ইংল্যান্ডকে কাঁদিয়ে সেমিতে উইন্ডিজ
১৭ অক্টোবর ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ১৭ অক্টোবর ২০২৪, ১২:০৩ এএম
সমীকরণটা খুব জটিল ছিল না। তবে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ- তিনটি দলই ছিল দোলাচলে। যদিও ম্যাচ শুরুর আগে পয়েন্ট তালিকায় একবার চোখ বুলালে যে কেউ বলতেন, নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার দৌড়ে ‘বি’ গ্রুপ থেকে ইংল্যান্ডই এগিয়ে। প্রথম ৩ ম্যাচের ৩টিতেই জেতা ইংল্যান্ডই ছিল ‘বি’ গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষে। নিজেদের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারাতে পারলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালে উঠতেন ইংলিশ মেয়েরা। এমনকি ছোট ব্যবধানে হারলেও টানা সপ্তমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ চারে খেলা নিশ্চিত হতো। কিন্তু গতপরশু রাতে দুবাইয়ে সবাইকে চমকে দিয়ে ওয়েস্ট ইন্ডিজ ১৪১ রানের ম্যাচটা জিতে নিল ৬ উইকেট আর ১২ বল বাকি রেখে। তাতে নেট রান রেটে বেশ খানিকটা পিছিয়ে পড়ল ইংল্যান্ড। ‘বি’ গ্রুপের পয়েন্ট তালিকার তিনে নেমে গিয়ে আসর থেকেই ছিটকে পড়ল হিদার নাইটের দল। ওয়েস্ট ইন্ডিজ গ্রুপ চ্যাম্পিয়ন ও দক্ষিণ আফ্রিকা গ্রুপ রানার্স আপ হয়ে নাম লেখাল সেমিফাইনালে। সর্বশেষ ২০১০ আসরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল ইংল্যান্ড।
বাঁচা-মরার লড়াইয়ে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ইংল্যান্ড ২০ ওভারে ৭ উইকেটে করে ১৪১ রান। ন্যাট সিভার-ব্রান্টের ৫০ বলে অপরাজিত ৫৭ রানের ইনিংস ছাড়া দলের আর কেউ ত্রিশ পর্যন্ত যেতে পারেননি। ৪ ওভারে ২১ রানে ৩ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের সফলতম বোলার লেগ স্পিনার অ্যাফি ফ্লেচার। লক্ষ্য ছুঁতে ওয়েস্ট ইন্ডিজকে বিন্দুমাত্র বেগ পেতে হয়নি। ভিত গড়ে দেয় হেইলি ম্যাথিউস ও কিয়ানা জোসেফের ৭৪ বলে ১০২ রানের উদ্বোধনী জুটি। বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের এর চেয়ে বড় জুটি আছে আর কেবল দুটি। নিজের শততম টি-টোয়েন্টি খেলতে নেমে ৩৮ বলে ৭ চার ও এক ছক্কায় ৫০ রান করেন অধিনায়ক ম্যাথিউস। পাঁচবার জীবন পেয়ে, ক্যারিয়ারের প্রথম ফিফটিতে ৩৮ বলে ৬ চার ও ২ ছক্কায় ৫২ রান করে ম্যাচের সেরা ২৩ বছর বয়সী জোসেফ। চারে নেমে ২টি করে চার ও ছক্কায় ১৯ বলে ২৭ রান করে দলকে জয়ের কাছে নিয়ে গিয়ে ফেরেন ডিয়েন্ড্রা ডটিন। ক্যারিবীয় মেয়েদের এই জয়কে চমক বলা হচ্ছে কারণ এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে এটাই সর্বোচ্চ রান তাড়া করে জয়। আগের সর্বোচ্চ ছিল ইংল্যান্ডের, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১২৫ রান তাড়া করে জিতেছিল তারা।১৪ বছর পর ইংল্যান্ডের গ্রুপ পর্ব থেকে ছিটকে পড়ার বড় কারণ বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা বাংলাদেশেকে হেসেখেলে হারিয়ে দিয়েও ইংল্যান্ডকে কিছুটা বেগ পেতে হয়েছে। জ্যোতি-রিতুদের বিপক্ষে আগে ব্যাট করে ইংলিশ মেয়েরা করেন ১১৮ রান, যা ছিল তাঁদের প্রত্যাশার চেয়ে অনেক কম। বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে বাংলাদেশকে ৯৭ রানে আটকে রাখতে পারলেও তা ইংলিশ মেয়েদের নেট রান রেটে বড় ধরনের প্রভাব ফেলে।ওয়েস্ট ইন্ডিজের জন্য আসরের শুরুটা ছিল ভীষণ বাজে। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তারা হেরেছিল ১০ উইকেটে। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে, স্কটল্যান্ড, বাংলাদেশ ও ইংল্যান্ডকে হারিয়ে তারা পৌঁছে গেল শেষ চারে। সব মিলিয়ে ষষ্ঠবারের মতো নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমি-ফাইনালে উঠল ২০১৬ আসরের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। ওই আসরের পর প্রথমবার ফাইনালে যাওয়ার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। আগামীকাল শারজায় হবে দ্বিতীয় সেমিফাইনালের ম্যাচটি। তার আগে আজ দুবাইয়ে প্রথম সেমিফাইনালে বর্তমান শিরোপাধারী অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বশেষ আসরের ফাইনালে রেকর্ড ছয়বারের চ্যাম্পিয়নদের কাছেই হেরেছিলেন প্রোটিয়া মেয়েরা।
সেমিফাইনালে মুখোমুখি১ম সেমিফাইনাল অস্ট্রেলিয়া-দ.আফ্রিকা ১৭ অক্টোবর দুবাই২য় সেমিফাইনাল উইন্ডিজ-নিউজিল্যান্ড ১৮ অক্টোবর শারজা
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
লক্ষ্মীপুরে ট্রাফিক পুলিশের অভিযানে সিএনজি চালকদের হামলা, আহত ৪
কানায় কানায় পূর্ণ ফুলতলী ছাহেব কিবলাহ (রহ)-এর ঈসালে সওয়ার মাহফিল
কাপ্তাইয়ে সাক্রাছড়ি জলাশয়ে মাছ চাষ করে স্বাবলম্বী অমল কান্তি তঞ্চঙ্গ্যা
সংস্কার প্রতিবেদনের ভিত্তিতেই নির্বাচন: প্রধান উপদেষ্টা
তানজানিয়ায় মারবার্গ ভাইরাস সন্দেহে ৮ জনের মৃত্যু, ডব্লিউএইচওর সতর্কতা জারি
নেত্রকোণায় আ.লীগ নেতা লক্ষীগঞ্জ ইউপি চেয়ারম্যান তুহিন গ্রেফতার
শামীম ওসমান ও নানক পরিবারের বিরুদ্ধে মামলা
চাঁদপুর ডাকাতিয়া নদী থেকে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার
বাংলাদেশ কারুশিল্প মেলা ও লোকজ উৎসব ১৮ ই জানুয়ারি শুরু
ভূয়া আসামি দাঁড় করিয়ে জামিনের ঘটনায় ৪ জনের নামে মামলার নির্দেশ
শরীয়তপুরে ওরশ পালনকে কেন্দ্র করে জেলা হেফাজতে ইসলাম ও আয়োজক - ভক্তবৃন্দের মধ্যে উত্তেজনা
কুমিল্লায় ভিন্ন ধর্মের দুই প্রতিষ্ঠানের সাম্প্রদায়িক সম্প্রীতির ৩৯ বছর
সিএনজি চালিত অটো রিক্সাভর্তী ভারতীয় মদসহ গ্রেপ্তার ৪
বিএমআই নয়, স্থূলতার জন্য চাই নতুন মানদণ্ড ,প্রস্তাব বিশেষজ্ঞদের
শিল্পকলার জমজমাট আয়োজনে অনুষ্ঠিত হল 'সাধুমেলা'
মোবারকগঞ্জ সুগার মিলের কাজে যোগ দিতে না দেওয়া ১২০ শ্রমিকদের চাকরী বহাল
হুথি লক্ষ্যবস্তুতে মার্কিন হামলার ফুটেজ প্রকাশ
লস অ্যাঞ্জেলেসে চলমান দাবানলে ৬০ লাখের বেশি মানুষ মারাত্মক ঝুঁকিতে
জবির দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে মৌখিক হস্তান্তর,দুটি হল পরিদর্শন রবিবার
কোটচাঁদপুরে পুলিশের সোর্স হত্যা মামলার আসামি কটাকে কুপিয়ে পিটিয়ে হত্যা