ডাকেটের সেঞ্চুরি এবং শেষ বিকেলে ইংল্যান্ডের ব্যাটিং ধ্বস
১৬ অক্টোবর ২০২৪, ০৬:৫০ পিএম | আপডেট: ১৬ অক্টোবর ২০২৪, ০৭:১৪ পিএম
পাকিস্তানকে দ্রুত গুটিয়ে দিয়ে বেন ডাকেটের শতকে বড় সংগ্রহের পথে ছিল ইংল্যান্ড। কিন্তু শেষ বিকেলে মুহূর্তেই পাল্টে গেল ম্যাচের গতিপথ। জ্বলে উঠলেন পাকিস্তানের স্পিনাররা। সাজিদ খানের ঘূর্ণীতে দ্রুত উইকেট হারিয়ে কিছুটা পিছিয়ে থেকে মুলতানে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষ করেছে ইংল্যান্ড।
দিন শেষে প্রথম ইনিংসে ইংল্যান্ডের সংগ্রহ ৬ উইকেটে ২৩৯ রান। হাতে ৪ উইকেট নিয়ে এখনও ১২৭ রানে পিছিয়ে সফরকারীরা।
এর আগে ৫ উইকেটে ২৫৯ রান নিয়ে দিন শুরু করা পাকিস্তান নিজেদের প্রথম ইনিংসে গুটিয়ে যায় ৩৬৬ রানে।
এদিন ৫৩ ওভার ব্যাটিং করেছে ইংল্যান্ড। রান তুলেছে ওভারপ্রতি সাড়ে চার করে। পাকিস্তান ইনিংসে রান এসেছে ওভারপ্রতি তিনেরও নিচে।
মধ্যাহ্ন বিরতির খানিক পর ব্যাটে নামে ইংল্যান্ড। ৭৩ রানের ওপেনিং জুটি ভাঙেন একাদশে ফেরা নোমান আলি। ৩৬ বলে ২৭ রান করে কট বিহাইন্ড হন জ্যাক ক্রলি। থিতু হওয়া আরেক ব্যাটার ওলি পোপকে (৩৭ বলে ২৯) বোল্ড করে দ্বিতীয় উইকেট ৬৯ বলে ৫২ রানের জুটি ভাঙেন সাজিদ।
তৃতীয় উইকেটে জো রুট ও ডাকেট গড়েন ১০৮ বলে ৮৬ রানের জুটি। প্রথম টেস্টের ডাবল সেঞ্চুরিয়ান রুটকে (৫৪ বলে ৩৪) বোল্ড করে জুটি ভাঙেন সাজিদ। নিজের পরের ওভারে সাজিদ ডাকেটকে প্রথম স্লিপে ক্যাচ বানান এই অভিজ্ঞ স্পিনার। প্রথম টেস্টে ট্রিপল সেঞ্চুরি করা হ্যারি ব্রুককেও বোল্ড করে দেন সজিদ। পরের ওভারে নোমানের বলে শর্ট লেগে বেন স্টোকসের দারুণ ক্যাচ নেন আব্দুল্লাহ শফিক। ২ উইকেটে ২১১ থেকে ৬ উইকেটে ২২৫ রানে পরিণত হয় স্কোরবোর্ড।
ডানহাতি অফস্পিনার সাজিদ ১৯ ওভারে ৮৬ রানে নেন ৪ উইকেট। ২১ ওভারে ৭৫ রানে ২টি শিকার ধরেন ৩৮ বছর বয়সী বাঁ-হাতি অর্থডক্স নোমান।
দিনের শুরুটা অবশ্য পাকিস্তানের হয় হতাশা দিয়ে। হাতের ৫ উইকেটে এদিন ৩৩.৩ ওভারে কেবল ১০৭ রান যোগ করতে পারে দলটি। সব মিলিয়ে প্রথম ইনিংসে ১২৩.৩ ওভারে তাদের সংগ্রহ ৩৬৬ রান।
দিনের শুরুতেই ফেরেন ৩৭ রান নিয়ে শুরু করা মোহাম্মদ রিজওয়ান। এরপর সম্ভাবনা জাড়িয়েও ইনিংস বড় করতে পারেননি সালমান আঘা (৫৩ বলে ৩১), আমের জামাল (৬৯ বলে ৩৭)।
নবম উইকেটে আমের ও নোমান আলির ৮০ বলে ৪৯ রানের জুটিতে সাড়ে তিনশ পার করতে পারে পাকিস্তান। ৬১ বলে ৩২ রান করে শেষ ব্যাটার হিসেবে আউট হন নোমান। ওভারপ্রতি তিনের নীচে রান করে পাকিস্তান।
ইংল্যান্ডের পেস ও স্পিনাররা সমানভাবে ভাগ করে দিয়েছেন দশ উইকেট। ৩৮.৩ ওভারে ১১৪ রানে ৪ উইকেট নিয়ে ইংল্যান্ডের সেরা বোলার জ্যাক লিচ। আরেক স্পিনার শোয়েব বশির নেন ৮৫ রানে ১টি। দুই পেসার ম্যাথিউ পটস ৬৬ রানে ২টি ও ব্রেইডন কার্স ৫০ রানে ৩টি শিকার ধরেন।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান ১ম ইনিংস: ১২৩.৩ ওভারে ৩৬৬ (আগের দিন ২৫৯/৫) (রিজওয়ান ৪১, সালমান ৩১, জামাল ৩৭, সাজিদ ২, নোমান ৩২, জাহিদ ২*; পটস ২৬-৯-৬৬-২, কার্স ২০-৬-৫০-৪, লিচ ৩৮.৩-২-১১৪-৪, বাশির ২৮-১-৮৫-১, রুট ৬-০-২৪-০, স্টোকস ৫-০-২০-০)
ইংল্যান্ড ১ম ইনিংস: ৫৩ ওভারে ২৩৯/৬ (ক্রলি ২৭, ডাকেট ১১৪, পোপ ২৯, রুট ৩৪, ব্রুক ৯, স্টোকস ১, স্মিথ ১২*, কার্স ২*; জামাল ৬-০-৩৯-০, সাজিদ ১৯-১-৮৬-৪, নোমান ২১-৪-৭৫-২, জাহিদ ৬-০-২৭-০, সালমান ১-০-৫-০)
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
লক্ষ্মীপুরে ট্রাফিক পুলিশের অভিযানে সিএনজি চালকদের হামলা, আহত ৪
কানায় কানায় পূর্ণ ফুলতলী ছাহেব কিবলাহ (রহ)-এর ঈসালে সওয়ার মাহফিল
কাপ্তাইয়ে সাক্রাছড়ি জলাশয়ে মাছ চাষ করে স্বাবলম্বী অমল কান্তি তঞ্চঙ্গ্যা
সংস্কার প্রতিবেদনের ভিত্তিতেই নির্বাচন: প্রধান উপদেষ্টা
তানজানিয়ায় মারবার্গ ভাইরাস সন্দেহে ৮ জনের মৃত্যু, ডব্লিউএইচওর সতর্কতা জারি
নেত্রকোণায় আ.লীগ নেতা লক্ষীগঞ্জ ইউপি চেয়ারম্যান তুহিন গ্রেফতার
শামীম ওসমান ও নানক পরিবারের বিরুদ্ধে মামলা
চাঁদপুর ডাকাতিয়া নদী থেকে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার
বাংলাদেশ কারুশিল্প মেলা ও লোকজ উৎসব ১৮ ই জানুয়ারি শুরু
ভূয়া আসামি দাঁড় করিয়ে জামিনের ঘটনায় ৪ জনের নামে মামলার নির্দেশ
শরীয়তপুরে ওরশ পালনকে কেন্দ্র করে জেলা হেফাজতে ইসলাম ও আয়োজক - ভক্তবৃন্দের মধ্যে উত্তেজনা
কুমিল্লায় ভিন্ন ধর্মের দুই প্রতিষ্ঠানের সাম্প্রদায়িক সম্প্রীতির ৩৯ বছর
সিএনজি চালিত অটো রিক্সাভর্তী ভারতীয় মদসহ গ্রেপ্তার ৪
বিএমআই নয়, স্থূলতার জন্য চাই নতুন মানদণ্ড ,প্রস্তাব বিশেষজ্ঞদের
শিল্পকলার জমজমাট আয়োজনে অনুষ্ঠিত হল 'সাধুমেলা'
মোবারকগঞ্জ সুগার মিলের কাজে যোগ দিতে না দেওয়া ১২০ শ্রমিকদের চাকরী বহাল
হুথি লক্ষ্যবস্তুতে মার্কিন হামলার ফুটেজ প্রকাশ
লস অ্যাঞ্জেলেসে চলমান দাবানলে ৬০ লাখের বেশি মানুষ মারাত্মক ঝুঁকিতে
জবির দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে মৌখিক হস্তান্তর,দুটি হল পরিদর্শন রবিবার
কোটচাঁদপুরে পুলিশের সোর্স হত্যা মামলার আসামি কটাকে কুপিয়ে পিটিয়ে হত্যা