৪৬ রানে অলআউট ভারত
১৭ অক্টোবর ২০২৪, ০২:১১ পিএম | আপডেট: ১৭ অক্টোবর ২০২৪, ০২:২৪ পিএম
বৃষ্টি বিঘ্নিত বেঙ্গালুরু টেস্টের প্রথম দিন ভেসে গিয়েছিল বৃষ্টিতে। দ্বিতীয় দিনে টসে জিতে ব্যাটিংয়ে নেমে নিউজিল্যান্ডের দুই পেসার উইলিয়াম ও’রুক ও ম্যাট হেনরির বোলিং তোপে পড়ে স্বাগতিকরা। এক সেশনের খানিক পরেই ঘরের মাঠে নিজেদের সর্বনিম্ন রানে গুটিয়ে গেছে প্রতাপশালী দলটি।
নিজেদের প্রথম ইনিংসে ৩১.২ ওভারে স্রেফ ৪৬ রানে গুটিয়ে গেছে ভারত। ঘরের মাঠে যা তাদের সর্বনিম্ন ইনিংস। সব মিলিয়ে তৃতীয় সর্বনিম্ন।
টেস্টে ভারতের সর্বনিম্ন স্কোর ৩৬। ২০২০ সালের ডিসেম্বরে অ্যাডিলেডে অস্ট্রেরিয়ার বিপক্ষে। এর আগে দেশের মাটিতে ভারতের সর্বনিম্ন দলীয় স্কোর ছিল ৭৫ রান, দিল্লিতে ১৯৮৭ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।
ভারতের শেস ব্যাটার হিসেবে হেনরির শিকার হয়ে ফেরেন কুলদিপ যাদব। ম্যাচে হেনরির এটি পঞ্চম শিকার। একই সাথে এটি তার ২৬ টেস্ট ক্যারিয়ারের একশতম শিকারও।
৩২ বছর বয়সী এই ডানহাতি পেসার ৫ উইকেট নেন সেোফ ১৫ রানের বিনিময়ে। ২২ রানে ৪ উইকেট নেন তরুণ ডানহাতি পেসার ও’রুক।
উইকেট শিকারের উৎসবের শুরুটা হয়েছিল অবশ্য টিম সাউদির হাত ধরে। ষষ্ঠ ওভারে দলীয় ৯ রানে রোহিত শর্মাকে বোল্ড করে দেন অভিজ্ঞ এই পেসার। সেই শুরু। এরপর স্বাগতিক ব্যাটাররা ছিলেন আসা-যাওয়ার মিছিয়ে।
দুই অঙ্ক স্পর্শ করতে পারেন কেবল ইয়াসভি জয়সয়াল (৬৩ বলে ১৩) ও ঋশাভ পান্ত (৪৯ বলে ২০)। ১০ রানে ৩ উইকেট হারানোর পর চতুর্থ উইকেটে তারা গড়েন ইনিংস সর্বোচ্চ ৬৮ বলে ২১ রানের জুটি। দুই অঙ্কের আর কোনো জুটি নেই। ইনিংসে বাউন্ডারি মাত্র চারটি।
পাঁচজন ব্যাটার রানের খাতা খুলতে পারেননি। বিরাট কোহলি ৯ বলে ০ রানে লেগ দালিতে ক্যাচ দেন ও’রুকের বলে।
এর আগে সবশেষ ১৯৯৯ সালে মোহালিতে নিউজিল্যান্ডের বিপক্ষেই ভারতের ৫জন আউট হয়েছিলেন শূন্য রানে। সেদিন ভারত অলআউট হয়েছিল ৮৩ রানে।
অবশ্য গত জানুয়ারিতেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপ টাউনে এক ইনিংসে ভারতের ৬ ব্যাটসম্যানও শূন্য রানে আউট হয়েছিলেন। ভারতের ছয় ব্যাটসম্যান শূন্য রানে আউট হয়েছেন ২০১৪ সালেও, ইংল্যান্ডের বিপক্ষে।
এক ইনিংসে সবচেয়ে বেশি ব্যাটসম্যানের শূন্য রানে আউটের তালিকায় অবশ্য সবচেয়ে বেশি তিনবার এসেছে বাংলাদেশের নাম। তবে ৬ জন শূন্য রানে ফেরার পরও সর্বোচ্চ স্কোরটা বাংলাদেশেরই, ২০২২ সালে শ্রীলঙ্কার বিপক্ষে, ৩৬৫ রান।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ভূয়া আসামি দাঁড় করিয়ে জামিনের ঘটনায় ৪ জনের নামে মামলার নির্দেশ
শরীয়তপুরে ওরশ পালনকে কেন্দ্র করে জেলা হেফাজতে ইসলাম ও আয়োজক - ভক্তবৃন্দের মধ্যে উত্তেজনা
কুমিল্লায় ভিন্ন ধর্মের দুই প্রতিষ্ঠানের সাম্প্রদায়িক সম্প্রীতির ৩৯ বছর
সিএনজি চালিত অটো রিক্সাভর্তী ভারতীয় মদসহ গ্রেপ্তার ৪
বিএমআই নয়, স্থূলতার জন্য চাই নতুন মানদণ্ড ,প্রস্তাব বিশেষজ্ঞদের
শিল্পকলার জমজমাট আয়োজনে অনুষ্ঠিত হল 'সাধুমেলা'
মোবারকগঞ্জ সুগার মিলের কাজে যোগ দিতে না দেওয়া ১২০ শ্রমিকদের চাকরী বহাল
হুথি লক্ষ্যবস্তুতে মার্কিন হামলার ফুটেজ প্রকাশ
লস অ্যাঞ্জেলেসে চলমান দাবানলে ৬০ লাখের বেশি মানুষ মারাত্মক ঝুঁকিতে
জবির দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে মৌখিক হস্তান্তর,দুটি হল পরিদর্শন রবিবার
কোটচাঁদপুরে পুলিশের সোর্স হত্যা মামলার আসামি কটাকে কুপিয়ে পিটিয়ে হত্যা
শুল্ক বৃদ্ধি প্রমাণ করে সরকার সাধারণ মানুষের জীবন নিয়ে উদাসীন : বাংলাদেশ ন্যাপ
কিশোরগঞ্জে ভুল চিকিৎসায় দুই রোগীর মৃত্যু, তদন্ত কমিটি গঠন
কালীগঞ্জের পল্লীতে টমেটো, বেগুন ও সবজিসহ বিভিন্ন গাছ নিধন করেছে দুর্বৃত্তরা
অধিক গাড়িতে সারচার্জ খড়গ
সীমান্ত থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ
অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডেই বিদায় অলিম্পিক সোনাজয়ীর
সাবেক মন্ত্রী-এমপিসহ পতিত স্বৈরাচারের ৯ দোসর নতুন মামলায় গ্রেপ্তার
মারা গেছে ইনফ্লুয়েন্সার তনির স্বামী
সিটির ড্রয়ের রাতে পয়েন্ট হারাল লিভারপুল-চেলসিও