আমাকে শান্তিতে থাকতে দিন: উয়েফাকে মরিনহো
৩০ অক্টোবর ২০২৪, ০৬:৩৯ পিএম | আপডেট: ৩০ অক্টোবর ২০২৪, ০৬:৩৯ পিএম
২০২৩ সালের ইউরোপা লিগের ফাইনালের পর থেকে অন্যান্য কোচদের মত উয়েফার কাছ থেকে যথাযথ আচরণ পাননি বলে দাবী জানিয়েছেন হোসে মরিনহো।
গত মৌসুমে ইউরোপা লিগের ফাইনালে বুদাপেস্টে সেভিয়ার বিপক্ষে পেনাল্টিতে হতাশাজনক হারের পর রেফারি এন্থনি টেইলরের সাথে অশোভন আচরণের দায়ে ইউরোপীয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা রোমার তৎকালীণ কোচ মরিনহোকে টাচলাইন থেকে চার ম্যাচ নিষিদ্ধ করেছিল।
স্কাই স্পোর্টসে দেয়া এক সাক্ষাতকারে এ সম্পর্কে মঙ্গলবার মরিনহো বলেছেন, ‘আমার এমন অনুভূতি হচ্ছে যে ইউরোপে আমি সমস্যায় আছি। যেভাবে আমরা ফাইনালে হেরেছি সেটা আমি এখনো মেনে নিতে পারিনি। আর তখন থেকেই আমার মধ্যে এই ধরনের অনুভূতি হচ্ছে।‘
‘আমি কোন ধরনের বিশেষ আচরণ আশা করছি না। কিন্তু আমি শুধুমাত্র সত্যটাই তাদের কাছ থেকে আশা করছি। আমি যদি কোন ধরনের অণ্যায় করে থাকি আমাকে শাস্তি দেয়া হোক। কিন্তু তা না হলে আমাকে শান্তিতে থাকতে দেয়া হোক। কিন্তু পুরো পরিস্থিতি কেমন যেন জটিল হয়ে গেছে। বুদাপেস্টের ফাইনালের পর থেকে কোন কিছুই স্বাভাবিক মনে হচ্ছে না।’
বর্তমানে ফেনারবাখের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন মরিনহো। গত সপ্তাহে ইউরোপা লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে ১-১ গোলের ড্রয়ের ম্যাচটিতে তাকে সরাসরি লাল কার্ড দেখানো হয়েছে। একটি পেনাল্টির আবেদন করে সফল না হওয়ায় রেফারির সাথে উত্তপ্ত বাক্য বিনিময় হয় মরিনহোর।
মরিনহো বলেছেন, ‘অন্যদের মতই আচরণ আমিও আশা করি। মাঠের লড়াইয়ে আপনি লিওনেল মেসি নাকি একেবারে নতু খেলোয়াড়, সেটা কোন বিষয় নয়। আইন মেসি কিংবা একজন তরুনের জন্য সমান। কোচদের ক্ষেত্রেও বিষয়টি তেমনই। আপনি কার্লো আনচেলত্তি নাকি নতুন কোন কোচ সেটা দেখার বিষয় না। আনচেলত্তির সাথে যে ধরনের আচরণ করা হয় একজন তরুন কোচের জন্যও সেটা প্রযোজ্য। আমিও আমার জন্য এটাই দাবী করছি। কিন্তু সেটা কোথাও পাচ্ছি না।’
ইউনাইটেডের বিপক্ষে ড্রয়ের পর মরিনহো বলেছিলেন, কোচ হিসেবে তিনি পরবর্তী দায়িত্ব নিতে চান ইংল্যান্ডের কোনো ক্লাবে, যারা উয়েফার প্রতিযোগিতায় নেই। ৬১ বছর বয়সী এই কোচ তার সেই মন্তব্যের ব্যাখ্যায় বলেছেন, ‘মজা করেছি। রেলিগেশনের সাথে লড়াই করছে এমন দলে আমি কখনোই যোগ দেব না। কখনো না।’
মরিনহো এরপর বুঝিয়ে বলেছেন, ‘হতাশ হয়ে পড়ি। অথচ ক্যারিয়ারের হতাশ হওয়ার মতো পর্যায়ে আমি নেই। সব সময় খুশি থাকব, ক্যারিয়ারের এমন পর্যায়ে আছি। কিন্তু এখন ইউরোপিয়ান প্রতিযোগিতার খেলায় সব সময়ই হতাশ হতে হয়। তবে আমি রেলিগেশন এড়ানোর লড়াই করব না। এটা বেশি কঠিন। সত্যি বলতে এটা আমার কাছে সবচেয়ে কঠিন কাজ মনে হয়। শিরোপা জয়ের চেয়ে কঠিন। আবেগের জায়গা থেকেও খুব কঠিন হবে। কারণ এটা এমন কিছু যা জীবনকে পাল্টে ফেলে। কাজটা তাই সাহসীদের জন্য।’
ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি ও টটেনহ্যামের দায়িত্ব পালন করা মরিনহো এখনো ইংল্যান্ডে ফেরার স্বপ্ন দেখেন। এ সম্পর্কে তিনি বলেন, ‘লন্ডন আমার ঘর। সে কারণে এখানে ফিরতেই হবে। তবে কেউ না চাইলে সেটা ভিন্ন। আমি একদিন অবশ্যই এখানে ফিরতে পছন্দ করবো। কিন্তু আমাকে কেউ যাতে ভুল না বুঝে। একটি বিষয় স্পষ্ট করতে চাই, আগামী দুই বছর অর্থ্যাৎ এই মৌসুম ও আগামী মৌসুমে কেউই আমাকে ফেনারাবাখ থেকে সরাতে পারবে না।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
জুলাই-আগস্টের গণহত্যার প্রতিবেদন ডিসেম্বরে : প্রধান উপদেষ্টাকে ভলকার টুর্ক
'মেয়ের জন্য হলেও নতুন করে সংসার বাঁধতে চায় বাঁধন'
আওয়ামী লীগ সব বিএনপি হয়ে গেছে: আমিনুল হক
ব্যান্ডউইথের মূল্য পরিশোধে লাগবে না কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি
স্বর্ণের দামে রেকর্ড, ভরি ১ লাখ ৪৩ হাজার টাকা ছাড়ালো
ইসলাম দেশ ও মানবতাবিরোধী কোন চক্রান্ত মেনে নেয়া হবে -পীর সাহেব চরমোনাই
বেশিরভাগ ভোজ্যতেল ভিটামিন ‘এ’ সমৃদ্ধ না হওয়ায় মানুষ আইনি সুফল থেকে বঞ্চিত
‘ভালো শিক্ষার্থী হওয়ার পাশাপাশি ভালো মানুষ হতে হবে’
কুষ্টিয়ায় প্রকাশ্যে দুই ভাইকে কুপিয়ে হত্যা
নামাজে জামাতের সময় কাতার সোজা করা প্রসঙ্গে?
জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে ইসলামী ব্যাংকের ১০০ কোটি টাকা লোকসান
আন্তজেলা অটো চার্জার ছিনতাইকারী চক্রের ৪ সদস্য আটক!
টেকনাফে দেশীয় এলজি এবং ৪ রাউন্ড গুলিস উদ্ধার, ৩ রোহিঙ্গা আটক
দোয়ারাবাজারে কৃষক লীগের যুগ্ম আহবায়ক মিন্টু গ্রেফতার
উত্তরায় সেনাবাহিনীর অভিযানে শীর্ষ সন্ত্রাসী আলতাফসহ গ্রেফতার ১৪
পিবিআইয়ের তদন্তে রাবেয়া হত্যার রহস্য উন্মোচিত, গ্রেপ্তার ৩
হুমকির প্রতিবাদে নন্দন পার্কের অংশীদারদের সংবাদ সম্মেলন
ফ্যাসিবাদ আ.লীগ সরকার মানুষকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসিতে ঝুলিয়েছে : রফিকুল ইসলাম
সকাল-বিকেল ৪ ঘণ্টা ট্রাফিকের দায়িত্বে থাকবে প্রশিক্ষিত ছাত্ররা : উপদেষ্টা আসিফ মাহমুদ
আধুনিক বিশ্ব বৈষম্য ও অপরাধের সংজ্ঞা নির্ধারণেই ব্যর্থতার পরিচয় দিয়েছে - খেলাফত আন্দোলন