থাইল্যান্ডে শান্ত, মাঠে মুশফিকরা
২৬ জুলাই ২০২৪, ১২:০৮ এএম | আপডেট: ২৬ জুলাই ২০২৪, ১২:০৮ এএম
গলার সমস্যায় অনেক দিন ধরেই ভুগছেন নাজমুল হোসেন শান্ত। এবার সেটির জন্য বিশেষজ্ঞ চিকিৎসক দেখাতে থাইল্যান্ডে গেছেন বাংলাদেশ দলের অধিনায়ক। এ কারণে চট্টগ্রামে চলমান বাংলাদেশ দলের প্রস্তুতি ক্যাম্পে যোগ দিতে পারেননি নাজমুল। বিষয়টি নিশ্চিত করে বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেছেন, ‘কয়েক দিনের জন্য সে থাইল্যান্ডে গেছে। এটা ব্যক্তিগত সফর। তার গলার একটু সমস্যা ছিল, সেটার জন্য। খেলাসংক্রান্ত কোনো চোটের জন্য নয়।’ তাকে ছাড়াই গতকাল ঢাকা থেকে চট্টগ্রামে পৌঁছেছেন লিটন দাস, হাসান মাহমুদ, সৌম্য সরকার, রিশাদ হোসেন, তানজিম হাসান, তানভীর ইসলাম, মোসাদ্দেক হোসেন ও জাকের আলী। সকালের ফ্লাইটে চট্টগ্রামে পৌঁছে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের ইনডোরে অনুশীলন করেছেন লিটন-সৌম্যরা।
ওদিকে পাকিস্তানের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ সামনে রেখে দুটি চার দিনের ম্যাচ খেলার কথা ছিলো বাংলাদেশ টাইগার্স ও এইচপি স্কোয়াডের খেলোয়াড়দের। টেস্ট দলের সবারই তাতে খেলার কথা ছিলো। তবে কারফিউয়ের কারণে চট্টগ্রামে কয়েকদিন হোটেলরুমে বন্দি ছিলেন ক্রিকেটাররা। অবশেষে বন্দিদশা পার করে তিন দিন ধরে মাঠে অনুশীলন করতে পারছেন ক্রিকেটাররা। গতকাল থেকে দুই দলে ভাগ হয়ে দুই দিনের প্রস্তুতি ম্যাচও খেলতে নেমেছিলেন তারা। মূল মাঠে হয়েছে লাল দল ও সবুজ দলের মধ্যে হয়েছে প্রথম দিনের খেলা। লাল দল আগে ব্যাটিং করে মাত্র ৪৫.২ ওভার টিকেছে। ১৩১ রানেই গুটিয়ে যায় তারা। মুশফিকুর রহিমের ৮৪ বলে ৫০ রানের ইনিংসটি ছিল লাল দলের সর্বোচ্চ। সবুজ দলের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন অফ স্পিনার নাঈম হাসান। ৩ উইকেট নেন আরেক টেস্ট বোলার খালেদ আহমেদ। সবুজ দল ব্যাট করতে নেমে দিন শেষে ৩৮ ওভারে ৪ উইকেটে করেছে ১৪৬ রান। সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হক সর্বোচ্চ ৪৭ রান করে অপরাজিত আছেন। ১৮ রানে ব্যাটিং করছেন উইকেটকিপার প্রীতম কুমার। লাল দলের পেসার শফিকুল ইসলাম ২ উইকেট নিয়েছেন।
চট্টগ্রামে ক্রিকেটারদের এরপর আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা। এ ম্যাচের পর মাঝে কয়েক দিন অনুশীলন শেষে ২৯ জুলাই তিন দিনের আরও একটি প্রস্তুতি ম্যাচ শুরু হবে। অধিনায়ক নাজমুলসহ টেস্ট দলের সম্ভাব্য ক্রিকেটারদের ম্যাচটি খেলার কথা। বাংলাদেশ দলের এই প্রস্তুতি মূলত আসন্ন পাকিস্তান সফর নিয়ে। আগামী ১৭ আগস্ট বাংলাদেশ দলের পাকিস্তান সফরে যাওয়ার কথা। সফরে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীন দুটি টেস্ট। রাওয়ালপিন্ডিতে ২১ আগস্ট শুরু হবে প্রথম টেস্ট, করাচিতে দ্বিতীয় টেস্ট শুরু ৩০ আগস্ট। তবে এর আগে সব ঠিক থাকলে আগামী ৬ আগস্ট পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ ‘এ’ দল। সেখানে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে দুটি চার দিনের ম্যাচ ও তিনটি এক দিনের ম্যাচ খেলবে তারা।
দুই দিনের প্রস্তুতি ম্যাচের লাল ও সবুজ দল
লাল দল : এনামুল হক বিজয়, আব্দুল্লাহ আল মামুন, সাইফ হাসান, মুশফিকুর রহিম, খালিদ হাসান, আহরার আমিন পিয়ান, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, নাঈম আহমেদ, নাহিদ রানা, শফিকুল ইসলাম, হাবিবুর রহমান সোহান।
সবুজ দল : নাঈম শেখ, আশিকুর রহমান শিবলি, মজফিজুর রহমান রবিন, মুমিনুল হক, ইয়াসির আলি রাব্বি, প্রিতম কুমার, মেহরুব হোসেন, নাঈম হাসান, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, রুয়েল মিয়া, মেহেদী হাসান সোহাগ, শিহাব জেমস।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় শীতার্তদের পাশে জামায়াত
সালথায় রাতের আঁধারে কৃষকের পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন
রাণীশংকৈলে মারামারি ও ভাংচুরের মধ্য দিয়ে শেষ হলো জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির শুটিং
ওসি শাহ আলমকে কত টাকার বিনিময়ে ছেড়েছে, প্রশ্ন হান্নান মাসউদের
দৌলতখানে ছাত্রদলের মাদক বিরোধী র্যালি ও আলোচনা সভা
৩১ দফা বাস্তবায়নের লক্ষে লাকসামে বিএনপির জনসভা
এক ট্রলারেই ১৯৫ মণ ইলিশ, ৪০ লাখ টাকায় বিক্রি
শিবচরের পদ্মায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে গ্রেপ্তার ২
গার পাহাড় সীমান্তে শাড়ি-লেহেঙ্গা, সানগ্লাসসহ ২ কোটি ৩২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
ভারতের শিক্ষাপ্রতিষ্ঠানকে টপকে ওয়ার্ল্ড রেকর্ড করতে যাচ্ছে ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজ
নরসিংদীতে সাদপন্থীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
ঈশ্বরগঞ্জে শীতার্তদের মাঝে বিএনপি নেতার কম্বল বিতরণ
কুষ্টিয়ার কুমারখালীতে মুচলেকা ও জরিমানার পরও বন্ধ হয়নি ইট ভাটা
ফরিদপুরের জেলার সকল অরক্ষিত রেল ক্রসিংয়ে গেট স্থাপনের দাবিতে ৭২ ঘণ্টার আল্টিমেটাম
কুষ্টিয়ার মাটির তৈরি হাঁড়ি পাতিল যাচ্ছে বিদেশে
রাণীনগর উপজেলা পরিদর্শনে এসে শীতার্তদের শীতবস্ত্র দিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল
রাজশাহীর চারঘাটে আ.লীগ নেতাকে কুপিয়ে জখম
উন্নতির জন্য ক্রিকেটের বিকেন্দ্রীকরণ চান ফাহিম
দৌলতদিয়া স্রোত ও নদী ভাঙনের কারণে লোকসানের মুখে ঘাট ইজারাদার
রাজশাহীতে সাদপন্থীদের বিচার দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত