তাইজুলের ৫ উইকেটের পরও পিছিয়ে বাংলাদেশ
২১ অক্টোবর ২০২৪, ০৫:০১ পিএম | আপডেট: ২১ অক্টোবর ২০২৪, ০৬:৪৫ পিএম
মিরপুরের স্পিন স্বর্গে প্রথম দিনে উইকেট পড়ল ১৬টি। সকালের সেশনেই গুটিয়ে একরাশ হতাশা উপহার দিয়েছেন বাংলাদেশের ব্যাটাররা। তবে বল হাতে আলো ছড়িয়েছেন তাইজুল ইসলাম। এরপরও প্রথম ইনিংসে লিড নিয়েছে দক্ষিণ আফ্রিকা।
দুই দলের মধ্যকার দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন শেষে হাতে ৪ উইকেট নিয়ে ৩৪ রানে এগিয়ে দক্ষিণ আফ্রিকা। আলোকস্বল্পতায় ৬ ওভার বাকি থাকতে সমাপ্ত ঘোষণা করা হয়েছে প্রথম দিনের খেলা।
লাঞ্চের আগে ১০৬ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। জবাবে ৬ উইকেটে ১৪০ রান নিয়ে দিন শেষ করে দক্ষিণ আফ্রিকা। অবিচ্ছি ন্ন সপ্তম উইকেট জুটিতে ৩২ রান যোগ করেছেন উইয়ান মুল্ডার ও কাইল ভেরিয়ান্নে।
দিনের সেরা বোলার তাইজুল ইসলাম। বাঁ-হাতি এই স্পিনার ৪৯ রানে নিয়েছেন ৫ উইকেট।
প্রথম ওভারেই এডেন মার্করামকে বোল্ড করে বল হাতে দারুণ শুরু করেন হাসান মাহমুদ। মিরাজের বলে শর্ট লেগে ট্রিস্টান স্টাবসের ক্যাচ মিস করেন মাহমুদুল। পরে তাইজুলের বলে স্লিপে ক্যাচ দিয়ে পেরেন স্টাবস। ৫০ রানে দ্বিতীয় উইকেট হারায় প্রটিয়ারা।
চা-বিরতির আগে ফিরিয়েছিলেন ট্রিস্টান স্টাবসকে। চা বিরতির পর ডেভিড বেডিংহাম, টনি ডি জর্জি ও ম্যাথিউ ব্রিটসকেও ফেরান তাইজুল। জর্জি ও ব্রিটসের উইকেট নিয়েছেন একই ওভারে। প্রটিয়াদের চতুর্থ উইকেট নিয়ে টেস্ট ক্যারিয়ারে দুইশ উইকেট পূর্ণ হয় তার। পরে রিয়ান রিকেলটনকে উইকেটের পিছনে খ্যাচ বানিয়ে ৫ উইকেট পুর্ণ করেন তাইজুল।
ব্যাট হাতে একে একে ‘আত্মহত্যা’র মিছিলে যোগ দেন বাংলাদেশের ব্যাটাররা। তাদের এমন হতাশাজনক পরফরম্যান্সের দিনে মিরপুর টেস্টের শুরুতেই নিয়ন্ত্রণ নিয়েছে দক্ষিণ আফ্রিকা।
লাঞ্চের খানিক পরেই স্রেফ ১০৬ রানে গুটিয়ে গেছে বাংলাদেশের ইনিংস। এনিয়ে ঘরের মাঠে সবশেষ সাত ইনিংসের ছয়টিতেই দুইশর আগে অলআউট হলো বাংলাদেশ।
টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে এটাই মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামের সর্বনিম্ন রান।
সব মিলিয়ে এই রান এখানকার দ্বিতীয় সর্বনিম্ন। ২০২১ সালে পাকিস্তানের বিপক্ষে ৮৭ রানে গুটিয়ে গিয়েছিল বাংলাদেশ। বিদেশিদের মধ্যে এখানে সর্বনিম্ন ইনিংস ওয়েস্ট ইন্ডিজের, ১১১ রান, ২০১৮ সালে বাংলাদেশের বিপক্ষে।
সর্বোচ্চ ৩০ রান এসেছে ওপেনার মাহমুদুল হাসান জয়ের ব্যাট থেকে।
দ্বিতীয় ওভার থেকে উইকেটে আসা-যাওয়া শুরু স্বাগতিক ব্যাটারদের। শেষ হয় ৪০.১ ওভারে কেশভ মহারাজের বলে তাইজুলের বোল্ড হওয়ার মধ্য দিয়ে।
ইনিংসে বিশ রানের জুটি কেবল একটি। নবম উইকেটে তাইজুল ইসলাম ও নাঈম হাসানের সেই ৪৬ বলে ২৬ রানের জুটির কল্যাণে একশ পার করতে পারে বাংলাদেশ।
৩১ বলে দ্বিতীয় সর্বোচ্চ ১৬ রান তাইজুলের।
দক্ষিণ আফ্রিকার তিন বোলার নিয়েছেন তিনটি করে উইকেট। এদিন তিনশ উইকেটের মাইলফলক স্পর্শ করা কাগিসো রাবাদা নিয়েছেন ২৬ রানে ৩টি।
২২ রানে ৩টি শিকার ধরেছেন আরেক পেসার উইয়ান মুল্ডার। মূলত তার বোলিং তোপেই শুরুর ৬ ওভারের মধ্যে ৩ উইকেট হারিয়ে ম্যাচ থেকে অনেকটা ছিটকে যায় বাংলাদেশ।
বাকি চার উইকেট দুই স্পিনারের। ৩৪ রানে ৩টি নিয়েছেন মহারাজ। ১৯ রানে জয়ের উইকেটটি নিয়েছেন ডেন পিট।
সংক্ষিপ্ত স্কোর: (প্রথম দিন শেষে)
বাংলাদেশ ১ম ইনিংস: ৪০.১ ওভারে ১০৬ (জয় ৩০, সাদমান ০, মুমিনুল ৪, শান্ত ৭, মুশফিক ১১, লিটন ১, মিরাজ ১৩, জাকের ২, নাঈম ৮, তাইজুল ১৬, হাসান ৪*; রাবাদা ১১-৪-২৬-৩, মুল্ডার ৮-৪-২২-৩, মহারাজ ১৬.১-৪-৩৪-৩, পিট ৫-১-১৯-১)
দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ৪১ ওভারে ১৪০/৬ (মার্করাম ৬, জোর্জি ৩০, স্টাবস ২৩, বেডিংহ্যাম ১১, রিকেল্টন ২৭, ব্রিটস্কি ০, ভেরেইনা ১৮*, মুল্ডার ১৭*; হাসান ৮-১-৩১-১, মিরাজ ১০-০-৩৩-০, তাইজুল ১৫-২-৪৯-৫, নাঈম ৮-০-২০-০)
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ধামরাইয়ে যুবকের লাশ উদ্ধার
ফেনীতে বন্যায় ব্রিজ ভেঙে খালে ৪ মাসেও সংস্কার না হওয়ায় দুর্ভোগ চরমে
সউদী আরব ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও বিক্রির পরিকল্পনা ঘোষণা করেছে
মুজিবনগর সেচ প্রকল্পে দুদকের অভিযান ব্যাপক দুর্নীতির অভিযোগ
শীত আসতেই রাজনগরে শুরু হয়েছে নাচ-গান আর জুয়ার আসর
বিজিবি দিনাজপুর সেক্টরের উদ্যোগে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ
বুড়িচংয়ে কাকদী নদীর পাড় কাটায় বাধঁ ভাঙ্গার আশঙ্কা বিরাজমান
বীজ সরবরাহে প্রতারণা উপরে সুন্দর গাছে আলু ফলন নেই
১০ ট্রাক অস্ত্র মামলায় খালাস পেলেন বাবর
ভারতের মহাকুম্ভ মেলায় পবিত্র নদীতে স্নানের মহোৎসব , আধ্যাত্মিকতার মহাযজ্ঞ
কলাপাড়ায় বিএনপি'র দপ্তর সম্পাদকের বাসায় চুরি
কালীগঞ্জে ঐতিহ্যবাহী জামাই মেলায় মানুষের ঢল
রাজউক উত্তরা জোনাল অফিস স্থানান্তর আদেশের প্রতিবাদে মানববন্ধন
নিষিদ্ধ সংগঠন সহ-সভাপতি সজল ১ দিনের রিমান্ডে
কুলাউড়ায় জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
ট্রাম্পের শপথের আগে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উত্তর কোরিয়ার
টেকনাফের কৃতিসন্তান সাইফুল্লাহকে পুলিশের এআইজি পদে পদায়ন
বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটিতে স্থান পেল ফরিদপুরের চার আলেম
টিকটক কিনছেন না মাস্ক, জল্পনা উড়াল চীনা সংস্থা
সাতক্ষীরায় নববধূকে নির্যাতন করে হত্যা! স্বামী আটক