দক্ষিণ আফ্রিকার কাছে আজ হারলেই বাদ জ্যোতিরা!
১২ অক্টোবর ২০২৪, ১২:১০ এএম | আপডেট: ১২ অক্টোবর ২০২৪, ১২:১০ এএম
সংযুক্ত আরব আমিরাতে চলমান আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘বি’ গ্রুপে সেমিফাইনালের দৌড়ে ভালোভাবে টিকে থাকতে হলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিততেই হতো বাংলাদেশকে। কিন্তু ব্যাটিং ব্যর্থতা আর বাজে বোলিংয়ের কারণে ক্যারিবিয়ান নারীদের কাছে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে প্রায় ছিটকে পড়েছে বাংলাদেশের মেয়েরা। আজ গ্রুপের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হারলেই বিশ্বকাপ থেকে বাদ পড়বেন নিগার সুলতানা জ্যোতিরা! দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টাইগ্রেস-প্রোটিয়াদের লড়াই শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। টুর্নামেন্টে টিকে থাকার ক্ষিণ সম্ভাবনা এখনও জেগে আছে বাংলাদেশের। এক্ষেত্রে আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জ্যোতিদের শুধু জিতলেই চলবে না, ম্যাচে প্রোটিয়া মেয়েদের হারতে হবে বিশাল ব্যবধানে। পাশাপাশি স্কটল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হারতে হবে ইংল্যান্ডকে। তবেই সেমিফাইনালে খেলতে পারবে টাইগ্রেসরা। যদিও এ আশা অনেক যদি-কিন্তুর উপর নির্ভর করছে।
বৃহস্পতিবার রাতে আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের তৃতীয় ম্যাচে আগে ব্যাট করে ৮ উইকেটে ১০৩ রান করে বাংলাদেশ। জবাবে হেইলি ম্যাথিউজ ও দিয়ান্দ্রা দতিনের ঝড়ো ব্যাটিংয়ে ২ উইকেটে ১০৪ রান করে ৪৩ বল হাতে রেখেই বড় জয় তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ। এই হারে বাংলাদেশের শেষ চারে খেলার আশা ম্লান হলেও বড় ব্যবধানে জিতে ভালো রান রেটের সঙ্গে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে উঠলো ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবিয়দের কাছে হেরে সেমির দৌড় থেকে প্রায় ছিটকে গেলেও ম্যাচে নিজ দলের ব্যাটারদের ব্যাটিংয়ের ধরণ সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিকে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভালো ব্যাটিংয়ের প্রত্যয় নিয়ে মাঠে নামা বাংলাদেশ দল এদিন ডট বল খেলেছে ৫৭টি। গোটা ইনিংসে টাইগ্রেসরা বাউন্ডারি হাঁকিয়েছে মাত্র ৯টি। প্রথম চার ব্যাটারের পর আর কেউই বল পাঠাতে পারেননি সীমানার বাইরে। এমনকি ইনিংসের শেষ ৪৯ বলে একটি বাউন্ডারিও মারতে পারেনি বাংলাদেশ! দলের ব্যাটারদের এমন হতশ্রী পারফরম্যান্সে দারুণ হতাশ বাংলাদেশ অধিনায়ক। তাই তো ম্যাচ শেষে হতাশা প্রকাশ করে জ্যোতি বলেন,‘ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আমাদের শুরুটা খুব ভালো ছিল। তবে মাঝের সময়টায় আমরা অনেক বেশি ডট খেলেছি এবং পরে তাদেরকে উইকেটের পর উইকেট বিলিয়ে দিয়েছি। মাঝের ওভারগুলোতে তাদের বোলাররা সত্যিই অনেক ভালো বল করেছে এবং আমাদেরকে শট খেলার জায়গা দেয়নি তারা। সিঙ্গেল নেওয়ার অনেক সুযোগও আমরা হাতছাড়া করেছি,যা চাপ তৈরি করেছে আমাদের ওপর। যার ফলে বড় ব্যবধানের হার মেনে নিতে হলো।’ ব্যাটিংয়ে উন্নতির তাগিদ দিয়ে জ্যোতি আরও বলেন,‘শিক্ষণীয় অনেক কিছুই আমরা সামনে বয়ে নিতে পারি। বিশেষ করে, এই ধরনের টুর্নামেন্টে কীভাবে ইতিবাচক থাকতে হয়। আমাদের দলটা এই ধরনের টুর্নামেন্টে খুব বেশি অভিজ্ঞ নয়। আমাদের জন্য জরুরি হলো ব্যাটিং ইউনিট হিসেবে আরও বেশি তাড়না দেখানোয় মনোযোগ দেওয়া। আমাদের বোলাররা প্রতিটি ম্যাচেই তাদের কাজটা করতে পেরেছে। ব্যাটিং ইউনিট হিসেবে ব্যাটারদের দায়িত্ব আরও শক্তিশালী হওয়া প্রয়োজন বলে মনে করি।’
বিশ্বকাপের ‘বি’ গ্রুপে তিন ম্যাচ শেষে দুই জয় ও এক হারে ৪ পয়েন্ট সবার উপরে ওয়েস্ট ইন্ডিজ। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে রান রেটে পিছিয়ে থেকে দ্বিতীয় স্থানে দক্ষিণ আফ্রিকা। দুই ম্যাচের দু’টিতেই জিতে ৪ পয়েন্ট পেয়ে ইংল্যান্ডের অবস্থান তিনে। তিন ম্যাচে এক জয় ও দুই হারে ২ পয়েন্ট নিয়ে বাংলাদেশ চতুর্থ স্থানে থাকলেও সমান ম্যাচ খেলে তিন হারে কোনো পয়েন্ট না পেয়ে সবার শেষে জায়গা পেয়েছে স্কটল্যান্ড। গ্রুপে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল খেলবে সেমিফাইনালে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
রাইখালীতে পারিবারিক কলহের জেরে আত্মহত্যা
বাঘায় রত্নগর্ভা হাসনা-হুদা দম্পতির ১২ সন্তান উচ্চ শিক্ষায় সফল
শহীদ জিয়ার মিঠাছড়া খাল খননে হাজারো কৃষকের ভাগ্য খুলেছিল ' - মীর হেলাল
ঝিনাইগাতীতে আইন শৃঙ্খলা কমিটিসহ ৪ কমিটির সভা অনুষ্ঠিত
গফরগাঁওয়ে ভিজিডির ৫১ বস্তা চুরি
গোলাপগঞ্জে মাদক সেবনের অপরাধে দুই জনকে জরিমানা ও কারাদণ্ড
ফ্যাসিস্ট সরকারের নিপীড়ন থেকে রাজনৈতিক দলগুলো শিক্ষা নেয়নি ইসলামী আন্দোলন বাংলাদেশ
ঢাকাকে উড়িয়ে আসর শুরু রংপুরের
নিজ জমিতে যাওয়া হলো না সিলেটে এক ব্যবসায়ীর : হামলা করলো যূবদলনামধারী ভূমিখেকো চক্র
প্রতারণার দায়ে অনন্ত জলিলের বিরুদ্ধে সমন জারি
রেকর্ড পুনরুদ্ধার করে শাহিদির ২৪৬, রেকর্ড গড়ল আফগানিস্তানও
‘ইসলাম প্রচার প্রসারে সউদী সরকার ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করছে’
টেলিটকের দুটি স্পেশাল ডাটা প্যাকেজের উদ্বোধন করলেন উপদেষ্টা নাহিদ ইসলাম
জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরি করবে সরকার: প্রেস সচিব
এসিআই লিমিটেড ২০ শতাংশ নগদ এবং ১৫ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে
এবার ছাত্রদল সভাপতির পাশে দাঁড়ালেন হাসনাত আব্দুল্লাহ
কোয়ালিফাইয়ারের বাধা টপকাতে চায় রংপুর
খুশদিলের শেষের ঝড়ে রংপুরের বড় সংগ্রহ
চোখের চিকিৎসায় স্ট্যান্ডার্ড চার্টার্ড ও ইস্পাহানী চক্ষু হাসপাতালের যৌথ উদ্যোগ
পিলখানা হত্যাকাণ্ডের সব তথ্য প্রকাশ করা হবে: প্রধান উপদেষ্টা