অন্ধকার মিরপুরে মিরাজ দ্যুতি
২৪ অক্টোবর ২০২৪, ১২:০২ এএম | আপডেট: ২৪ অক্টোবর ২০২৪, ১২:০২ এএম
গত দু’দিন ধরেই ঘূর্ণিঝড় দানার প্রভাব পড়তে শুরু করে। ম্যাচ শুরুর দিনটা কোনোমতে পেরুলেও দ্বিতীয় দিন থেকে ক্রিকেটেও পড়তে শুরু করে তার প্রভাব। ঠিক ঠাক দিন পেরুলেও গতকাল সেটিও করা গেল না। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মিরপুরের আকাশ ছেয়ে যেতে থাকে কালো মেঘে। মধ্যাহ্ন ভোজের বিরতি থেকে ফিরে খুব একটা এগুলো না খেলা। বৃষ্টিতে ৮০ মিনিট খেলা বন্ধ থাকার পর খেলা শুরু হলেও পাঁচ ওভার স্পিনারদের দিয়ে বল করানোর পর আলোক স্বল্পতায় বন্ধ হয়ে যায় দিনের খেলা। বিকেল ৩টা ৫৬ মিনিটে দুই আম্পায়ার পর্যবেক্ষণ করে দিনের খেলার সমাপ্তি টানেন। ১০১ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিনের খেলা শুরু করা বাংলাদেশের লিড হয়ে গেছে ৮১ রানের। বৃষ্টি ও আলোকস্বল্পতায় আজ সারা দিন খেলা হয়েছে ৫৭.৫ ওভার। তাতে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশ তুলেছে ১৮২ রান।
বৃষ্টির আগেই ৮০ ওভার হয়ে যাওয়ায় নতুন বল এভেইলেবল ছিলো দক্ষিণ আফ্রিকার। তবে কম আলোয় পেস বোলারদের বোলিং করানোর অনুমতি দেননি আম্পায়াররা। দক্ষিণ আফ্রিকান অধিনায়ক এইডেন মার্করাম বাধ্য হয়ে নিজে বল করতে আসেন। এই পাঁচ ওভারে আরও কিছুটা লিড বাড়িয়ে নিয়েছে বাংলাদেশ। দ্বিতীয় দফায় খেলা বন্ধের আগে বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ২৮৩ রান। দিনের মতো অন্ধকারে থাকা বাংরাদেশ ক্রিকেট দলের আলো হয়ে ধরা দিলেন মেহেদী হাসান মিরাজ। সাতে নামা এই অলরাউন্ডার বীরত্বপূর্ণ ইনিংস খেলে অপরাজিত আছেন ৮৭ রানে। তার সঙ্গে ১৬ রান নিয়ে ক্রিজে আছেন নাঈম হাসান। তার আগে ১১২ রানে ৬ উইকেট হারানোর পর অভিষিক্ত জাকের আলী অনীককে (৫৮) নিয়ে মিরাজের জুটিতে এসেছে রেকর্ড ১৩৮ রান। এর আগে ২০০৩ সালে চট্টগ্রামে হাবিবুল বাশার ও জাভেদ ওমরের করা ১৩১ রানের জুটি ছিল সর্বোচ্চ।
অথচ গতকাল মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্টের তৃতীয় দিনের শুরুটা ভীষণ বাজে ছিলো স্বাগতিকদের। আগের দিনের দুই অপরাজিত ব্যাটার মাহমুদুল হাসান জয় ও মুশফিকুর রহিমকে দ্রুত তুলে নেন কাগিসো রাবাদা। কেশব মহারাজের শিকার হয়ে থিতু হওয়ার আগে ফেরেন লিটন দাস। ১১২ রানে ৬ উইকেট হারিয়ে হারের দ্বারপ্রান্তে চলে গিয়েছিল বাংলাদেশ। খাদের কিনার থেকে এরপর শতরানের দারুণ জুটিতে দলকে টেনে তুলেন মিরাজ ও জাকের। সপ্তম উইকেটে দুজনে মিলে যোগ করেন ১৩৮ রান। অভিষিক্ত জাকের ৫৮ করে মহারাজের বলে এলবিডব্লিউ হলে ফের ধাক্কা খায় বাংলাদেশ। ৮০ ওভার হয়ে যাওয়ায় এরপর নতুন বল নিতে পারত দক্ষিণ আফ্রিকা। কিন্তু ভাগ্য সহায় হয় স্বাগতিকদের, নামে বৃষ্টি। ৮০ মিনিট খেলা বন্ধের পর আলো কমে যাওয়ায় আবার পেসারদের বল করার অনুমতি দেননি আম্পায়াররা। ফলে এখনো নতুন বল নেওয়া হয়নি তাদের। নতুন বল না থাকায় সুবিধা পেয়েছেন বাংলাদেশের মিরাজ-নাঈম।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ ৪০.১ ওভারে ১০৬ ও বাংলাদেশ ২য় ইনিংস : ৮৫ ওভারে ২৮৩/৭ (মিরাজ ৮৭*, জাকের ৫৮, মাহমুদুল ৪০, মুশফিক ৩৩, নাজমুল ২৩, নাঈম ১৬*; রাবাদা ৪/৩৫, মহারাজ ৩/১০৫)। দ.আফ্রিকা ১ম ইনিংস : ৮৮.৪ ওভারে ৩০৮। *তৃতীয় দিন শেষে বাংলাদেশ ৮১ রানে এগিয়ে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
টানা ৩৫ ঘণ্টা পর অনশন প্রত্যাহার জবি শিক্ষার্থীদের
খুশদিল ঝড়ে খুলনাকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল রংপুর
ভারতে পালানোর সময় ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী সুস্মিতা পান্ডে গ্রেপ্তার
বাগেরহাটে আওয়ামী লীগ নেতা বাদশা মিয়া গ্রেফতার
লুকিয়ে পাথর লুঠে যেয়ে সিলেটে এক শ্রমিকের মৃত্যু !
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ ইউপি চেয়ারম্যানকে কার্যালয় থেকে বের করে দিয়ে তালা!
খুলনা-পাইকগাছা মহাসড়কে সড়ক দূর্ঘটনায় ২ জনের মৃত্যু
‘১০ দিনের ট্রেনিং করে ১ কোটি লোক যুদ্ধে যেতে প্রস্তুত’
বিএনপির ৩১ দফা বাস্তবায়নের জন্য শেরপুর বিএনপির মিছিল
রায়পুরায় জমির আইল নিয়ে মারামারি, আহত ৪
স্ট্রেচারে মাঠ ছাড়লেন জেসুস
শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান, সুনামির সতর্কতা
‘আমার কি সর্বনাশ হইয়া গেল রে, আমার সোনা হারায় গেল রে'!
ভাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল শিশুর
ভাঙ্গায় পুলিশের বিশেষ অভিযানে আ'লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার
কুষ্টিয়ায় বিএনপির সঙ্গে সংঘর্ষের ঘটনায় আহত জামায়াতকর্মীর মৃত্যু
ইনকিলাবে সংবাদ প্রকাশ সেই কৃষি কর্মকর্তাকে বদলী
ইসলামবিদ্বেষীদের মোকাবেলায় মুসলিম রাষ্ট্রপ্রধানদের ঐক্য খুবই জরুরি
না.গঞ্জে নির্বাচন কমিশনার ‘সৎ উদ্দেশ্য থাকলে নির্ভেজাল ভোটার লিস্ট করা সম্ভব’
আর্মি ডে’র কুচকাওয়াজে প্রথমবার অংশ নিচ্ছে রোবট সেনা