শ্রীলঙ্কার কাছে হেরে বাংলাদেশের বিদায়
২৩ অক্টোবর ২০২৪, ০৭:৫৮ এএম | আপডেট: ২৩ অক্টোবর ২০২৪, ০৭:৫৮ এএম
শ্রীলঙ্কা ‘এ’ দলের কাছে বড় ব্যবধানে হেরে এসিসি মেন্স টি-২০ ইমার্জিং এশিয়া কাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে বাংলাদেশ ‘এ’ দল।
গ্রুপ পর্বে নিজিদের শেষ ম্যাচে মঙ্গলবার লঙ্কানদের কাছে ১৯ রানে হেরেছে আকবর আলির নেতৃত্বাধীন দলটি। ১৬২ রানের লক্ষ্যে তারা আটকে যায় ১৪২ রানে।
হংকংয়ের বিপক্ষে জয়ে আসর শুরুর পর আফগানিস্তান ও শ্রীলঙ্কার কাছে হেরে বিদায় নিল টাইগাররা। অন্যদিকে ৩ ম্যাচে ২ জয়ে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে শ্রীলঙ্কা। তাদের সমান ৪ পয়েন্ট নিয়েও নেট রান রেটে পিছিয়ে গ্রুপ রানার্স আপ হয়ে শেষ চারে উঠেছে আফগানিস্তান।
জয়ের জন্য ১৮ বলে দরকার ছিল ৩৭ রান। অষ্টাদশ ওভারে ইশান মালিঙ্গার প্রথম বল লং অফ দিয়ে ছক্কায় ওড়ান আবু হায়দার। কিন্তু ‘ডেড বল’ ডাকেন আম্পায়ার। সিদ্ধান্তটি নিয়ে বাংলাদেশের ডাগআউটে ছড়াল তুমুল উত্তেজনা।
তবে কী কারণে আম্পায়ার এই সিদ্ধান্ত দেন, তা পরিষ্কার নয়। ধারাভাষ্যকাররাও বিস্ময় প্রকাশ করেন, তারা বলছিলেন, কোনো খেলোয়াড় মাঠের বাইরে থাকলে ‘ডেড বলের’ পরিবর্তে ‘নো বল’ ডাকা উচিত ছিল।
সাইডলাইনে দাঁড়িয়ে যান বাংলাদেশের প্রায় সবাই। এগিয়ে গিয়ে চতুর্থ আম্পায়ারের সঙ্গে কথা বলেন অধিনায়ক আকবর। ‘নো বল’ ডাকার ইঙ্গিত করছিলেন সাইফ। তবে শেষ পর্যন্ত ‘ডেড বলের’ সিদ্ধান্ত বহাল রাখেন আম্পায়ার।
ম্যাচের উত্তাপ বলতে স্রেফ এটুকুই। প্রথম ৩ ওভারে আসে ৩৮ রান। কিন্তু পরের ওভারে ইমন (১০ বলে ২৪) বিদায় নেওয়ার পর ধীরে ধীরে পথ হারিয়ে ফেলে বাংলাদেশ।
হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে পাওয়ার প্লের শেষ ওভারে উঠে যান সাইফ হাসান ২০ বলে ২৯ রান করে। তিনে নেমে ৮ রান করতে মোহাম্মদ নাঈম শেখ খেলেন ১৫ বল। তাওহিদ হৃদয়, আকবর আলি, শামীম হোসেন, মাহফুজুর রহমান রাব্বিও উল্লেখ করার মতো কিছু করতে পারেননি। পঞ্চদশ ওভারে ১০৩ রানে ৬ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ।
১৬তম ওভারে আবু হায়দার টানা দুই ছক্কায় উত্তেজনা ফেরালেও পরাজয় এড়াতে পারেনি বাংলাদেশ। ২৫ বল ৩ ছক্কা ও একটি চারে ৩৮ রানে অপরাজিত থাকেন আবু হায়দার।
এর আগে ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে টসে জিতে ব্যাটিং বেছে নেয় শ্রীলঙ্কা। তাদের প্রথম পাঁচ ব্যাটারই রান পান কম-বেশি। পাঁচে নেমে ৩ চার ও ২ ছক্কায় ২৬ বলে সর্বোচ্চ ৪২ রান করেন পাভান রাথনায়েকে। চার নম্বরে আরাচিগে ২৫ বলে করেন ৩০ রান। ওপেনার লাহিরু উদারা ২১ বলে করেন ৩৫।
ম্যাচের সেরা অবশ্য ষষ্ঠ বোলার হিসেবে বোলিংয়ে এসে ৪ ওভারে ২৩ রানে ৩ উইকেট নেওয়া লেগ স্পিনার দুশান হেমান্থা।
আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতাসম্পন্ন ৮ জন ক্রিকেটারকে দলে নিয়ে খেলতে গিয়েও গ্রুপ পর্ব থেকেই বিদায় নিল বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা ‘এ’ দল: ২০ ওভারে ১৬১/৭ (ইয়োশোধা ২৩, উদারা ৩৫, নুয়ানিদু ১৯, আরাচিগে ৩০, রাথনায়েকে ৪২, রামেশ ৬, উইক্রামাসিংহে ৪*, হেমান্থা ০*; রিপন ৪-০-৩৬-২, আবু হায়দার ৩-০-৩১-০, রাকিবুল ৪-০-২৫-০, রাব্বি ৪-০-১৯-১, রাজা ৪-০-৩৫-২, সাইফ ১-০-১৫-১)
বাংলাদেশ ‘এ’ দল: ২০ ওভারে ১৪২/৭ (সাইফ ২৯ রিটায়ার্ড হার্ট, ইমন ২৪, নাঈম শেখ ৮, হৃদয় ১২, আকবর ৯, শামীম ৪, রাব্বি ৭, আবু হায়দার ৩৮*, রাকিবুল ০, রাজা ৫*; নিমেশ ৪-০-৩০-১, রামেশ ৩-০-১৯-১, আরাচিগে ১-০-২২-০, মালিঙ্গা ৪-০-২২-১, রানসিকা ৪-০-২৬-১, হেমান্থা ৪-০-২৩-৩)
ফল: শ্রীলঙ্কা ‘এ’ দল ১৯ রানে জয়ী
ম্যান অব দা ম্যাচ: দুশান হেমান্থা
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
লুকিয়ে পাথর লুঠে যেয়ে সিলেটে এক শ্রমিকের মৃত্যু !
বাগেরহাটে আওয়ামী লীগ নেতা বাদশা মিয়া গ্রেফতার
ভারতে পালানোর সময় ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী সুস্মিতা পান্ডে গ্রেপ্তার
খুশদিল ঝড়ে খুলনাকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল রংপুর
টানা ৩৫ ঘণ্টা পর অনশন প্রত্যাহার জবি শিক্ষার্থীদের
যাদের চিন্তাধারায় গড়ে উঠেছে পাশ্চাত্য জীবন দর্শন
`সমন্বয়ক, মৃত্যুর জন্য প্রস্তুত হ'
মুজিবনগর ঘোষণায় সেক্যুলারিজম সমাজতন্ত্র বাঙ্গালী জাতীয়তাবাদ ছিল না : ৭২ এর সংবিধানে আছে
সন্ত্রাস-চাঁদাবাজি-দখলবাজি রুখতে হবে
এইচএমপিভি: বিমানবন্দর ও এয়ারলাইন্সগুলোকে বিশেষ নির্দেশনা
হতাহত ৩০
৩শ’ সৈন্য নিহত
৫ মাওবাদী হত্যা
দাবানলে চুরি
চেক প্রজাতন্ত্রে নিহত ৬
ড্রপ প্রোটেকশন ফিচারযুক্ত নোট ৬০এক্স আনল রিয়েলমি
প্রেমিকার স্বামী ও বাবাকে খুনের পরিকল্পনা, ভুলে খুন অন্যজন
লেবাননের বাসিন্দারা ঘরবাড়ি পুনর্নির্মাণের অনিশ্চয়তায়
রুপির দাম কমলেও নিশ্চুপ কেন মোদি
সাইফুজ্জামান চৌধুরীর আরামিট সিমেন্টের ব্যাংক হিসাব স্থগিত