ঢাকা   রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪ | ২৪ ভাদ্র ১৪৩১

জন্মভূমির বিপক্ষে মুরের ফিফটি, মাডান্ডের অনাকাঙ্ক্ষিত রেকর্ড

Daily Inqilab স্পোর্টস ডেস্ক

২৭ জুলাই ২০২৪, ০৮:৪৪ এএম | আপডেট: ২৭ জুলাই ২০২৪, ০৮:৪৪ এএম

ছবি: ফেসবুক

জন্মভূমি জিম্বাবুয়ের বিপক্ষে আয়ারল্যান্ডের হয়ে ক্যারিয়ারসেরা ইনিংস খেললেন পিটার মুর। বোলিংয়ে অতিরিক্ত রান খরচের অনাকাঙ্ক্ষিত রেকর্ড গড়লেন ক্লাইভ মাডান্ডে। প্রায় ছয় বছর পর ঘরের মাঠে টেস্ট খেলতে নামা আইরিশরা পেল লিড।

বেলফাস্টে দুই দলের মধ্যকার একমাত্র টেস্টের দ্বিতীয় দিন শুক্রবার ছিল বৃষ্টির বাড়গা। এদিন খেলা হয়েছে মোট ৬২.৩ ওভার। এর মধ্যে ৫৮.৩ ওভারে নিজেদের প্রথম ইনিংসে ২৫০ রান করে আয়ারল্যান্ড। প্রথম ইনিংসে ২১০ রান করা জিম্বাবুয়ে দিন শেষ করে কোনো উইকেট না হারিয়ে ১২ রান তুলে। দিন শেষে ২৮ রানে পিছিয়ে সফরকারী দলটি।

আয়ারল্যান্ডের জার্সিতে প্রথম পঞ্চাশছোঁয়া ইনিংসে ৭৯ রান করেন মুর। ১০৫ বলে ১১টি চার মারেন তিনি। আইরিশদের হয়ে আগের ১০ ইনিংসে একবারও ২০ রান করতে পারেননি তিনি। ২০১৮ সাল পর্যন্ত জিম্বাবুয়ের হয়ে খেলা এই ক্রিকেটার ওই পর্বে ৮ ম্যাচে করেছিলেন পাঁচ ফিফটি।

ত্রিশ ছুঁতে পারেননি আয়ারল্যান্ডের আর কোনো ব্যাটসম্যান। তবু তাদের লিড পেতে সমস্যা হয়নি মূলত জিম্বাবুয়ের এলোমেলো বোলিংয়ের সৌজন্যে। আইরিশ স্কোরকার্ডে দ্বিতীয় সর্বোচ্চ স্কোর আসে ‘অতিরিক্ত’ থেকে। সবমিলিয়ে ৫৯টি অতিরিক্ত রান দেয় জিম্বাবুয়ে।

৪২ রানই আসে ‘বাই’ থেকে। টেস্ট ক্রিকেটে এক ইনিংসে সবচেয়ে বেশি ‘বাই’ রানের রেকর্ড এটি। জিম্বাবুয়ের পেসারদের নিয়ন্ত্রণহীন বোলিংয়ে অভিষেকেই এই বিব্রতকর রেকর্ডে উঠেছে মাডান্ডের নাম। ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভাদের লেগ স্টাম্পে পিচ করা বেশিরভাগ ডেলিভারিই শেষ মুহূর্তের সুইংয়ে মাডান্ডের নাগালের বাইরে চলে যায়। তাই বেশি কিছু করারও ছিল না তরুণ উইকেটরক্ষকের।

প্রায় ৯০ বছর ধরে রেকর্ডটি ছিল ইংল্যান্ডের ফ্রাঙ্ক উলির। ১৯৩৪ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে কেনিংটন ওভালে উলির গ্লাভসের আশপাশ দিয়ে যায় ৩৭টি ‘বাই’ রান। উলি অবশ্য নিয়মিত উইকেটরক্ষক নন। প্রথম ইনিংসে ব্যাটিংয়ের সময় লিস অ্যামিস পিঠে চোট পেলে দ্বিতীয় ইনিংসে গ্লাভস হাতে নিতে হয় উলিকে।

স্বীকৃত উইকেটরক্ষকদের মধ্যে সবচেয়ে বেশি ‘বাই’ রান দেওয়ার রেকর্ডটি ছিল দিনেশ কার্তিকের। ২০০৭ সালে পাকিস্তানের বিপক্ষে বেঙ্গালুরু টেস্টের প্রথম ইনিংসে ৩৫টি ‘বাই’ রান দেয় ভারত।

আয়ারল্যান্ডের মোট সংগ্রহের ২৩.৬ শতাংশ রান এসেছে অতিরিক্ত থেকে। টেস্টে অন্তত দুইশ রানের দলীয় ইনিংসে এটিই সবচেয়ে বেশি অতিরিক্ত রানের হার। পাকিস্তানের বিপক্ষে ১৯৭৭ সালের ব্রিজটাউন টেস্টে ২৯১ রানের মধ্যে ৬৮ রানই অতিরিক্ত দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ, ২৩.৩ শতাংশ।

এক ইনিংসে জিম্বাবুয়ের এর চেয়ে বেশি অতিরিক্ত রান দেওয়ার নজির আছে আর একটি। ২০০৩ সালে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে ৪৭২ রানের মধ্যে তারা অতিরিক্ত দেয় ৬১ রান। আর সবচেয়ে বেশি অতিরিক্ত রান দেওয়ার রেকর্ডটি ভারতের। ২০০৭ সালের বেঙ্গালুরু টেস্টে পাকিস্তানের বিপক্ষে তারা দেয় ৭৬টি অতিরিক্ত রান।

ক্যারিয়ারের ষষ্ঠ ও আয়ারল্যান্ডের হয়ে প্রথম ফিফটি পূর্ণ করেন মুর, মাত্র ৫৩ বলে।

জিম্বাবুয়ের হয়ে ৩টি করে উইকেট নেন চিভাঙ্গা ও মুজারাবানি।

সংক্ষিপ্ত স্কোর:

জিম্বাবুয়ে ১ম ইনিংস: ২১০

আয়ারল্যান্ড ১ম ইনিংস: ৫৮.৩ ওভারে ২৫০ (মুর ৭৯, বালবার্নি ১৯, ক্যাম্ফার ৮, টেক্টর ৪, স্টার্লিং ২২, টাকার ০, ম্যাকব্রাইন ২৮, অ্যাডায়ার ০, ম্যাককার্থি ১, ইয়ং ৩, হামফ্রিজ ২৭*; এনগারাভা ১১-০-৫৩-০, চাতারা ১৫.৩-৩-৪৭-২, মুজারাবানি ১৭-৪-৫৩-৩, চিভাঙ্গা ১০-২-৩৯-৩, উইলিয়ামস ৫-১-১১-২)

জিম্বাবুয়ে ২য় ইনিংস: ৪ ওভারে ১২/০ (গুম্বি ৭*, মাসভাউরে ৪*; অ্যাডায়ার ২-০-৬-০, ম্যাককার্থি ২-০-৫-০)


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

গোল উৎসবে নেশন্স কাপে উড়ন্ত সূচনা জার্মানির

গোল উৎসবে নেশন্স কাপে উড়ন্ত সূচনা জার্মানির

জয়ে ইংল্যান্ডের সাউথগেট-পরবর্তী অধ্যায় শুরু

জয়ে ইংল্যান্ডের সাউথগেট-পরবর্তী অধ্যায় শুরু

পোপের ১৫৪ রানের পরেও ইংল্যান্ডের ৩২৫,কামিন্দু-সিলভায় লংকানদের লড়াই

পোপের ১৫৪ রানের পরেও ইংল্যান্ডের ৩২৫,কামিন্দু-সিলভায় লংকানদের লড়াই

স্কটল্যান্ডকে হোয়াইটওয়াশ করলো অস্ট্রেলিয়া

স্কটল্যান্ডকে হোয়াইটওয়াশ করলো অস্ট্রেলিয়া

মানিকগঞ্জে ইছামতী নদীতে থেকে মরদেহ উদ্ধার

মানিকগঞ্জে ইছামতী নদীতে থেকে মরদেহ উদ্ধার

‌'শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের কঠাগড়ায় দাঁড় করাতে হবে'

‌'শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের কঠাগড়ায় দাঁড় করাতে হবে'

শেষ ম্যাচও জিততে চায় বাংলাদেশ

শেষ ম্যাচও জিততে চায় বাংলাদেশ

সব ষড়যন্ত্র মোকাবিলায় জামায়াতকে পাহারাদারের ভূমিকা পালন করতে হবে

সব ষড়যন্ত্র মোকাবিলায় জামায়াতকে পাহারাদারের ভূমিকা পালন করতে হবে

আইওসির কোচিং কোর্সে বাংলাদেশের মাহফিজুল

আইওসির কোচিং কোর্সে বাংলাদেশের মাহফিজুল

নাটোরে পৌরসভার পরিচ্ছন্নতা সপ্তাহ শুরু

নাটোরে পৌরসভার পরিচ্ছন্নতা সপ্তাহ শুরু

পটিয়ায় জশনে জুলুসে ঈদে মিলাদ্ন্নুবী অনুষ্ঠিত

পটিয়ায় জশনে জুলুসে ঈদে মিলাদ্ন্নুবী অনুষ্ঠিত

মীরসরাইয়ে কমছে পানি তীব্র হচ্ছে নদীভাঙন

মীরসরাইয়ে কমছে পানি তীব্র হচ্ছে নদীভাঙন

বিএনপিতে কোনো সন্ত্রাসী চাঁদাবাজের ঠাঁই হবে না

বিএনপিতে কোনো সন্ত্রাসী চাঁদাবাজের ঠাঁই হবে না

নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়াই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব

নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়াই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব

নেমে গেছে বানের পানি স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন

নেমে গেছে বানের পানি স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন

সভাপতি শওকত সম্পাদক মানিক

সভাপতি শওকত সম্পাদক মানিক

সংযোগ সড়ক ভেঙে দুর্ভোগে ৬ গ্রামবাসী

সংযোগ সড়ক ভেঙে দুর্ভোগে ৬ গ্রামবাসী

বাড়িভিটা হারিয়ে দিশেহারা তিস্তা পাড়ের মানুষ

বাড়িভিটা হারিয়ে দিশেহারা তিস্তা পাড়ের মানুষ

ভয়াবহ বন্যায় কৃষি মৎস্য ও প্রাণিসম্পদের সর্বনাশ

ভয়াবহ বন্যায় কৃষি মৎস্য ও প্রাণিসম্পদের সর্বনাশ

মাদরাসা শিক্ষার সংস্কার : একটি পর্যালোচনা

মাদরাসা শিক্ষার সংস্কার : একটি পর্যালোচনা