লুইসের বিধ্বংসী শতকে উড়ে গেল শ্রীলঙ্কা
২৭ অক্টোবর ২০২৪, ০৮:৫৫ এএম | আপডেট: ২৭ অক্টোবর ২০২৪, ০৮:৫৫ এএম
তিন বছরের বেশি সময় পর ওয়ানডে খেলতে নেমে ইভিন লুইস উপহার দিলেন দুর্দান্ত সেঞ্চুরি। ঝড়ো ব্যাটিংয়ে সেঞ্চুরি করলেন শেরফেইন রাদারফোর্ড। শ্রীলঙ্কাকে উড়িয়ে হোয়াইটওয়াশ এড়াল ওয়েস্ট ইন্ডিজ।
পাল্লেকেলেতে শনিবার বৃষ্টি বিঘ্নিত তৃতীয় ওয়ানডেতে ডাকওয়ার্থ লুইস-স্টার্ন পদ্ধতিতে স্বাগতিকদের ৮ উইকেটে হারিয়েছে ক্যারিবীয়রা।
২০০৫ সালের পর এই প্রথম শ্রীলঙ্কার মাটিতে ওয়ানডে ম্যাচে জয়ের স্বাদ পেল উইন্ডিজ। এর আগে দেশটিতে তারা হেরেছিল টানা ১০ ম্যাচ।
টস হেরে ব্যাটিংয়ে নামে শ্রীলঙ্কা। ১৭.২ ওভারে ১ উইকেটে ৮১ রান করার পর বৃষ্টিতে খেলা বন্ধ থাকে পাঁচ ঘন্টার বেশি সময়। পরে ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ২৩ ওভারে। পাথুম নিসাঙ্কা (৬২ বলে ৫৬) ও কুসাল মেন্ডিসের (২২ বলে ৫৬) ফিফটিতে ১৫৬ রান করে লঙ্কানরা।
তবে বৃষ্টি আইনে ওয়েস্ট ইন্ডিজের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৯৫। ৬ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় তারা।
২০২১ সালের জুলাইয়ের পর এই সংস্করণে খেলতে নেমে ৬১ বলে ৯ চার ও ৪ ছক্কায় অপরাজিত ১০২ রানের ইনিংসে ক্যারিবিয়ানদের নায়ক লুইস। তার পঞ্চম ওয়ানডে সেঞ্চুরি এটি। পঞ্চাশ ছোঁয়ার পরপরই পায়ে টান লাগে এই ওপেনারের। তারপরও চালিয়ে যান ব্যাটিং।
শেষ দিকে যখন ওভারপ্রতি রান লাগে দশের বেশি, তখন ২৬ বলে ৩ ছক্কা ও ৪টি চারে অপরাজিত ৫০ রানের ঝড়ো ইনিংস খেলে জয়ে বড় অবদান রাখেন রাদারফোর্ড। সিরিজের প্রথম দুই ম্যাচেও পঞ্চাশ ছাড়ানো ইনিংস খেলেছিলেন তিনি।
লুইস ও রাদারফোর্ডের অবিচ্ছিন্ন জুটিতে ৮৮ রান আসে স্রেফ ৪৫ বলে।
শেষ ১০ ওভারে প্রয়োজন পড়ে ১০১ রান। একটু পরই হোপের (২৭ বলে ২২) বিদায়ে ভাঙে ৭২ রানের জুটি। রাদারফোর্ড জীবন পান ১০ রানে। সুযোগ পেয়ে তাণ্ডব চালান তিনি।
৮৮ থেকে দিলশান মাদুশাঙ্কাকে ছক্কা মেরে নম্বইয়ের ঘরে পৌঁছে যান লুইস। পরের ওভারে একটি ছক্কার পর এক রান নিয়ে ফিফটি পূর্ণ করেন রাদারফোর্ড। পরের বলেই ছক্কায় সেঞ্চুরি পূরণের পাশাপাশি ম্যাচের ইতি টানেন লুইস।
এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ওয়েস্ট ইন্ডিজের ১৭ বছর বয়সী ব্যাটসম্যান জুয়েল অ্যান্ড্রুর। ব্যাটিংয়ে নামার সুযোগ পাননি অবশ্য।
টি-টোয়েন্টির পর ওয়ানডে সিরিজও ২-১ ব্যবধানে জিতল শ্রীলঙ্কা।
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা: ২৩ ওভারে ১৫৬/৩ (নিসাঙ্কা ৫৬, আভিশকা ৩৪, কুসাল মেন্ডিস ৫৬*, আসালাঙ্কা ৬, কামিন্দু মেন্ডিস ০*; ফোর্ড ৫-০-১২-০, আলজারি ৫-০-৪১-০, সিলস ৪-০-৩২-০, মোটি ৫-০-২১-০, চেইস ২-০-২০-১, রাদারফোর্ড ২-০-২৭-১)
ওয়েস্ট ইন্ডিজ: (২৩ ওভারে লক্ষ্য ১৯৫) ২২ ওভারে ১৯৬/২ (কিং ১৬, লুইস ১০২*, হোপ, রাদারফোর্ড ৫০*; থিকশানা ৫-০-৩৯-০, মাদুশাঙ্কা ৫-০-৫০-১, আসিথা ৫-০-৩৯-১, হাসারাঙ্গা ২-০-২৪-০, লিয়ানাগে ১-০-৯-০, কামিন্দু ২-০-১৪-০, আসালাঙ্কা ২-০-১৯-০)
ফল: ডিএলএস পদ্ধতিতে ওয়েস্ট ইন্ডিজ ৮ উইকেটে জয়ী
সিরিজ: ৩ ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জয়ী শ্রীলঙ্কা
ম্যান অব দা ম্যাচ: এভিন লুইস
ম্যান অব দা সিরিজ: চারিথ আসালাঙ্কা
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
আশুলিয়ায় ভাড়াটিয়া তাড়িয়ে জোরপূর্বক জমি দখলের অভিযোগ
আজানের জবাব দেওয়া প্রসঙ্গে।
লক্ষ্মীপুরে চুরির অপবাদে নাকে খত দেওয়ার ঘটনায় মামলা
শরীয়তপুরে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
হেঁটে টেকনাফ গেলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাসেদুল
বিদেশি অপারেটরের সঙ্গে সম্পাদিত গোপন চুক্তি বাতিল চেয়ে আইনি নোটিশ!
বাগেরহাটে জেলা একীভূত চক্ষু সেবা কর্মসূচির এডভোকেসি সভা অনুষ্ঠিত
সাতক্ষীরায় বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল
অল্পতেই শেষ পাকিস্তানের ইনিংস
খেপুপাড়া সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রথম পুনর্মিলনী ২৮ ডিসেম্বর
হামলা-নাশকতা প্রতিরোধে কাজ করছে সেনাবাহিনী
তাবলিগ জামাতের দু'পক্ষকেই বিশেষ নির্দেশনা দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়
পেকুয়ায় আগামীকাল বৃহত্তর ঐতিহাসিক তাফসির মাহফিল
‘সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় সেনাবাহিনী দিয়ে তদন্ত কমিটি গঠন করুন’
শ্রীনগরে বিদুৎপৃষ্ট হয়ে রং মিস্ত্রির মৃত্যু
আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের দাবীতে সিলেট এমসি কলেজে মানববন্ধন
সোনা চোরাচালানের দায়ে বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান জব্দ
রাজশাহী বাঘায় পদ্মা নদীতে ধরা পড়লো সাড়ে এগারো কেজি বাঘাইড় মাছ
চ্যাম্পিয়ন্স লিগে সিটির খেলা নিয়ে শঙ্কিত গুয়ার্দিওলা
সুশীলগিরি ছেড়ে দোসরদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে আসতে হাসনাতের আহ্বান