২৭ মাস পর সাকিবের ৫ উইকেট
১৩ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৯ এএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৯ এএম
ম্ভাবনা জাগে আগের দিনই। অপেক্ষা ছিল ¯্রফে ১ উইকেটের। নতুন দিনে বেশি সময় নিলেন না সাকিব আল হাসান। টম ব্যান্টনকে বোল্ড করে দীর্ঘ অপেক্ষার সমাপ্তি ঘটালেন অভিজ্ঞ বাঁহাতি স্পিনার। কাউন্টি চ্যাম্পিয়নশিপ ‘ডিভিশন ওয়ান’ ম্যাচে সমারসেটের বিপক্ষে গতকাল ৫ উইকেট পূর্ণ করেন সাকিব। প্রথম শ্রেণির ক্রিকেটে ২৭ মাসের বেশি সময় পর এই অর্জন ধরা দিল তার ঝুলিতে। এর আগে সবশেষ ২০২২ সালের মে মাসে শ্রীলঙ্কার বিপক্ষে ৯৬ রানে ৫ উইকেট নিয়েছিলেন সাকিব। এবার সারের হয়ে সমারসেটের বিপক্ষেও তার শিকার ৯৬ রানে ৫টি। মাঝের সময়ে ১৬ ইনিংসে তিনি নিতে পারেন ২২ উইকেট।
আগের দিন টন্টনের দ্য কুপার অ্যাসোসিয়েট গ্রাউন্ডে ম্যাচের প্রথম ইনিংসে ৪ উইকেট নিয়েছিলেন তিনি। দুই ইনিংসে মিলে ম্যাচে তার শিকার ১৯৩ রানে ৯ উইকেট। এখন পর্যন্ত ১২ ম্যাচের কাউন্টি ক্যারিয়ারে এটিই তার ম্যাচে সেরা বোলিং। ২০১০ সালে উরস্টারশায়ারের হয়ে মিডলসেক্সের বিপক্ষে প্রথম ইনিংসে ১ উইকেটের পর দ্বিতীয় ইনিংসে ৩২ রানে ৭ শিকার ধরেন সাকিব। সেটিই এখন পর্যন্ত পেশাদার ক্রিকেটে তার ক্যারিয়ার সেরা বোলিং।
শেষ উইকেটে গতকাল ব্যাটিংয়ে নামে সমারসেট। ক্রেইগ ওভারটন ও টম ব্যান্টন মিলে এদিন খেলেন ৯.৩ ওভার। দিনের দশম ও ইনিংসের ৬৪তম ওভারে সাকিবের হালকা ঝুলিয়ে দেওয়া ডেলিভারিতে ব্যাটের ভেতরের কানায় লেগে বোল্ড হন ব্যান্টন। অ্যাঙ্কেলের চোটে ‘রানার’ নিয়ে খেলা ব্যান্টন ৬৫ বলে করেন ৭০ রান। ৭৮ বলে ৪৯ রানে অপরাজিত থাকেন ওভারটন। সমারসেটের ইনিংস গুটিয়ে যায় ২২৪ রানে। প্রথম ইনিংসের ৪ রানের লিডের সৌজন্যে সারের সামনে ম্যাচ জেতার লক্ষ্য এখন ২২১ রান। প্রকৃতি বাগড়া না বাধালে এই লক্ষ্য তাড়া করতে ৭৬ ওভার পাবেন সাকিবরা।
তবে এখানেই নিজেকে হারিয়ে খুঁজছেন ব্যাটসম্যান সাকিব। লাল বলের ক্রিকেটে রান পাচ্ছেন না অনেক দিন। অবশ্য চোট আর বিশ্রাম মিলিয়ে মাঝে কয়েকটি সিরিজে তিনি খেলেনইনি। গত বছর এবং এ বছরের এখন পর্যন্ত সব মিলিয়ে টেস্ট খেলেছেন মাত্র ৪টি। গত বছরের এপ্রিলে মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে এক ইনিংস ব্যাট করে করেছিলেন ৮৭ রান। গত মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্ট এবং এরপর সর্বশেষ পাকিস্তান সফরের দুই টেস্টেও ব্যাটিংটা মনমতো হয়নি এই বাঁহাতির। কাউন্টিতে সারের বৃষ্টিবিঘিœত ম্যাচেও এক ইনিংস ব্যাট করে রান পেয়েছেন মাত্র ১২।
বল হাতে দারুণ সময় কাটালেও ব্যাটিংয়ে সাকিবের ফর্মটা চিন্তার বৈকি। যদিও বিসিবির নির্বাচক কমিটির সদস্য হান্নান সরকারের কাছে বিষয়টাকে কোনো সমস্যাই মনে হচ্ছে না। তার কাছে ব্যাপারটা সাময়িক বলেই মনে হচ্ছে। সাকিবের রানে ফিরতে একটা ভালো ইনিংসই যথেষ্ট মনে করেন জাতীয় দলের সাবেক এই ব্যাটসম্যান। গতকাল ভারতের বিপক্ষে দুই টেস্টের সিরিজের দল ঘোষণার পর মিরপুরে এক সংবাদ সম্মেলনে সাকিবের ব্যাটিং নিয়ে হান্নান বলেছেন, ‘ফর্মটা গুরুত্বপূর্ণ, কিন্তু সাকিব এখন ফর্মে নেই। তবে টেস্টে ফর্মে ফেরার সময় থাকে, টি-টোয়েন্টি বা ওয়ানডেতে সে সময়টা থাকে না। সেখানে রান করার তাগিদ থাকে, সময় কম থাকে। টেস্ট ক্রিকেটে আবার সে সময়টা থাকে। আমি বিশ্বাস করি, সাকিব যে মানের খেলোয়াড়, তার কাছে একটি ইনিংস শুধু সময়ের ব্যাপার।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
টানা ৩৫ ঘণ্টা পর অনশন প্রত্যাহার জবি শিক্ষার্থীদের
খুশদিল ঝড়ে খুলনাকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল রংপুর
ভারতে পালানোর সময় ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী সুস্মিতা পান্ডে গ্রেপ্তার
বাগেরহাটে আওয়ামী লীগ নেতা বাদশা মিয়া গ্রেফতার
লুকিয়ে পাথর লুঠে যেয়ে সিলেটে এক শ্রমিকের মৃত্যু !
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ ইউপি চেয়ারম্যানকে কার্যালয় থেকে বের করে দিয়ে তালা!
খুলনা-পাইকগাছা মহাসড়কে সড়ক দূর্ঘটনায় ২ জনের মৃত্যু
‘১০ দিনের ট্রেনিং করে ১ কোটি লোক যুদ্ধে যেতে প্রস্তুত’
বিএনপির ৩১ দফা বাস্তবায়নের জন্য শেরপুর বিএনপির মিছিল
রায়পুরায় জমির আইল নিয়ে মারামারি, আহত ৪
স্ট্রেচারে মাঠ ছাড়লেন জেসুস
শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান, সুনামির সতর্কতা
‘আমার কি সর্বনাশ হইয়া গেল রে, আমার সোনা হারায় গেল রে'!
ভাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল শিশুর
ভাঙ্গায় পুলিশের বিশেষ অভিযানে আ'লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার
কুষ্টিয়ায় বিএনপির সঙ্গে সংঘর্ষের ঘটনায় আহত জামায়াতকর্মীর মৃত্যু
ইনকিলাবে সংবাদ প্রকাশ সেই কৃষি কর্মকর্তাকে বদলী
ইসলামবিদ্বেষীদের মোকাবেলায় মুসলিম রাষ্ট্রপ্রধানদের ঐক্য খুবই জরুরি
না.গঞ্জে নির্বাচন কমিশনার ‘সৎ উদ্দেশ্য থাকলে নির্ভেজাল ভোটার লিস্ট করা সম্ভব’
আর্মি ডে’র কুচকাওয়াজে প্রথমবার অংশ নিচ্ছে রোবট সেনা