এবার বাংলাদেশের ভারত পরীক্ষা
২৬ জুলাই ২০২৪, ১২:০৮ এএম | আপডেট: ২৬ জুলাই ২০২৪, ১২:০৮ এএম
শ্রীলঙ্কায় নারী এশিয়া কাপের সেমিফাইনালে আজ মাঠে নামবে চার দল। ডাম্বুলায় বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় প্রথম সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন ভারত। সন্ধ্যা সাড়ে সাতটায় দ্বিতীয় সেমিফাইনালে স্বাগতিক শ্রীলঙ্কার মুখোমুখি হবে পাকিস্তান। গ্রুপ পর্বের তিনটি ম্যাচের সবকটিতে জিতে ‘এ’ গ্রুপের সেরা ভারত, দুইয়ে অবস্থান পাকিস্তানের। অন্যদিকে ‘বি’ গ্রুপের শীর্ষে শ্রীলঙ্কা ও বাংলাদেশ দুইয়ে। এশিয়া কাপের ৯ আসরে ৮ বারই চ্যাম্পিয়ন হয়েছে ভারত। হারমানপ্রীত কৌরের দল চলতি বছরেই বাংলাদেশকে ঘরের মাঠে হোয়াইটওয়াশের লজ্জা দিয়েছিল। সে বিবেচনায় সেমিতে কঠিন পরীক্ষার মুখোমুখি বাংলাদেশ।
গতপরশু গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মালয়েশিয়াকে বড় ব্যবধানে হারিয়ে সেমিতে জায়গা করে নেয় নিগার সুলতানা জ্যোতির দল। থাইল্যান্ডকে ১০ উইকেটের ব্যবধানে হারিয়ে ‘বি’ গ্রুপের সেরা হয়েই সেমিফাইনালের টিকিট কেটেছে লঙ্কান মেয়েরা। ৬ পয়েন্ট জমা করেছে তারা। বাংলাদেশ পেয়েছে দুই জয় (৪ পয়েন্ট)। আর থাইল্যান্ড জিতেছে একটিতে। বাংলাদেশ সেই সুবাদে দ্বিতীয় হয়েই সেমিফাইনালে উঠেছে। সেমির আগে বিশাল এই জয়, অনুপ্রেরণা জোগাবে বাংলাদেশকে। যদিও শক্তির বিচারে এগিয়ে ভারত।
অন্যদিকে ‘এ’ গ্রুপের চিত্রটাও তেমনই। ভারত তিন ম্যাচেই জয় পেয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিতে জায়গা করে নিয়েছে। এই গ্রুপে দুই জয়ে রানার্স আপ হয়েছে পাকিস্তান। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে হার দিয়ে এশিয়া কাপ শুরু করেছিল নিগার সুলতানা জ্যোতিরা। তবে গ্রুপের বাকি দুই ম্যাচে দাপুটে জয় তুলে সেমিফাইনাল খেলা নিশ্চিত করে বাংলাদেশের মেয়েরা। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের সেভাবে তুলে ধরতে না পারলেও পরের ম্যাচে দারুনভাবে ঘুরে দাড়িয়েছে নিগার সুলতানা জ্যোতিরা। বিশেষ করে ব্যাটিংয়ে রান পাচ্ছে ওপেনার মুর্শিদা খাতুন। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে না খেললেও পরের দুই ম্যাচে ফিফটি তুলে নিয়েছেন এই ওপেনার। থাইল্যান্ডের বিপক্ষে ৫০ এবং মালয়েশিয়ার বিপক্ষে করেন ৮০ রান। এছাড়া রান পাচ্ছেন বাংলাদেশ অধিনায়ক জ্যোতিও। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৪৮ এবং শেষ ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে তিনি করেছেন ৬২ রান।
বোলিংয়েও ভালো পারফর্ম করছে বাংলাদেশের স্পিনাররা। নাহিদা-রাবেয়ার চমৎকার বোলিংয়ে থাইল্যান্ড ও মালয়েশিয়ার বিপক্ষে দাপুটে জয় পায় বাংলাদেশ। এবার ভারতের বিপক্ষে জলে উঠতে পারলেই সেমির বাধা টপকাতে পারবে বাংলাদেশের মেয়েরা। অন্যদিকে টুর্নামেন্টে সবচেয়ে শক্তিশালি দল ভারত। সাম্প্রতিক সময়ে চমৎকার ফর্মে রয়েছে তারা। শেফালি ভার্মা, রিচা ঘোষ, হেমলতা ও অধিনায়ক হারমানপ্রিত কৌর রান পাচ্ছে প্রতিটি ম্যাচে। ভারতের বোলিং ডিপার্টমেন্টও বেশ সমৃদ্ধ। দিপ্তি শর্মা, রাধা যাদব আর রেনুকা সিং প্রতিপক্ষের ব্যাটিং লাইনে যেকোনো সময় ধ্বস নামাতে পারেন। এশিয়া কাপে আগের আট আসরে ভারত সাতবার ও বাংলাদেশ একবার শিরোপা জিতেছে। তাই এই ম্যাচে ভারতকে হারাতে হলে অস্বাভাবিক কিছু করে দেখাতে হবে টিম বাংলাদেশকে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
টাকাটাই শেষ কথা বাকি সব বাতুলতা! শফিক রেহমান সম্পর্কে যা বললেন ডা: জাহেদ
উত্তরা পশ্চিম থানার জামায়াতের সহযোগী সদস্য সম্মেলন অনুষ্ঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় শীতার্তদের পাশে জামায়াত
সালথায় রাতের আঁধারে কৃষকের পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন
রাণীশংকৈলে মারামারি ও ভাংচুরের মধ্য দিয়ে শেষ হলো জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির শুটিং
ওসি শাহ আলমকে কত টাকার বিনিময়ে ছেড়েছেন, প্রশ্ন হান্নান মাসউদের
দৌলতখানে ছাত্রদলের মাদক বিরোধী র্যালি ও আলোচনা সভা
৩১ দফা বাস্তবায়নের লক্ষে লাকসামে বিএনপির জনসভা
এক ট্রলারেই ১৯৫ মণ ইলিশ, ৪০ লাখ টাকায় বিক্রি
শিবচরের পদ্মায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে গ্রেপ্তার ২
গার পাহাড় সীমান্তে শাড়ি-লেহেঙ্গা, সানগ্লাসসহ ২ কোটি ৩২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
ভারতের শিক্ষাপ্রতিষ্ঠানকে টপকে ওয়ার্ল্ড রেকর্ড করতে যাচ্ছে ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজ
নরসিংদীতে সাদপন্থীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
ঈশ্বরগঞ্জে শীতার্তদের মাঝে বিএনপি নেতার কম্বল বিতরণ
কুষ্টিয়ার কুমারখালীতে মুচলেকা ও জরিমানার পরও বন্ধ হয়নি ইট ভাটা
ফরিদপুরের জেলার সকল অরক্ষিত রেল ক্রসিংয়ে গেট স্থাপনের দাবিতে ৭২ ঘণ্টার আল্টিমেটাম
কুষ্টিয়ার মাটির তৈরি হাঁড়ি পাতিল যাচ্ছে বিদেশে
রাণীনগর উপজেলা পরিদর্শনে এসে শীতার্তদের শীতবস্ত্র দিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল
রাজশাহীর চারঘাটে আ.লীগ নেতাকে কুপিয়ে জখম
উন্নতির জন্য ক্রিকেটের বিকেন্দ্রীকরণ চান ফাহিম