দ. আফ্রিকার বর্ষসেরা ইয়ানসেন ও উলভার্ট
০৬ সেপ্টেম্বর ২০২৪, ০৩:১৯ পিএম | আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৪, ০৩:১৯ পিএম
২০২৪ সালে দক্ষিণ আফ্রিকার বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন পেস-অলরাউন্ডার মার্কো ইয়ানসেন। মেয়েদের বিভাগে এই খেতাব জিতেছেন নারী দলের অধিনায়ক লরা উলভার্ট। সব মিলিয়ে উলভার্ট একাই জিতেছেন পাঁচটি পুরস্কার।
বিভিন্ন বিভাগে বছরের সেরা ক্রিকেটারদের হাতে বৃহস্পতিবার রাতে পুরস্কার তুলে দেয় ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)।
পুরস্কারের জন্য ১ মে ২০২৩ থেকে ৩০ এপ্রিল ২০২৪- সময়ের পারফরম্যান্সকে বিবেচনা করা হয়েছে। চলতি বছরের জুনে ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ওয়েস্ট ইন্ডিজে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজের পারফরম্যান্স পরের বছরের জন্য বিবেচনা করা হবে। বিবেচনাধীন সময়ে দক্ষিণ আফ্রিকা মাত্র চারটি টেস্ট খেলেছে। যার মধ্যে দুটি ভারতের বিপক্ষে এবং দুটি নিউজিল্যান্ডের বিপক্ষে।
পুরস্কার দেওয়ার কথা ছিল গত মে মাসে। বোর্ড চেয়েছিল অনুষ্ঠানে সবাইকে পেতে। সেই সময় চলছিল আইপিএল। মূল ক্রিকেটারদের সবাইকে নিয়ে অনুষ্ঠান আয়োজনের বাধ্যবাধকতা স্পন্সর প্রতিষ্ঠানের। যে কারণে অনুষ্ঠান পিছিয়ে দেওয়া হয়।
এ বছরের ওয়ানডে বিশ্বকাপে ব্যাটে-বলে দারুণ পারফর্ম করেন ইয়েনসেন। বৈশ্বিক এই আসরে নেন ১৭ উইকেট। নিজেদের ইতিহাসে প্রথমবার দল বিশ্বকাপের ফাইনালে ওঠার পথে তার পারফরম্যান্স দারুণ অবদান রাখে। শুধু তাই নয় বক্সিং ডে টেস্টে ভারতের বিরুদ্ধেও বল হাতে বেশ দাপটের সঙ্গে খেলেছিলেন।
বিবেচিত সময়ে তিন সংস্করণ মিলিয়ে ১৮ ম্যাচে ৩২ উইকেট নিয়েছেন ইয়ানসেন। রান করেছেন ৩৩.৮৩ গড়ে ৪০৬।
অন্যদিকে উলভার্ট শুধুমাত্র বর্ষসেরা নারী ক্রিকেটারই নন, নির্বাচিত হয়েছেন ওয়ানডে এবং টি-টোয়েন্টি বর্ষসেরা নারী ক্রিকেটারও। জিতেছেন ফ্যানস প্লেয়ার অফ দ্য ইয়ারও। ক্রিকেটারদের ভোটে সেরা নারী ক্রিকেটারও তিনিই।
পুরস্কারের জন্য বিবেচিত সময়ে ১১ টি-টোয়েন্টি ইনিংসে ১ সেঞ্চুরি ও ৪ ফিফটিতে উলভার্ট ৫৩০ রান করেছেন ৫৮.৮৮ গড় ও ১২৪.৪১ স্ট্রাইক রেটে। ওয়ানডেতে ১৫ ইনিংসে ৪ সেঞ্চুরিতে ৭৫৫ রান করেছেন ৬২.৯১ গড়ে। কোনো সংস্করণেই তার ধারেকাছে ছিলেন না কেউ।
বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের খেতাব জিতেছেন কুইন্টন ডি কক। গত ওয়ানডে বিশ্বকাপে চারটি সেঞ্চুরি করেছিলেন এই কিপার-ব্যাটসম্যান। বিশ্বকাপের পরে এই সংস্করণ থেকে অবসরে যাওয়া ক্রিকেটার এই সময়ে দলের সর্বোচ্চ ৮০৪ রান করেছেন ৫৩.৬৬ গড়ে।
বর্ষসেরা টি-টোয়েন্টি খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন রিজা হেন্ড্রিক্স। এই সময়ে পাঁচটি টি-টোয়েন্টি খেলে ১২৯.৫০ স্ট্রাইক রেটে ১৫৮ রান করেছেন এই ওপেনার।
নিউজিল্যান্ড সফরে খর্বশক্তির দলের হয়ে দুই টেস্টে ৮৭ ও ১১০ রানের ইনিংস খেলা ব্যাটসম্যান ডেভিড বেডিংহ্যাম জিতেছেন বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের পুরস্কার। ছেলেদের সেরা নবাগত ক্রিকেটার হয়েছেন বেডিংহ্যামই। মেয়েদের সেরা নবাগত ২১ বছর বয়সী পেস বোলিং অলরাউন্ডার এলিজ-মারি মার্ক্স।
ছেলেদের বিভাগে ক্রিকেটারদের ভোটে সেরা ক্রিকেটার কেশাভ মহারাজ। বিবেচিত সময়ে সব মিলিয়ে ২০ ম্যাচে ২৮ উইকেট নিয়েছেন এই বাঁহাতি স্পিনার।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
পাকিস্তান থেকে যেসব পণ্য নিয়ে এবার এলো জাহাজ
ভারতের সেবাদাসী হাসিনাকে পুনর্বাসনে এবার জঙ্গি মিশনে তারা!
মাহফুজকে উপদেষ্টা থেকে বাদ দেওয়া উচিত? যা বললেন ড. জাহেদ
৬ বছরের মধ্যেই চীনের হাতে হাজার পরমাণু বোমা! উদ্বেগ যুক্তরাষ্ট্রের
বিগত সময়ে দলীয় স্বার্থ উদ্ধারে বড় ধরনের অপরাধ করেছে পুলিশ, এ জন্য আমরা লজ্জিত: আইজিপি
ব্রাহ্মণপাড়ায় পাঁচ দিনেও খোঁজ মিলেনি নিখোঁজ সোহাগের
কসবায় পাহাড় কাটার অপরাধে ২ জনের অর্থদণ্ড
নরসিংদীতে মাকে কুপিয়ে হত্যা, ছেলে গ্রেপ্তার
চট্টগ্রামকে বিদায় করে টিকে রইল খুলনা
পলাতক ১৯ বাংলাদেশি নাবিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
ফ্রিজে রাখা বাসি ভাতে উপকার দ্বিগুণ!
আ.লীগ দেশটাকে গোরস্থানে পরিণত করেছিল : জামায়াত আমির
সেনবাগে মর্মান্তিক মোটরসাইকেল দূর্ঘটনায় ভাগ্নে নিহত : মামা আহত
কুষ্টিয়ায় সুদের টাকা পরিশোধ করতে না পারায় গৃহবধুকে নির্যাতন
রাজশাহীর বাগমারায় পুকুর থেকে ভ্যান চালকের লাশ উদ্ধার
‘জনশক্তি’ নামে কোনও রাজনৈতিক দল নিয়ে কোনও আলোচনা হয়নি : জাতীয় নাগরিক কমিটি
কুষ্টিয়ায় ট্রাক ও নছিমন সংঘর্ষে গরু ব্যবসায়ী নিহত
র্যাবকে সমাজে রাখা ঠিক হবেনা -রাজশাহীতে নূর খান
জার্মানিতে ক্রিসমাস মার্কেটে গাড়ি হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৫
নওগাঁয় ৩ জনকে পিটিয়ে জখম, আহতদের উদ্ধার করলো পুলিশ