৬ হাজারী মুশফিকের একলা রাজ
২৩ অক্টোবর ২০২৪, ১২:০৫ এএম | আপডেট: ২৩ অক্টোবর ২০২৪, ১২:০৫ এএম
রেকর্ডটি আগে থেকেই তার দখলে। টেস্টে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রানের মালিক ছিলেন মুশফিকুর রহিমই। সেই অর্জনকেই আরেকটু সমৃদ্ধ করে নিজেকে নতুন ধাপে তুলে নিলেন তিনি। অভিজ্ঞ এই ব্যাটসম্যান পৌঁছে গেলেন ৬ হাজার রানের অনন্য উচ্চতায়। গতকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শেষ সেশনে এই মাইলফলকে পা রাখেন ৩৭ বছর বয়সী ব্যাটসম্যান। স্বভাবতই এই কীর্তির রাজ্যে এখন তার একার রাজত্ব। টেস্ট শুরুর সময় ৬ হাজার ছুঁতে তার প্রয়োজন ছিল ৩৯ রান। প্রথম ইনিংসে তিনি ১১ রান করে বোল্ড হয়ে যান কাগিসো রাবাদার বলে। দ্বিতীয় ইনিংসে গতকাল শেষ সেশনে বাকি পথটুকু পাড়ি দেন তিনি বেশ দ্রুততায়। ডেন পিটের বলে প্রিয় রিভার্স সুইপ শটে পা রাখেন তিনি ৬ হাজারের সীমানায়। ইতিবাচক ব্যাটিংয়ে ২৬ বলে ৩১ রানে অপরাজিত থেকে দিন শেষ করেন তিনি। ৯৩ টেস্টে ১৭২ ইনিংস খেলে এখন ৬ হাজার ৩ রান তার।
দ্রুততম ৬ হাজার রানের বিশ্বরেকর্ড স্যার ডন ব্র্যাডম্যানের। সর্বকালের সেরা ব্যাটসম্যান বলে বিবেচিত এই অস্ট্রেলিয়ান ¯্রফে ৬৮ ইনিংস খেলেই এই মাইলফলকের দেখা পেয়েছিলেন। তার রেকর্ড অতিমানবীয়। ১১১ ইনিংসে ৬ হাজার ছুঁয়ে রেকর্ডের দুইয়ে আরেক কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স ও অস্ট্রেলিয়ান গ্রেট স্টিভেন স্মিথ। এছাড়াও আরও অনেক ব্যাটসম্যান বেশ দ্রুতগতিতে এই ঠিকানার দেখা পেয়েছেন। তাদের সঙ্গে তুলনা না করলেও মুশফিকের অনেক বেশিই ইনিংস লেগে গেল এখানে পৌঁছতে। সেই ২০০৫ সালের মে মাসে তার টেস্ট অভিষেক। বাংলাদেশ যদিও খুব বেশি টেস্ট খেলে না, তার পরও সময়ের হিসেবে ১৯ বছরের বেশি লাগল তার এই পর্যন্ত আসতে।
মুশফিকের ১৯ বছর লাগার পেছনে বড় দলগুলোর খেলোয়াড়দের তুলনায় বাংলাদেশের খেলোয়াড়দের কম টেস্ট খেলার সুযোগ পাওয়াও একটি কারণ। তার নিজের কথাই ধরুন, ২০০৫ সালে অভিষেকের পর ২০০৯ পর্যন্ত খেলেছেন মাত্র ১৬টি টেস্ট। ২৩.৪ গড়ে করেছেন ৬৭৯ রান। সেঞ্চুরি নেই। ২০১০ থেকে ২০১৯ পর্যন্ত ক্যারিয়ারে সবচেয়ে বেশি টেস্ট খেলেছেন মুশফিক। এ সময় ৩৮.৮ গড়ে ৫৩ টেস্টে করেছেন ৩৫৩১ রান। সেঞ্চুরি ৬টি, সর্বোচ্চ অপরাজিত ২১৯। এরপর ২০২০ থেকে এ পর্যন্ত ২৪ টেস্টে ৪৯.৮ গড়ে করেছেন ১৭৯৩ রান। সেঞ্চুরি ৫টি। মিরপুরে এদিন আলোর স্বল্পতায় খেলা একটু আগেভাগেই শেষ করেন আম্পায়াররা। খেলা আরও কিছুক্ষণ চললে হয়তো আরও একটি মাইফলকের দেখা পেতেন ৩১ রানে অপরাজিত থাকা মুশফিক। দরকার ছিল মাত্র ২ রানের। সেটি হলেই তিন সংস্করণ মিলিয়ে এক ভেন্যুতে ৫ হাজার রানের মাইলফলক গড়তেন মুশফিক। শেরেবাংলা স্টেডিয়ামে আপাতত ১৫৫ ম্যাচে (১৬৯ ইনিংস) ৪৯৯৮ রান মুশফিকের, আজ টেস্টের তৃতীয় দিনে হয়তো মাইলফলকটি ছুঁয়েও ফেলবেন। তিন সংস্করণ মিলিয়ে এক ভেন্যুতে এত বেশি রান নেই আর কারও।
এখনও যে চূড়ায় আছেন তাতে মুশফিককে ধরতে বাংলাদেশের অন্য ব্যাটসম্যানদের বেশ কষ্টই হবে। ১৭২ ইনিংসে মুশফিকের রানসংখ্যা ৬০০৩। বাংলাদেশের বাস্তবতায় অবশ্য এটিও কম নয়। টেস্টে ৫ হাজার রান করা ব্যাটসম্যান এ দেশের আছে আর মোটে একজন। ১৩৪ ইনিংসে ৫১৩৪ রান করা তামিম এই তালিকায় দ্বিতীয় হলেও সর্বশেষ টেস্ট খেলেছেন গত বছর এপ্রিলে আয়ারল্যান্ডের বিপক্ষে। ৩৫ বছর বয়সী ওপেনার এই সংস্করণে আর ফিরবেন কি না, তা নিয়ে প্রশ্ন আছে। ১৩০ ইনিংসে ৪৬০৯ রান করা সাকিবের এই টেস্ট খেলে অবসর নেওয়ার কথা থাকলেও সেটি হয়নি। গত সেপ্টেম্বরে কানপুর টেস্টই হয়ে গেছে সাকিবের ‘সর্বশেষ’ টেস্ট। কেননা তিনি আর টেস্ট খেলতে পারেন কি না, সেটি এখন বাংলাদেশের ক্রিকেটে বড় কৌতূহল। চারে থাকা সর্বোচ্চ ১৩ সেঞ্চুরির মালিক মুমিনুল হক ৬৬ টেস্টে ১২৩ ইনিংস খেলে করেছেন ৪ হাজার ২৬৯ রান। চাইলে, এবং ম্যাচ পেলে হয়েতো তারই কেবল সুযোগ থাকছে মুশফিককে ছাপিয়ে যাবার।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
লুকিয়ে পাথর লুঠে যেয়ে সিলেটে এক শ্রমিকের মৃত্যু !
বাগেরহাটে আওয়ামী লীগ নেতা বাদশা মিয়া গ্রেফতার
ভারতে পালানোর সময় ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী সুস্মিতা পান্ডে গ্রেপ্তার
খুশদিল ঝড়ে খুলনাকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল রংপুর
টানা ৩৫ ঘণ্টা পর অনশন প্রত্যাহার জবি শিক্ষার্থীদের
যাদের চিন্তাধারায় গড়ে উঠেছে পাশ্চাত্য জীবন দর্শন
`সমন্বয়ক, মৃত্যুর জন্য প্রস্তুত হ'
মুজিবনগর ঘোষণায় সেক্যুলারিজম সমাজতন্ত্র বাঙ্গালী জাতীয়তাবাদ ছিল না : ৭২ এর সংবিধানে আছে
সন্ত্রাস-চাঁদাবাজি-দখলবাজি রুখতে হবে
এইচএমপিভি: বিমানবন্দর ও এয়ারলাইন্সগুলোকে বিশেষ নির্দেশনা
হতাহত ৩০
৩শ’ সৈন্য নিহত
৫ মাওবাদী হত্যা
দাবানলে চুরি
চেক প্রজাতন্ত্রে নিহত ৬
ড্রপ প্রোটেকশন ফিচারযুক্ত নোট ৬০এক্স আনল রিয়েলমি
প্রেমিকার স্বামী ও বাবাকে খুনের পরিকল্পনা, ভুলে খুন অন্যজন
লেবাননের বাসিন্দারা ঘরবাড়ি পুনর্নির্মাণের অনিশ্চয়তায়
রুপির দাম কমলেও নিশ্চুপ কেন মোদি
সাইফুজ্জামান চৌধুরীর আরামিট সিমেন্টের ব্যাংক হিসাব স্থগিত