অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচে মিরাজ
০২ অক্টোবর ২০২৪, ০৬:১৩ পিএম | আপডেট: ০২ অক্টোবর ২০২৪, ০৬:১৭ পিএম
ভারত সফরে বাংলাদেশ হোয়াইটওয়াশ হলেও ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল ছিলেন মেহেদি হাসান মিরাজ। এর প্রতিফলন পড়েছে আইসিসি খেলোয়াড় রাঙ্কিংয়ে। প্রথমবার এই ক্রিকেটার উঠে এসেছেন টেস্টে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচে। দ্বিতীয় টেস্টে সেঞ্চুরি করায় মুমিনুল হকও দিয়েছেন বড় লাফ।
বুধবার ছেলেদের র্যাঙ্কিংয়ের হালনাগাদ প্রকাশ করে আইসিসি।
কানপুর টেস্টের প্রায় আড়াই দিন বৃষ্টিতে ভেসে গেলেও দুই ইনিংসে ৬ উইকেট নেন মিরাজ। রোলারদের র্যাঙ্কিংয়ে তিনি উঠে এসেছেন ১৮ নম্বরে। বাংলাদেশের বোলারদের মধ্যে তিনিই সবার ওপরে।
ক্যারিয়ার শেষে ইঙ্গিত দেওয়া সাকিব শেষ টেস্টে নেন ৪ উইকেট। ৫ ধাপ এগিয়ে তিনি উঠে এসেছেন ২৮ নম্বরে। ম্যাচে ১ উইকেট পাওয়া তাইজুল ইসলাম এক ধাপ পিছিয়ে আছেন ২০ নম্বরে। হাসান মাহমুদ তিন ধাপ নিচে নেমে এখন আছেন ৪৭ নম্বরে।
কানপুরে বাংলাদেশের ব্যাটিং গুঁড়িয়ে রবীচন্দ্রন আশ্বিনকে টপকে শীর্ষস্থান ফিরে পেয়েছেন জাসপ্রিত বুমরাহ। ৮৭০ রেটিং পয়েন্ট নিয়ে প্রায় আট মাস পর শীর্ষস্থান ফিরে পেয়েছেন ম্যাচে ৬ উইকেট নেওয়া বুমরাহ। গত ফেব্রুয়ারিতে প্রথমবার এক নম্বরে উঠেছিলেন তিনি। তার চেয়ে মাত্র এক পয়েন্ট পিছিয়ে আছেন কানপুরে দুই ইনিংস মিলিয়ে ৫ উইকেট পাওয়া অশ্বিন।
বোলিংয়ের সেরা দশে পরিবর্তন আর একটি। নিউজিল্যান্ডের বিপক্ষে গলে ৯ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা ৮০১ রেটিং পেয়েছেন প্রাবাথ জায়াসুরিয়া। এক ধাপ এগিয়ে এখন সাত নম্বরে আছেন শ্রীলঙ্কার বাঁহাতি স্পিনার।
আর প্রথম ইনিংসে সেঞ্চুরি করে ১৬ ধাপ লাফিয়ে ৪২ নম্বরে উঠেছেন মুমিনুল।১২ ধাপ এগিয়ে ৭৯ নম্বরে উঠেছেন কানপুরে দ্বিতীয় ইনিংসে ফিফটি পাওয়া সাদমান ইসলাম।
বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সবার ওপরে আছেন মুশফিকুর রহিম (২৪)। যদিও এক ধাপ পিছিয়েছেন সাবেক এই অধিনায়ক। লিটন দাস সাত ধাপ পিছিয়ে ২০ থেকে ২৭-এ নেমে যাওয়াতেই ওপরে উঠেছেন মুশফিক।
কানপুরের ম্যাচ সেরা ইয়াশাসবি জয়সওয়াল ব্যাটসম্যানদের তালিকায় উঠেছেন ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে।
দুই ইনিংস মিলিয়ে ৭৬ রান করে ৬ ধাপ এগিয়ে ষষ্ঠ স্থানে আছেন ভিরাট কোহলি। এছাড়া পিছিয়েছেন রোহিত শার্মা, শুবমান গিল, মুশফিকুর রহিম, সাকিব আল হাসানরা। ব্যাটসম্যানদের তালিকায় ৮৯৯ রেটিং নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন জো রুট।
অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে ৫ নম্বরে উঠে এসেছেন মিরাজ। এই তালিকার শীর্ষস্থান ধরে রেখেছেন রবীন্দ্র জাদেজা।
টেস্টে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচে আছেন বাংলাদেশের সাকিব আল হাসানও। কানপুর টেস্ট শেষে আগের সপ্তাহের মতোই তিনে আছেন সাকিব।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
প্রশাসন ক্যাডার নিয়ে ষড়যন্ত্র চলছে
যুক্তরাজ্যে ট্রাম্পের বিশেষ দূত হিসেবে মার্ক বার্নেট নিযুক্ত
ফাইনালে ভারতের কাছে বাংলাদেশের হার
ফ্রেন্ডলি ফায়ার দুর্ঘটনায় লোহিত সাগরে মার্কিন যুদ্ধবিমান ধ্বংস
ইরানে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১০
বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী নারী কে, জানেন?
বাংলাদেশি রোগী পেতে সীমান্ত পর্যন্ত মেট্রো চালু করবে ভারত
হাত ফসকে আইফোন পড়ে গেল মন্দিরের দানবাক্সে, ফেরত দিতে অস্বীকৃতি
কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একাধিক দুর্ঘটনা: নিহত ১, আহত ১৫
ঢাকার বায়ুমানে উন্নতির কোনো লক্ষণ নেই, বিপজ্জনকের কাছাকাছি
উগ্রবাদী সন্ত্রাসী 'সাদ' পন্থীদের কর্মকান্ডের বিরুদ্ধে সাতক্ষীরায় মানববন্ধন
বাংলাদেশ সীমান্তে অত্যাধুনিক ড্রোন মোতায়েন ভারতের
নরসিংদীতে দুর্বৃত্তের গুলিতে ছাত্রদলকর্মী নিহত
সিনেটে প্রার্থী হতে সরে দাঁড়ালেন লারা ট্রাম্প
আমাদেরকে আর স্বৈরাচার হতে দিয়েন না : পার্থ
মার্চের মধ্যে রাষ্ট্র-সংস্কার কাজ শেষ হবে : ধর্ম উপদেষ্টা
জামালপুরে দুই ইজিবাইকের চাপায় সাংবাদিক নুরুল হকের মৃত্যু
বাংলাদেশের সীমান্তবর্তী রাখাইনের সামরিক সদর দফতরের দখল নিয়েছে আরাকান আর্মি
ব্রাজিলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩২
নতুন পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ সিরিয়ায়