৫ উপলক্ষে উজ্জীবিত জ্যোতিরা
০৫ অক্টোবর ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ০৫ অক্টোবর ২০২৪, ১২:০৪ এএম
এক দিনে পাঁচটি উপলক্ষ। দুটি ছিল পূর্বনির্ধারিত। পরে যোগ হয়েছে আরও তিনটি। ৩ অক্টোবর দিনটা তাই বাংলাদেশের নারী ক্রিকেট দলকে এনে দিয়েছে এক ডালি উদযাপনের উপলক্ষ, অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিরা যেটিকে ‘স্পেশাল’ বলেছেন। গতপরশু শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হয় বাংলাদেশ। ম্যাচে স্কটিশদের ১৬ রানে হারিয়ে বিশ্বকাপে ১৬ ম্যাচ পর প্রথম জয় তুলে নেন বাংলাদেশের মেয়েরা। এর মাধ্যমে ১০ বছরের জয়ের খরা যেমন কেটেছে, এবারের আসরে পরের ধাপে যাওয়ার আশাও বেড়েছে।
যে দুটি উপলক্ষ পূর্বনির্ধারিত ছিল, তার একটি অধিনায়ক নিগারেরই। ২০১৫ সাল থেকে জাতীয় দলে খেলা এই কিপার-ব্যাটারের এটি ছিল শততম টি-টোয়েন্টি, বাংলাদেশে মেয়েদের ক্রিকেটে যা প্রথম। অন্য উপলক্ষটি ছিল ব্যাটার তাজ নেহারের জন্মদিন। পরে ম্যাচে যুক্ত হয় দুটি ব্যক্তিগত কীর্তি ও একটি দলীয় অর্জন। এদিনই বাংলাদেশের প্রথম বোলার হিসেবে টি-টোয়েন্টিতে এক শ উইকেটের মাইলফলক স্পর্শ করেন নাহিদা আক্তার। আরেক স্পিনার ফাহিমা খাতুন স্পর্শ করেন ৫০ উইকেটের মাইলফলক। আর সবার সম্মিলিত অবদানেই এসেছে এক দশক পর বিশ্বকাপ ম্যাচে দলের জয়।
ম্যাচের পর রাতে দলের টিম হোটেলে আয়োজন করা হয়েছিল অধিনায়ক নিগারের শততম ম্যাচ, নাহিদার শততম উইকেট ও তাজ নেহারের জন্মদিন উদযাপন অনুষ্ঠান। নিগার ও নাহিদার হাতে মাঠের বিভিন্ন মুহূর্তের ছবি দিয়ে সাজানো একটি করে স্মারক তুলে দেন বিসিবির নারী ক্রিকেট বিভাগের প্রধান ও সাবেক অধিনায়ক হাবিবুল বাশার। সঙ্গে ছিলেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের প্রধান কোচ হাশান তিলকারতেœ। আর তাজ নেহারের জন্মদিন উপলক্ষে কাটা হয় কেক। এক শতম ম্যাচ খেলা নিগার তার ক্রিকেট ক্যারিয়ারের সঙ্গে জড়িত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আমার জীবনের বড় অর্জন এটি। যখন শুরু করেছিলাম, তখন কল্পনাও করিনি এত দূর আসব। আর আজকের দিনে ১০০তম ম্যাচ খেলে যতটা না খুশি হয়েছি, তার চেয়ে বেশি খুশি হয়েছি ম্যাচ জিতে।’
শততম ম্যাচের জন্য তাঁকে সংবর্ধিত করা বাংলাদেশ নারী ক্রিকেট দলের জন্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ, এটা বোঝাতে গিয়ে নিগার বলেন, ‘ধন্যবাদ আমাকে গর্বিত অনুভব করানোর জন্য। কারণ, আমি জানি মেয়েদের ক্রিকেটের জন্য এটা কত বড় অর্থ বহন করে। শুধু আমাদের জন্য নয়, সবার জন্যই। একইভাবে আমাদের কোচিং স্টাফ এবং বিসিবিতে আমাদের ওপরে যাঁরা আছেন, তাঁদের জন্যও। সব সময় একটা কথা শুনি, “তোমরা কিছু করো, তাতে তোমাদের পক্ষে আমরা কিছু বলতে পারব।” আমার চাওয়া, আমরা যেন ওপরের দিকে আমাদের কথা বলার সুযোগ করে দিতে পারি।’
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ তাদের পরের ম্যাচ খেলতে নামবে আজই, ইংল্যান্ডের বিপক্ষে। ‘বি’ গ্রুপে জ্যোতিদের অন্য দুই প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ (১০ অক্টোবর) ও দক্ষিণ আফ্রিকা (১২ অক্টোবর)।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
দুর্নীতির মাধ্যমে পুতুলের ডব্লিউএইচও'র পদ পাওয়ার অভিযোগ: দুদকের অনুসন্ধান শুরু
বলিউড অভিনেতা সাইফ আলীকে ছুরিকাঘাত, হাসপাতালে ভর্তি
রাজশাহী জেলা ছাত্রদল নেতার পিতা বাচ্চু সরকারের দাফন সম্পন্ন
মোংলায় সড়কের ওপর রাখা পাথরের ধাক্কায় যাত্রীবাহী ভটভটিতে থাকা দুই যাত্রীর মৃত্যু, আহত ৪
গাজায় ঐতিহাসিক পরাজয় ইসরাইলের
১৭ বছর পর আজ দুপুরে কারামুক্ত হচ্ছেন বাবর
দীর্ঘ এক যুগ পর কারামুক্ত হলেন ডেসটিনির চেয়ারম্যান
আজ কুড়িগ্রামে মার্চ ফর ফেলানী, নেতৃত্বে সারজিস আলম
বাংলাদেশে আসছেন পাকিস্তানের জয়েন্ট চিফস অব স্টাফ জেনারেল সাহির শমসদ
গাজায় যুদ্ধবিরতি চুক্তি ইসরাইলের ‘ঐতিহাসিক পরাজয়’: হামাস
যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পরও গাজায় হামলা ইসরাইলের, নিহত অন্তত ৩০
জুলাই ঘোষণা : কারা যাচ্ছেন আজকের বৈঠকে
গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হামাস-ইসরাইল
যে সব শর্তে গাজায় যুদ্ধবিরতি
এনসিটিবির সামনে হামলার ঘটনায় গ্রেপ্তার ২
নোয়াখালীর সদর উপজেলার ইউপি চেয়ারম্যান বাবলু আটক
বগুড়ায় কলেজ শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেফতার ৪
মতিঝিলে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫
সাভারে ডিবি পুলিশ পরিচয়ে ২৫ লাখ টাকার তেলসহ পিকআপ ছিনতাই
ডাকসু নিয়ে ৩৭৭ সংস্কার প্রস্তাব ঢাবি ছাত্রদলের