হাথুরুসিংহে বরখাস্ত, বাংলাদেশের নতুন কোচ সিমন্স
১৫ অক্টোবর ২০২৪, ০৪:২৮ পিএম | আপডেট: ১৫ অক্টোবর ২০২৪, ০৫:২৩ পিএম
গত অগাস্টে ফারুক আহমেদ বিসিবি সভাপতি হওয়ার পর থেকেই ছিল এ নিয়ে আলোচনা। অবশেষে এলো আনুষ্ঠানিক ঘোষণা। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব থেকে বরখাস্ত হলেন চন্ডিকা হাথুরুসিংহে। তার জায়গায় বাংলাদেশের নতুন প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ফিল সিমন্স।
মঙ্গলবার বিসিবিতে এক সংবাদ সম্মেলনে হাথুরুসিংহকে বরখাস্তের বিষয়টি জানান ফারুক নিজেই। একই সাথে কিছু ব্যাপারে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে লঙ্কান এই কোচকে।
সংবাদ সম্মেলনে ফারুক বলেন, ‘বরখাস্ত করার আগে আমরা তাঁকে নিয়ম মেনে শোকজ নোটিশ করেছি। ৪৮ ঘণ্টার জন্য সাসপেন্ড করা হয়েছে তাঁকে। এরপর আমরা বরখাস্ত করব। চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত কোচ ফিল সিমন্স।’
গণমাধ্যমের খবর, গত বছরের ওয়ানডে বিশ্বকাপের সময় একজন খেলোয়াড়কে চড় মেরেছিলেন হাথুরু। সেই বিষয়ের দিকে ইঙ্গিত করে ফারুক বলেন, ‘দুই তিনটি ঘটনা ঘটেছে, যেগুলি আসলে একজন সাবেক খেলোয়াড় হিসেবে আমার জন্য খুব পীড়াদায়ক ছিল। পাশাপাশি এটা দলের জন্যও খুব একটা ভালো উদাহরণ ছিল না। সেগুলি বিবেচনা করে আজকে আমরা তাঁকে একটা কারণ দর্শাও নোটিশ এবং দায়িত্ব থেকে অব্যহতির চিঠি দিয়েছি।’
‘একজন জাতীয় দলের খেলোয়াড়কে আপনি কখনোই শারীরিকভাবে আঘাত করতে পারেন না। এটার শাস্তি সেটাই, যেটা এখন হচ্ছে।’
তার চেয়ারে বসা সিমন্স আপাতত দায়িত্ব পালন করবেন আগামী ফেব্রুয়ারিতে পাকিস্তানে হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত।
কোচ হিসেবে বিশ্ব ক্রিকেটে পরিচিত নাম সিমন্স। তার কোচিংয়ে ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে ওয়েস্ট ইন্ডিজ। দুই দফায় দলটির দায়িত্বে চিলেন তিনি। বিছিন্ন সময়ে ছিলেন জিম্বাবয়ে, আয়ারল্যান্ডের কোচ। ছিলেন আফগানিস্তানের ব্যাটিং কোচও। এছাড়া বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে কোচ, পরামর্শক হিসেবে কাজ করার অভিজ্ঞতা আছে সিমন্সের। এবার তার সামনে নতুন চ্যালেঞ্জ।
প্রথম দফার মতো বাংলাদেশে হাথুরুসিংহের দ্বিতীয় অধ্যায়ও শেষ হলো মেয়াদ পূর্ণ হওয়ার আগেই। আগের দফায় তিনি নিজেই সরে গিয়েছিলেন। এবার দুই বছরের চুক্তির মাস পাঁচেক আগেই ছাঁটাই হলেন এই ৫৬ বছর বয়সী কোচ।
২০১৪ সালের জুনে প্রথম দফায় বাংলাদেশের কোচের দায়িত্ব নেন হাথুরুসিংহে। পরে দুই বছরের মেয়াদ বাড়ানো হয় ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত। তার কোচিংয়ে ২০১৫ ওয়ানডে বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনাল খেলাসহ ওয়ানডেতে অভাবনীয় সব সাফল্য পায় বাংলাদেশ। স্মরণীয় কয়েকটি জয় ধরা দেয় টেস্টেও।
তবে নানা সময়ে বিতর্কের কারণে খবরের শিরোনামও হন তিনি। বিশেষ করে ক্রিকেটারদের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন ও ড্রেসিং রুমের আবহে অবনতি নিয়ে তার বিরুদ্ধে ছিল নানা অভিযোগ। পরে ২০১৭ সালের অক্টোবরে দক্ষিণ আফ্রিকা সফরের মাঝপথেই পদত্যাগ করেন তিনি।
এর কিছুদিন পরই দায়িত্ব নেন নিজ দেশের। তবে সেখানেও অল্প সময়ে জন্ম দেন নানান বিতর্কের। সেখান থেকেও বরখাস্ত হয়ে কোচিং করাচ্ছিলেন অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে। গত বছরের ৩১ জানুয়ারি আবারও বাংলাদেশের কোচ হয়ে আসেন হাথুরু।
এই দফায় তার কোচিংয়ে ১০ টেস্টে জয়-হার সমান ৫টি করে। আয়ারল্যান্ড, আফগানিস্তানের বিপক্ষে প্রত্যাশিত জয়ের পাশাপাশি সেখানে আছে নিউজিল্যান্ডের বিপক্ষে সিলেটে দারুণ এক জয় এবং পাকিস্তানে ঐতিহাসিক সিরিজ জয়। আবার শ্রীলঙ্কার কাছে বাজেভাবে হার এবং কদিন আগে ভারত সফরে বিব্রতকর পরাজয়ও আছে।
হাথুরুর সময়ে ওয়ানডের ফল হতাশাজনক। ৩৫ ম্যাচে জয় এসেছে ১৩টি, হার ১৯টি, পরিত্যক্ত হয়েছে তিন ম্যাচ। গত বিশ্বকাপে প্রবল আশা নিয়ে গিয়ে চরম হতাশাজনক পারফরম্যান্স করে ফেরে বাংলাদেশ।
আর ৩৫টি টি-টোয়েন্টি ম্যাচে জয় ১৯টি, হার ১৫টি, পরিত্যক্ত এক ম্যাচ। ওয়ানডে বিশ্বকাপের পর গত টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রত্যাশার ছিটেফোঁটাও পূরণ করতে পারেনি দল।
হাথুরুর সময়ে তার কঠোর সমালোচকদের একজন ছিলেন ফারুক। তিনি বিসিবির দায়িত্বে আসার পর থেকেই তাই ঘুরেফিরে এসেছে বাংলাদেশ দলে হাথুরুর ভবিষ্যত। কদিন আগেও ‘নট আউট নোমান’ ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকারে তিনি বলেন, হাথরুসিংহেকে বাংলাদেশের কোচের দায়িত্বে রাখার কোনো কারণ তিনি দেখেন না। অবশেষে এলো চূড়ান্ত ঘোষণা।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদ করায় যুবদল নেতাকে পিটুনি দিল বিএনপি নেতা
নোবিপ্রবির সঙ্গে চীনের শিহেজী বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর
বড় ধামাকা নিয়ে আসছে ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’
রাষ্ট্রীয় সম্মানে ভুষিত হলেন বীর প্রতীক আজাদ আলী
বান্দরবানে পিতা পুত্র সহ সাতজন কে অপহরণ করেছে উপজাতিয় সন্ত্রাসীরা। মুক্তিপণ দাবি
ভৈরবে পরিত্যক্ত আ. লীগের অফিস থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
হত্যার বিচার না করতে পারলে আমাদের বাঁচার অধিকার নেই: আইন উপদেষ্টা
ঠাকুরগাঁওয়ে বিএসএফ কর্তৃক বাংলাদেশী নাগরিক আটক
টিউলিপ ও পুতুলের বিরুদ্ধে আরও দুর্নীতির অনুসন্ধান
কলাপাড়ায় সংরক্ষিত কুটার কুড়ে শত্রুতা মূলক আগুন
ভালুকায় মাদরাসা শিক্ষকের বাড়িতে ডাকাতি স্বর্ণালঙ্কারসহ ১৫ লাখ টাকার মালামাল লুট
লক্ষ্মীপুরে ট্রাফিক পুলিশের অভিযানে সিএনজি চালকদের হামলা, আহত ৪
কানায় কানায় পূর্ণ ফুলতলী ছাহেব কিবলাহ (রহ)-এর ঈসালে সওয়ার মাহফিল
কাপ্তাইয়ে সাক্রাছড়ি জলাশয়ে মাছ চাষ করে স্বাবলম্বী অমল কান্তি তঞ্চঙ্গ্যা
সংস্কার প্রতিবেদনের ভিত্তিতেই নির্বাচন: প্রধান উপদেষ্টা
তানজানিয়ায় মারবার্গ ভাইরাস সন্দেহে ৮ জনের মৃত্যু, ডব্লিউএইচওর সতর্কতা জারি
নেত্রকোণায় আ.লীগ নেতা লক্ষীগঞ্জ ইউপি চেয়ারম্যান তুহিন গ্রেফতার
শামীম ওসমান ও নানক পরিবারের বিরুদ্ধে মামলা
চাঁদপুর ডাকাতিয়া নদী থেকে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার
বাংলাদেশ কারুশিল্প মেলা ও লোকজ উৎসব ১৮ ই জানুয়ারি শুরু