আরো বেশি ‘বড়’ ম্যাচের আকুতি জ্যোতিদের
২৮ জুলাই ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ২৮ জুলাই ২০২৪, ১২:০৪ এএম
ছয় বছর আগের সেই সুখস্মৃতি এখন রূপকথার মতোই মনে হয়। ২০১৮ নারী এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ পরে সেটির পুনরাবৃত্তি করা তো বহুদূর, কাছাকাছিও যেতে পারেনি আর। এবারও ফাইনালের আগেই শেষ এশিয়া কাপ অভিযান। ভারতের কাছে সেমি-ফাইনালে বাজেভাবে হারার বাংলাদেশ কোচ হাশান তিলাকারাতেœর রেসিপি, বড় দলগুলির সঙ্গে বেশি বেশি ম্যাচ খেলতে পারলেই কেবল উন্নতি করতে পারে এই দল।
শ্রীলঙ্কার ডাম্বুলায় এশিয়া কাপের প্রথম সেমি-ফাইনালে শুক্রবার ভারতের কাছে ১০ উইকেটে হেরে যায় বাংলাদেশ। টুর্নামেন্ট শুরুর আগেই দলের লক্ষ্য ছিল সেমি-ফাইনালে ভারতকে এড়ানো। মানসিকতায় পিছিয়ে থাকার প্রতিফলন পড়ে মাঠের ক্রিকেটেও। ব্যাটে-বলে একরকম অসহায় আত্মসমপর্ণই যেন করে নিগার সুলতানা জ্যোতির দল।
২০১৮ আসরে ভারতকে হারিয়েই শিরোপা জিতেছিল বাংলাদেশ। ওই টুর্নামেন্টের আগ পর্যন্ত এশিয়া কাপে একটি পরাজয়ের অভিজ্ঞতাও ছিল না ভারতের। কিন্তু এই অঞ্চলের পরাশক্তিকে সেবার গ্রুপ পর্বে হারানোর পর ফাইনালেও হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। এরপর যতটা এগোনোর কথা ছিল দলটির, তা হয়নি মোটেও। কিছু কিছু জায়গায় বরং পিছিয়ে পড়ার ছাপও আছে। দ্বিপাক্ষিক সিরিজে চমকপ্রদ কিছু পারফরম্যান্স আছে বটে, তবে বিশ্বকাপ ও এশিয়া কাপের মতো আসরে হতাশার পাল্লাই বেশি ভারী।
২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে দেশের মাঠে শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের সঙ্গে জয়ের পর গত চারটি বিশ্বকাপে ১৫ ম্যাচের সবকটি হেরেছে বাংলাদেশ। ২০১৮ এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়া দল গত আসরে দেশের মাঠে পাকিস্তান, শ্রীলঙ্কা ও ভারতের কাছে হেরে উঠতে পারেনি সেমি-ফাইনালেও। এবারও প্রথম ম্যাচে তারা হেরে যায় শ্রীলঙ্কার বিপক্ষে। পরে থাইল্যান্ড ও মালেয়েশিয়ার বিপক্ষে জিতলেও সেমিতে ভারতের বিপক্ষে সামান্য লড়াই করতেও পারেনি। শক্তি-সামর্থ্যে ভারত তো বাংলাদেশের ধরাছোঁয়ার বাইরে, এখন শ্রীলঙ্কাও ক্রমে নাগালের বাইরে চলে যাচ্ছে। টি-টোয়েন্টিতে লঙ্কানদের বিপক্ষে মুখোমুখি লড়াইয়ে প্রথম দুই ম্যাচই জিতেছিল বাংলাদেশ। কিন্তু সবশেষ ১১ ম্যাচের মধ্যে জিততে পেরেছে কেবল একটিতে।
কোচ হাশান তিলাকারাতেœ অবশ্য স্কিলে খুব একটা পিছিয়ে রাখছেন না নিগার সুলতানা, মুর্শিদা খাতুনদের। তবে তিনি ঘাটতি দেখছেন ক্রিকেট বোধে। এজন্যই বড় দলগুলির বিপক্ষে বাংলাদেশকে নিয়মিত ম্যাচ খেলা উচিত বলে মনে করেন শ্রীলঙ্কার ১৯৯৬ বিশ্বকাপজয়ী দলের ব্যাটসম্যান, ‘সামনে এগোনোর পথে আমাদের মেয়েদের এটা ভালো একটা অভিজ্ঞতা হলো, এরকম বড় দলের সঙ্গে খেলে। এটা খুবই গুরুত্বপূর্ণ, সেরাদের বিপক্ষে খেলতে পারলে নিজেদের খেলায় উন্নতি হয়। পুরো ব্যাপারটি হলো বোধের। বোধ দিয়েই ম্যাচ জিততে হয়, স্কিল দিয়ে নয়। স্কিল তাদের আছে, কিন্তু লেখাটাকে আরও ভালোভাবে বুঝতে হবে ওদের। সেটির সবচেয়ে সেরা উপায় হলো, উঁচু মানের প্রতিদ্বন্দ্বিতা। সেরা দলগুলির বিপক্ষে নিয়মিত ম্যাচ খেলতে হবে আমাদের।’
তিলাকারাতেœর কথায় কিছুটা যুক্তি অবশ্য আছে। ২০১৮ এশিয়া কাপের পর থেকে বাংলাদেশের ১২টি দ্বিপাক্ষিক সিরিজের মধ্যে ¯্রফে একটি করে সিরিজ ছিল অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডের বিপক্ষে (এই বছরই), ভারতের বিপক্ষে ছিল দুটি। ইংল্যান্ডের বিপক্ষে তো দ্বিপাক্ষিক সিরিজ খেলার সুযোগই হয়নি এখনও। আগামী অক্টোবরে বাংলাদেশেই হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। ‘বি’ গ্রুপে ইংল্যান্ড, স্কটল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবেন নিগার সুলতানা জ্যোতিরা।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
নালিতাবাড়ীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযানে ড্রেজার মেশিন ও পাম্প জব্দ
ছাগলনাইয়ায় এসএসসি ব্যাচ-২০০০’র বন্ধুদের মেজবান ও মিলনমেলা
রাতের আধারে দুস্থ রোগীদের শীতবস্ত্র দিলেন ইউএনও
খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল : চিকিৎসক
ঝগড়ার সময় স্ত্রীকে বাপের বাড়ী চলে যেতে বা মন ইচ্ছামতো চলতে বলা প্রসঙ্গে।
ফারুক হাসানের উপর হামলা ও আসামিদের জামিন পাওয়া অত্যন্ত নিন্দনীয় : খসরু
মানিকগঞ্জে ওয়ারেন্টের ৫ আসামী গ্রেফতার
আশুলিয়ায় শিক্ষার্থীদের অংশগ্রহণে পিঠা উৎসব
সন্ধান মিললো ফ্যাসিস্ট গণহত্যার শিকার আরও ৬ শহীদের লাশ!
মানিকগঞ্জের ঘিওর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক লাভলু হত্যার বিচারের দাবীতে বিক্ষোভ
ছাগলনাইয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির জনসংযোগ ও লিফলেট বিতরণ
কেরানীগঞ্জে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হাতে নিহত ১
ত্রিশাল সরকারি নজরুল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব গ্রহন
বিএআরএফ'র ইজিএম ও ফ্যামিলি ডে অনুষ্ঠিত
‘আলেমদের নেতৃত্বে চলবে দাওয়াতে তাবলিগ খুনীদের নেতৃত্বে নয়’
কলাপাড়া গ্রাজুয়েট ক্লাবের উদ্যোগে ৫০০ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
সদস্য সংগ্রহ কর্মসূচিতে টাঙ্গাইলে মানুষের ভালো সারা পাওয়া যাচ্ছে- শাকিল উজ্জামান
মালয়েশিয়ায় এনআইডি ও স্মার্ট কার্ড সেবা কার্যক্রম চালু হচ্ছে
বাগেরহাটে শীতবস্ত্র ও শিক্ষা বৃত্তি প্রদান
মির্জাপুরে দিনব্যাপী কবি সমাবেশ ও গুণীজন সংবর্ধনা