বাংলাদেশে এসেই হোম অব ক্রিকেটে সিমন্স
১৭ অক্টোবর ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ১৭ অক্টোবর ২০২৪, ১২:০৩ এএম
আগের দিন সকালেও বাংলাদেশ ক্রিকেট দলের অনুশীলনে ছিলেন পুরোনো কোচ চন্ডিকা হাথুরুসিংহে। চব্বিশ ঘণ্টার ব্যবধানে বদলে গেল চিত্র। গতকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশের অনুশীলনে দেখা গেল নতুন কোচ ফিল সিমন্সকে। বিসিবি সভাপতি ফারুক আহমেদ আগের দিন বিকেলে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে হাথুরুসিংহেকে বরখাস্ত করার সিদ্ধান্ত জানানোর পরদিনই ঢাকায় এসে পৌঁছেছেন বাংলাদেশ দলের নতুন এই ক্যারিবিয়ান কোচ। এসেই হোম অব ক্রিকেটেও চলে গেলেন, পরিচিত হলেন খেলোয়াড়দের সঙ্গে। কাছ থেকে পরিদর্শন করেন শিষ্যদের অনুশীলন। আপতকালীন দায়িত্বে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত বাংলাদেশ দলের কোচের হট সিট সামলাবেন ৬১ বছর বয়সী সিমন্স।
নব্বুই দশকে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২৬ টেস্ট ও ১৪৩ ওয়ানডে খেলেছেন সিমন্স। ওপেনিং ব্যাটিং ও মিডিয়াম পেস বোলার হিসেবে দলে অবদান রাখতেন তিনি। টেস্টে তেমন আহামরি কিছু করতে না পারলেও ওয়ানডেতে বেশ নামডাক কুড়িয়েছিলেন তিনি। সীমিত ওভারে সাড়ে তিন হাজারের বেশি রান ও ৮৩ উইকেট আছে তার। খেলেয়াড়ি জীবনে তো এসেছেনই। পরে কখনও আয়ারল্যান্ড, কখনও ওয়েস্ট ইন্ডিজের কোচ হিসেবের বাংলাদেশে এসেছেন সিমন্স। এবার তিনি এলেন এদেশের একজন হয়েই। তার দীর্ঘ কোচিং ক্যারিয়ারের শুরুটা হয় জিম্বাবুয়েকে দিয়ে, ২০০৪ সালে। পরের বছর আগস্টে ছাঁটাই হন। জিম্বাবুয়ে কোচের পদ থেকে ছাঁটাই হওয়ার পর দীর্ঘ বিরতি নেন সিমন্স। ২০০৭ বিশ্বকাপের পর দায়িত্ব নেন আয়ারল্যান্ডের। ২০১৫ সাল পর্যন্ত তার অধীনে ২২৪ ম্যাচ খেলেছে আয়ারল্যান্ড, যা জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে সবচেয়ে বেশি ম্যাচে দায়িত্ব পালনের রেকর্ড।
সিমন্স ওয়েস্ট ইন্ডিজের কোচ হন ২০১৫ সালের মার্চে। পরের বছরই টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে ওয়েস্ট ইন্ডিজ। পরে আফগানিস্তান ক্রিকেট দলের কোচেরও দায়িত্ব পালন করেছেন সিমন্স। দুই বছর সেখানে থাকার পর ২০১৯ সালে আবারও ওয়েস্ট ইন্ডিজ কোচের দায়িত্ব নেন সিমন্স। ছেড়ে দেন ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর। সিমন্সের সর্বশেষ জাতীয় দল ছিল পাপুয়া নিউগিনি। জাতীয় দলের বাইরে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি দলের কোচের দায়িত্বও পালন করেছেন তিনি। সর্বশেষ তাকে যুক্তরাষ্ট্রের মেজর ক্রিকেট লিগে দেখা গেছে। ২০১৭ সালে হাথুরুসিংহের পদত্যাগের পর যখন নতুন কোচ খুঁজছিল বিসিবি, তখনও আগ্রহী ছিলেন সিমন্সও। ঢাকায় এসে বিসিবিতে প্রেজেন্টেশনও দিয়ে গিয়েছিলেন তিনি। সেবার দায়িত্বটি না পেলেও এবার সেই হাথুরুসিংহের জায়গাতেই তাকে বেছে নিল এখনকার বোর্ড।
মজার ব্যপার হলো, সকালে সিমন্সের সঙ্গে একই ফ্লাইটে টেস্ট খেলতে বাংলাদেশে এসেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলও! ২০১৫ সালের পর এই প্রথম লাল-সবুজের দেশটিতে টেস্ট খেলতে এসেছে প্রোটিয়ারা। বাংলাদেশের বিপক্ষে মিরপুরে প্রথম টেস্ট শুরু হবে ২১ অক্টোবর। ২৯ অক্টোবর দ্বিতীয় টেস্ট শুরু চট্টগ্রামে। এই সিরিজ দিয়েই শুরু হবে সিমন্সের বাংলাদেশ অধ্যায়। ভারতে বাজে পারফর্ম করে আসা কঠিন পরিস্থিতিতে বাংলাদেশের দায়িত্ব নিচ্ছেন সিমন্স। এখন দেখা যাক দায়িত্ব নিয়ে অগ্নীপরীক্ষার সিরিজে তিনি কেমন করেন!
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ভূয়া আসামি দাঁড় করিয়ে জামিনের ঘটনায় ৪ জনের নামে মামলার নির্দেশ
শরীয়তপুরে ওরশ পালনকে কেন্দ্র করে জেলা হেফাজতে ইসলাম ও আয়োজক - ভক্তবৃন্দের মধ্যে উত্তেজনা
কুমিল্লায় ভিন্ন ধর্মের দুই প্রতিষ্ঠানের সাম্প্রদায়িক সম্প্রীতির ৩৯ বছর
সিএনজি চালিত অটো রিক্সাভর্তী ভারতীয় মদসহ গ্রেপ্তার ৪
বিএমআই নয়, স্থূলতার জন্য চাই নতুন মানদণ্ড ,প্রস্তাব বিশেষজ্ঞদের
শিল্পকলার জমজমাট আয়োজনে অনুষ্ঠিত হল 'সাধুমেলা'
মোবারকগঞ্জ সুগার মিলের কাজে যোগ দিতে না দেওয়া ১২০ শ্রমিকদের চাকরী বহাল
হুথি লক্ষ্যবস্তুতে মার্কিন হামলার ফুটেজ প্রকাশ
লস অ্যাঞ্জেলেসে চলমান দাবানলে ৬০ লাখের বেশি মানুষ মারাত্মক ঝুঁকিতে
জবির দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে মৌখিক হস্তান্তর,দুটি হল পরিদর্শন রবিবার
কোটচাঁদপুরে পুলিশের সোর্স হত্যা মামলার আসামি কটাকে কুপিয়ে পিটিয়ে হত্যা
শুল্ক বৃদ্ধি প্রমাণ করে সরকার সাধারণ মানুষের জীবন নিয়ে উদাসীন : বাংলাদেশ ন্যাপ
কিশোরগঞ্জে ভুল চিকিৎসায় দুই রোগীর মৃত্যু, তদন্ত কমিটি গঠন
কালীগঞ্জের পল্লীতে টমেটো, বেগুন ও সবজিসহ বিভিন্ন গাছ নিধন করেছে দুর্বৃত্তরা
অধিক গাড়িতে সারচার্জ খড়গ
সীমান্ত থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ
অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডেই বিদায় অলিম্পিক সোনাজয়ীর
সাবেক মন্ত্রী-এমপিসহ পতিত স্বৈরাচারের ৯ দোসর নতুন মামলায় গ্রেপ্তার
মারা গেছে ইনফ্লুয়েন্সার তনির স্বামী
সিটির ড্রয়ের রাতে পয়েন্ট হারাল লিভারপুল-চেলসিও