‘বিসিবির দায়িত্ব আমার প্রাপ্য নয়’
১৬ আগস্ট ২০২৪, ১২:৩৪ এএম | আপডেট: ১৬ আগস্ট ২০২৪, ১২:৩৪ এএম
মাশরাফি বিন মুর্তজা-বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক। যিনি সদ্য পতিত শেখ হাসিনা সরকারের জাতীয় সংসদ সদস্য ছিলেন। আওয়ামী লীগের টিকিটে নড়াইল-২ আসন থেকে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। স্বৈরাচারী সরকারের সংসদ হলেও একজন তারকা ক্রিকেটার হিসেবে যথেষ্ট জনপ্রিয়তা ছিল মাশরাফির। ফলে অনেক আগে থেকেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে তাকে চাইছিলেন ক্রিকেট ভক্তরা। চলতি বছরের শুরুতে বিসিবির বর্তমান সভাপতি নাজমুল হাসান পাপন যখন ক্রীড়া মন্ত্রী হলেন, তখন মাশরাফিকে বোর্ড সভাপতি করার দাবি উঠেছিল বেশ জোরেসরেই। তবে তার পক্ষ থেকে কখনোই এ ব্যাপারে সারা মেলেনি। ছাত্র-ছাত্রীদের কোটা সংস্কার আন্দোলনের সময় মাশরাফির ভূমিকা নিয়ে প্রচুর সমালোচনা হলেও গত কিছুদিন ধরে ফেসবুকে একটি ইভেন্ট তৈরি হয়েছে। যেখানে মাশরাফিকে বিসিবি প্রধান হিসেবে দেখতে চাচ্ছেন অনেকেই। যদিও জাতীয় দলের সাবেক এই অধিনায়ক মনে করেন, বিসিবির দায়িত্ব তার প্রাপ্য নয়। এ প্রসঙ্গে একটি অনলাইন পোর্টালের সঙ্গে বুধবার রাতে আলাপকালে মাশরাফি বলেন, ‘আমি সংসদ সদস্য হওয়ার পর খেলার বিষয় ছাড়া ক্রিকেট বোর্ডে যাইনি সাধারণত। নিজের কথা আসলে ভাবিনি। যে জায়গায় ছিলাম, হয়তো ওপরের মহলে গিয়ে বলতে পারতাম যে, ক্রিকেটে এই কাজটা করতে চাই বা ওই দায়িত্বটা নিতে চাই। কিন্তু নিজের কথা বলতে চাইনি কখনই। যখন বলার সুযোগ ছিল, তখনই বলিনি। এখন দেশের যে পরিস্থিতি, তাতে আমার কাছে মনে হয়, বিসিবিতে থাকা বা বড় কোনো দায়িত্ব আমার প্রাপ্য নয়। এটা আমি দাবিও করতে পারি না।’ বিসিবিতে থাকার বাস্তবতা এই মুহূর্তে নেই, ডিজার্ভও করেন না দাবি করে মাশরাফি বলেন, ‘যখন রাজনীতিতে ছিলাম, ক্রিকেট বোর্ডে থাকার চেষ্টা করিনি। এখন রাজনীতিতে নেই, এখন যদি বোর্ডে থাকার চেষ্টা করি বা থাকতে চাই, তাহলে কেমন হয়ে যায় না! যদি ছোট কোনো প্ল্যাটফর্মে সুযোগ আসে, সেই জায়গা থেকে চেষ্টা করতে পারি। কিন্তু বড় পরিসরে বা বোর্ডে গিয়ে বলবো, এখন কাজ করতে চাই ক্রিকেট নিয়ে, এটা অনেকটা সুযোগসন্ধানী ব্যাপার হয়ে যাবে। এই জায়গা থেকে মনে হয়, এটা আমার প্রাপ্য নয়। হ্যাঁ, ক্রিকেট আমার রক্তে আছে। কেউ কখনো সহায়তা চাইলে অবশ্যই পাশে থাকবো। কিন্তু বোর্ডে থাকার বাস্তবতা এই মুহূর্তে আমার নেই। ডিজার্ভও করি না।’
আসলে বাস্তবতাও মাশরাফির জন্য কঠিন। কেননা তিনি কোনো ক্লাবের কাউন্সিলর নন। আর সেটি ছাড়া কোনোভাবেই বিসিবির দায়িত্বে আসা সম্ভব নয়। গঠণতন্ত্র অনুযায়ী বিসিবির কাউন্সিলর থেকে পরিচালক পদে নির্বাচিত হওয়ার পরই সভাপতি হওয়ার সুযোগ থাকে। এখনো খেলা চালিয়ে যাওয়া মাশরাফি কাউন্সিলর কিংবা পরিচালক কিছুই নন। বিসিবির কাছে তিনি এখনো অন্যদের মতো সাধারণ ক্রিকেটারই। এ প্রসঙ্গে সাবেক অধিনায়ক বলেন, ‘আমি তো এখন আর আন্তর্জাতিক ক্রিকেট খেলি না। বিপিএলে এবং ঢাকা প্রিমিয়ার লিগে খেলি। ভেবেছিলাম আর এক মৌসুম খেলে হয়তো বাদ দেবো। এখন যে পরিস্থিতি, তাতে আদৌ বিপিএল বা ঢাকা প্রিমিয়ার লিগ হয় কি না, কে জানে। সময় হলে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেবো।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ভারতের সঙ্গে করা জনস্বার্থবিরোধী চুক্তি বাতিলের দাবি আনু মুহাম্মদের
পাকিস্তানিদের জন্য ভিসার শর্ত শিথিল করল বাংলাদেশ
মুসলিম রাষ্ট্রপ্রধানদের ঐক্যবদ্ধ কার্যকরী ভূমিকা সময়ের অপরিহার্য দাবি
রাজনীতি হওয়া উচিত জনমানুষের কল্যাণে -বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী
বিএনপির সাথে জামায়াতের দূরত্ব নয় বরং সুসম্পর্ক রয়েছে -চাঁদপুরে ডা. তাহের
আদমদীঘিতে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া
ছাত্রাবাস থেকে রুয়েট শিক্ষার্থীর লাশ উদ্ধার
দেশীয় চোলাই মদের ট্রানজিট বোয়ালখালী
সোনারগাঁওয়ে বিনামূল্যে চক্ষু শিবির
রূপগঞ্জ অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা, সংবর্ধনা ও বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত
ইসলামিক ফাউন্ডেশনের কর্মীরাও ফ্যাসিস্ট সরকারের নিপীড়নের শিকার : অধ্যাপক মুজিবুর রহমান
সাম্প্রদায়িক হামলার অভিযোগে ১১৫টি মামলা, ১০০ জন গ্রেফতার
উন্মুক্ত মঞ্চে তরুণদের উচ্ছ্বাস
শুল্ক-কর বাড়ানোর অধ্যাদেশ প্রত্যাহার দাবি নাগরিক কমিটির
আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলার পুনঃতদন্ত দাবিতে টঙ্গীতে বিক্ষোভ মিছিল
বন্দরে সাবেক কাউন্সিলর আ. লীগ নেতা সিরাজকে সমাজচ্যুত ঘোষণা
ফ্যাসিবাদের দরজা বন্ধ ছাড়া কোনো নির্বাচন নয় -ইসলামী আন্দোলন বাংলাদেশ
‘নির্দোষ প্রমাণে ব্যর্থ হলে মৃত্যুদণ্ড চেয়ে নেবো’
ড. ইউনূসের পাঁচ মামলা বাতিলে কোনো আইনি দুর্বলতা নেই
কেরানীগঞ্জে হত্যা করে অটোরিকশা ছিনতাই ঘাতক বন্ধু গ্রেফতার