গোয়ালিয়রে ‘বনধ’, কানপুরেও কর্মসূচি
২৫ সেপ্টেম্বর ২০২৪, ১২:০২ এএম | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১২:০২ এএম
আর মাত্র ২৪ ঘণ্টা পরই কানপুরে বাংলাদেশ-ভারত সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু। তার পর গোয়ালিয়রে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ ৬ অক্টোবর। এই দুই ম্যাচ ঘিরে আগেই হুমকি দিয়ে রেখেছিল ভারতের একটি ধর্মীয় সংগঠন অখিল ভারত হিন্দু মহাসভা। ম্যাচ যত ঘনিয়ে আসছে, কানপুরে ঝামেলা বাড়াচ্ছে সংগঠনটি আর গোয়ালিয়রে তো ম্যাচের দিন বনধের ডাক দিয়েছে। গতপরশু কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে যাওয়ার রাস্তা বন্ধ করে যজ্ঞ (আগুন জ্বালিয়ে বিশেষ রীতি) করেছে হিন্দু মহাসভা। এই সংগঠনের ২০ সদস্যের বিরুদ্ধে পুলিশ সেকারণে এফআইআর দায়ের করেছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি তাদের একটি প্রতিবেদনে জানিয়েছে, ভারত ও বাংলাদেশ দলকে সার্বিক নিরাপত্তা দিতে একটি পরিকল্পনা তৈরি করেছে পুলিশ বিভাগ। এদিনই চেন্নাই থেকে বিমানে করে একই ফ্লাইটে কানপুরে পৌঁছেছে দুই দল। আর কানপুর টেস্ট ম্যাচের জন্য বাড়তি নিরাপত্তার ব্যবস্থাও করা হয়েছে।
কানপুর ও গোয়ালিয়রে বাংলাদেশের বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টি ম্যাচ আয়োজনের বিরোধিতা করার কারণ এর আগেই জানিয়েছে হিন্দু মহাসভা। তাদের দাবি, ৫ আগস্ট বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর হিন্দু সম্প্রদায়ের ওপর নিপীড়ন করা হয়েছে। এর প্রতিবাদে তারা এ দুটি ম্যাচ কানপুর ও গোয়ালিয়রে হতে দিতে চায় না। হিন্দু মহাসভার এই দাবিতে সাড়া দেয়নি ভারত সরকার। বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর নিপীড়নের প্রতিবাদে গতকাল কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে যাওয়ার পথে রাস্তার মাঝে আগুন জ্বালিয়ে বিশেষ রীতি পালন করেছে হিন্দু মহাসভা। এই সংগঠনের ২০ সদস্যের বিরুদ্ধে পুলিশ এ কারণেই এফআইআর দায়ের করেছে। কানপুরের বাড়তি নিরাপত্তা নিয়ে এসিপি হরিশ্চন্দ্র বলেছেন, ‘আমরা নিরাপত্তাব্যবস্থা পর্যালোচনা করছি। এর জন্য কোনো কিছুই বাদ রাখছি না। পর্যাপ্ত পুলিশ নিয়োজিত রাখতে পারব বলে আত্মবিশ্বাসী।’
এর আগে গোয়ালিয়রে প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি বাতিল না করলে পিচ কুপিয়ে নষ্ট করার হুমকি দিয়েছিলেন হিন্দু মহাসভার ভাইস প্রেসিডেন্ট জয়বীর ভরদ্বাজ। সংবাদ সংস্থা পিটিআইকে তিনি বলেছিলেন, ‘বাংলাদেশে হিন্দুদের ওপর নৃশংসতা চালানো হয়েছে... মন্দির ভাঙা হয়েছে। এ কারণে হিন্দু মহাসভা সিদ্ধান্ত নিয়েছে, গোয়ালিয়রে ভারত-বাংলাদেশ ম্যাচে প্রতিবাদ জানানো হবে।’ পরে যদিও জানা যায় কিছু কিছু জায়গায় আওয়ামী লিগের নেতাদের ঘরবাড়িতে বিক্খুব্ধ জনতার হমলা ও পুরনো হামলার ঘটনার চিত্র টেম্পার করে রঙ বাড়িয়ে মিথ্যা খবর রটানো হয়েছে ভারত থেকে। যার প্রেক্ষিতে প্রেফেসর ড. মুহাম্মদ ইউনূসের নেততৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে কড়া বর্তাও দেয়া হয়েছে ভারতকে। পরিস্থিতির গভীরতা আন্দাজ করতে পেরেই কি-না এবার অবশ্য কিছুটা নরম সুরে ভরদ্বাজ বলেছেন, ‘হিন্দু মহাসভা ম্যাচের দিন গোয়ালিয়র বনধের ডাক দিয়েছে। তবে নিত্যপ্রয়োজনীয় পণ্য এই বনধের আওতামুক্ত।’ তবে ম্যাচ সেই আওতায় পড়বে কি-না সেটি পরিস্কার করেননি। ভারত সফরে দুটি টেস্ট ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। চেন্নাই প্রথম টেস্টে ২৮০ রানে জিতেছে ভারত। কানপুরে দ্বিতীয় টেস্টের পর গোয়ালিয়র, দিল্লি ও হায়দরাবাদে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদ করায় যুবদল নেতাকে পিটুনি দিল বিএনপি নেতা
নোবিপ্রবির সঙ্গে চীনের শিহেজী বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর
বড় ধামাকা নিয়ে আসছে ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’
রাষ্ট্রীয় সম্মানে ভুষিত হলেন বীর প্রতীক আজাদ আলী
বান্দরবানে পিতা পুত্র সহ সাতজন কে অপহরণ করেছে উপজাতিয় সন্ত্রাসীরা। মুক্তিপণ দাবি
ভৈরবে পরিত্যক্ত আ. লীগের অফিস থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
হত্যার বিচার না করতে পারলে আমাদের বাঁচার অধিকার নেই: আইন উপদেষ্টা
ঠাকুরগাঁওয়ে বিএসএফ কর্তৃক বাংলাদেশী নাগরিক আটক
টিউলিপ ও পুতুলের বিরুদ্ধে আরও দুর্নীতির অনুসন্ধান
কলাপাড়ায় সংরক্ষিত কুটার কুড়ে শত্রুতা মূলক আগুন
ভালুকায় মাদরাসা শিক্ষকের বাড়িতে ডাকাতি স্বর্ণালঙ্কারসহ ১৫ লাখ টাকার মালামাল লুট
লক্ষ্মীপুরে ট্রাফিক পুলিশের অভিযানে সিএনজি চালকদের হামলা, আহত ৪
কানায় কানায় পূর্ণ ফুলতলী ছাহেব কিবলাহ (রহ)-এর ঈসালে সওয়ার মাহফিল
কাপ্তাইয়ে সাক্রাছড়ি জলাশয়ে মাছ চাষ করে স্বাবলম্বী অমল কান্তি তঞ্চঙ্গ্যা
সংস্কার প্রতিবেদনের ভিত্তিতেই নির্বাচন: প্রধান উপদেষ্টা
তানজানিয়ায় মারবার্গ ভাইরাস সন্দেহে ৮ জনের মৃত্যু, ডব্লিউএইচওর সতর্কতা জারি
নেত্রকোণায় আ.লীগ নেতা লক্ষীগঞ্জ ইউপি চেয়ারম্যান তুহিন গ্রেফতার
শামীম ওসমান ও নানক পরিবারের বিরুদ্ধে মামলা
চাঁদপুর ডাকাতিয়া নদী থেকে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার
বাংলাদেশ কারুশিল্প মেলা ও লোকজ উৎসব ১৮ ই জানুয়ারি শুরু