ইংল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কার এক দশকের অপেক্ষার অবসান
১০ সেপ্টেম্বর ২০২৪, ১২:১৫ এএম | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৪, ১২:১৫ এএম
জয়ের উজ্জ্বল সম্ভাবনা জাগিয়েই আগের দিন শেষ করেছিল শ্রীলঙ্কা। চতুর্থ দিন সেটা বাস্তবে রূপ দিতে বেশি সময় নিল না দলটি। পাথুম নিশানকার অপরাজিত শতকে দশ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট জিতল লঙ্কানরা।
দা ওভালে সোমবার স্বাগতিক ইংল্যান্ডকে ৮ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা। ওয়ানডে ঘরানার ব্যাটিংয়ে মাত্র ৪০.৩ ওভারে ২১৯ রানের লক্ষ্য তাড়া করল তারা।
ইংল্যান্ডের মাঠে এশিয়ার কোনো দেশের এটিই সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড। ২০১০ সালে হেডিংলি টেস্টে ১৮০ রান তাড়া করে জিতেছিল পাকিস্তান।
এর আগে সবশেষ ২০১৪ সালে লিডস টেস্টে ইংল্যান্ডকে হারিয়েছিল লঙ্কানরা। মাঝের এক দশকে ১০ টেস্টের ৯টি জেতে ইংল্যান্ড। ড্র হয় অন্যটি।
প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ অবশ্য আগেই নিশ্চিত করেছে ইংল্যান্ড। এই জয়ে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ এড়িয়েছে শ্রীলঙ্কা। চতুর্থ দিন বাকি থাকা ১২৫ রান করতে তাদের লেগেছে ২৫.৩ ওভার।
শ্রীলঙ্কার জয়ের নায়ক নিসাঙ্কা। প্রথম ইনিংসে ঝড়ো ৬৭ রানের পর এবার ২৬ বছর বয়সী ওপেনার খেলেছেন ১২৪ বলে ১২৭ রানের ঝকঝকে ইনিংস। তার ইনিংসে ১৩ চারের সঙ্গে ছিল দুটি ছক্কা।
শ্রীলঙ্কার হয়ে সফল রান তাড়ায় তৃতীয় সর্বোচ্চ ইনিংস এটি। জেতা ম্যাচে চতুর্থ ইনিংসে নিসাঙ্কার চেয়ে বেশি রানের ইনিংস আছে শুধু কুসাল পেরেরা (১৫৩*) ও আরভিন্দ ডি সিলভার (১৪৩*)।
দিনের শুরুতে ফেরেন ৩৭ বলে ৩৯ রান করা কুসাল মেন্ডিস। বাকিটা ওয়ানডে স্টাইলে সারেন নিসাঙ্কা ও ম্যাথিউস। তাদের ১১১ রানের অবিচ্ছিন্ন জুটিতে ম্যাচ জিতে যায় শ্রীলঙ্কা। ৬১ বলে ৩২ রানে অপরাজিত থাকেন ম্যাথিউস।
১০ বছর আগে ইংল্যান্ডের বিপক্ষে হেডিংলিতে শ্রীলঙ্কা সবশেষ জয়ের ম্যাচে দলে ছিলেন ওভালে খেলা ম্যাথুস দিমুথ করুনারত্নে ও দিনেশ চান্ডিমাল। অন্যদিকে ইংল্যান্ডের এই দলটার শুধু জো রুটেরই ছিল শ্রীলঙ্কার কাছে টেস্ট হারার অভিজ্ঞতা।
নিসাঙ্কার হাতেই ওঠে ম্যাচ সেরার পুরস্কার। জো রুট নির্বাচিত হন সিরিজ সেরা।
সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড ১ম ইনিংস: ৩২৫
শ্রীলঙ্কা ১ম ইনিংস: ২৬৩
ইংল্যান্ড ২য় ইনিংস: ১৫৬
শ্রীলঙ্কা ২য় ইনিংস: (লক্ষ্য ২১৯, আগের দিন ৯৪/১) ৪০.৩ ওভারে ২১৯/২ (নিসাঙ্কা ১২৭*, কুসাল মেন্ডিস ৩৯, ম্যাথিউস ৩২*; ওকস ১২-০-৫২-১, অ্যাটকিনসন ১১-১-৪৪-১, হাল ৬-০-৩৮-০, স্টোন ৮-০-৪৫-০, বাশির ৩.৩-০-২৮-০)
ফল: শ্রীলঙ্কা ৮ উইকেটে জয়ী
ম্যান অব দা ম্যাচ: পাথুম নিসাঙ্কা
সিরিজ: তিন ম্যাচ সিরিজে ইংল্যান্ড ২-১ ব্যবধানে জয়ী
ম্যান অব দা সিরিজ: জো রুট
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
বরিশালে ক্যান্সার চিকিৎসা ব্যবস্থা মুখ থুবড়ে পড়ে আছে
সেবা বঞ্চিত হলে অভিযোগ করা যাবে ইসির বিরুদ্ধে
এমপিওভুক্ত হচ্ছেন আরও ৩ হাজার শিক্ষক
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের নবনিযুক্ত সচিব ছাগলনাইয়ার সন্তান সামছু উদ্দিন
বাংলাদেশে শনাক্ত হলো 'রিওভাইরাস’, রোগটি সম্পর্কে যা জানা যায়
আন্দোলনের মুখে পাঠ্যবই থেকে বাদ পড়লো ‘আদিবাসী’ শব্দযুক্ত গ্রাফিতি
মাসের শেষে আবারো আসছে শৈত্যপ্রবাহ
বর্ষসেরা ফটোগ্রাফার হিসাবে পুরস্কার পেলেন, আলোকচিত্রী ও সাংবাদিক মুগনিউর রহমান মনি
রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
বেড়া কৈটোলা নির্মাণ বিভাগের অফিসিয়াল ও উন্নয়ন কাজে স্থবিরতা
গাজায় যুদ্ধবিরতির প্রয়োজনীয়তা নিয়ে বাইডেন-নেতানিয়াহুর ফোনালাপ
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কমপ্লিট শাটডাউন ঘোষণা
না ফেরার দেশে নির্মাতা রায়হান রাফির বাবা
এলিফ্যান্ট রোডে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা চেষ্টা, গ্রেপ্তার ২
ছাগলনাইয়ায় খালে ভাসছিল নারীর অর্ধগলিত লাশ
ইসরায়েলি বাহিনীর বর্বরতায় ৫ দিনে গাজায় নিহত ৭০ শিশু
ঘরে বসে মাত্র ১০ দিনেই মিলবে থাইল্যান্ডের ভিসা
মিয়ানমারের কাচিনে জান্তার বিমান হামলা, শিশুসহ নিহত ১৫
আজ বায়ুদূষণে শীর্ষে ঢাকা
দাবানলে পুড়ছে লস অ্যাঞ্জেলেস, এবার পাশে দাঁড়াল কানাডা