রেকর্ডময় ম্যাচে রেকর্ড ব্যবধানে হেরে ধবলধোলাই বাংলাদেশ

Daily Inqilab স্পোর্টস ডেস্ক

১৩ অক্টোবর ২০২৪, ১২:০৫ এএম | আপডেট: ১৩ অক্টোবর ২০২৪, ১২:০৫ এএম

ছবি: বিসিসিআই

পরাজয় নিয়ে শঙ্কা ছিল না মোটেও। দেখার ছিল ব্যবধান কতটা কমাতে পারে বাংলাদেশ। কিন্তু যে উইকেটে ব্যাটিংয়ের সব রেকর্ড গুড়িয়ে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ল ভারত, সেই পিচেই মুখ থুবড়ে পড়ল বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। বিশাল ব্যবধানে হেরেই তাই অস্বস্তির ভারত সফর শেষ হলো নাজমুল হোসেন শান্ত বাহিনীর।

সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে হায়দরাবাদের রাজীব গান্দী স্টেডিয়ামে শনিবার ১৩৩ রানে হেরেছে বাংলাদেশ। টি-টোয়েন্টিতে রানের হিসেবে এটিই বাংলাদেশের সবচেয়ে বড় পরাজয়। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে তাদেরকে ১০৪ রানে হারিয়েছিল ভারত।

রানের ব্যবধানে ভারতের তৃতীয় বৃহত্তম জয় এটি। এর জয়ে তিন ম্যাচের সিরিজও স্বাগতিকরা জিতে নিল ৩-০ ব্যবধানে।

২৯৮ রানের লক্ষ্যে ৭ উইকেটে ১৬৪ রান করতে পারে বাংলাদেশ। ক্যারিয়ার সেরা ইনিংসে ৪২ বলে ৬৩ রানে অপরাজিত থাকেন তাওহীদ হৃদয়। ৩০ রানে ৩ উইকেট নিয়ে ভারতের সেরা বোলার রবি বিষ্ণই। ৩২ রানে ২টি নেন মায়াঙ্ক যাদব।

ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৯ বলে এক বাউন্ডারিতে ৮ রান করেন মাহমুদউল্লাহ।

রান তাড়ায় প্রথম বলেই সাজঘরে ফেরেন পারভেজ হোসেন। থিতু হয়ে আউট হন তানজিদ হাসান (১২ বলে ১৫) ও শান্ত (১১ বলে ১৪)। এরপর সর্বোচ্চ জুটির দেখা পায় বাংলাদেশ। চতুর্থ উইকেটে ৩৮ বলে ৫৩ রান যোগ করেন লিটন দাস ও হৃদয়।

২৫ বলে ৪২ রান করা লিটনের বিদায় ভাঙে জুটি। এরপর আর কেউ উল্লেখ করার মতো কিছু করতে পারেননি। ৬৪ বলে একশ করা বাংলাদেশও শেষ পর্যন্ত করতে পারে ৭ উইকেটে ১৬৪ রান।

প্রথম ইনিংস পরেই ভারতের জয় নিয়ে কোনো সংশয় ছিল না। নির্ধারিত ২০ ওভারে ভারত তোলে ৬ উইকেটে ২৯৭ রান। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যা দ্বিতীয় সর্বোচ্চ রান। মঙ্গোলিয়ার বিপক্ষে গত বছরের সেপ্টেম্বরে ২০ ওভারে ৩১৪ রান তুলেছিল নেপাল।

 তবে আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে এটিই সর্বোচ্চ রানের রেকর্ড। ২০১৯ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে আফগানিস্তানের ২৭৮ ছিল আগের সর্বোচ্চ।

আর ভারতের আগের সর্বোচ্চ ছিল ২০১৭ সালে ইন্দোরে শ্রীলঙ্কার বিপক্ষে, ২৬০ রান। এবারের ইনিংসে ছক্কা হয়েছে ২২টি, চার ২৫টি।

৪০ বলে ক্যারিয়ারের প্রথম ও ভারতের দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি করে সান্জু স্যামসন থেমেছেন ৪৭ বলে ১১টি চার ও ৮ ছক্কায় ১১১ রান করে। সূর্যকুমার যাদব করেন ৩৫ বলে ৮ চার ও ৫ ছক্কায় ৭৫ রান। দ্বিতীয় উইকেটে দুজনে গড়েন নিজেদের রেকর্ড ৭০ বলে ১৭৩ রানের জুটি।

১০ রানের ব্যবধানে আউট হন দুজন। এরপর এসে একই ঝড় তোলেন হার্দিক পান্ডিয়া ও রিয়ান পরাজ। দুজনে গড়েন স্রেফ ২৬ বলে ৭০ রানের জুটি। ১৩ বলে ৪ ছক্কা ও ১ চারে ৩৪ রানের ক্যামিও দিয়ে যান পরাজ। পান্ডিয়া থামেন ১৮ বলে চারটি করে ছক্কা-চারে ৪৭ রান করে।

একটা সময় আগ্রহের বিষয় তৈরি হয় ভারত ৩০০ স্পর্শ করতে পারবে কি না। শেষ পর্যন্ত তা হয়নি শেষ ওভারে তানজিম সাকিব হ্যাটট্রিকের সম্ভাবনা তৈরি করলে।

স্রেফ দুটি ওভারে রান এসেছে দশের নীচে, দুটিই মেহেদী হাসোন করা, ম্যাচের প্রথম ও নবম ওভার। বাকি ১৮ ওভারেই রান এসেছে ওভারপ্রতি দশের উপরে। সব ধরণের টি-টোয়েন্টিতে যা রেকর্ড। ১৭টি ওভারে দশ করে রানের রেকর্ড আছে তিনবার। দুটি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে, অন্যটি অস্ট্রেলিয়া তুলেছিল শ্রীলঙ্কার বিপক্ষে, ২০১৬ সালে কলম্বোয়।

সবচেয়ে বড় ঝড় গেছে তানজিম হাসানের উপর দিয়ে। এই তরুণ পেসার ৪ ওভারে দিয়েছেন ৬৬ রান। বাংলাদেশের হয়ে যা রেকর্ড। আগের সবচেয়ে খরুচে বোলিং ছিল রুবেল হোসেনের, ৬৩।

ম্যাচে সর্বোচ্চ ৩ উইকেটও নেন তানজিম।

বাকিদের মধ্যে ওভারপ্রতি সবচেয়ে কম দিয়েছেন একাদশে সুযোগ পাওয়া মেহেদী, ৪ ওভারে ৪৫। তাসকিন ৪ ওভারে ১ উইকেট নেন ৫১ রানের বিনিময়ে। ৪ ওভারে ৫২ রানে এক উইকেট মুস্তাফিজুর রহমানের।

রিশাদ হোসেন ২ ওভারে ৪৬ রান দেওয়ার পর তাকে আর বোলিংয়ে আনার সাহস পাননি বাংলাদেশ অধিনায়ক। ক্যারিয়ারের শেষ ম্যাচে ২ ওভারে ২৬ রান দেন মাহমুদউল্লাহ।

সংক্ষিপ্ত স্কোর

ভারত: ২০ ওভারে ২৯৭/৬ (স্যামসন ১১১, আভিশেক ৪, সুরিয়াকুমার ৭৫, পারাগ ৩৪, পান্ডিয়া ৪৭, রিঙ্কু ৮*, নিতিশ ০, সুন্দার ১*; মেহেদি ৪-০-৪৫-০, তাসকিন ৪-০-৫১-১, তানজিম ৪-০-৬৬-৩, মুস্তাফিজ ৪-০-৫২-১, রিশাদ ২-০-৪৬-০, মাহমুদউল্লাহ ২-০-২৬-১)

বাংলাদেশ: ২০ ওভারে ১৬৪/৭ (পারভেজ ০, তানজিদ ১৫, শান্ত ১৪, লিটন ৪২, হৃদয় ৪৩*, মাহমুদউল্লাহ ৮, মেহেদি ৩, রিশাদ ০, তানজিম ৮*; মায়াঙ্ক ৪-০-৩২-২, পান্ডিয়া ৩-০-৩২-০, সুন্দার ১-০-৪-১, নিতিশ ৩-০-৩১-১, বিষ্ণই ৪-১-৩০-৩, ভারুন ৪-০-২৩-০, আভিশেক ১-০-৮-০)

ফল: ভারত ১৩৩ রানে জয়ী।

সিরিজ: ৩ ম্যাচের সিরিজ ভারত ৩-০তে জয়ী।

ম্যাচ সেরা: সান্জু স্যামসন।


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

হাজীগঞ্জে ভরাট মিঠানিয়া খালের মুখ, হুমকিতে ফসলি জমি

হাজীগঞ্জে ভরাট মিঠানিয়া খালের মুখ, হুমকিতে ফসলি জমি

রাহাতের সুরের মুর্ছনায় বিমোহিত দর্শক, বাংলায় বললেন 'আমরা তোমাদের ভালোবাসি'

রাহাতের সুরের মুর্ছনায় বিমোহিত দর্শক, বাংলায় বললেন 'আমরা তোমাদের ভালোবাসি'

প্রশাসন ক্যাডার নিয়ে ষড়যন্ত্র চলছে

প্রশাসন ক্যাডার নিয়ে ষড়যন্ত্র চলছে

যুক্তরাজ্যে ট্রাম্পের বিশেষ দূত হিসেবে মার্ক বার্নেট নিযুক্ত

যুক্তরাজ্যে ট্রাম্পের বিশেষ দূত হিসেবে মার্ক বার্নেট নিযুক্ত

ফাইনালে ভারতের কাছে বাংলাদেশের হার

ফাইনালে ভারতের কাছে বাংলাদেশের হার

ফ্রেন্ডলি ফায়ার দুর্ঘটনায় লোহিত সাগরে মার্কিন যুদ্ধবিমান ধ্বংস

ফ্রেন্ডলি ফায়ার দুর্ঘটনায় লোহিত সাগরে মার্কিন যুদ্ধবিমান ধ্বংস

ইরানে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১০

ইরানে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১০

বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী নারী কে, জানেন?

বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী নারী কে, জানেন?

বাংলাদেশি রোগী পেতে সীমান্ত পর্যন্ত মেট্রো চালু করবে ভারত

বাংলাদেশি রোগী পেতে সীমান্ত পর্যন্ত মেট্রো চালু করবে ভারত

হাত ফসকে আইফোন পড়ে গেল মন্দিরের দানবাক্সে, ফেরত দিতে অস্বীকৃতি

হাত ফসকে আইফোন পড়ে গেল মন্দিরের দানবাক্সে, ফেরত দিতে অস্বীকৃতি

কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একাধিক দুর্ঘটনা: নিহত ১, আহত ১৫

কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একাধিক দুর্ঘটনা: নিহত ১, আহত ১৫

ঢাকার বায়ুমানে উন্নতির কোনো লক্ষণ নেই, বিপজ্জনকের কাছাকাছি

ঢাকার বায়ুমানে উন্নতির কোনো লক্ষণ নেই, বিপজ্জনকের কাছাকাছি

উগ্রবাদী সন্ত্রাসী 'সাদ' পন্থীদের কর্মকান্ডের বিরুদ্ধে সাতক্ষীরায় মানববন্ধন

উগ্রবাদী সন্ত্রাসী 'সাদ' পন্থীদের কর্মকান্ডের বিরুদ্ধে সাতক্ষীরায় মানববন্ধন

বাংলাদেশ সীমান্তে অত্যাধুনিক ড্রোন মোতায়েন ভারতের

বাংলাদেশ সীমান্তে অত্যাধুনিক ড্রোন মোতায়েন ভারতের

নরসিংদীতে দুর্বৃত্তের গুলিতে ছাত্রদলকর্মী নিহত

নরসিংদীতে দুর্বৃত্তের গুলিতে ছাত্রদলকর্মী নিহত

সিনেটে প্রার্থী হতে সরে দাঁড়ালেন লারা ট্রাম্প

সিনেটে প্রার্থী হতে সরে দাঁড়ালেন লারা ট্রাম্প

আমাদেরকে আর স্বৈরাচার হতে দিয়েন না : পার্থ

আমাদেরকে আর স্বৈরাচার হতে দিয়েন না : পার্থ

মার্চের মধ্যে রাষ্ট্র-সংস্কার কাজ শেষ হবে : ধর্ম উপদেষ্টা

মার্চের মধ্যে রাষ্ট্র-সংস্কার কাজ শেষ হবে : ধর্ম উপদেষ্টা

জামালপুরে দুই ইজিবাইকের চাপায় সাংবাদিক নুরুল হকের মৃত্যু

জামালপুরে দুই ইজিবাইকের চাপায় সাংবাদিক নুরুল হকের মৃত্যু

বাংলাদেশের সীমান্তবর্তী রাখাইনের সামরিক সদর দফতরের দখল নিয়েছে আরাকান আর্মি

বাংলাদেশের সীমান্তবর্তী রাখাইনের সামরিক সদর দফতরের দখল নিয়েছে আরাকান আর্মি