সাদমান-মুশফিক-লিটনে বাংলাদেশের দিন

Daily Inqilab স্পোর্টস ডেস্ক

২৩ আগস্ট ২০২৪, ০৭:৩৫ পিএম | আপডেট: ২৩ আগস্ট ২০২৪, ০৭:৫৭ পিএম

ছবি: বিসিবি/ফেসবুক

ব্যাট হাতে হতাশ করলেন নাজমুল হোসেন শান্ত ও সাকিব আল হাসান। তবে সাদমান ইসলাম, মুশফিকুর রহিম ও লিটন কুমার দাসের দায়িত্বশীল ব্যাটিংয়ে টেস্ট ক্রিকেটে অনেক দিন পর দারুণ একটা দিন পার করেছে বাংলাদেশ।

স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে শুক্রবার রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৯২ ওভারে ৫ উইকেটে ৩১৬ রান। এখনও ১৩২ রানে পিছিয়ে সফরকারী দলটি, হাতে আছে ৫ উইকেট।

১২২ বলে ৭ চারে ৫৫ রানে ব্যাট করছেন মুশফিক। ৫৮ বলে ৮টি চার ও ১ ছক্কায় ৫২ রানে অপরাজিত আছেন লিটন। ষষ্ঠ উউকেটে দুজন অবিচ্ছিন্ন আছেন ৯৮ রানে।

স্রেফ ৭ রানের জন্য তিন অঙ্কের দেখা পাননি সাদমান। এই ওপেনার আউট হন ১৮৩ বলে ১২টি চারে ৯৩ রান করে।

দিনের শেষ বলে উইকেটের আশায় রিভিউ নিয়ে ব্যর্থ হন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। বাংলাদেশের ৫ উইকেট বাকি থাকতেই সব রিভিউ হারিয়ে ফেলেছে স্বাগতিকরা।

খুররম শাহজাদের বল মুশফিকুর রহিমের ব্যাটের কানা ছুঁয়ে আঘাত হানে প্যাডে। সরাসরি প্যাডে লেগেছে ভেবে জোরাল আবেদন করে পাকিস্তান। আম্পায়ার সাড়া না দিলে নেয় রিভিউ। পরে রিপ্লেতে দেখা যায় ব‍্যাটে কানা ছুঁয়েছিল বল। এরপরই শেষ হয় দিনের খেলা।

বাংলাদেশের জন্য দিনের শুরুটা ছিল হতাশার। ওভারে বিনা উইকেটে ২৭ রান নিয়ে দিন শুরু করে বাংলাদেশ। দিনের চতুর্থ ওভারেই নাসিম শাহয়ের বলে উইকেটের পিছনে ক্যাচ দেন জাকির। ৩১ রানে ভাঙে উদ্বোধনী জুটি। অহেতুক এক শটে আউট হওয়ার আগে ৫৮ বলে এক চারে ১২ রান করেন জাকির।

সাদমান ইসলামের সাথে শান্তর জুটিটা ভালো কিছুর ইঙ্গিত দিয়েও থেমে যায়। খুররাম শেহজাদের অফ স্টাম্পের বাইরের বল পা বাড়িয়ে ডিফেন্স করতে চেয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক। কিন্তু লাইনে যেতে পারেননি, ব্যাটের কানা ঘেঁষে বল আঘাত হানে অফ স্টাম্পে। দুই চারে ৪২ বলে ১৬ রান করেন শান্ত।

এরপর মুমিনুল হক এসে সাদমানের সঙ্গে গড়েন ৯৪ রানের জুটি। ৭৫ বলে ৫০ স্পর্শ করার পরের বলেই বোল্ড হয়ে যান মুমিনুল। এরপরই ক্রিজে আসেন মুশফিক। সাদমান-মুশফিক জুটি থেকে আসে ৮৯ বলে ৫২ রান।

শান্ত ও মুমিনুল হকের মতো অনেকটা একইভাবে আউট হলেন সাদমান। মোহাম্মদ আলির ভেতরে ঢোকা বলে ক্লিন বোল্ড হয়ে যান এই ওপেনার। ২৯ মাস পর টেস্ট খেলতে নেমে নিজের দ্বিতীয় সেঞ্চুরির পথেই ছিলেন সাদমান। শেষ পর্যন্ত ৯৩ রান করে থামেন বাঁহাতি এই ওপেনার।

সাকিব আউট হন থিতু হয়ে। অনিয়মিত বোলার সাইম আয়ুবকে অহেতুক এক শটে কাভারে ক্যাচ দিয়ে ফেরেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। ১৬ কলে দুই চারে সাকিব করেন ১৫ রান। ৭৩ ওভারে বাংলাদেশের রান তখন ৫ উইকেটে ২১৮।

এরপর আর বিপদ হতে দেননি মুশফিক ও লিটন। ১০৪ বলে ফিফটি স্পর্শ করেন মুশফিক। আর ৫২ বলে ৫০ করার পথে ছক্কায় বল হারান লিটন। নাসিম শাহের ৫ বলের মধ্যে তিনটি চার ও একটি ছক্কা হাঁকিয়ে অর্ধশতক স্পর্শ করেন এই স্টাইলিশ ব্যাটার।

দুজনেই নিশ্চয় চাইবেন চতুর্থ দিনে যতদূর সম্ভব জুটিটা টেনে লম্বা করা।

৪৭ রানে ২ উইকেট নিয়ে পাকিস্তানের সফলতম বোলার খুররম শাহজাদ। একটি উইকেট নেন সাইম আইয়ুব, মোহাম্মদ আলি ও নাসিম শাহ।

সংক্ষিপ্ত স্কোর:

পাকিস্তান ১ম ইনিংস: ৪৪৮/৬ (ডিক্লে)

বাংলাদেশ ১ম ইনিংস: (আগের দিন ২৭/০) ৯২ ওভারে ৩১৬/৫ (সাদমান ৯৩, জাকির ১২, শান্ত ১৬, মুমিনুল ৫০, মুশফিক ৫৫*, লিটন ৫২*; আফ্রিদি ১৮-৩-৫৫-০, নাসিম ২০-৪-৭৭-১, শাহজাদ ১৯-৩-৪৭-২, আলি ১৫-২-৪২-১, সালমান ১৫-১-৫৩-০, আইয়ুব ৫-১-২৩-১)


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

পর্তুগালে বর্ণবাদ এবং বৈষম্যের বিরুদ্ধে বিক্ষোভ র‍্যালী

পর্তুগালে বর্ণবাদ এবং বৈষম্যের বিরুদ্ধে বিক্ষোভ র‍্যালী

রাজা চার্লসের দাতব্য প্রধান ও দুর্নীতিবিরোধী মন্ত্রী টিউলিপ সিদ্দিকের পারিবারিক বন্ধুর ব্যাংক হিসাব জব্দ

রাজা চার্লসের দাতব্য প্রধান ও দুর্নীতিবিরোধী মন্ত্রী টিউলিপ সিদ্দিকের পারিবারিক বন্ধুর ব্যাংক হিসাব জব্দ

খালেদা জিয়ার স্বাস্থ্যের আশাব্যঞ্জক উন্নতি

খালেদা জিয়ার স্বাস্থ্যের আশাব্যঞ্জক উন্নতি

চানখারপুলে গণহত্যা : আসামি কনস্টেবল সুজন ট্রাইব্যুনালে

চানখারপুলে গণহত্যা : আসামি কনস্টেবল সুজন ট্রাইব্যুনালে

‘বাংলাদেশ সরকার যুদ্ধ বাঁধাতে চাইছে!’ অভিযোগ মমতার মন্ত্রীর

‘বাংলাদেশ সরকার যুদ্ধ বাঁধাতে চাইছে!’ অভিযোগ মমতার মন্ত্রীর

দেশবাসীর খোঁজ নিলেন খালেদা জিয়া

দেশবাসীর খোঁজ নিলেন খালেদা জিয়া

পুড়ে ছারখার লস অ্যাঞ্জেলেস, আরও এক হাজার একরজুড়ে ছড়িয়েছে আগুন

পুড়ে ছারখার লস অ্যাঞ্জেলেস, আরও এক হাজার একরজুড়ে ছড়িয়েছে আগুন

টিউলিপকে বরখাস্তের দাবি ব্রিটেনের বিরোধীদলীয় নেতার

টিউলিপকে বরখাস্তের দাবি ব্রিটেনের বিরোধীদলীয় নেতার

দাবানল থেকে পালিয়ে আসার ‘নারকীয় অভিজ্ঞতা’ লস অ্যাঞ্জেলেসের বাসিন্দাদের

দাবানল থেকে পালিয়ে আসার ‘নারকীয় অভিজ্ঞতা’ লস অ্যাঞ্জেলেসের বাসিন্দাদের

হামাসের পুঁতে রাখা বোমা বিস্ফোরণে গাজায় চার ইসরাইলি সেনা নিহত

হামাসের পুঁতে রাখা বোমা বিস্ফোরণে গাজায় চার ইসরাইলি সেনা নিহত

শতাধিক পণ্য ও সেবায় সরকার ভ্যাট বাড়ানোর পথ বেছে নিলো কেন

শতাধিক পণ্য ও সেবায় সরকার ভ্যাট বাড়ানোর পথ বেছে নিলো কেন

আজ বায়ুদূষণের শীর্ষে ঘানার আক্রা, ঢাকার অবস্থান তৃতীয়

আজ বায়ুদূষণের শীর্ষে ঘানার আক্রা, ঢাকার অবস্থান তৃতীয়

ডাকসু নির্বাচন : ছাত্রদলের সঙ্গে শিবির-বৈষম্যবিরোধীদের পাল্টাপাল্টি অবস্থান

ডাকসু নির্বাচন : ছাত্রদলের সঙ্গে শিবির-বৈষম্যবিরোধীদের পাল্টাপাল্টি অবস্থান

লন্ডনে চিকিৎসকদের সার্বক্ষণিক পর্যবেক্ষণে খালেদা জিয়া, অবস্থার দ্রুতই উন্নতি

লন্ডনে চিকিৎসকদের সার্বক্ষণিক পর্যবেক্ষণে খালেদা জিয়া, অবস্থার দ্রুতই উন্নতি

এবার নির্বাচন কমিশনের ডিসপ্লে বোর্ডে ভেসে উঠল ‘বাংলাদেশ আওয়ামী লীগ’

এবার নির্বাচন কমিশনের ডিসপ্লে বোর্ডে ভেসে উঠল ‘বাংলাদেশ আওয়ামী লীগ’

এবার মার্কিন পণ্যের ওপর ‘প্রতিশোধমূলক’ শুল্ক আরোপের ঘোষণা কানাডার

এবার মার্কিন পণ্যের ওপর ‘প্রতিশোধমূলক’ শুল্ক আরোপের ঘোষণা কানাডার

ফ্রান্সের বিরুদ্ধে আলজেরিয়ার তথ্য বিভ্রান্তির অভিযোগ, কূটনৈতিক উত্তেজনা  বাড়ছে

ফ্রান্সের বিরুদ্ধে আলজেরিয়ার তথ্য বিভ্রান্তির অভিযোগ, কূটনৈতিক উত্তেজনা বাড়ছে

আজ গরম চা দিবস

আজ গরম চা দিবস

এলিফেন্ট রোডে ব্যবসায়ীকে প্রকাশ্যে চাপাতি দিয়ে কোপ, ভিডিও ভাইরাল

এলিফেন্ট রোডে ব্যবসায়ীকে প্রকাশ্যে চাপাতি দিয়ে কোপ, ভিডিও ভাইরাল

গাজায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে হাজার হাজার অবিস্ফোরিত বোমা

গাজায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে হাজার হাজার অবিস্ফোরিত বোমা