ড. ইউনূসের সান্নিধ্যে উজ্জীবিত শান্তরা
১৩ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৯ এএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৯ এএম
পাকিস্তানের বিপক্ষে গত ৩ সেপ্টেম্বর ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের দিনই জানা গিয়েছিল দেশে ফিরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করবেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। কিন্তু পাকিস্তানকে টেস্ট সিরিজে প্রথমবার হোয়াইটওয়াশ করে দেশে পৌঁছানোর পরই আসন্ন ভারত সিরিজকে সামনে রেখে অনুশীলনে ব্যস্ত হয়ে পড়েন নাজমুল হোসেন শান্তরা। তবে এই ব্যস্ততার মাঝেও ক্রীড়াপ্রেমী প্রধান উপদেষ্টার সান্নিধ্য পাওয়া থেকে বঞ্চিত হয়নি টাইগাররা। পাকিস্তানের মাটিতে ২-০ ব্যবধানে সিরিজ জিতে দেশে ফেরার আট দিন পর ইতিহাস গড়া দলকে সংবর্ধনা দিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। গতকাল দুপুরে প্রধান উপদেষ্টার তেজগাঁওস্থ কার্যালয়ে এই সংবর্ধনা অনুষ্ঠানে টেস্ট জয়ী দলের ক্রিকেটাররা ছাড়াও উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. মহিউদ্দীন আহমেদ, বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ, পরিচালক নাজমুল আবেদীন ফাহিম, প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন ও জাতীয় ক্রিকেট দলের ম্যানেজার রাবিদ ইমাম।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ক্রিকেটারদের উদ্দেশ্যে বলেন, ‘জয়ের পর আমি অধিনায়কের সঙ্গে কথা বলেছি। তবে সরাসরি সাক্ষাত করে জাতির পক্ষ থেকে তোমাদের অভিনন্দন জানাতে অধীর আগ্রহে অপেক্ষায় ছিলাম।’ তিনি জানান, পাকিস্তানে বাংলাদেশ ক্রিকেট দলের এই অর্জন ঐতিহাসিক। ক্রিকেটারদের ইতিহাস গড়া অর্জনে আজ গোটা জাতি গর্বিত। এ সময় প্রধান উপদেষ্টা জাতিতে একত্রিত করতে খেলাধুলার গুরুত্বের কথা তুলে ধরেন এবং প্যারিস অলিম্পিকে উপদেষ্টা এবং শুভেচ্ছাদূত হিসেবে তার অংশগ্রহণের কথা জানান। এ ছাড়া ইতালির মিলানে ২০২৬ শীতকালীন অলিম্পিকে তাকে প্রধান উপদেষ্টা হিসেবে অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছিল বলেও উল্লেখ করেন।
সতীর্থ ক্রিকেটার ও কোচিং স্টাফের প্রশংসা করে টেস্ট জয়ী দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ‘প্রধান উপদেষ্টার আমন্ত্রণে এই সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিতে পেরে আমরা উচ্ছ্বসিত। এটা আমাদের পরবর্তীতে উৎসাহ ও অনেক প্রেরণা জোগাবে।’ দেশের ক্রান্তিকালে এমন জয় পাওয়ায় ক্রিকেটারদের প্রশংসা করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
ক’দিন আগেই পাকিস্তানের মাটিতে অবিস্মরণীয় টেস্ট সিরিজ জয় করে ইতিহাসে নাম খেলায় বাংলাদেশের ক্রিকেট। ক্রিকেটের টেস্ট ফরম্যাটে কখনো হারাতে না পারা পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতেছে টাইগাররা। টেস্ট মর্যাদা পাওয়ার ২৪ বছর পর এ সিরিজেই এসেছে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ জয়। সিরিজের প্রথম টেস্টে ১০ উইকেটের বিশাল জয়ের পর দ্বিতীয় টেস্টেও শান্তরা পান ৬ উইকেটের বড় জয়। এই জয়ের পরপরই জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ফোন করে তাকে এবং পুরো বাংলাদেশ দলকে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের জন্য অভিনন্দন জানান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ফোনে তিনি বলছিলেন, ‘সরকার এবং আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। তোমাদের নিয়ে পুরো জাতি গর্বিত।’ টেস্টজয়ী জাতীয় ক্রিকেট দল দেশে ফেরার পর তাদের সংবর্ধনা দেওয়া হবে বলেও প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের বার্তায় তখন জানানো হয়েছিল। এ ধারাবাহিকতায় কাল প্রধান উপদেষ্টার সংবর্ধনা পেলেন শান্তরা।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
বাগেরহাটের কলাতলা ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা বাদশা মিয়া গ্রেফতার
লুকিয়ে পাথর লুঠে যেয়ে সিলেটে এক শ্রমিকের মৃত্যু !
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ ইউপি চেয়ারম্যানকে কার্যালয় থেকে বের করে দিয়ে তালা!
খুলনা-পাইকগাছা মহাসড়কে সড়ক দূর্ঘটনায় ২ জনের মৃত্যু
‘১০ দিনের ট্রেনিং করে ১ কোটি লোক যুদ্ধে যেতে প্রস্তুত’
বিএনপির ৩১ দফা বাস্তবায়নের জন্য শেরপুর বিএনপির মিছিল
রায়পুরায় জমির আইল নিয়ে মারামারি, আহত ৪
স্ট্রেচারে মাঠ ছাড়লেন জেসুস
শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান, সুনামির সতর্কতা
‘আমার কি সর্বনাশ হইয়া গেল রে, আমার সোনা হারায় গেল রে'!
ভাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল শিশুর
ভাঙ্গায় পুলিশের বিশেষ অভিযানে আ'লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার
কুষ্টিয়ায় বিএনপির সঙ্গে সংঘর্ষের ঘটনায় আহত জামায়াতকর্মীর মৃত্যু
ইনকিলাবে সংবাদ প্রকাশ সেই কৃষি কর্মকর্তাকে বদলী
ইসলামবিদ্বেষীদের মোকাবেলায় মুসলিম রাষ্ট্রপ্রধানদের ঐক্য খুবই জরুরি
না.গঞ্জে নির্বাচন কমিশনার ‘সৎ উদ্দেশ্য থাকলে নির্ভেজাল ভোটার লিস্ট করা সম্ভব’
আর্মি ডে’র কুচকাওয়াজে প্রথমবার অংশ নিচ্ছে রোবট সেনা
বাংলাদেশি শ্রমিকদের জন্য মালয়েশিয়ার মাল্টিপল-এন্ট্রি ভিসা প্রদানের আহ্বান প্রধান উপদেষ্টার
হোয়াটসঅ্যাপ মেসেজ নিরাপদ নয়
পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে ৯ দফা দাবিতে অবস্থান কর্মসূচি