স্মিথের সেঞ্চুরির পর বোলারদের কল্যাণে জয়ের সুবাস পাচ্ছে ইংল্যান্ড
২৪ আগস্ট ২০২৪, ০৫:০৬ এএম | আপডেট: ২৪ আগস্ট ২০২৪, ০৫:০৬ এএম
টেস্ট ক্যারিয়ারের বয়স মাত্র পাঁচ ইনিংসের। তবে এরই মধ্যে নিজের ব্যাটিং প্রতিভা দেখিয়ে সবার নজর কেড়েছেন জেমি স্মিথ।তরুণ এই উইকেট কিপার ব্যাটসম্যান ওয়েস্ট উইন্ডিজের বিপক্ষে হাকিয়েছেন দুটি ফিফটি।যার মধ্যে একবার ফেরেন নব্বইয়ের ঘরে।সেঞ্চুরি হারানোর সেই আফসোস দীর্ঘতর হয়নি।
শ্রীলঙ্কার বিপক্ষে সেই আক্ষেপ ঘুচালেন ২৪ বছর বয়সী এই ইংলিশ তারকা।চাপের মুখে দুর্দান্ত এক সেঞ্চুরিতে দলকে নিয়ে গেলেন সুবিধজনক অবস্থানে।
ম্যানচেস্টারে সিরিজের প্রথম টেস্টে তার সেঞ্চুরিতে ইংলিশদের প্রথম ইনিংস থামে ৩৫৮ রানে। ১২২ রানের বড় লিড পায় স্বাগতিকেরা।তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কার সংগ্রহ ৬ উইকেটে ২০৪ রান। অথিতিরা এগিয়ে আছে তারা কেবল ৮২ রানে।
৬ উইকেটে ২৫৯ রান নিয়ে তৃতীয় দিন শুরু করে ইংল্যান্ড। এরপর আজ ইংল্যান্ড তুলতে পেরেছে আরও ৯৯ রান।৭২ রানে দিন শুর করা স্মিথকে লোয়ার অর্ডারে যোগ্য সঙ্গ দিয়েছেন গাস অ্যাটকিনসন ও ম্যাথু পটস।৬৫ বলে ২০ রান করেন অ্যাটকিনসন। স্মিথের সঙ্গে গড়েন ৬৬ রানের জুটি। এরপর পটস করেন ১৭ রান, উড ঝড়ো ২২ রানে ৩৫০ পার করে ইংল্যান্ড।
একপ্রান্ত আগলে রেখে ১৪৮ বলে ৮ চার ও এক ছক্কায় ১১১ রানের ইনিংস খেলেন স্মিথ। ইংল্যান্ডের সবচেয়ে কম বয়সী উইকেটকিপার হিসেবে টেস্টে সেঞ্চুরির কীর্তি গড়েন তিনি, ২৪ বছর ৪২ দিন।
শ্রীলঙ্কার হয়ে ৪ উইকেট নেন আসিথা ফার্নান্দো। প্রবাথ জয়সুরিয়া শিকার করেছেন ৩ উইকেট। ২ উইকেট তোলান বিশ্ব ফার্নান্দো। ১ উইকেট নিয়েছেন মিলান রাথনায়েকে।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই ওপেনার নিশান মাদুশকার উইকেট হারিয়ে ফেলে শ্রীলঙ্কা। রানের খাতা খোলার আগেই বিদায় নেন লঙ্কান ওপেনার নিশান মাদুশঙ্কা। তিনে নামা কুশল মেন্ডিসও মেরেছেন ডাক।দারুণ শুরুর পর দিমুথ কারুনারাত্নে ২৭ রান করে ফিরলে চাপে পড়ে ভারত।
ধানাঞ্জয়া ডি সিলভাও ফিরলে ৯৫ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে শ্রীলঙ্কা। তখনও ২৭ রানে পিছিয়ে তারা।
পঞ্চম উইকেটে প্রতিরোধ গড়েন ম্যাথিউস ও কামিন্দু মেন্ডিস। ম্যাথিউস ফিফটি করেন ৮৬ বলে। ৬৫ রানে তার ক্যাচ ফেলেন জো রুট। ৩৯ রানে জীবন পান মেন্ডিস। দুবারই বোলার ছিলেন পটস।
অবশেষে পয়েন্টে পটসের ক্যাচেই ভাঙে ৭৮ রানের জুটি, ম্যাথিউসকে (১৪৫ বলে ৬৫) ফিরিয়ে দেন ওকস। মেন্ডিস ফিফটি পূর্ণ করেন ৯৫ বলে।প্রথম ইনিংসের হিরো রাত্নায়েকেও খুব বেশি সুবিধা করতে পারেননি।
ক্রিজে ৫৬ রান নিয়ে ব্যাটিং করছেন কামিন্দু মেন্ডিস, দিনেশ চান্ডিমাল উইকেটে আছেন ২০ রান নিয়ে।
সংক্ষিপ্ত স্কোর
শ্রীলঙ্কা: ২৩৬ ও ৬০ ওভারে ২০৪/৬ (মেন্ডিস ৫৬*, ম্যাথুস ৬৫; ওকস ২/৩৪, অ্যাটকিনসন ১/৩৮)
ইংল্যান্ড ১ম ইনিংস: ৮৫.৩ ওভারে ৩৫৮ (স্মিথ ১১১, ব্রুক ৫৬, রুট ৪২; আসিতা ৪/১০৩, জয়াসুরিয়া ৩/৮৫)
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
সৈয়দপুরে এবার নতুন ভোটার বেড়েছে ২ হাজার ৭৭৭ জন, নারীর চেয়ে পুরুষ ভোটার বেশি
পর্তুগালে বর্ণবাদ এবং বৈষম্যের বিরুদ্ধে বিক্ষোভ র্যালী
রাজা চার্লসের দাতব্য প্রধান ও দুর্নীতিবিরোধী মন্ত্রী টিউলিপ সিদ্দিকের পারিবারিক বন্ধুর ব্যাংক হিসাব জব্দ
খালেদা জিয়ার স্বাস্থ্যের আশাব্যঞ্জক উন্নতি
চানখারপুলে গণহত্যা : আসামি কনস্টেবল সুজন ট্রাইব্যুনালে
‘বাংলাদেশ সরকার যুদ্ধ বাঁধাতে চাইছে!’ অভিযোগ মমতার মন্ত্রীর
দেশবাসীর খোঁজ নিলেন খালেদা জিয়া
পুড়ে ছারখার লস অ্যাঞ্জেলেস, আরও এক হাজার একরজুড়ে ছড়িয়েছে আগুন
টিউলিপকে বরখাস্তের দাবি ব্রিটেনের বিরোধীদলীয় নেতার
দাবানল থেকে পালিয়ে আসার ‘নারকীয় অভিজ্ঞতা’ লস অ্যাঞ্জেলেসের বাসিন্দাদের
হামাসের পুঁতে রাখা বোমা বিস্ফোরণে গাজায় চার ইসরাইলি সেনা নিহত
শতাধিক পণ্য ও সেবায় সরকার ভ্যাট বাড়ানোর পথ বেছে নিলো কেন
আজ বায়ুদূষণের শীর্ষে ঘানার আক্রা, ঢাকার অবস্থান তৃতীয়
ডাকসু নির্বাচন : ছাত্রদলের সঙ্গে শিবির-বৈষম্যবিরোধীদের পাল্টাপাল্টি অবস্থান
লন্ডনে চিকিৎসকদের সার্বক্ষণিক পর্যবেক্ষণে খালেদা জিয়া, অবস্থার দ্রুতই উন্নতি
এবার নির্বাচন কমিশনের ডিসপ্লে বোর্ডে ভেসে উঠল ‘বাংলাদেশ আওয়ামী লীগ’
এবার মার্কিন পণ্যের ওপর ‘প্রতিশোধমূলক’ শুল্ক আরোপের ঘোষণা কানাডার
ফ্রান্সের বিরুদ্ধে আলজেরিয়ার তথ্য বিভ্রান্তির অভিযোগ, কূটনৈতিক উত্তেজনা বাড়ছে
আজ গরম চা দিবস
এলিফেন্ট রোডে ব্যবসায়ীকে প্রকাশ্যে চাপাতি দিয়ে কোপ, ভিডিও ভাইরাল