ইংল্যান্ডকে উড়িয়ে সিরিজ পাকিস্তানের
২৬ অক্টোবর ২০২৪, ০৪:১১ পিএম | আপডেট: ২৬ অক্টোবর ২০২৪, ০৫:৫৭ পিএম
জয়ের মঞ্চ প্রস্তুত হয়েই ছিল। খুব কাছে গিয়ে যেন আর দেরি করতে চাইলেন না শান মাসুদ। টানা চারটি মারলেন চার। এরপর ছক্কায় বল উড়িয়ে দলকে পৌঁছে দিলেন কাঙ্ক্ষিত লক্ষ্যে। পিছিয়ে পড়েও ইংল্যান্ডকে গুড়িয়ে সিরিজ জিতল পাকিস্তান।
রাওয়ালপিন্ডি টেস্টে তিন দিনেই ইংল্যান্ডকে ৯ উইকেটে উড়িয়ে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিল পাকিস্তান। ২০২১ সালের ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকা সিরিজের পর দেশের মাঠে প্রথম সিরিজ জয়ের স্বাদ পেল তারা।
পাকিস্তানের এই সিরিজ জয়ের নায়ক দুই স্পিনার- সাজিদ খান ও নোমান আলি। দুজনের ঘূর্ণিতে ৪৬ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে দ্বিতীয় ইনিংসে মাত্র ১১২ রানেই গুটিয়ে যায় ইংল্যান্ড।
জয়ের জন্য ৩৬ রানের লক্ষ্যে ১৯ বলেই পৌঁছে যায় পাকিস্তান। ৬ বলে ২৩ রানের ছোট্ট ঝড়ে কাজ শেষ করেন শান মাসুদ।
ম্যাচে সাজিদ-নোমান নিয়েছেন ১৯ উইকেট। সিরিজে এই দুজনের শিকার ৩৯টি। বাঁহাতি স্পিনে এই ম্যাচে নোমান নিয়েছেন ৬ উইকেট। ম্যাচে তার শিকার ৯ উইকেট।
প্রথম ইনিংসে ৬ উইকেট শিকার করা সাজিদের এবারের প্রাপ্তি ৪ উইকেট। ১০ টেস্টের ক্যারিয়ারে এই নিয়ে দ্বিতীয়বার ম্যাচে ১০ উইকেটের স্বাদ পেলেন তিনি।
তবে কঠিন সময়ে ১৩৪ রানের অনবদ্য ইনিংস খেলে এই টেস্টের নায়ক সউদ শাকিল। আর ৭২ রান ও ১৯ উইকেট নিয়ে সিরিজ সেরা সাজিদ খান।
কঠিন সময়ে কী দুর্দান্তভাবেই না ঘুরে দাঁড়িয়ে সিরিজ জিতল পাকিস্তান। সিরিজের প্রথম ম্যাচে তারা হেরে যায় ইতিহাস গড়ে। ১৪৭ বছরের টেস্ট ইতিহাসে প্রথম দল হিসেবে প্রথম ইনিংসে সাড়ে পাঁচশর্ধো রান করেও ইনিংস ব্যবধানে হেরেছিল দলটি।
প্রথম টেস্টে খাবি খাওয়ার পর টার্নিং উইকেট বানায় স্বাগতিকরা। আর তাতেই পাল্টে যায় গতিপথ। উল্টো খাবি খেতে খেতে পরের দুই ম্যাচে পাত্তাই পায়নি ব্রান্ডন ম্যাককালাম-বেন স্টোকস জুটির বাজবল ক্রিকেট।
৩ উইকেটে ২৪ রান নিয়ে দিন শুরু করেছিল ইংল্যান্ড। হ্যারি ব্রুক-জো রুট জুটি দলকে টেনে নেন ৬৬ রান পর্যন্ত। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৩৭.২ ওভারে ১১২ রানেই গুটিয়ে যায় সফরকারীরা। পাকিস্তানের লক্ষ্য দাঁড়ায় ৩৬ রান।
লক্ষ্য তাড়ায় তৃতীয় ওভারের প্রথম বলে দলীয় ১৪ রানে জ্যাক লিচের বলে এলবিডব্লিউ হন সাইম আয়ুব। এরপর ক্রিজে নেমে ৬ বলেই সমীকরণ মিলিয়ে নেন দলপতি মাসুদ।
পাকিস্তান এখন তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাবে অস্ট্রেলিয়ায়। সিরিজ শুরু ৪ নভেম্বর। ইংল্যান্ড তিন ম্যাচের ওয়ানডে ও পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাবে ওয়েস্ট ইন্ডিজে। এই সিরিজ শুরু আগামী শুক্রবার।
সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড ১ম ইনিংস: ২৬৭
পাকিস্তান ১ম ইনিংস: ৩৪৪
ইংল্যান্ড ২য় ইনিংস: (আগের দিন ২৪/৩) ৩৭.২ ওভারে ১১২ (রুট ৩৩, ব্রুক ২৬, স্টোকস ৩, স্মিথ ৩, অ্যাটকিনসন ১০, রেহান ৭, লিচ ১০, বাশির ৪*; সাইম ১-১-০-০, নোমান ১৮.২-২-৪২-৬, সাজিদ ১৮-২-৬৯-৪)।
পাকিস্তান ২য় ইনিংস: (লক্ষ্য ৩৬) ৩.১ ওভারে ৩৭/১ (শাফিক ৫*, সাইম ৮, মাসুদ ২৩*; লিচ ২-০-২৭-১, বাশির ১.১-০-১০-০)।
ফল: পাকিস্তান ৯ উইকেটে জয়ী।
সিরিজ: তিন ম্যাচ সিরিজে পাকিস্তান ২-১ ব্যবধানে জয়ী।
ম্যান অব দা ম্যাচ: সাউদ শাকিল।
ম্যান অব দা সিরিজ: সাজিদ খান।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
শ্রীপুরে ভুয়া মেজর আটক
সাবেক দুদক কমিশনার জহরুল হকের পাসপোর্ট বাতিল, দেশত্যাগে নিষেধাজ্ঞা
জুলাই গণঅভ্যুত্থানের প্রশংসা করলেন রাহাত, জানালেন নিজ অনুভূতি
রাতের আধারে অসহায় ব্যাক্তিদের বাড়ির দরজায় গিয়ে কম্বল দিলেন ইউএনও
আমাদের সংস্কৃতির অংশ হলো সব ধর্মের মাঝে সম্প্রীতি ও সহাবস্থান: পররাষ্ট্র উপদেষ্টা
ভাঙ্গায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে নারী-পুরুষসহ আহত- ১০
কবি জসীমউদ্দিনের মেজ ছেলে ড. জামাল আনোয়ার আর নেই
নির্বাচনের তারিখ নিয়ে যা জানালেন প্রধান নির্বাচন কমিশনার
কারখানায় আগুন, পরিদর্শনে হাতেম
নোয়াখালীর সুবর্ণচরে মোটর থেকে বৈদ্যুতিক তার খুলতে প্রাণ গেল যুবকের
৫ জানুয়ারি থেকে ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু
নাচোলে পিয়ারাবাগানে এক গৃহবধূ খুন
সিদ্দিরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে বিদ্যুতায়িত, দুই শ্রমিকের মৃত্যু
দীর্ঘ ১৩ বছর পর দেশে ফিরছেন কায়কোবাদ
বগুড়ার ধুনট পল্লীতে জয় বাংলা স্লোগান দিয়ে ব্যবসায়ীর ৩৫ হাজার টাকা ছিনতাই
গণমাধ্যমে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের ওপর গুরুত্বারোপ করলেন উপদেষ্টা
আসছে ভিভোর নতুন ফ্ল্যাগশিপ, থাকছে জাইস টেলিফটো প্রযুক্তি
শেরপুরে নানা আয়োজনে খ্রিস্ট ধর্মাবলম্বীদের বড়দিন উদযাপিত
ধোবাউড়ায় নেতাই নদী থেকে অবৈধভাবে ড্রেজার মেশিনে বালু উত্তোলন করা হচ্ছে
সাংবাদিক শাহ আলম চৌধুরী আর নেই