বাংলাদেশ দলকে পাকিস্তানে গিয়ে অনুশীলনের প্রস্তাব পিসিবির

‘এ’ দলের সফরে জাতীয় দলের লাভ

Daily Inqilab স্পোর্টস রিপোর্টার

০৯ আগস্ট ২০২৪, ১২:০৭ এএম | আপডেট: ০৯ আগস্ট ২০২৪, ১২:০৭ এএম

দুইটি চার ও তিনটি একদিনের ম্যাচ খেলার জন্য পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ ‘এ’ দল। চার দিনের ম্যাচে ‘এ’ দলের নেতৃত্বে থাকবেন এনামুল হক বিজয়। ‘এ’ দলের পাশাপাশি বাংলাদেশ জাতীয় দলও যাবে পাকিস্তান সফরে। এই সফরে জাতীয় দল স্বাগতিকদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে। তবে আগে যাবে ‘এ’ দল। জাতীয় দলের টেস্ট খেলুড়ে একাধিক ক্রিকেটার ‘এ’ দলের জার্সিতে খেলবেন পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষেও। বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছেন এনামুল হক বিজয়। পাকিস্তান সফরের জন্য মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চলছে ‘এ’ দলের অনুশীলন। গতকাল দ্বিতীয় দিনের অনুশীলন শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিজয় বলেন,‘আসলে ক্রিকেট তো আমাদের আবেগের জায়গা। সবাই আনন্দ পায় এটা দেখে। এরকম একটা ট্যুর, এটার পর আবার আমাদের টেস্ট বাংলাদেশ জাতীয় দলের। যেখানে অনেকগুলো প্লেয়ার যাচ্ছে ‘এ’ দলের। আশা করি এই প্রস্তুতিটা দারুণভাবে কাজে লাগবে। অনেক অভিজ্ঞতা হবে প্রথম চার দিনের ম্যাচটা, দ্বিতীয় চার দিনের ম্যাচটা খেলার পরে যেটা জাতীয় দলের জন্য একটি ভালো ব্যাপার হতে পারে। কারণ আমরা জানি পাকিস্তান ব্যাটিং ভালো করে। দুই দলেরই একটা ভালো সুযোগ থাকে সবসময়।’

বাংলাদেশ ‘এ’ দল, এইচপি, জাতীয় দলের এমন সফরে সিরিজ খেলার ব্যাপারে বেশ ইতিবাচক বলছেন বিজয়। তার কথায়‘অবশ্যই যখন আমাদের সামনে ক্যালেন্ডারটা থাকে যে, এটার পর এইটা খেলা, তখন আমাদের প্ল্যান করতেও সুবিধা হয়। কীভাবে কী অনুশীলন করব, কীভাবে কাজে লাগাব তাও প্ল্যানিং করা যায়। আমার মনে হয় অনুশীলনটাও যথার্থ হচ্ছে। সামনে অনেক ম্যাচও আমরা খেলতে পারব। আমার মনে হয় ‘এ’ দলের জন্য উপকার হবে, সঙ্গে আমাদের জাতীয় দলের জন্যও উপকার হবে।’ পাকিস্তান সফরটাকে ব্যক্তিগতভাবেও কাজে লাগাতে চান বিজয়। চট্টগ্রামে নিজেদের মধ্যে ভাগ হয়ে খেলা তিন দিনের প্রস্তুতি ম্যাচে ৯২ রানের ইনিংস খেলেছিলেন তিনি। পাকিস্তান সফরেও ব্যাটে রানের সে ধারা ধরে রাখার আশা এই উইকেটরক্ষক ব্যাটারের। ২০২২ সালের ওয়েস্ট ইন্ডিজ সফরে সবশেষ টেস্ট ম্যাচ খেলা বিজয় বলেন,‘টেস্ট ক্রিকেট আমার অসাধারণ লাগে। যখনই প্রথম শ্রেণির ক্রিকেট খেলি, চেষ্টা করি শতভাগ দিয়ে খেলার। সে ক্ষেত্রে আমার জন্য এটা বড় একটা সুযোগ। জাতীয় দলের যাদের সঙ্গে কথা হয়েছে, তারাও বলেছে এটি আমার জন্য বড় সুযোগ। জাতীয় দলে সুযোগ এলে লম্বা সময় বাংলাদেশ দলের জন্য খেলার চেষ্টা করব। এটাই সব সময় আমার লক্ষ্য থাকে, ভবিষ্যতেও তা–ই থাকবে।’

আজ পাকিস্তানের উদ্দেশ্যে রওনা দিয়ে আগামীকাল সেখানে পা রাখবে বাংলাদেশ ‘এ’ দল। পাকিস্তান সফরে দু’টি চারদিনের এবং তিনটি ৫০ ওভারের ম্যাচ খেলবে বাংলাদেশ ‘এ’ দল। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ইসলামাবাদে। আগের সূচিতে ১০ আগস্ট শুরু কথা ছিল ‘এ’ দলের প্রথম চার দিনের ম্যাচ। নতুন সূচিতে সেটি শুরু হবে ১৩ আগস্ট। একইভাবে পরের ম্যাচগুলোও তিন দিন করে পিছিয়ে গেছে। নতুন সূচিতে দ্বিতীয় চার দিনের ম্যাচটি শুরু হবে ২০ আগস্ট। আর এক দিনের ম্যাচ তিনটি যথাক্রমে ২৬, ২৮ ও ৩০ আগস্ট। ‘এ’ দলের পাশাপাশি বাংলাদেশ জাতীয় দল আগামী ১৭ আগস্ট পাকিস্তানের উদ্দেশে উড়াল দেবে। এই সফরে স্বাগতিকদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবেন নাজমুল হোসেন শান্তরা। ২১ থেকে ২৫ আগস্ট পর্যন্ত রাওয়ালপিন্ডিতে পাকিস্তান-বাংলাদেশ প্রথম টেস্ট এবং ৩০ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত করাচিতে দু’দলের দ্বিতীয় টেস্ট হওয়ার কথা।

এদিকে বাংলাদেশ জাতীয় দলকে পাকিস্তানে গিয়ে অনুশীলনের প্রস্তাব পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বাংলাদেশের চলমান অস্থিতিশীলতার কারণেই এমন প্রস্তাব পিসিবির। যদিও এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দ্য এক্সপ্রেস ট্রিবিউন গতকাল জানিয়েছে, বাংলাদেশ দলকে রাওয়ালপিন্ডিতে অনুশীলনের জন্য সব ধরনের সুযোগ-সুবিধা ও নিরাপত্তা দিতে প্রস্তুত পিসিবি। আগামী ২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে শুরু হবে দুই ম্যাচ টেস্ট সিরিজ। তার আগে বাংলাদেশে ব্যাহত হচ্ছে টাইগারদের অনুশীলন। তাতে প্রস্তুতির ঘাটতি রয়ে যায় কিনা, উঠছে এমন প্রশ্নও। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে পিসিবির এক কর্মকর্তা জানান, বিসিবিকে ইতোমধ্যে এই প্রস্তাব জানানো হয়েছে। সেখানে দাবি করা হয়েছে, সরকার পতনের পর বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বাংলাদেশের বাইরে অবস্থান করছেন। সদ্য বিদায়ী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন বিসিবি সভাপতি।

এদিকে, পাকিস্তান সফরে জাতীয় দল যাওয়ার কথা ১৭ আগস্ট। আগামী ২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে শুরু হবে দুই ম্যাচ টেস্ট সিরিজ। তার আগে বাংলাদেশে ব্যাহত হচ্ছে টাইগারদের অনুশীলন। এই সঙ্কট বুঝতে পেরেই প্রয়োজনে তার আগেই বাংলাদেশ দলকে আতিথেয়তা দিতে প্রস্তুত পাকিস্তান ক্রিকেট বোর্ড। বাংলাদেশের চলমান অস্থিতিশীলতার কারণেই এমন প্রস্তাব পিসিবির। যদিও এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
‘এ’ দলের প্রস্তুতি শুরু হয়ে গেলেও জাতীয় দলের প্রস্তুতি এখনও শুরু হয়নি। যদিও ২-১ দিনের মধ্যেই শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। শেষপর্যন্ত বিসিবি পাকিস্তানের দেওয়া আগাম সফরের প্রস্তাব গ্রহণ করে কিনা, সে উত্তর সময়ই দেবে।

 


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

প্রথমবারের মতো মক্কার বাইরে পবিত্র কাবার সম্পূর্ণ কিসওয়া প্রদর্শন

প্রথমবারের মতো মক্কার বাইরে পবিত্র কাবার সম্পূর্ণ কিসওয়া প্রদর্শন

মেশিন দিয়ে পানি ছিটিয়ে ধুলো নিয়ন্ত্রণ করছে ভোলা পৌরসভা।

মেশিন দিয়ে পানি ছিটিয়ে ধুলো নিয়ন্ত্রণ করছে ভোলা পৌরসভা।

তামিমকে মুশফিক-মাহমুদ উল্লাহদের বিদায়ী বার্তা

তামিমকে মুশফিক-মাহমুদ উল্লাহদের বিদায়ী বার্তা

নিত্যপণ্যের দাম কমানোর দাবীতে আশুলিয়ায় সমাবেশ

নিত্যপণ্যের দাম কমানোর দাবীতে আশুলিয়ায় সমাবেশ

ইবির হিসাববিজ্ঞান বিভাগের নবনিযুক্ত সভাপতির দায়িত্ব গ্রহণ

ইবির হিসাববিজ্ঞান বিভাগের নবনিযুক্ত সভাপতির দায়িত্ব গ্রহণ

ইজতেমার সাদপন্থিদের নিষিদ্ধের দাবিতে কুষ্টিয়ায় হেফাজতের বিক্ষোভ

ইজতেমার সাদপন্থিদের নিষিদ্ধের দাবিতে কুষ্টিয়ায় হেফাজতের বিক্ষোভ

কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার দ্বিবার্ষিক নির্বাচনে শেখ সাদী সভাপতি, আবুল হোসেন মহাসচিব নির্বাচিত

কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার দ্বিবার্ষিক নির্বাচনে শেখ সাদী সভাপতি, আবুল হোসেন মহাসচিব নির্বাচিত

সভাপতি মিজানুর ও সা. সম্পাদক আ. হাই নির্বাচিত

সভাপতি মিজানুর ও সা. সম্পাদক আ. হাই নির্বাচিত

মাদরাসা শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের ভূমিকা অগ্রগণ্য- মাওলানা শাব্বীর আহমদ মোমতাজী

মাদরাসা শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের ভূমিকা অগ্রগণ্য- মাওলানা শাব্বীর আহমদ মোমতাজী

চট্টগ্রামে ম্যারাথন অনুষ্ঠিত

চট্টগ্রামে ম্যারাথন অনুষ্ঠিত

নির্দিষ্ট সময়েও শেষ হয়নি রাস্তার কাজ, নিম্নমানের সামগ্রী ব্যবহার

নির্দিষ্ট সময়েও শেষ হয়নি রাস্তার কাজ, নিম্নমানের সামগ্রী ব্যবহার

কেরানীগঞ্জে বন্ধুকে হত্যার ঘটনায় ঘাতক বন্ধু আল আমিন গ্রেফতার

কেরানীগঞ্জে বন্ধুকে হত্যার ঘটনায় ঘাতক বন্ধু আল আমিন গ্রেফতার

সস্ত্রীক লন্ডনে গেলেন মির্জা আব্বাস

সস্ত্রীক লন্ডনে গেলেন মির্জা আব্বাস

চট্টগ্রাম ইপিজেডে শ্রমিক সংঘর্ষে আহত অর্ধশত

চট্টগ্রাম ইপিজেডে শ্রমিক সংঘর্ষে আহত অর্ধশত

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে অন্তর্বর্তী সরকার: রিজভী

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে অন্তর্বর্তী সরকার: রিজভী

পটুয়াখালীতে ইমামের উপর সাদপন্থিদের হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

পটুয়াখালীতে ইমামের উপর সাদপন্থিদের হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

দেশ গড়ার কাজে অন্তর্বর্তী সরকার অভিজ্ঞ নয় : মান্না

দেশ গড়ার কাজে অন্তর্বর্তী সরকার অভিজ্ঞ নয় : মান্না

ভৈরবে ট্রেনের টিকেটসহ দুই কালোবাজারিকে আটক

ভৈরবে ট্রেনের টিকেটসহ দুই কালোবাজারিকে আটক

গণিতের জগতে মেয়েদের জায়গা তৈরিতে ড. অ্যাঞ্জেলার মিশন

গণিতের জগতে মেয়েদের জায়গা তৈরিতে ড. অ্যাঞ্জেলার মিশন

জাতীয় ঐক্যে অনেকেই ফাটল ধরানোর চেষ্টা করছে : মির্জা ফখরুল

জাতীয় ঐক্যে অনেকেই ফাটল ধরানোর চেষ্টা করছে : মির্জা ফখরুল