেছে ওয়েস্ট ইন্ডিজ। ৬ ম্যাচ খেলে ১ জয়, ৪ হার ও ১ ড্রতে ২২ দশমিক ২২ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে আছে ক্যারিবীয়রা। ৪ ম্যাচে ১ জয় ও ৩ হারে ২৫ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টমস্থানে আছে বাংলাদেশ।


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

গোল উৎসবে নেশন্স কাপে উড়ন্ত সূচনা জার্মানির

গোল উৎসবে নেশন্স কাপে উড়ন্ত সূচনা জার্মানির

জয়ে ইংল্যান্ডের সাউথগেট-পরবর্তী অধ্যায় শুরু

জয়ে ইংল্যান্ডের সাউথগেট-পরবর্তী অধ্যায় শুরু

পোপের ১৫৪ রানের পরেও ইংল্যান্ডের ৩২৫,কামিন্দু-সিলভায় লংকানদের লড়াই

পোপের ১৫৪ রানের পরেও ইংল্যান্ডের ৩২৫,কামিন্দু-সিলভায় লংকানদের লড়াই

স্কটল্যান্ডকে হোয়াইটওয়াশ করলো অস্ট্রেলিয়া

স্কটল্যান্ডকে হোয়াইটওয়াশ করলো অস্ট্রেলিয়া

মানিকগঞ্জে ইছামতী নদীতে থেকে মরদেহ উদ্ধার

মানিকগঞ্জে ইছামতী নদীতে থেকে মরদেহ উদ্ধার

‌'শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের কঠাগড়ায় দাঁড় করাতে হবে'

‌'শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের কঠাগড়ায় দাঁড় করাতে হবে'

শেষ ম্যাচও জিততে চায় বাংলাদেশ

শেষ ম্যাচও জিততে চায় বাংলাদেশ

সব ষড়যন্ত্র মোকাবিলায় জামায়াতকে পাহারাদারের ভূমিকা পালন করতে হবে

সব ষড়যন্ত্র মোকাবিলায় জামায়াতকে পাহারাদারের ভূমিকা পালন করতে হবে

আইওসির কোচিং কোর্সে বাংলাদেশের মাহফিজুল

আইওসির কোচিং কোর্সে বাংলাদেশের মাহফিজুল

নাটোরে পৌরসভার পরিচ্ছন্নতা সপ্তাহ শুরু

নাটোরে পৌরসভার পরিচ্ছন্নতা সপ্তাহ শুরু

পটিয়ায় জশনে জুলুসে ঈদে মিলাদ্ন্নুবী অনুষ্ঠিত

পটিয়ায় জশনে জুলুসে ঈদে মিলাদ্ন্নুবী অনুষ্ঠিত

মীরসরাইয়ে কমছে পানি তীব্র হচ্ছে নদীভাঙন

মীরসরাইয়ে কমছে পানি তীব্র হচ্ছে নদীভাঙন

বিএনপিতে কোনো সন্ত্রাসী চাঁদাবাজের ঠাঁই হবে না

বিএনপিতে কোনো সন্ত্রাসী চাঁদাবাজের ঠাঁই হবে না

নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়াই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব

নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়াই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব

নেমে গেছে বানের পানি স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন

নেমে গেছে বানের পানি স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন

সভাপতি শওকত সম্পাদক মানিক

সভাপতি শওকত সম্পাদক মানিক

সংযোগ সড়ক ভেঙে দুর্ভোগে ৬ গ্রামবাসী

সংযোগ সড়ক ভেঙে দুর্ভোগে ৬ গ্রামবাসী

বাড়িভিটা হারিয়ে দিশেহারা তিস্তা পাড়ের মানুষ

বাড়িভিটা হারিয়ে দিশেহারা তিস্তা পাড়ের মানুষ

ভয়াবহ বন্যায় কৃষি মৎস্য ও প্রাণিসম্পদের সর্বনাশ

ভয়াবহ বন্যায় কৃষি মৎস্য ও প্রাণিসম্পদের সর্বনাশ

মাদরাসা শিক্ষার সংস্কার : একটি পর্যালোচনা

মাদরাসা শিক্ষার সংস্কার : একটি পর্যালোচনা