হুমকি ঠেকিয়ে বড় ম্যাচের আশা
০৫ অক্টোবর ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ০৫ অক্টোবর ২০২৪, ১২:০৪ এএম
টেস্ট সিরিজে হোয়াইটওয়াশের পর বাংলাদেশ এবার টি-টোয়েন্টি সিরিজের চ্যালেঞ্জের সামনে। সে লক্ষ্যে আগের দিনই ম্যাচ ভেন্যু শ্রীমন্ত মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলনও সেরেছে। বাংলাদেশ-ভারত তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টির এই ম্যাচ দিয়েই অভিষেক হতে যাচ্ছে গোয়ালিওরের এই ভেন্যুর। গতকাল শুক্রবার হওয়ায় দিনের সময়টা জুম্মার নামাজ আর বিশ্রামে কাটালেও সন্ধ্যায় ফ্লাড লাইটের আলোয় ঠিকই অনুশীলনে নেমেছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ, তানজিম সাকিব, মুস্তাফিজুর রহমানরা। বিসিবির পাঠানো ভিডিওতে প্রথম দিনের অনুশীলন দেখেই বোঝা যাচ্ছিল, মধ্য প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের নতুন এই মাঠে বড় স্কোর হতে যাচ্ছে। মাঝ মাঠ থেকে লিটন-হৃদয়-রিশাদদের বড় বড় ছক্কা আছড়ে পড়ছিল গ্যালারিতে। স্পিনারদের বল যাচ্ছিল সোজা, পেসাররা সুইং পাচ্ছিলেন ঠিকই, কিন্তু বল ব্যাটে আসছিল সহজেই। ৬ অক্টোবরের ম্যাচেও যে বড় রান হবে, নেটের উইকেটে যেন সেই আভাস।
এ মাঠের টি-টোয়েন্টি রেকর্ডেও আছে বড় রানের পূর্বাভাস। মধ্য প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের এক কর্মকর্তা জানান, গত জুনে এ মাঠে হয়ে যাওয়া মধ্য প্রদেশ ক্রিকেট লিগের (এমপিএল) ১২ ম্যাচের মধ্যে দুই শ হয়েছে চারবার। বাংলাদেশ-ভারত ম্যাচেও এ রকমই স্কোর হবে বলে আশা সেই কর্মকর্তার, ‘পিচ বদলানোর সুযোগ নেই। এখানে ভালোই রান হবে ধরে রাখেন।’ এমপিএলের ফাইনাল ম্যাচের কথা মনে করিয়ে দিলেন সেই কর্মকর্তা। গোয়ালিয়র চিতার করা ৭ উইকেটে ১৯৩ রান মালওয়া প্যান্থার ১ বল বাকি থাকতেই টপকে যায়। টুর্নামেন্টের প্রথম ম্যাচে তো জাবালপুর লায়ন্স ৪ উইকেটে করেছিল ২৪৯ রান, জবাবে ভোপাল লেপার্ড করেছিল ২১৬ রান। পুরো টুর্নামেন্টে প্রথম ইনিংসে গড় রান হয়েছে ১৭১, দ্বিতীয় ইনিংসে ১৫০। মধ্য প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সেই কর্মকর্তার দাবি, ‘টুর্নামেন্টের শেষের দিকে তিন-চারটা ম্যাচ বৃষ্টির কারণে বাধাগ্রস্ত হয়েছে। না হলে গড় রান আরও বেশি হতো।’
মধ্য প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনও বড় রান চায়। নতুন এই স্টেডিয়ামের আন্তর্জাতিক অভিষেকে রোমাঞ্চকর ম্যাচ উপহার দিতে চান আয়োজকেরা। তবে সেই রোমাঞ্চে পানি ঢালার পাঁয়তারা করছে একটি মহল। তবে সেটিতে শক্ত হাতে মোকাবেলার ঘোষনা দিয়েছে স্থানীয় প্রশাসন। আগামীকালের ম্যাচটি ঘিরে বিক্ষোভ মিছিল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক প্রচারণায় নিষেধাজ্ঞা জারি করেছেন স্থানীয় জেলা ম্যাজিস্ট্রেট। ভারতের বার্তা সংস্থা পিটিআইয়ের খবরে বলা হয়, প্রশাসনিক নির্দেশনাটি এসেছে বাংলাদেশ-ভারত ম্যাচ নিয়ে হিন্দু মহাসভা ও কয়েকটি সংগঠনের বিক্ষোভের জেরে। বাংলাদেশে গত আগস্টে আওয়ামী লীগ সরকার উৎখাত-পরবর্তী ঘটনায় হিন্দুদের ওপর হামলা-নির্যাতনের মিথ্যা অভিযোগে ম্যাচটি বাতিলের দাবি তুলেছে তারা।
তবে হিন্দু মহাসভার ‘গোয়ালিয়র বনধ’- এর ডাক ও অন্যান্য সংগঠনের ম্যাচ বাতিলের দাবির পরিপ্রেক্ষিতে মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমপিসিএ) ও স্থানীয় প্রশাসন নিরাপত্তায় বাড়তি গুরুত্ব দিচ্ছে। দুই দলের জন্য কঠোর নিরাপত্তার পাশাপাশি খেলোয়াড়দের হোটেল থেকে বের হতেও বারণ করা হয়েছে। পিটিআই জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সুপারিনটেন্ডেন্টের সুপারিশ অনুযায়ী, ৭ অক্টোবর পর্যন্ত গোয়ালিয়র জেলায় বিক্ষোভ ও উসকানিমূলক কার্যক্রমে নিষেধাজ্ঞা জারি করেছেন জেলা ম্যাজিস্ট্রেট ও কালেক্টর রুচিকা চৌহান। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিত (বিএনএসএস) আইনের ১৬৩ ধারা অনুযায়ী, এ সময়ে বিক্ষোভ মিছিল করা যাবে না।
এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনে প্রতিবন্ধকতা সৃষ্টি করে অথবা ধর্মীয় উত্তেজনা উসকে দেয়, এমন অডিও-ভিডিও, ছবিসহ কোনো ব্যানার, পোস্টার, কাটআউট, পতাকা এবং উত্তেজক বার্তা বহনকারী কিছু প্রচার করা যাবে না। পাঁচজনের বেশি একত্র হওয়া, আতশবাজী বহন করা, ছুরি বা বর্শার মতো ধারালো অস্ত্রপাতি বহন করাও নিষিদ্ধ করা হয়েছে। যে কোনো স্থাপনার ২০০ মিটার ব্যাসার্ধের মধ্যে কেরোসিন, পেট্রোল ও অ্যাসিড বহনও নিষিদ্ধ। স্থানীয় পুলিশ প্রশাসন জানিয়েছে, বাংলাদেশ-ভারত ম্যাচ ঘিরে গোয়ালিয়রে নিরাপত্তা ও পরিবহন ব্যবস্থাপনায় প্রায় ১৬০০ পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
রাজশাহী জেলা ছাত্রদল নেতার পিতা বাচ্চু সরকারের দাফন সম্পন্ন
মোংলায় সড়কের ওপর রাখা পাথরের ধাক্কায় যাত্রীবাহী ভটভটিতে থাকা দুই যাত্রীর মৃত্যু, আহত ৪
গাজায় ঐতিহাসিক পরাজয় ইসরাইলের
১৭ বছর পর আজ দুপুরে কারামুক্ত হচ্ছেন বাবর
দীর্ঘ এক যুগ পর কারামুক্ত হলেন ডেসটিনির চেয়ারম্যান
আজ কুড়িগ্রামে মার্চ ফর ফেলানী, নেতৃত্বে সারজিস আলম
বাংলাদেশে আসছেন পাকিস্তানের জয়েন্ট চিফস অব স্টাফ জেনারেল সাহির শমসদ
গাজায় যুদ্ধবিরতি চুক্তি ইসরাইলের ‘ঐতিহাসিক পরাজয়’: হামাস
যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পরও গাজায় হামলা ইসরাইলের, নিহত অন্তত ৩০
জুলাই ঘোষণা : কারা যাচ্ছেন আজকের বৈঠকে
গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হামাস-ইসরাইল
যে সব শর্তে গাজায় যুদ্ধবিরতি
এনসিটিবির সামনে হামলার ঘটনায় গ্রেপ্তার ২
নোয়াখালীর সদর উপজেলার ইউপি চেয়ারম্যান বাবলু আটক
বগুড়ায় কলেজ শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেফতার ৪
মতিঝিলে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫
সাভারে ডিবি পুলিশ পরিচয়ে ২৫ লাখ টাকার তেলসহ পিকআপ ছিনতাই
ডাকসু নিয়ে ৩৭৭ সংস্কার প্রস্তাব ঢাবি ছাত্রদলের
গাজীপুরে থানায় ব্যবসায়ীকে আটক করে ২ লাখ টাকা ঘুষ নিলো ওসি
রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র অফিস অবরোধের ঘোষণা চাকরি বঞ্চিতদের