জয়-মুশফিকের ব্যাটে লড়াইয়ে বাংলাদেশ
২২ অক্টোবর ২০২৪, ০৪:৫৬ পিএম | আপডেট: ২২ অক্টোবর ২০২৪, ০৫:২৩ পিএম
হতাশার প্রথম দুই সেশনের পর শেষ সেশনটা পুরোপুরি দক্ষিণ আফ্রিকার হতে দিল না বাংলাদেশ। প্রথম ইনিংসে দুইশো’র্ধো রানে পিছিয়ে পড়ার পর মাহমুদুল হাসান জয় ও মুশফিকুর রহিমের ব্যাটে লড়াই চালিয়ে যাওয়ার বার্তা দিয়ে রেখেছে স্বাগতিকরা।
মিরপুরে টেস্টের দ্বিতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১০১ রান। ইনিংস হার এড়াতে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দলকে এখনও করতে হবে ১০১ রান। আলোক স্বল্পতায় এদিনও খেলা শেষ হয়েছে আগেভাগেই।
অবিচ্ছিন্ন ৪২ রানের চতুর্থ উইকেট জুটিতে ৮০ বলে ৫ চারে ৩৮ রানে ব্যাট করছেন জয়। পাল্টা আক্রমণে ২৬ বলে ৩ চারে ৩১ রানে অপরাজিত আছেন অভিজ্ঞ মুশফিকুর।
ব্যক্তিগত এই ইনিংসের পথে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে টেস্টে ৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন মুশফিক।
২০২ রানে পিছিয়ে ব্যাটে নেমে তৃতীয় ওভারেই দুই উইকেট হারায় বাংলাদেশ। কাগিসো রাবাদার বলে শর্ট লেগে ক্যাচ দেন সাদমান। দুই বল পর তৃতীয় স্লিপে আটকা পড়েন মুমিনুল। ৪ রানে ২ উইকেট নেই হয়ে যায় বাংলাদেশের!
শান্তকে লেগ এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে তৃতীয় উইকেটে ৫৫ রানের জুটি ভাঙেন কেশব মহারাজ। ৪৯ বলে ২৩ রান করে ফেরেন শান্ত। ২০২৪ সালে ১৩ ইনিংসে শান্তর ব্যাটিং গড় ২০.৯২!
এরপর সেই জয়-মুশফিক জুটি।
এর আগে প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা অলআউট হয় ৮৮.৪ ওভারে ৩০৮ রান করে। দ্বিতীয় দিনের ৪৭.৪ ওভারে ৪ উইকেটের বিপরীতে ১৬৮ রান করে প্রটিয়ারা। তাদের প্রথম ৬ উইকেট থেকে আসে ১০৮ রান। আর শেষ ৪ উইকেট মিলিয়ে করে ২০০ রান।
৮ চার ও ২ ছক্কায় ১৪৪ বলে ১১৪ রান করেন ভেরেইনা। এবি ডি ভিলিয়ার্স ও কুইন্টন ডি করের পর দেশের তৃতীয় কিপার-ব্যাটার হিসেবে এশিয়ায় সেঞ্চুরি করলেন তিনি।
ভিয়ান মুল্ডারের ব্যাট থেকে আসে ১১২ বলে ৫৪ রান। দুজনের সপ্তম উইকেট জুটির সংগ্রহ ১১৯ রান।
দশ নম্বরে নেমে ৮৭ বলে ৩২ রান করেন ডেন পিট। তার সঙ্গে ৬৬ রানের জুটি গড়েন ভেরেইনা।
বাংলাদেশের পক্ষে তাইজুল ইসলাম নেন ৫ উইকেট। এছাড়া হাসান মাহমুদ ৩ ও মেহেদী হাসান মিরাজের শিকার ২টি।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: ১০৬
দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ৮৮.৪ ওভারে ৩০৮ (আগের দিন ১৪০/৬) (ভেরেইনা ১১৪, মুল্ডার ৫৪, মহারাজ ০, পিট ৩২, রাবাদা ২*; হাসান ১৯-২-৬৬-৩, মিরাজ ১৫.৪-০-৬৩-২, তাইজুল ৩৬-৩-১২২-৫, নাঈম ১৮-১-৪৯-০)।
বাংলাদেশ ২য় ইনিংস: ২৭.১ ওভারে ১০১/৩ (জয় ৩৮*, সাদমান ১, মুমিনুল ০, শান্ত ২৩, মুশফিক ৩১*; রাবাদা ৭-৩-১০-২, মুল্ডার ৭-১-২৩-০, মহারাজ ৯-০-৩৩-১, পিট ৪.১-০-২৯-০)।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
লুকিয়ে পাথর লুঠে যেয়ে সিলেটে এক শ্রমিকের মৃত্যু !
বাগেরহাটে আওয়ামী লীগ নেতা বাদশা মিয়া গ্রেফতার
ভারতে পালানোর সময় ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী সুস্মিতা পান্ডে গ্রেপ্তার
খুশদিল ঝড়ে খুলনাকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল রংপুর
টানা ৩৫ ঘণ্টা পর অনশন প্রত্যাহার জবি শিক্ষার্থীদের
যাদের চিন্তাধারায় গড়ে উঠেছে পাশ্চাত্য জীবন দর্শন
`সমন্বয়ক, মৃত্যুর জন্য প্রস্তুত হ'
মুজিবনগর ঘোষণায় সেক্যুলারিজম সমাজতন্ত্র বাঙ্গালী জাতীয়তাবাদ ছিল না : ৭২ এর সংবিধানে আছে
সন্ত্রাস-চাঁদাবাজি-দখলবাজি রুখতে হবে
এইচএমপিভি: বিমানবন্দর ও এয়ারলাইন্সগুলোকে বিশেষ নির্দেশনা
হতাহত ৩০
৩শ’ সৈন্য নিহত
৫ মাওবাদী হত্যা
দাবানলে চুরি
চেক প্রজাতন্ত্রে নিহত ৬
ড্রপ প্রোটেকশন ফিচারযুক্ত নোট ৬০এক্স আনল রিয়েলমি
প্রেমিকার স্বামী ও বাবাকে খুনের পরিকল্পনা, ভুলে খুন অন্যজন
লেবাননের বাসিন্দারা ঘরবাড়ি পুনর্নির্মাণের অনিশ্চয়তায়
রুপির দাম কমলেও নিশ্চুপ কেন মোদি
সাইফুজ্জামান চৌধুরীর আরামিট সিমেন্টের ব্যাংক হিসাব স্থগিত