লিভিংস্টোনের বিস্ফোরক ইনিংসে সমতায় ফিরল ইংল্যান্ড
১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৫:১২ এএম | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৫:১২ এএম
হার্ড-হিটারে ভরপুর অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ইংল্যান্ডের জন্য কঠিন চ্যালঞ্জে হবে সেটি অনুমেয় ছিল।প্রথম ম্যাচে ট্রাভিস হেডের ঝড়ে খেই হারিয়ে হেরেই বসে ইংলিশরা।
কার্ডিফে শনিবার দ্বিতীয় টি-টোয়েন্টিতে ঝড় তুলেছিলেন বাঁহাতি এই অজি ওপেনার।ফ্রেজার-ম্যাকার্গ ও জস ইংলিশের নৈপুণ্যে এদিনও বড় সংগ্রহ পায় অজিরা।তবে লিয়াম লিভিনস্টোনের দুর্দান্ত এক ইনিংসে এদিন জিতেই মাঠ ছাড়ে ইংল্যান্ড।
টসে হেরে আগে ব্যাট করতে নেমে বড় সংগ্রহ পায় অস্ট্রেলিয়া। ফ্রেজার-ম্যাকবার্গের হাফ-সেঞ্চুরি ও জস ইংলিশের ২৬ বলে ৪২ রানের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯৩ রান করে অজিরা। জবাবে ব্যাট করতে নেমে লিভিংস্টোনের ৪৭ বলে ৮৭ রানের ইনিংসে ৬ বল বাকি থাকতেই ৩ উইকেটর জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকেরা।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা সেভাবেই করেছিল ইংল্যান্ড। ৩ ওভারেই স্কোরবোর্ডে জমা করেছিল ৩৪ রান। তবে চতুর্থ ওভারে দুটি ব্রেক-থ্রু এনে দেন অ্যাবট। ১০ বলে ১২ রান করে ফ্রেজার-ম্যাকবার্গের ক্যাচ হয়ে ফেরেন ওপেনার উইল জ্যাক। তিন নম্বরে ব্যাট করতে নেমে দুই বলের বেশি টিকতে পারেননি জর্ডান। কোনও রান না করেই অ্যাবটের বলে সরাসরি বোল্ড হয়ে ফেরেন এই ব্যাটার।
তৃতীয় উইকেট জুটিতে লিভিংস্টোনকে নিয়ে দলকে এগিয়ে নেন ফিলিপ সল্ট। স্কোরবোর্ডে ৭৯ রান যোগ হতেই আউট হন ফিলিপ সল্ট। ২৩ বলে ৩৯ রান করা এই ব্যাটারকে ফেরান ম্যাথিউ শর্ট। বড় শট খেলতে গিয়ে লং অফে অ্যাবটের হাতে ধরা পড়েন সল্ট। এরপর জ্যাকব বেথেলকে নিয়ে এগোতে থাকেন লিভিংস্টোন।
ইংল্যান্ড যথন জয় থেকে মাত্র ২৫ রান দূরে, ঠিক তখনই ম্যাথিউ শর্টের বলে রিভার্স সুইপ করতে গিয়ে বোল্ড আউট হন বেথেল। আউট হওয়ার আগে তার ব্যাট থেকে আসে ২৪ বলে ৪৪ রান। এরপর স্যাম কারান উইকেটে টিকতে পেরেছিলেন মাত্র দুই বল। এক রান করে শর্টের বলেই ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন এই ব্যাটার। এরপর ওভারটনকে সাথে নিয়ে জয় থেকে মাত্র ১ রান দূরে থেকে আউট হন লিভিংস্টোন। আউট হওয়ার আগে তার ব্যাট থেকে আসে ৪৭ বলে ৮৭ রান। উইকেটে এসেই উড়িয়ে মারতে গিয়ে টিম ডেভিডের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ব্রাইডন কার্স । এরপর এক রান নিয়ে ৬ বল বাকি থাকতে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন আদিল রশিদ। ৪ রানে অপরাজিত থাকেন ওভারটন। অস্ট্রেলিয়ার হয়ে ম্যাথিউ শর্ট তুলে নেন ৫ উইকেট। সেন অ্যাবট নেন দুটি উইকেট।
আগে ব্যাট করতে নেমে দুই ওপেনার ম্যাথিউ শর্ট ও হেডের ব্যাটে ঝোড়ো শুরু পায় অস্ট্রেলিয়া। ১৪ বলে ৩১ রান করা হেড সাজঘরে ফিরলে ভাঙে ৫২ রানের উদ্বোধনী জুটি। ব্রাইডন কার্সের বলে আদিল রশিদের ক্যাচ হয়ে ফেরেন এই ওপেনার। এরপর খুব বেশিদূর যেতে পারেননি শর্ট। ২৪ বলে ২৮ রান করা এই ব্যাটারকে সাজঘরে ফেরান আদিল রশিদ।
তিন নম্বরে ব্যাট করতে নামা ফ্রেজার-ম্যাকবার্গ তুলে নেন হাফ-সেঞ্চুরি। ৩১ বলে ৫০ রান করে লিভিংস্টোনের বলে জেমি ওভারটনের ক্যাচ হয়ে ফেরেন এই ব্যাটার। মার্কাস স্টয়েনিস ৫ বলের বেশি টিকতে পারেননি। ২ রান করেই তাকে ফিরতে হয় সাজঘরে। টিম ডেভিড আউট হন ৩ বলে ১ রান করে। একপ্রান্ত আগলে রেখে খেলতে থাকা জস ইংলিশও শেষ পর্যন্ত আর টিকতে পারেননি। ২৬ বলে ৪২ রানের দারুণ এক ইনিংস খেলে তিনি আউট হন। স্যাম কারানের বলে ব্রাইডন কার্সের ক্যাচ হয়ে ফেরেন তিনি।
এরপর শেষদিকে ক্যামেরুন গ্রিনের ৮ বলে ১৩ ও অ্যারন হার্ডির ৯ বলে ২০ রানের ওপর ভর করে ১৯৩ রানের সংগ্রহ পায় অস্ট্রেলিয়া। ইংলিশদের হয়ে লিভিংস্টোন ও ব্রাইডন কার্স নেন দুটি করে উইকেট। স্যাম কারান ও আদিল রশিদ পান একটি করে উইকেট।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
টানা ৩৫ ঘণ্টা পর অনশন প্রত্যাহার জবি শিক্ষার্থীদের
খুশদিল ঝড়ে খুলনাকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল রংপুর
ভারতে পালানোর সময় ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী সুস্মিতা পান্ডে গ্রেপ্তার
বাগেরহাটে আওয়ামী লীগ নেতা বাদশা মিয়া গ্রেফতার
লুকিয়ে পাথর লুঠে যেয়ে সিলেটে এক শ্রমিকের মৃত্যু !
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ ইউপি চেয়ারম্যানকে কার্যালয় থেকে বের করে দিয়ে তালা!
খুলনা-পাইকগাছা মহাসড়কে সড়ক দূর্ঘটনায় ২ জনের মৃত্যু
‘১০ দিনের ট্রেনিং করে ১ কোটি লোক যুদ্ধে যেতে প্রস্তুত’
বিএনপির ৩১ দফা বাস্তবায়নের জন্য শেরপুর বিএনপির মিছিল
রায়পুরায় জমির আইল নিয়ে মারামারি, আহত ৪
স্ট্রেচারে মাঠ ছাড়লেন জেসুস
শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান, সুনামির সতর্কতা
‘আমার কি সর্বনাশ হইয়া গেল রে, আমার সোনা হারায় গেল রে'!
ভাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল শিশুর
ভাঙ্গায় পুলিশের বিশেষ অভিযানে আ'লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার
কুষ্টিয়ায় বিএনপির সঙ্গে সংঘর্ষের ঘটনায় আহত জামায়াতকর্মীর মৃত্যু
ইনকিলাবে সংবাদ প্রকাশ সেই কৃষি কর্মকর্তাকে বদলী
ইসলামবিদ্বেষীদের মোকাবেলায় মুসলিম রাষ্ট্রপ্রধানদের ঐক্য খুবই জরুরি
না.গঞ্জে নির্বাচন কমিশনার ‘সৎ উদ্দেশ্য থাকলে নির্ভেজাল ভোটার লিস্ট করা সম্ভব’
আর্মি ডে’র কুচকাওয়াজে প্রথমবার অংশ নিচ্ছে রোবট সেনা