সব রেকর্ড গুড়িয়ে ভারতের ২৯৭
১৩ অক্টোবর ২০২৪, ১২:০৫ এএম | আপডেট: ১৩ অক্টোবর ২০২৪, ১২:০৫ এএম

বাংলাদেশের বোলারদের এত অসহায় আগে কখনও দেখা গেছে বলে মনে হয় না। তাসকিন-মুস্তাফিজদের উপর দিয়ে রীতিমতো তাণ্ডবলীলা চালালেন ভারতীয় ব্যাটাররা। তাতে একের পর এক গুড়িয়ে গেল সব রেকর্ড।
সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে হায়দরাবাদের রাজীব গান্দি স্টেডিয়ামে নির্ধারিত ২০ ওভারে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ২৯৭ রান। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যা দ্বিতীয় সর্বোচ্চ রান। মঙ্গোলিয়ার বিপক্ষে গত বছরের সেপ্টেম্বরে ২০ ওভারে ৩১৪ রান তুলেছিল নেপাল।
তবে আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে এটিই সর্বোচ্চ রানের রেকর্ড। ২০১৯ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে আফগানিস্তানের ২৭৮ ছিল আগের সর্বোচ্চ।
আর ভারতের আগের সর্বোচ্চ ছিল ২০১৭ সালে ইন্দোরে শ্রীলঙ্কার বিপক্ষে, ২৬০ রান। এবারের ইনিংসে ছক্কা হয়েছে ২২টি, চার ২৫টি।
৪০ বলে ক্যারিয়ারের প্রথম ও ভারতের দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি করে সান্জু স্যামসন থেমেছেন ৪৭ বলে ১১টি চার ও ৮ ছক্কায় ১১১ রান করে। সূর্যকুমার যাদব করেন ৩৫ বলে ৮ চার ও ৫ ছক্কায় ৭৫ রান। দ্বিতীয় উইকেটে দুজনে গড়েন নিজেদের রেকর্ড ৭০ বলে ১৭৩ রানের জুটি।
১০ রানের ব্যবধানে আউট হন দুজন। এরপর এসে একই ঝড় তোলেন হার্দিক পান্ডিয়া ও রিয়ান পরাজ। দুজনে গড়েন স্রেফ ২৬ বলে ৭০ রানের জুটি। ১৩ বলে ৪ ছক্কা ও ১ চারে ৩৪ রানের ক্যামিও দিয়ে যান পরাজ। পান্ডিয়া থামেন ১৮ বলে চারটি করে ছক্কা-চারে ৪৭ রান করে।
একটা সময় আগ্রহের বিষয় তৈরি হয় ভারত ৩০০ স্পর্শ করতে পারবে কি না। শেষ পর্যন্ত তা হয়নি শেষ ওভারে তানজিম সাকিব হ্যাটট্রিকের সম্ভাবনা তৈরি করলে।
স্রেফ দুটি ওভারে রান এসেছে দশের নীচে, দুটিই মেহেদী হাসোন করা, ম্যাচের প্রথম ও নবম ওভার। বাকি ১৮ ওভারেই রান এসেছে ওভারপ্রতি দশের উপরে। সব ধরণের টি-টোয়েন্টিতে যা রেকর্ড। ১৭টি ওভারে দশ করে রানের রেকর্ড আছে তিনবার। দুটি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে, অন্যটি অস্ট্রেলিয়া তুলেছিল শ্রীলঙ্কার বিপক্ষে, ২০১৬ সালে কলম্বোয়।
সবচেয়ে বড় ঝড় গেছে তানজিম হাসানের উপর দিয়ে। এই তরুণ পেসার ৪ ওভারে দিয়েছেন ৬৬ রান। উইকেট নিয়েছেন সর্বোচ্চ ৩টি। বাকিদের মধ্যে ওভারপ্রতি সবচেয়ে কম দিয়েছেন একাদশে সুযোগ পাওয়া মেহেদী হাসান, ৪ ওভারে ৪৫। তাসকিন ৪ ওভারে ১ উইকেট নেন ৫১ রানের বিনিময়ে। ৪ ওভারে ৫২ রানে এক উইকেট মুস্তাফিজের।
রিশাদ হোসেন ২ ওভারে ৪৬ রান দেওয়ার পর তাকে আর বোলিংয়ে আনার সাহস পাননি বাংলাদেশ অধিনায়ক। ২ ওভারে ২৬ রান দিয়েছেন ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলতে নামা মাহমুদউল্লাহ।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

মেহেরপুর জেলা নির্বাচন কমিশন অফিসের মানববন্ধন ও অবস্থান কর্মসূচি
পদ্মা নদীতে বালু কাটা বাংলা ড্রেজিংসহ ১ জন গ্রেফতার

ভারতে মাইক ব্যবহারে বাধা, মুখেই সেহরির জন্য ডাকছেন ঈমাম সাহেব! ভিডিও ভাইরাল

প্রাথমিকের প্রধান শিক্ষকরা পাবেন ২য় শ্রেণির গেজেটেড কর্মকর্তার মর্যাদা

শুক্রবার হোলি উৎসব ভারতে, বহু মসজিদে পিছিয়ে দেয়া হয়েছে জুমার নামাজ

আদালত চত্বর থেকে পালিয়ে যাওয়া ধর্ষণ মামলার আসামি ফের গ্রেপ্তার

সচিবালয় ও যমুনার আশপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ

ভারতে অবৈধ অভিবাসন রোধে কঠোর প্রস্তাব, অনুপ্রবেশ করলে ৫ বছর কারাদণ্ড

উত্তরপত্রসহ ছাত্রীকে প্রশ্ন সরবারহের অভিযোগ কুবি শিক্ষক কাজী আনিছের বিরুদ্ধে

বাংলাদেশের ব্যাংকখাতের ঋণমান কমিয়েছে মুডিস

সঙ্গীতে আসিফের হাত ধরে দ্যুতি ছড়াবেন জ্যোতি

রোজা না রাখায় কান ধরে ওঠবস করানো লক্ষীপুরের সেই নেতার প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা

মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে অন্তর্বর্তী সরকার : প্রধান উপদেষ্টা

ইফতারে তরমুজ খাওয়ার উপকারিতা

বাংলাদেশিদের জন্য ওমরাহ ভিসা কমিয়েছে সউদী আরব

অগ্নিকাণ্ডে নিঃস্ব আশুলিয়ার ৬ পোশাক শ্রমিকের পাশে দাঁড়ালেন শ্রমিক নেতা

‘ডেমন সিটি' নিয়ে কেন এতটা মাতামাতি জাপানে?

মাগুরার শিশুটির জীবন সংকটাপন্ন, দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা

আওয়ামী লীগের বিচার নিশ্চিত হওয়ার পূর্বে আর কোনো আলাপ নয়, ফুলস্টপ: হাসনাত

শাহবাগ ও জামায়াতের রাজনীতি নিয়ে যে ব্যাখ্যা দিলেন মাহফুজ আলম