ধ্বংসস্তূপ থেকে জুটির রেকর্ড, তবু পারল না উইন্ডিজ
২৪ অক্টোবর ২০২৪, ০৭:৩৪ এএম | আপডেট: ২৪ অক্টোবর ২০২৪, ০৮:১৬ এএম
৫৮ রানে অষ্টম উইকেট হারানোর পর জুটিতে রেকর্ড গড়লেন গুড়াকেশ মোতি ও শেরফান রাদারফোর্ড। তাতে দল মান বাঁচানোর মতো সংগ্রহ পেলেও হার এড়াতে পারল না। তাদের উড়িয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিল শ্রীলঙ্কা।
পাল্লেকেলেতে বুধবার বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় ওয়ানডেতে লঙ্কানদের জয় ৫ উইকেটে। ১৮৯ রানের লক্ষ্য পেরিয়ে যায় ৩৪ বল হাতে রেখে।
বৃষ্টির বাধায় পড়া প্রথম ম্যাচও ৫ উইকেটে জিতে নিয়েছিল স্বাগতিকরা। ফলে, এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জয় নিশ্চিত করল তারা।
এর আগে তিন টি-টোয়েন্টির সিরিজটি ২-১ ব্যবধানে জিতেছিল শ্রীলঙ্কা।
বৃষ্টির বাধায় ম্যাচ নেমে আসে ৪৪ ওভারে। টসে হেরে ব্যাটে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায় উইন্ডিজ। মহীশ তিকাশানা ও আসিতা ফার্নান্ডোর পর উইকেট নেওয়ার উৎসবে যোগ দেন মাহিশ থিকসানাও। তাতে ৫৮ রানে ৮ উইকেট হারিয়ে ম্যাচ থেকে এক প্রকার ছিটকে যায় ক্যারিবীয়রা।
এরপরই আসে রাদারফোর্ড-মোতির ১১৫ বলে ১১৯ রানের জুটি। নবম উইকেটে ওয়েস্ট ইন্ডিজের সর্বোচ্চ জুটি এটিই। ২০২২ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ইয়ানিক কারিয়াহ ও আলজারি জোসেফের ৮৫ রানের জুটি ছিল আগের সেরা। সব দল মিলিয়ে, এই সংস্করণে নবম উইকেটে এটি চতুর্থ সর্বোচ্চ জুটি।
দলীয় ১৭৭ রানে রাদারফোর্ড ৮২ বলে ৭ চার ও ৪ ছক্কায় ব্যক্তিগত ৮০ রান করে ফিরলে ভাঙে এ জুটি। ভেঙে যায় উইন্ডিজদের দুই শ’র স্বপ্নও। মোতি অপরাজিত থেকে যান ৬১ বলে ৬ চারে ৫০ রানে। ক্যারিয়ারে এটিই তার প্রথম ফিফটি ও সর্বোচ্চ রানের ইনিংস।
৪০ রানে ৪ উইকেট নিয়েছেন হাসারাঙ্গা। ৩টি করে উইকেট নিয়েছেন তিকশানা ও ফার্নান্ডো।
লক্ষ্য তাড়ায় ২৫ রানে আভিশকা ফার্নান্দো ও কুসাল মেন্ডিসকে হারালেও আর পেছনে ফিরতে হয়নি লঙ্কানদের। চারিত আসালাঙ্কার অপরাজিত ৬২ রানে ভর করে ৩৪ বল হাতে রেখে জয় তুলে নেয় লঙ্কানরা। নিশান মাদুশকা ও সাদিরা সামারাবিক্রমা করেন ৩৮ রান করে।
সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে একই মাঠে আগামী শনিবার।
সংক্ষিপ্ত স্কোর:
ওয়েস্ট ইন্ডিজ: ৩৫ ওভারে ১৮৯ (কিং ১৬, আথানেজ ১, কার্টি ৬, হোপ ৫, রাদারফোর্ড ৮০, চেইস ৮, শেফার্ড ৪, ওয়ালশ ১, জোসেফ ১, মোটি ৫০*, সিলস ৫; থিকশানা ৯-১-২৫-৩, আসিথা ৭-০-৩৫-৩, ওয়েল্লালাগে ৬-০-৩৬-০, হাসারাঙ্গা ৮-০-৪০-৪, আসালাঙ্কা ৪-০-২৬-০, কামিন্দু ২-০-১৯-০)
শ্রীলঙ্কা: ৩৮.২ ওভারে ১৯০/৫ (মাদুশাঙ্কা ৩৮, আভিশকা ৯, মেন্ডিস ৩, সামারাউইক্রামা ৩৮, আসালাঙ্কা ৬২*, লিয়ানাগে ২৪, কামিন্দু ১১*; মোটি ৯-২-১৮-১, জোসেফ ৬-০-৩০-২, সিলস ৩-০-২০-০, ওয়ালশ ৫-০-৪১-০, শেফার্ড ৪-০-২৩-০, চেইস ৮.২-০-৪৩-১, আথানেজ ৩-০-১২-০)
ফল: শ্রীলঙ্কা ৫ উইকেটে জয়ী
ম্যান অব দা ম্যাচ: মাহিশ থিকশানা
সিরিজ: ৩ ম্যাচের সিরিজে ২-০ তে এগিয়ে লঙ্কানরা
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
খুশদিল ঝড়ে খুলনাকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল রংপুর
ভারতে পালানোর সময় ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী সুস্মিতা পান্ডে গ্রেপ্তার
বাগেরহাটের কলাতলা ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা বাদশা মিয়া গ্রেফতার
লুকিয়ে পাথর লুঠে যেয়ে সিলেটে এক শ্রমিকের মৃত্যু !
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ ইউপি চেয়ারম্যানকে কার্যালয় থেকে বের করে দিয়ে তালা!
খুলনা-পাইকগাছা মহাসড়কে সড়ক দূর্ঘটনায় ২ জনের মৃত্যু
‘১০ দিনের ট্রেনিং করে ১ কোটি লোক যুদ্ধে যেতে প্রস্তুত’
বিএনপির ৩১ দফা বাস্তবায়নের জন্য শেরপুর বিএনপির মিছিল
রায়পুরায় জমির আইল নিয়ে মারামারি, আহত ৪
স্ট্রেচারে মাঠ ছাড়লেন জেসুস
শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান, সুনামির সতর্কতা
‘আমার কি সর্বনাশ হইয়া গেল রে, আমার সোনা হারায় গেল রে'!
ভাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল শিশুর
ভাঙ্গায় পুলিশের বিশেষ অভিযানে আ'লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার
কুষ্টিয়ায় বিএনপির সঙ্গে সংঘর্ষের ঘটনায় আহত জামায়াতকর্মীর মৃত্যু
ইনকিলাবে সংবাদ প্রকাশ সেই কৃষি কর্মকর্তাকে বদলী
ইসলামবিদ্বেষীদের মোকাবেলায় মুসলিম রাষ্ট্রপ্রধানদের ঐক্য খুবই জরুরি
না.গঞ্জে নির্বাচন কমিশনার ‘সৎ উদ্দেশ্য থাকলে নির্ভেজাল ভোটার লিস্ট করা সম্ভব’
আর্মি ডে’র কুচকাওয়াজে প্রথমবার অংশ নিচ্ছে রোবট সেনা
বাংলাদেশি শ্রমিকদের জন্য মালয়েশিয়ার মাল্টিপল-এন্ট্রি ভিসা প্রদানের আহ্বান প্রধান উপদেষ্টার