‘নির্দিষ্ট সময়েই হবে বিশ্বকাপ’
২৭ জুলাই ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ২৭ জুলাই ২০২৪, ১২:০৩ এএম
নারী এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট খেলতে এখন শ্রীলঙ্কায় অবস্থান করছে বাংলাদেশ দল। যদিও এ আসর থেকে ইতোমধ্যে ছিটকে পড়েছেন নিগার সুলতানা জ্যোতিরা। গতকাল প্রথম সেমিফাইনালে শক্তিশালী ভারতের কাছে ১০ উইকেটের বড় ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় টাইগ্রেসরা। মহাদেশীয় এই টুর্নামেন্টের পরপরই বাংলাদেশের মাটিতে শুরু হওয়ার কথা নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের খেলা। সবকিছু ঠিক থাকলে আগামী ৩ অক্টোবর থেকে ঢাকা ও সিলেটে অনুষ্ঠিত হবে এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের খেলা। দশ দলের অংশগ্রহণে এবারের বিশ্বকাপ নিয়ে আয়োজনের কমতি রাখছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
মেগা এই টুর্নামেন্টকে সামনে রেখে ঢাকা ও সিলেট দুই ভেন্যুতে সেভাবেই চলছিল প্রস্তুতির কাজ। কিন্তু সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে উত্তপ্ত গোটা দেশ। ছাত্র-ছাত্রীদের এই আন্দোলনে রাজধানী ঢাকাসহ দেশজুড়ে গেল কয়েক দিনে নানা সহিংসতার ঘটনা ঘটেছে। দুষ্কৃতিকারীদের হামলায় বহু সরকারী স্থাপনা ও গাড়ি আগুনে পুড়ে ছারখার হয়েছে। নরসিংদী জেলা কারাগারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগসহ সব কয়েদী পালিয়ে যাওয়ার মতো ঘটনাও ঘটেছে! তাই বিশ্বকাপের আগে বাংলাদেশের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। পরিস্থিতি কোনদিকে মোড় নিচ্ছে তা পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সম্প্রতি শ্রীলঙ্কার কলম্বোতে আইসিসির বার্ষিক সভায় এ নিয়ে কথা বলেন কর্মকর্তারা। আইসিসির একটি সূত্র ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজকে বলেন, ‘আমরা বাংলাদেশের পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। যদিও নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের খেলা শুরু হতে এখনো বেশ সময় বাকি আছে।’
এবার ঘরের মাঠে বিশ্বকাপ আয়োজন নিয়ে আশ্বস্ত করলেন বিসিবি কর্তৃপক্ষ। আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনে কোটা আন্দোলনের কোনো ধরণের প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বিসিবির নারী উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল। তিনি কাল বলেন, ‘নির্দিষ্ট সময়েই বাংলাদেশে বিশ্বকাপ আয়োজন হবে। আইসিসি তেমন কিছু বলেনি। আয়োজন নিয়ে কোনো শঙ্কাও নেই। আমাদের এখানে সবকিছু ঠিক আছে। আমাদের প্রস্তুতি আগের মতোই চলবে।’ নাদেল যোগ করেন, ‘আইসিসির সভা ছিল কয়েক দিন আগে। সভায় আমাদের সিইও উপস্থিত ছিলেন। ঠিক সেই সময়ে তো এই সহিংসতা হয়েছিল। যে কারণে আইসিসি হয়তো জিজ্ঞেস করেছে আর সিইও তার মতো উত্তর দিয়েছেন। আর এখন তো দেশের পরিস্থিতি স্বাভাবিক। বিশ্বকাপ আয়োজন নিয়ে কোনো শঙ্কা নেই।’
এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের খেলা ৩ অক্টোবর শুরু হয়ে ফাইনালের মধ্যদিয়ে শেষ হবে ২০ অক্টোবর। টুর্নামেন্টের ‘এ’ গ্রুপে ছয়বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার সঙ্গে আছে ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান ও বাছাইপর্বের একটি দল। ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ থাকছে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও বাছাইপর্ব উৎরে আসা আরেক দল। আসন্ন বিশ্বকাপে মোট ২৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রস্তুতি ম্যাচের ভেন্যু সাভারের জিরানীস্থ বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)। বিশ্বকাপের মূল ম্যাচগুলো অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের গ্রাউন্ড-২ এ।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
উত্তরা পশ্চিম থানার জামায়াতের সহযোগী সদস্য সম্মেলন অনুষ্ঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় শীতার্তদের পাশে জামায়াত
সালথায় রাতের আঁধারে কৃষকের পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন
রাণীশংকৈলে মারামারি ও ভাংচুরের মধ্য দিয়ে শেষ হলো জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির শুটিং
ওসি শাহ আলমকে কত টাকার বিনিময়ে ছেড়েছেন, প্রশ্ন হান্নান মাসউদের
দৌলতখানে ছাত্রদলের মাদক বিরোধী র্যালি ও আলোচনা সভা
৩১ দফা বাস্তবায়নের লক্ষে লাকসামে বিএনপির জনসভা
এক ট্রলারেই ১৯৫ মণ ইলিশ, ৪০ লাখ টাকায় বিক্রি
শিবচরের পদ্মায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে গ্রেপ্তার ২
গার পাহাড় সীমান্তে শাড়ি-লেহেঙ্গা, সানগ্লাসসহ ২ কোটি ৩২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
ভারতের শিক্ষাপ্রতিষ্ঠানকে টপকে ওয়ার্ল্ড রেকর্ড করতে যাচ্ছে ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজ
নরসিংদীতে সাদপন্থীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
ঈশ্বরগঞ্জে শীতার্তদের মাঝে বিএনপি নেতার কম্বল বিতরণ
কুষ্টিয়ার কুমারখালীতে মুচলেকা ও জরিমানার পরও বন্ধ হয়নি ইট ভাটা
ফরিদপুরের জেলার সকল অরক্ষিত রেল ক্রসিংয়ে গেট স্থাপনের দাবিতে ৭২ ঘণ্টার আল্টিমেটাম
কুষ্টিয়ার মাটির তৈরি হাঁড়ি পাতিল যাচ্ছে বিদেশে
রাণীনগর উপজেলা পরিদর্শনে এসে শীতার্তদের শীতবস্ত্র দিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল
রাজশাহীর চারঘাটে আ.লীগ নেতাকে কুপিয়ে জখম
উন্নতির জন্য ক্রিকেটের বিকেন্দ্রীকরণ চান ফাহিম
দৌলতদিয়া স্রোত ও নদী ভাঙনের কারণে লোকসানের মুখে ঘাট ইজারাদার