বৃষ্টি আইনে ইংল্যান্ডকে হারিয়ে অস্ট্রেলিয়ার সিরিজ জয়
৩০ সেপ্টেম্বর ২০২৪, ০২:৫০ এএম | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০২:৫০ এএম
প্রথম দুই ম্যাচ জিতে অনায়াসে সিরিজ জয়ের পথে ছিল অস্ট্রেলিয়া।দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে পরের দুই ম্যাচ জিতে সিরিজ জমিয়ে তুলে ইংল্যান্ড। ফলে শেষ ম্যাচ হয়ে উঠে অলিখিত ফাইনাল।জমজমাট এক ম্যাচ হওয়ার পথে থাকলেও শেষ ওয়ানডেতে ভাগ্য নির্ধারণ করে দেয় প্রকৃতি।
রবিবার সিরিজ নির্ধারণী সেই ম্যাচে ইংল্যান্ডের দেওয়া ৩১০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২ উইকেট হারিয়ে ২০.৪ ওভারেই ১৬৫ রান তুলে ফেলেছিল অস্ট্রেলিয়া।২১তম ওভার শেষ হওয়ার দুই বল বাকি থাকতে নামে বৃষ্টি। ততক্ষণে ডাকওয়ার্থ লুইস অনুযায়ী তারা ৪৯ রানে এগিয়ে ছিল। শেষ ওয়ানডেতে বৃষ্টি আইনে জিতে ইংল্যান্ডের মাটিতে পাঁচ ম্যাচের সিরিজ ৩-২ এ নিশ্চিত করেছে বিশ্ব চ্যাম্পিয়নরা।
ইংল্যান্ড আক্ষেপ করতেই পারে।বৃষ্টি যে আর পাচ বল আগে আসলেই টি–টোয়েন্টি সিরিজের মতো ওয়ানডেও শেষ হতো সমতায়
ব্রিস্টলে ইংল্যান্ডের ৩০৯ রানের জবাবে অস্ট্রেলিয়ার দুই ওপেনার ম্যাথু শর্ট ও ট্র্যাভিস হেড আগ্রাসী ব্যাটিং করেন। অষ্টম ওভারের প্রথম বলে হেড (৩১) বিদায় নেওয়ার আগে ওপেনিং জুটিতে ৭৮ রান তোলেন। ভারপ্রাপ্ত অধিনায়ক স্টিভ স্মিথ ও শর্ট একসঙ্গে ৪০ রান তোলেন। পাওয়ার প্লেতেই একশ ছাড়িয়ে যায় স্কোর। ৩০ বলে ৭ চার ও ৪ ছয়ে ৫৮ রান করে আউট হন শর্ট। তারপর স্মিথ ও জশ ইংলিস বৃষ্টি নামার আগে ৪৭ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন। ২ উইকেটে ১৬৫ রান ছিল অজিদের বোর্ডে। স্মিথ ৩৬ ও ইংলিস ২৮ রানে অপরাজিত ছিলেন।
এর আগে ব্যাটিংয়ে নেমে ফিল সল্ট ও বেন ডাকেটের ৫৮ রানের জুটিতে ভালো শুরু করেছিল ইংল্যান্ড।এর আগে ব্যাট হাতে শুরুটা দারুণ ছিল ইংল্যান্ডের।ফের রানের ফোয়ারা ছুটিয়েছেন হ্যারি ব্রুক ও বেন ডাকেট।এক পর্যায়ে ৪০০ রানের ইংগিত দিচ্ছিল স্বাগতিকেরা।২০০ যখন পেরিয়ে যাত ইংল্যান্ড, তখনো তাদের হাতে ৮ উইকেট।ক্রিজে ছিলেন ঝড় তুলতে থাকা দুই ব্যাটসম্যান ব্রুক আর ডাকেট।
সল্ট (৪৫) ও উইল জ্যাকস (০) দ্রুত বিদায় নেওয়ার পর ডাকেট ও হ্যারি ব্রুকের ১৩২ রানের জুটিতে স্বাগতিকরা বড় স্কোরের আভাস দেয়। তবে এরপর স্পিনারা আসতেই ছন্দপতন।অ্যাডাম জাম্পার বলে দলীয় ২০২ রান তুলে ভাঙে এই জুটি। ব্রুক থামেন ৭২ রানে, ৫২ বলের ইনিংসে ছিল ৩ চার ও ৭ ছয়।
তারপর হঠাৎ করে ভেঙে পড়ে ইংল্যান্ডের ব্যাটিং লাইন। ২ উইকেটে ২০২ রান করা স্বাগতিকরা ২৭৬ রানে হারায় ৯ উইকেট। হেড দুর্দান্ত বোলিংয়ে চার উইকেট তুলে নিয়ে স্বাগতিকদের বিপাকে ফেলেন। শেষ দিকে আদিল রশিদের ৩৬ রানের সৌজন্যে তিনশ ছাড়ায় তাদের স্কোর।
মাত্র ৬.২ ওভারে ২৮ রান দিয়ে চার উইকেট নেন হেড। ব্যাটিংয়েও রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা। তাতে ম্যাচসেরার পুরস্কার উঠেছে তার হাতে। সিরিজের সেরা খেলোয়াড়ও হয়েছেন তিনি।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
এক মাসের মধ্যে সংস্কারের রোডম্যাপ দিবে সরকার: পরিবেশ উপদেষ্টা
দেশে ফিরেই ছিনতাইয়ের শিকার মালয়েশিয়া প্রবাসী ডালিম
বিপিএল শেষ কর্নওয়ালের
ওয়াটসাপ, টেলিগ্রাম বা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে মেসেজ দিয়ে দেওয়া সালামের জওয়াব দেওয়া প্রসঙ্গে?
আরচ্যারী ফেডারেশনের তারুণ্যের উৎসব কর্মসূচি শুরু
বেনাপোলে আড়াই বছর পর কবর থেকে তোলা হলো বিএনপি নেতা আলিমের লাশ
রাষ্ট্রের কল্যাণে উপসচিব পদে কাকে প্রয়োজন: নীতি ও ন্যায্যতা কী
ধূমপানকে না বলুন
জালিমের পরিণতি ভালো হয় না
অখণ্ড ভারতের নীলনকশা এবং মুখোশপরা গণশত্রুদের দাস্যবৃত্তি
মাজারে হামলা ও উগ্রপন্থা কাম্য নয়
১২ কোটি জনসংখ্যার ৭ কোটি আক্রান্ত
শেষ তিন মাসে রেকর্ড বাজেট ঘাটতি যুক্তরাষ্ট্রের
সিরিয়া সীমান্তে কুর্দিদের নিয়ে তুরস্কের উদ্বেগ বৈধ : যুক্তরাষ্ট্র
বিশ্ব চ্যালেঞ্জ মোকাবিলায় একত্রে কাজ করলেই সফল হবে জাতিসংঘ
এলোপাতাড়ি গোলাবর্ষণে ১২০ নিহত সুদানে
ভারতীয়দের ভিসা প্রদানে কড়াকড়ি আরোপ সউদীর
দুর্গের মতো পুলিশের ঘেরাটোপে ট্রাম্পের অভিষেকের প্রস্তুতি
প্রথম পর্যায়ে মুক্তি পাবেন এক হাজার ফিলিস্তিনি
প্রশ্ন: চিন্তা কি অপরাধ?