দারুণ শুরুর পর জিম্বাবুয়ের ইনিংসে নাটকীয় ধ্বস
২৬ জুলাই ২০২৪, ০৯:৪৬ এএম | আপডেট: ২৬ জুলাই ২০২৪, ০৯:৪৭ এএম
নতুন টেস্ট ভেন্যুতে জিম্বাবুয়ের শুরুটা হলো দারুণ। প্রায় একশ রানের উদ্বোধনী জুটির পর আর দাঁড়াতে পারেনি সফরকারী দলটি। ১৭ রানে শেষ ৬ উইকেট তুলে নিয়ে প্রথম দিনেই তাদের গুটিয়ে দিয়েছে স্বাগতিক আয়ারল্যান্ড।
বেলফাস্টে দুই দলের মধ্যকার একমাত্র টেস্টের প্রথম দিন বৃহস্পতিবার সব উইকেট হারিয়ে ২১০ রান করেছে জিম্বাবুয়ে।
দুই ওপেনার প্রিন্স মাসভাউরে ও জয়লর্ড গুম্বি গড়েন ৯৭ রানের দারুণ জুটি। এই দুজন এবং অভিজ্ঞ শন উইলিয়ামস ছাড়া দলটির আর কোনো ব্যাটসম্যান ১০ রানের বেশি করতে পারেননি। উদ্বোধনী জুটির পর আর কোনো জুটি ছুঁতে পারেনি ৩০।
তিনটি করে উইকেট নিয়ে আয়ারল্যান্ডের সফলতম বোলার অ্যান্ডি ম্যাকব্রাইন ও ব্যারি ম্যাককার্থি। দুটি উইকেট নেন মার্ক অ্যাডায়ার।
১৫২ বলে ৮ চারে ক্যারিয়ার সেরা ৭৪ রানের জুটিতে জিম্বাবুয়েকে টানেন মাসভাউরে। শুরুতে তাকে দারুণ সঙ্গ দেন গুম্বি। ওয়ানডে ঘরানার ব্যাটিংয়ে পাল্টা আক্রমণে যান উইলিয়ামস। পরের ব্যাটসম্যানের কেউ প্রতিরোধ গড়তে পারেননি।
আকাশে মেঘ থাকায় স্টরমন্টের সিভিল সার্ভিস ক্রিকেট ক্লাব মাঠের উইকেটে ছিল পেসারদের জন্য সুবিধা। কিন্তু টস জিতে বোলিং নিয়ে শুরুতে সেটা একদমই কাজে লাগাতে পারেননি আইরিশ বোলাররা।
ছয় বছর পর দেশের মাটিতে প্রথম টেস্ট খেলতে নামা আয়ারল্যান্ড সকালের সেশনে কোনো উইকেট নিতে পারেনি। সাবধানী ব্যাটিংয়ে কঠিন সময় পার করে দেন মাসভাউরে ও গুম্বি। ২৭ ওভারের প্রথম সেশনে আসে ৮৫ রান।
বিরতির পর টাইমিংয়ের সমস্যায় ভুগছিলেন গুম্বি। ম্যাককার্থির লেগ স্টাম্পে করা হাফ ভলিতে ফ্লিক করার চেষ্টায় স্কয়ার লেগে ক্যাচ দেন তিনি ৯৯ বলে ৭ চারে ৪৯ রান করে।
এরপর দ্রুত আরও দুটি উইকেট হারানো জিম্বাবুয়ে এগিয়ে যাচ্ছিল মাসভাউরে ও উইলিয়ামসের জুটিতে। নিজের আগের সেরা ৬৫ ছাড়িয়ে ছুটছিলেন ওপেনার মাসভাউরে, দ্রুত রান তুলছিলেন উইলিয়ামস।
লম্বা সময় ধরে এক প্রান্ত আগলে রাখা মাসভাউরেকে বিদায় করে জুটি ভাঙেন কার্টিস ক্যাম্ফার। লেগ স্টাম্পের বাইরের বলে কিপার লর্কান টাকারের গ্লাভসে ধরা পড়েন ৩৫ বছর বয়সী ওপেনার।
দ্রুত এগোনো উইলিয়ামসকে বিদায় করার পর ক্লাইভ মাদান্ডি ও ব্লেজিং মুজারাবানির উইকেট নেন ম্যাকব্রাইন। নাটকীয় ধসে শেষ সেশনে গুটিয়ে যায় জিম্বাবুয়ের প্রথম ইনিংস।
বৃষ্টির কারণে বাকি সময়ে আর ব্যাটিংয়ে নামা হয়নি আয়ারল্যান্ডের।
সংক্ষিপ্ত স্কোর:
জিম্বাবুয়ে ১ম ইনিংস: ৭১.৩ ওভারে ২১০ (গুম্বি ৪৯, মাসভাউরে ৭৪, মায়ার্স ১০, আরভাইন ৫, উইলিয়ামস ৩৫, বেনেট ৮, মাদান্ডি ০, মুজারাবানি ৪, এনগারাভা ৫, চিভাঙ্গা ৭*, চাটারা ০; অ্যাডায়ার ১৮-১-৪৯-২, ম্যাককার্থি ১৫.৩-৫-৪২-৩, ইয়াং ১৪-১-৪০-১, ক্যাম্ফার ১১-২-৩৩-১, ম্যাকব্রাইন ১৩-২-৩৭-৩)
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
নাটোরে মহাশ্মশানের মন্দিরে তরুণ দাস হত্যার মূল আসামি গ্রেপ্তার
টাকাটাই শেষ কথা বাকি সব বাতুলতা! শফিক রেহমান সম্পর্কে যা বললেন ডা: জাহেদ
উত্তরা পশ্চিম থানার জামায়াতের সহযোগী সদস্য সম্মেলন অনুষ্ঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় শীতার্তদের পাশে জামায়াত
সালথায় রাতের আঁধারে কৃষকের পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন
রাণীশংকৈলে মারামারি ও ভাংচুরের মধ্য দিয়ে শেষ হলো জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির শুটিং
ওসি শাহ আলমকে কত টাকার বিনিময়ে ছেড়েছেন, প্রশ্ন হান্নান মাসউদের
দৌলতখানে ছাত্রদলের মাদক বিরোধী র্যালি ও আলোচনা সভা
৩১ দফা বাস্তবায়নের লক্ষে লাকসামে বিএনপির জনসভা
এক ট্রলারেই ১৯৫ মণ ইলিশ, ৪০ লাখ টাকায় বিক্রি
শিবচরের পদ্মায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে গ্রেপ্তার ২
গার পাহাড় সীমান্তে শাড়ি-লেহেঙ্গা, সানগ্লাসসহ ২ কোটি ৩২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
ভারতের শিক্ষাপ্রতিষ্ঠানকে টপকে ওয়ার্ল্ড রেকর্ড করতে যাচ্ছে ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজ
নরসিংদীতে সাদপন্থীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
ঈশ্বরগঞ্জে শীতার্তদের মাঝে বিএনপি নেতার কম্বল বিতরণ
কুষ্টিয়ার কুমারখালীতে মুচলেকা ও জরিমানার পরও বন্ধ হয়নি ইট ভাটা
ফরিদপুরের জেলার সকল অরক্ষিত রেল ক্রসিংয়ে গেট স্থাপনের দাবিতে ৭২ ঘণ্টার আল্টিমেটাম
কুষ্টিয়ার মাটির তৈরি হাঁড়ি পাতিল যাচ্ছে বিদেশে
রাণীনগর উপজেলা পরিদর্শনে এসে শীতার্তদের শীতবস্ত্র দিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল
রাজশাহীর চারঘাটে আ.লীগ নেতাকে কুপিয়ে জখম