ব্যাট হাতেও উজ্জ্বল সাজিদ-নোমান
২৬ অক্টোবর ২০২৪, ১২:০২ এএম | আপডেট: ২৬ অক্টোবর ২০২৪, ১২:০২ এএম
যে রাঁধে সে চুলও বাঁধে! সাজিদ খান-নোমান আলীরা এই বাংলা প্রবাদকেই আবারও মনে করিয়ে দিলেন। পাকিস্তানের দুই স্পিনার দেখালেন- যাঁরা বল ঘোরাতে পারে, তারা ব্যাটও চালাতে পারে। রাওয়ালপিন্ডিতে এবার বানানো স্পিনবান্ধব পিচে শফিক, সাইম, কামরান, রিজওয়ানরা যেখানে থই খুঁজে পাননি, টপ অর্ডারদের মধ্যে একমাত্র তল খুঁজে পাওয়া সৌদ শাকিলের সঙ্গে দারুণ ব্যাটিং করে পাকিস্তানকে প্রথম ইনিংসে ৭৭ রানের লিড এনে দিয়েছেন সাজিদ-নোমান। প্রথম ইনিংসে ইংল্যান্ডের ২৬৭ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে পাকিস্তান গতকাল অলআউট হয়েছে ৩৪৪ রানে। ইংল্যান্ড তাদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে ৩ উইকেটে ২৪ রান নিয়ে। জো রুট ৫ ও হ্যারি ব্রুক রান নিয়ে উইকেটে আছেন। পাকিস্তান এখনো এগিয়ে ৫৩ রানে।
১৭৭ রানে সপ্তম উইকেট হারানোর সময় ইংল্যান্ডের প্রথম ইনিংসের চেয়ে ৯০ রানে পিছিয়ে ছিল পাকিস্তান। সেই সময় ব্যাটিংয়ে নামেন নোমান। তিনি জুটি বাঁধেন উইকেটে থিতু হয়ে যাওয়া শাকিলের সঙ্গে। পাকিস্তানের এই মিডলঅর্ডার ব্যাটসম্যান তখন ব্যাট করছিলেন ৬৮ রানে। শাকিলের সঙ্গে পাকিস্তানের ইনিংসের সর্বোচ্চ ৮৮ রানের জুটি গড়ে আউট হন নোমান। তার আসল পরিচয় বাঁহাতি স্পিনার। কিন্তু আজ যেভাবে ব্যাট করলেন, তাঁকে পুরোদস্তুর ব্যাটসম্যানই মনে হয়েছে। মারার বল মারলেন, ছাড়ার বল ছাড়লেন, রক্ষণ করলেন দারুণভাবে- সব মিলিয়ে আউট হওয়ার আগে ৮৪ বলে ৪৫ রান করেছেন তিনি ২ চার ও ১ ছয়ে।
দলের ২৬৫ রানে নোমান ফেরার পর উইকেটে আসেন সাজিদ। অফ স্পিনার- নিজের আসল এ পরিচয়টা পাশে সরিয়ে রেখে তিনিও করেছেন দুর্দান্ত ব্যাটিং। তবে নোমানের মতো নয়, তিনি যেন আবির্ভূত হয়েছিলেন বাজবল-ব্যাটসম্যানের ভূমিকায়। ২ চার ও ৪ ছয়ে ৪৮ বলে ৪৮ রান করে অপরাজিত ছিলেন সাজিদ। এর মধ্যেই শাকিল পেয়ে যান টানা দ্বিতীয় সেঞ্চুরি, টেস্ট ক্যারিয়ারে যেটি তার চতুর্থ। পাকিস্তানের নবম ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে ২২৩ বলে ৫ চারে করেছেন ১৩৪ রান। সাজিদের সঙ্গে মাত্র ৭৮ বলে গড়েছেন ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ ৭২ রানের জুটি। এর মধ্যে সাজিদের ব্যাট থেকেই এসেছে ৪১ রান। শাকিলের আউটের পর খুব বেশিক্ষণ টেকেনি পাকিস্তান। শেষ ব্যাটসম্যান হিসেবে জাহিদ মেহমুদ আউট হওয়ার আগে সাজিদের সঙ্গে গড়েছেন মাত্র ৭ রানের জুটি।
পাকিস্তানের ১০ ব্যাটসম্যানের ৮টিই পেয়েছেন ইংল্যান্ডের তিন স্পিনার রেহান আহমেদ, শোয়েব বশির ও জ্যাক লিচ। তখনই বোঝা যাচ্ছিল, দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের জন্য কী অপেক্ষা করছে। আবার ব্যাটিংয়ে নেমে সেটা টেরও পেল ইংলিশরা। ইংল্যান্ডের যে ৩ উইকেট পড়েছে, তিনটিই নিয়েছেন স্পিনাররা। ২টি নিয়েছেন নোমান, একটি সাজিদ।
মুলতানে দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডের ২০টি উইকেটই নিয়েছেন সাজিদ-নোমান। রাওয়ালপিন্ডিতে প্রথম ইনিংসে ১০ উইকেটের ৯টিই নিয়েছেন তারা। বলের পর ব্যাট, ব্যাটের পর আবার বল হাতে জ্বলছেন পাকিস্তানের এই দুই স্পিনার। ইংলিশদের দুরবস্থা তো হবেই।
সংক্ষিপ্ত স্কোর
ইংল্যান্ড : ২৬৭ ও২য় ইনিংস ৯ ওভারে ২৪/৩ (ডাকেট ১২, রুট ৫*, ব্রুক ৩*; নোমান ২/৯, সাজিদ ১/১৪)।
পাকিস্তান ১ম ইনিংস : ৯৬.৪ ওভারে ৩৪৪ (শান মাসুদ ২৬, শাকিল ১৩৪, সাজিদ ৪৮*, নোমান ৪৫; রেহান ৪/৬৬, বশির ৩/১২৯, অ্যাটকিনসন ২/২২, রিচ ১/১০৫)। ২য় দিন শেষে
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
শরীয়তপুরে ১০ বছরেও নির্মাণ হয়নি আদালত ভবন
ষড়যন্ত্র ও হয়রানির বিরুদ্ধে ন্যায়বিচারের আবেদন বঞ্চিত বিধবার
দোয়ারাবাজারে অভিযুক্ত বাঁধে বালু অপসারণ!
তালেবান শাসনকে বৈধতা না দেওয়ার আহ্বান নোবেলজয়ী মালালার
ফের সচিবালয়ের সামনে অবস্থান অব্যাহতি পাওয়া এসআইদের
ঢাকার বাইরে প্রথম নরসিংদীতে রয়েল এনফিল্ড লঞ্চ
ধর্মীয় শিক্ষার মাধ্যমেই দেশ ও জাতির কল্যাণ সাধিত করা সম্ভব
অন্তর্বর্তী সরকার নিয়ে বিতর্ক থাকতে পারে না : হাইকোর্ট
বিদ্যুৎ প্লান্টের পাঁচ লাখ টাকার লোহা তামা স্টিল সামগ্রী চুরির দায়ে ৫০ জনের নামে মামলা
নেত্রকোনা গত ১ বছরে ২৩২টি অস্বাভাবিক মৃত্যু
মেহেরপুর শহরে অবৈধ গাড়ির দৌরাত্ম ফুটপথ দখল, সরু সড়ক, যানজট লেগেই থাকে
অ্যাপলের ডাইভার্সিটি নীতি , বৈচিত্র্য রক্ষার লড়াইয়ে বোর্ডের বার্তা
ঢাবি,ভিকি,এনএসইউ ওয়েটিং লিস্টে থাকে,বান্নাহ খাওয়া মাল খায় না'
দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা না করলে আন্দোলনে নামার ঘোষণা কর্নেল অলির
আশুলিয়া থানা জমিয়তের কমিটি গঠন
বাংলাদেশের সীমান্তে ১৬০ জায়গায় কাটাতারের বেড়া দিয়েছে ভারত : রিজভী
মতলবে সাবেক স্ত্রীকে গলা কেটে হত্যা-সাবেক স্বামী আটক
লক্ষ্মীপুর থেকে সাড়ে ৪ কোটি টাকার কষ্টিপাথর প্রত্নতত্ত্ব অধিদপ্তরে হস্তান্তর
অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি দলে শর্ট ও হার্ডি, কামিন্সকে নিয়ে শঙ্কা
'ব্লু অরিজিন' রকেট উৎক্ষেপণের প্রস্তুতি সম্পন্ন,শুভকামনা জানালেন ইলন মাস্ক